বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।তড়িৎ বিশ্লেষণকালে যেসব তড়িৎদ্বার তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাদের বলা হয় অ্যানোড।অ্যানোডে অ্যানায়ন যুক্ত হয়। যেসব তড়িৎ দ্বার তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাদের বলা হয় ক্যাথোড।ক্যাথোডে ক্যাটায়ন যুক্ত হয়।আর যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তা গ্যালভানিক কোষ নামে পরিচিত।
তড়িৎ অবিশ্লেষ্য বস্তুতে কোন ধাতব পরমানু থাকে না।ফলে কোন মুক্ত ইলেকট্রন থাকে না।তাই এরা কখনো বিদ্যুৎ পরিবহন করে না।তাই তড়িৎ বিশ্লেষণে এদের ব্যবহার করা হয় না।আর যেবব পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়।যেমন- সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।তড়িৎ বিশ্লেষণকালে যেসব তড়িৎদ্বার তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাদের বলা হয় অ্যানোড।অ্যানোডে অ্যানায়ন যুক্ত হয়। যেসব তড়িৎ দ্বার তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাদের বলা হয় ক্যাথোড।ক্যাথোডে ক্যাটায়ন যুক্ত হয়।অর্থাৎ ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোড অক্সিজেন পরমানু জারিত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।উল্লেখ্য,বিশুদ্ধ পানি বিদ্যুৎ কুপরিবাহী অর্থাৎ খুব অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে।
আর যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তা গ্যালভানিক কোষ নামে পরিচিত।তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ১৯৩৩ সালে ফ্যারাডের দুটি সূত্র আছে।সূত্র ১- বিগলিত বা দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক অর্থাৎ প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বাড়ালে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়,আর প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমালে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হ্রাস পাবে।সূত্র ২-যদি বিভিন্ন পদার্থে একই পরিমাণ পদার্থ বিদ্যুৎ প্রবাহিত হয় তবে তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তাদের তড়িৎ রাসায়নিক তুল্যাংকের সমানুপাতিক।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ