বেটামেসন-এন® Betameson-N® বিকোজিন® Bicozin® বারিফ Barif মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

বেটামেসন-এন® Betameson-N®
উপাদান : বেটামিথাসন ডাইপ্রোপিওনেট (১ মি.গ্রা.
বেটামিথাসন বেস) এবং নিওমাইসিন সালফেট ৫
মি.গ্রা./গ্রাম ক্রীম।
নির্দেশনা : ব্যাকটেরিয়া জনিত সেকেন্ডারী সংক্রমণ,
একজিমা, প্র“রিগো নড্যুলারিস, সোরিয়াসিস,
সেবোরিক ডার্মাটাইটিস, স্পর্শজনিত চর্মরোগ। এটা
সাধারণ ইরাইথ্রোডার্মাতে স্টেরয়েড চিকিৎসায়ও
সহচিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটা
পোকার কামড়ের জন্য সেকেন্ডারী সংক্রমণ এবং
মলদ্বার অথবা প্রজননতন্ত্রের মুখের সংক্রমণে ব্যবহার
করা হয়ে থাকে।
মাত্রা ও ব্যবহারবিধি : প্রতিদিন ২ অথবা ৩ বার
আক্রান্তস্থানে মৃদুভাবে লাগাতে হবে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: রোজেসিয়া, একনি ভালগারিস ও পেরিওরাল
ডার্মাটাইটিস, হার্পিস সিমপে−ক্স, চিকেন পক্স ইত্যাদি
ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী। এটার কোন উপাদানের
প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রেও ব্যবহার
অনুপযোগী। কিছু বিশেষ ক্ষেত্রে যেমন, গর্ভাবস্থায়,
বয়স্কদের ক্ষেত্রে এবং যাদের বৃক্কের কার্যক্রম ত্র“টিযুক্ত
তাদের ক্ষেত্রে কোন বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকির জন্য
ব্যবহার না করা ভাল। ক্যানডিডিয়াসিস, টিনিয়া,
ইমপেটিগো, সিউডোমোনাস অথবা প্রোটিয়াস শ্রেনীর
জন্য প্রাইমারী এবং সেকেন্ডারী সংক্রমণ, পেরিয়েনাল
এবং জননাঙ্গের প্র“রাইটিস, এক বৎসর বয়সের নীচে
শিশুদের চর্মরোগে, ডারমাটাইটিস এবং কাপড়ের ঘষায়
সৃষ্ট ক্ষতে এটা ব্যবহার করা যাবে না। বহিঃকর্ণের
প্রদাহে ব্যবহার করা উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া : দীর্ঘমেয়াদী চিকিৎসা চামড়ায়
কোষের গঠণগত পরিবর্তন করতে পারে যেমনচামড়ার উপরিভাগের রক্তনালীর প্রসারণ হতে পারে।
দীর্ঘমেয়াদী ও প্রচুর পরিমাণে ব্যাপক এলাকায়
ব্যবহারের ফলে হাইপারকর্টিসিজম এর লক্ষণ দেখা
যেতে পারে এবং হাইপোথ্যালামাস-পিটুইটারীএড্রেনাল সাপ্রেশন ঘটতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী প্রাণীদের
বাহ্যিকভাবে কর্টিকোস্টেরয়েড ব্যবহার ভ্র“ণের বৃদ্ধির
অসামঞ্জস্যতা যেমন ভ্র“ণের ত্বক এবং মূত্র নালীর
বৃদ্ধি ব্যাহত করে। মানুষের ভ্র“ণের খুবই অল্প পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা যেতে পারে। নিওমাইসিনের ব্যবহারে
ভ্র“ণের কানের বিরূপ প্রতিক্রিয়ারও ঝুঁকি থাকতে
পারে।
সরবরাহ : বেটামেসন® এন ক্রীম : ১০ গ্রাম।
বিকোজিন® Bicozin®
উপাদান : (থায়ামিন ৫ মি.গ্রা., রিবোফ্লাভিন ২
মি.গ্রা., পাইরিডক্সিন ২ মি.গ্রা., নিকোটিনামাইড ২০
মি.গ্রা.এবং জিংক ১০ মি.গ্রা./ট্যাবলেট। থায়ামিন
৫ মি.গ্রা., রিবোফ্লাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন ২
মি.গ্রা., নিকোটিনামাইড ২০ মি.গ্রা. এবং জিংক ১০
মি.গ্রা.)/৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : ভিটামিন বি ও জিংক এর অভাবজনিত
রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : সিরাপ : ১ বছরের কম: ১
চা চামচ, দিনে ১ থেকে ২ বার। ১-১৬ বছর : ২ চা
চামচ, দিনে ১ থেকে ৩ বার। ১৬ বছরের বেশী : ২
চা চামচ, দিনে ২ থেকে ৩ বার। ট্যাবলেট : প্রাপ্ত বয়®

ও ৩০ কেজি উর্ধ্বের শিশুদের ক্ষেত্রে ১-২ ট্যাবলেট
দিনে ২-৩ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর
যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণত সুসহনীয়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : নির্দেশিত।
সরবরাহ :
বিকোজিন® সিরাপ : ১০০ এবং ২০০ মি.লি.।
বিকোজিন® ট্যাবলেট : ৩০ টি।
বারিফ Barif
উপাদান
বারিফঞগ ৪০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড
ট্যাবলেটে রয়েছে ফেবুক্সোস্ট্যাট আইএনএন ৪০
মি.গ্রা.।
বারিফঞগ ৮০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড
ট্যাবলেটে রয়েছে ফেবুক্সোস্ট্যাট আইএনএন ৮০
মি.গ্রা.।
নির্দেশনা: বারিফঞগ বাত রোগে পরিলক্ষিত
হাইপারইউরিসেমিয়ার চিকিৎসায় নির্দেশিত। যেখানে
হাইপারইউরিসেমিয়ার কোন লক্ষণ নেই সেখানে ইহা
নির্দেশিত নয়।
মাত্রা ও ব্যবহার বিধি:বারিফঞগ ৪০ মি.গ্রা. অথবা ৮০
মি.গ্রা. দিনে একবার ব্যবহার করতে হবে। যেসব
রোগীদের সিরামে ইউরিক এসিডের মাত্রা ২ সপ্তাহ
পরে ৬ মি.গ্রা. / ডেসিলিটার এর নীচে নামে না তাদের
ক্ষেত্রে বারিফঞগ৮০ মি.গ্রা. নির্দেশিত।
খাদ্য বা এন্টাসিডের সাথে বারিফঞগ সেবনের ক্ষেত্রে
কোন সম্পর্ক নাই। যে সব রোগীর কিডনী ও লিভারে
সমস্যা আছে তাদের ক্ষেত্রে ফেবুক্সোস্টাট-এর মাত্রা
সংশোধনের কোন প্রয়োজন নাই।
সাবধানতা:
ক্সকিছু কিছু রোগীর ক্ষেত্রে ফেবুক্সোস্টাট শুরুর প্রথমে
বাতের ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন
ফেবুক্সোস্টাট বন্ধ না করে এর সাথে ব্যথার ওষুধ বা
কোলচিচিন ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে হবে।
ক্সহার্টের এবং স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের
পরামর্শানুযায়ী ব্যবহার করতে হবে।
ক্সলিভার সঠিকভাবে কাজ করছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া:লিভারে সমস্যা, বমি বমি ভাব,
অস্থিসন্ধিতে ব্যথা ও চামড়াতে লাল দাগ হওয়া।
প্রতিনির্দেশনা:যে সকল রোগী অ্যাজাথিওপ্রিন,
মারক্যাপটোপিউরিন বা থিওফাইলিন ব্যবহার করছে
তাদের ক্ষেত্রে ফেবুক্সোস্টাট ব্যবহার করা যাবে না।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
ফেবুক্সোস্টাট এর সাথে এযাথিওপ্রিন,
মারক্যাপটোপিউরিন বা থিওফাইলিনের ব্যবহারে
বিষক্রিয়ার সম্ভাবনা থাকে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:গর্ভাবস্থার জন্য
ক্যাটাগরি ‘সি’ ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত
তথ্য পাওয়া যায়নি তবে যখন ভ্র“ণের ক্ষতির তুলনায়
সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে
তখনই ফেবুক্সোস্টাট দেয়া যেতে পারে। স্তন্যদানকারী
মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশু রোগীদের ক্ষেত্রে
ফেবুক্সোস্ট্যাট এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।
সরবরাহ:
বারিফঞগ ৪০ মি.গ্রা. ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ৩০টি ট্যাবলেট।
বারিফঞগ ৮০ মি.গ্রা. ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ১০ট্যাবলেট।
বিকোজিন আই® Bicozin I
উপাদান : (মৌলিক আয়রণ ৫০ মি.গ্রা., থায়ামিন
৫ মি.গ্রা., রিবোফ্লাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন ২
মি.গ্রা., নিকোটিনামাইড ২০ মি.গ্রা. এবং জিংক ১০
মি.গ্রা.)/৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : আয়রণ, ভিটামিন বি-কমপেক্স এবং
জিংকের অভাবজনিত রোগের চিকিৎসায় ও প্রতিরোধে
নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : নবজাতক : ০.৩৩ মি.লি./কেজি
দৈহিক ওজন হিসাবে দৈনিক অথবা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী সেব্য। শিশু : ৫ মি.লি. দিনে ৩
বার। প্রাপ্ত বয়স্ক : ৫-১০ মি.লি. দিনে ৩ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর
যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে
দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : সাধাণত সুসহণীয়। আয়রণের
কারণে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া যেমন: বমি বমি ভাব,
বমি, কোষ্ঠ-কাঠিণ্য অথবা ডায়রিয়া হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : কোন প্রতিক্রিয়া দেখা
যায় না।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : নির্দেশিত।
সরবরাহ :
বিকোজিন-আই® : ১০০ মি.লি. এবং ২০০ মি.লি. সিরাপ।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]