এ্যাপ্সল Apsol এসিন্টা Antista B-50® Forte মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

এ্যাপ্সল Apsol
উপাদান : প্রতি গ্রাম পেস্ট এ আছে ৫০ মি. গ্রা.
এ্যামলেক্সানক্স আই. এন. এন.।
নির্দেশনা : মুখ গহŸর এর ক্ষত, আলজিহŸা সহ গলার
উপরের অংশের ক্ষত চিকিৎসায় ব্যবহার যোগ্য।
মাত্রা ও ব্যবহারবিধি : ক্ষত দেখা দেবার পর যত
দ্রুত সম্ভব ব্যবহার করতে হবে। দিনে ৪ বার অথবা
প্রতিবার খাবার পর মুখ পরিষ্কার করে ব্যবহার করতে
হবে।
প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে ক্ষতস্থান গুলো
শুকিয়ে নিন। এরপর হাত ভালোভাবে ধুয়ে পেস্ট
আঙ্গুলে নিয়ে ক্ষত স্থানের উপর লাগিয়ে নিন।
ব্যবহারের পর হাত ভাল করে ধুয়ে ফেলুন। চোখের
সংস্পর্শে পেস্ট আসলে চোখ প্রচুর পানি দিয়ে ধুয়ে
নিন। ক্ষত সম্পূর্ণ রূপে ভাল না হওয়া পর্যন্ত ব্যবহার
করুন। ১০ দিন ব্যবহারে উন্নতি দেখা না গেলে
চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা ও যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
গর্ভবতী মায়েদের জন্য এ্যাপ্সল ব্যবহার করা নিরাপদ
তবে ব্যবহার করার পূর্বে তা আসলে প্রয়োজন কিনা
তা নির্ধারন করতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়ান
এমন মায়েদের ক্ষেত্রে এ্যাপ্সল ব্যবহারে সাবধানতা
অবলম্বন করতে হবে।
শিশুদের ক্ষেত্রে এ্যাপ্সল এর ব্যবহার উপযোগিতা
পরীক্ষা করা হয়নি।
এ্যাপ্সল বা এর উপাদান সমূহের প্রতি অতি
সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা
যাবে না।
পার্শ্বপ্রতিক্রিয়া : এ্যাপ্সল ব্যবহারে ক্ষত স্থানে সামান্য
জ্বালাপোড়া ও ব্যথার অনুভ‚তি হতে পারে। কিছু কিছু
ক্ষেত্রে মুখ গহŸরের ভিতরের আবরনে প্রদাহ, বমিভাব
ও ডায়রিয়া হতে পারে।
সরবরাহ :এ্যাপ্সলঞগ ওরাল পেস্ট : ৫ গ্রাম।
এআরবি® ARB
উপাদান : ক্যান্ডেসারটান। ৮ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : এটি উচ্চরক্তচাপ কমানোর ওষুধ। এটি
একক অথবা অন্য উচ্চরক্তচাপ কমানোর ওষুধের
সাথে ব্যবহার করা যাবে।
মাত্রা ও ব্যবহার বিধি : ২ মি.গ্রা. থেকে ৩২ মি.গ্রা.
দিনে একবার বা ২ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ঘোরানো, ডিস্পেপসিয়া,
গ্যাষ্ট্রোএন্টেরাইটিস, ট্যাকিকার্ডিয়া, বুক ধড় ফড় করা,
ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বৃদ্ধি যাওয়া, হাইপারগ
−াইসেমিয়া, হাইপার ট্রাইগিসারাইডেমিয়া, হাইপার
ইউরিসেমিয়া, মাংসপেশীর ব্যথা, নাক দিয়ে রক্ত ঝরা,
উদ্বেগ, হতাশা, ঘুম ঘুম ভাব, র‌্যাশ, অতিরিক্ত ঘাম
হওয়া এবং মূত্রে রক্তক্ষরণ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : নির্দেশিত নয়।
সরবরাহ : এআরবি® ৮ ট্যাবলেট : ৩ ী ১০ টি।
এসিন্টা Antista
উপাদান: প্রতি ৫ মি.লি. সাসপেনশনে আছে সোডিয়াম
এলজিনেট ইউএসপি ৫০০ মি.গ্রা. এবং পটাশিয়াম
বাইকার্বনেট ইউএসপি ১০০ মি.গ্রা.।
নির্দেশনা: এটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স
জনিত সমস্যা, যেমন- এসিড রিগার্জিনেশন, হার্টবার্ন
এবং বদহজমে নির্দেশিত। এটি খাবার পরবর্তী
এসিডিটি, গর্ভকালীন অথবা যে সকল রোগীর রিফ্লাক্স
ইসোফেজাইটিস আছে তাদের প্রতি নির্দেশিত।
সেবন মাত্রা ও প্রয়োগবিধি: খাবারের পরে এবং
ঘুমানোর আগে দৈনিক ৪ বার
প্রাপ্ত বয়ষ্ক এবং ১২ বছরের উপরে শিশুদের ক্ষেত্রে:
১-২ চা চামচ (৫-১০ মি.লি.) সাসপেনশন।
২- ১২ বছরের শিশুদের ক্ষেত্রে: ১/২-২ চা চামচ
(২.৫-৫ মি.লি.) সাসপেনশন।
প্রতিনির্দেশনা: সোডিয়াম অ্যালজিনেট এবং পটাশিয়াম
বাইকার্বোনেট এর উপর সংবেদনশীল রোগীদের
ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার:
অ্যাসিন্টাঞগ সাসপেনশন গর্ভবতী ও স্তন্যদানকারী
মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
পার্শ্ব প্রতিক্রিয়া: খুব কম সংখ্যক রোগীদের ক্ষেত্রে
অ্যালার্জিক মেনিফেস্টেশন যেমন- ইউটিকারিয়া,
ব্রোঙ্কোস্পাজম, এনাফাইলেটিক অথবা
এনাফাইলেকিয়েড প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
মাত্রাধিক্যতা: সিম্পটোমেটিক চিকিৎসা রোগীকে দিতে
হবে। রোগীর তলপেটে ব্যথা হতে পারে।
সরবরাহ: প্রতি বোতলে আছে ২০০ মি.লি.
সাসপেনশন। ই
বি-৫০® ফোট ই-৫০® B-50® Forte
উপাদান : (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মি.গ্রা.,
রিবোফ্ল্যাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড
২ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ২০ মি.গ্রা.)/ট্যাবলেট,
ক্যাপসুল ও প্রতি ৫ মি.লি. সিরাপ।
(থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫০ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন
৪ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা.,
নিকোটিনামাইড ১০০ মি.গ্রা., ডি-প্যানথেনল ৫
মি.গ্রা.)/ইঞ্জেকশন।
নির্দেশনা : মুখে, ঠোঁটে অথবা জিহবায় ঘা, বেরিবেরি,
এবং স্নায়ু প্রদাহ, শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য
এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ, বয়স্কদেরক্ষুধামন্দা, বি ভিটামিনের
অভাব পূরণে, বিশেষতঃ গর্ভাবস্থায়, স্তন্যদানকালে
অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে
ঘাটতি দেখা দিলে ব্যবহার্য।
মাত্রা ও ব্যবহার বিধি : ট্যাবলেট/ক্যাপসুল : ১-২টি
দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সিরাপ : দিনে ২-৩ চা চামচ। ইঞ্জেকশন : কেবলমাত্র
মাংসপেশীতে বা শিরায় ব্যবহারের জন্য, ২ মি.লি.
দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল
রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া দেখা
দিতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং
স্তন্যদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে।
সরবরাহ :
বি-৫০® ফোর্ট ট্যাবলেট : ৪৫ টি। বি-৫০® ফোর্ট
ক্যাপসুল : ২৫ ী ১০ টি। বি-৫০® ফোর্ট সিরাপ
: ১০০ মি.লি ও ২০০ মি.লি.। বি-৫০® ফোর্ট
ইঞ্জেকশন : ২ ী ৫ টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]