ব্যাক্ট্রোসিন® Bactrocin® বেকোস্পে® Becospray® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

ব্যাক্ট্রোসিন® Bactrocin®
উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে মিউপিরোসিন
২০ মি.গ্রা.।
নির্দেশনা : ব্যাক্ট্রোসিন অয়েন্টমেন্ট ইমপেটিগোর
ত্বকীয় চিকিৎসায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : আক্রান্ত স্থানে দিনে ৩ বার
করে ১০ দিন।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
মিউপিরোসিন অথবা এই প্রিপারেশনের অন্যান্য
উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন
ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : স্থানীয় পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ নিম্নরূপঃ
জ্বালা-পোড়া, স্টিংগিং অথবা ব্যথা, চুলকানি, বমি বমি
ভাব, ইরাইথেমা, শুষ্ক ত্বক, টেন্ডারনেস, সোয়েলিং,
কন্টাক্ট ডার্মাটাইটিস এবং এক্সুডেট-এর বৃদ্ধি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্যান্য ওষুধের সাথে
মিউপিরোসিন-এর ব্যবহারের ফলাফল পরীক্ষা করা
হয়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগন্যান্সি
ক্যাটাগরী ‘বি’। স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে
ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিৎ।
সরবরাহ : ব্যাক্ট্রোসিন® অয়েন্টমেন্ট : ১০ গ্রাম।
বেকোস্পে® Becospray®
উপাদান : বেক্লোমিথাসন ডাইপ্রোপায়োনেট ৫০
মাইক্রোগ্রাম/স্প্রে।
নির্দেশনা : এটি বর্ষব্যাপী এবং মৌসুমী এলার্জি জনিত
নাসাপ্রদাহ, ভেসোমটর নাসাপ্রদাহের প্রতিরোধ ও
চিকিৎসার জন্য নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক : প্রতি নাসারন্ধ্রে
দুইটি করে স্প্রে দিনে দুইবার। শিশু (৬-১২ বছর)
: প্রতি নাসারন্ধ্রে একটি করে স্প্রে দিনে দুইবার।
শিশুদের বয়স ৬ বছরের নীচে হলে ব্যবহার করা যাবে না।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এ
ওষুধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা
হলে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : দূর্লভ ক্ষেত্রে নাকের পর্দা ছিদ্র হয়ে
যেতে পারে। অন্যান্য ন্যাজাল স্প্রের মতই নাক ও
গলায় শুষ্কভাব, জ্বালাপোড়া, অস্বস্তিকর স্বাদ ও গন্ধ
এবং নাক দিয়ে রক্তক্ষরণ দেখা যেতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এরকম কোন
প্রতিক্রিয়া জানা যায়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : কোন পর্যাপ্ত ও
সুপ্রতিষ্ঠিত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি। কেবলমাত্র
গর্ভবতী মায়েদের ভ্র“ণের সম্ভাব্য ক্ষতির চেয়ে
উপকারিতা অপেক্ষাকৃত বেশী বিবেচিত হলেই ব্যবহার করা যেতে পারে।
সরবরাহ :
বেকোস্প্রে® : ২০০ টি মিটারড্ ডোজ স্প্রে।
বিক্লোমিন® ইনহেলার Beclomin® Inhaler
উপাদান : বিক্লোমিথাসন ডাইপ্রোপায়োনেট ১০০
মাইক্রোগ্রাম/ পাফ্ এবং ২৫০ মাইক্রোগ্রাম/ পাফ।
নির্দেশনা : হাঁপানির প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : বিক্লোমিন® ১০০ ইনহেলার
: ২০০ মাইক্রোগ্রাম (২ পাফ) দিনে ২ বার। সর্বোচ্চ
প্রতিদিনের মাত্রা ৬০০-৮০০ মাইক্রোগ্রাম পর্যন্ত বৃদ্ধি
করা যায়। বিক্লোমিন® ২৫০ ইনহেলার : ২ পাফ
(৫০০ মাইক্রোগ্রাম) দিনে ২ বার অথবা ১ পাফ
(২৫০ মাইক্রোগ্রাম) ৪ বার করে দেয়া যেতে পারে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর
যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর
ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু রোগীর ক্ষেত্রে মুখগহŸর এবং
গলায় ক্যানডিডার সংক্রমণ ঘটে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : জানামতে অন্য
ওষুধের সাথে কোন প্রতিক্রিয়া নেই।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গবেষণায় দেখা
গেছে যে ভ্র“ণের বৃদ্ধির উপর এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া
নেই। স্তন্যপানকারী শিশুরা মায়ের বুকের দুধ পান
করার ফলে যে পরিমাণ বিক্লোমিথাসন সেবন করে
তা উপেক্ষণীয়।
সরবরাহ : বিক্লোমিন® ১০০ ইনহেলার : ২০০
পাফ্স। বিক্লোমিন® ২৫০ ইনহেলার : ২০০ পাফ্স।
বেনজাপেন® ইবহুধঢ়বহ®
উপাদান : বেনজাথিন পেনিসিলিন ১২,০০,০০০
ইউনিট/ভায়াল।
নির্দেশনা : পেনিসিলিন সংবেদনশীল সংক্রমণে,
মধ্যকর্ণের তীব্র প্রদাহে, সিফিলিস, ডিপথেরিয়া
বাহকের চিকিৎসায় এবং বাত জ্বর ও স্ট্রেপটোকক্কাল
সংক্রমণের বিরুদ্ধে নিয়মিত সতর্কতামূলক পূর্ব ব্যবস্থা
হিসেবে ব্যবহার করা যায়।
মাত্রা ও ব্যবহার বিধি : সংক্রমনের চিকিৎসায় : ০.৩
থেকে ১.২ মিলিয়ন ইউনিট সর্বোচ্চ ২.৪ মিলিয়ন
ইউনিট, প্রত্যেক ৫ থেকে ৭ দিন পর পর। বাতজ্বর
এর প্রতিরোধে : ১.২ মিলিয়ন ইউনিট প্রত্যেক ৩
সপ্তাহ পর পর।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতার ইতিহাস
থাকলে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের মায়েদের
পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে।
পার্শ্ব প্রতিক্রিয়া : পেনিসিলিনের বিষক্রিয়ার মাত্রা খুবই
কম। কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া
ঘটতে দেখা যায়। তীব্র হুমকি হতে পারে এরূপ
বিক্রিয়া খুব কম কিন্তু মাঝে মাঝে ঘটে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য ওষুধের সাথে
কোন বড় রকমের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চিকিৎসকের
যৌক্তিক পরামর্শ ছাড়া গর্ভকালীন অবস্থায় দেয়া
যায় না। স্তন্যদানকারী মায়েদের স্তন্যদান বন্ধ রাখা উচিত।
সরবরাহ : বেনজাপেন® ইঞ্জেক্শন : ৫ টি (একটি
ভায়াল + ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেক্শন বিপি)।
বিওভিট® Beovit®
উপাদান : থায়ামিন হাইড্রোক্লোরাইড ১০০ মি.গ্রা.
ট্যাবলেট।
নির্দেশনা : থায়ামিনের স্বল্পতায় উৎপন্ন রোগের
সফল ওষুধ। বেরিবেরি, ভারনিক এনসেফালোপ্যাথি,
নিউরাইটিস, পেলাগ্রা জনিত স্নায়ুর প্রদাহ অথবা
যেখানে খাদ্যদ্রব্যে থায়ামিন এর অভাব দেখা দেয়,
যেখানে প্রয়োজনের মাত্রা বেড়ে যায় যেমন- গর্ভাবস্থা,
উচ্চ শর্করা জনিত খাবার ইত্যাদি, সেখানে বিওভিট
অতিরিক্ত প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রতিদিন ২০০-৩০০ মি.গ্রা.।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
তেমন কোন উলে−খযোগ্য অনুপযোগিতা নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া : মুখে খেলে ভিটামিন বি১ এর কোন
পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য ওষুধের সহিত
কোন বড় রকমের বিক্রিয়া পরিলক্ষিত হয় না।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ওষুধটিকে
নিরাপদে নবজাতক শিশু, গর্ভবতী মহিলা এবং
স্তন্যদানকারী মহিলার ক্ষেত্রে ব্যবহার করা যায়।
সরবরাহ :
বিওভিট® ট্যাবলেট : ২৫ ী ১০ টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]