প্রমটিল® Promtil® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

প্রমটিল® Promtil®
উপাদান: প্রোক্লোরপেরাজিন মেলিয়েট বিপি ৫ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট, এবং প্রোকোরপেরাজিন মেলিয়েট বিপি ১২.৫ মি.গ্রা./১ মি.লি. ইঞ্জেকশন।
নির্দেশনা: রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমি বমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘোরা, মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন- সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ
মাত্রা ও প্রয়োগ:
বমিরোধক শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়): ১০-১৪ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্রা. ১৫-১৮ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা.
১৯-৩৯ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫ মি.গ্রা., দৈনিক ২ বার, সর্বোচ্চ দৈনিক ১৫ মি.গ্রা.। আইএম : ০.১০-০.১৫ মি.গ্রা./কেজি/ডোজ; সাধারণ মাত্রা: ০.১৩ মি.গ্রা./কেজি/ডোজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। প্রাপ্ত বয়স্ক: মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা.
আই এম : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা.
শল্য চিকিৎসাজনিত বমি প্রাপ্ত বয়স্ক : আই এম : ৫-১০ মি.গ্রা. (চিকিৎসা শুরুর ১-২ ঘন্টা পূর্বে), প্রয়োজন হলে পুনর্বার দিতে হবে। মানসিক চিকিৎসায়
শিশু : ২-১২ বছর (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়) মুখে : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার; দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্রা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের) আই এম: ০.১৩ মি.গ্রা./কেজি/ডোজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। প্রাপ্ত বয়স্ক :
মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার; মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়োজন হতে পারে। আই এম: মারাত্মক ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা. প্রতি ৪-৬ ঘন্টা অন্তর; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। সাধারণ উদ্বেগ প্রাপ্ত বয়স্ক মুখে : সাধারণ মাত্রা- দৈনিক ১৫-২০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়। বৃদ্ধ : প্রাথমিক মাত্রা- ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার; প্রতি ৪-৭ দিন অšর, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে; কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দৈনিক মাত্রার বিরতিকাল বাড়াতে হবে (যেমন- দৈনিক ২-৩ বার)। প্রয়োগ মুখে, আই এম দেয়া যেতে পারে। খাবারের সাথে কোন সম্পর্ক নেই।
প্রতি নির্দেশনা: প্রোক্লোরপেরাজিন অথবা এর সদৃশ কোন উপাদানের প্রতি অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল হলে।
সতর্কতা:
রক্তচাপে খুব বেশি তারতম্য যকৃত অথবা হৃদপিন্ডের সমস্যা, রেইজ সিনড্রোম, এলকোহল অথবা ওষুধের প্রতি নির্ভরশীলতা, কেন্দ্রীয স্নায়ুতন্ত্রের সমস্যা, রক্তে সমস্যা, এলার্জি দেখা দিতে পারে। গাড়ি অথবা যন্ত্রপাতি চালনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এলকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। এই ওষুধ সূর্যালোকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে; তাই দীর্ঘ সময় সূর্যালোকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালোক থেকে বাঁচার জন্য সানস্ক্রীন অথবা প্রয়োজনীয় কাপড় ব্যবহার করতে হবে। এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারে ক্ষতিকর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া:
ঘুম ঘুম ভাব চোয়াল, গলা, পিছনের পেশী সংকুচিত হওয়া অস্বাভাবিক জিহŸা, মুখমন্ডল নড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া অস্থিরতা কাঁপুনি এলোমেলো হাঁটা চামড়ায় ফুসকুড়ি ওঠা হলদেটে চোখ অথবা চামড়া অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: এ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য ঘুমের ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবদমনকারী ক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে। এন্টাসিড, পারকিনসন’স রোগের ওষুধ এবং লিথিয়াম প্রোক্লোরপেরাজিনের শোষণে হস্তক্ষেপ করে। এই ওষুধ প−াসমায় প্রোপানোলল এবং ফেনোবারবিটাল এর ঘনত্বে হস্তক্ষেপ করতে পারে।
মাত্রাধিক্য: গভীর ঘুম, কোমা, এক্সট্রা পাইরিমিডাল সিম্পটম, অস্বাভাবিক পেশী নড়াচড়া এবং নিম্ন রক্তচাপ। সরবরাহ: প্রমটিল® ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ১৫ ী ২০ টি ট্যাবলেট। প্রমটিল®
ইঞ্জেকশন: প্রতিটি বাক্সে আছে ২ ী ৫ টি এ্যাম্পুল।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]