বিসোকর® Bisocor® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

বিসোকর® Bisocor®
উপাদান: বিসোপ্রলল ফিউমারেট ইউএসপি। ২.৫
মি.গ্রা., ৫ মি.গ্রা. এবং ১০ মি.গ্রা. ফিল্ম কোটেড
ট্যাবলেট।
নির্দেশনা: বিসোকর উচ্চরক্তচাপ ও এনজাইনা
প্রতিরোধে ব্যবহার্য। ইহা একক অথবা কম্বিনেশন
হিসেবে অন্য উচ্চরক্তচাপ বিরোধী ওষুধের সাথে
ব্যবহার করা যায়।
মাত্রা ও ব্যবহারবিধি: রোগীর প্রয়োজনীয়তা অনুযায়ী
বিসোপ্রলল (বিসোকর®
) এর মাত্রা নির্ধারণ করতে হবে।
সাধারণত শুরুতে বিসোপ্রলল ৫ মি.গ্রা. (বিসোকর®
৫) দিনে একবার ব্যবহার্য। কিছু রোগীদের ক্ষেত্রে
বিসোপ্রলল ২.৫ মি.গ্রা. (বিসোকর® ২.৫) দিয়ে শুরু
করা যথাযথ। যাদের ক্ষেত্রে বিসোপ্রলল ৫ মি.গ্রা.
(বিসোকর® ৫) দিয়ে যথাযথ ফল পাওয়া যায় না,
তাদেরকে মাত্রা বাড়িয়ে দিনে বিসোপ্রলল ১০ মি.গ্রা.
(বিসোকর® ১০) অথবা প্রয়োজনে ২০ মি.গ্রা. পর্যন্ত
প্রয়োগ করা যেতে পারে।
বৃক্ক ও যকৃতের অকার্যকারিতা আছে এমন
রোগীর ক্ষেত্রে ব্যবহার: যাদের যকৃত ও বৃক্কের
(ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৪০ মি.লি./মিনিট এর চেয়ে
কম) অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে
২.৫ মি.গ্রা. দিয়ে শুরু করা উচিত এবং সতর্কতার
সাথে মাত্রা নির্ধারণ করা উচিত। ডায়ালাইসিস এর
ক্ষেত্রে এই ওষুধের পরিবর্তনের দরকার নেই, কারণ
বিসোপ্রলল ডায়লাইজিবল নয়।
বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার:
বয়স্কদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই, যদি
না বৃক্ক অথবা যকৃতের কোন অকার্যকারিতা থাকে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার:
শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
বৃক্ক ও যকৃতের অকার্যকারিতার ক্ষেত্রে: যাদের বৃক্ক
অথবা যকৃতের অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে
সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করতে হবে।
এনাফাইলেকটিক শক: যাদের এনফাইলেকটিক
শক এর ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে বিটা ব−কার
ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। এ ধরণের
রোগীদের ক্ষেত্রে এপিনেফ্রিন এর ব্যবহারে প্রত্যাশিত
ফল নাও আসতে পারে।
বিসোপ্রলল কার্ডিওজেনিক শক্ , ওভার্ট কার্ডিয়াক
ফেইলিউর, ২য় ও ৩য় ডিগ্রীর এ-ভি ব−ক ও সাইনাস
ব্র্যাডিকার্ডিয়ার রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: কান্তি, ঘুমঘুম ভাব, মাথা ব্যথা,
অন্ত্রের গোলযোগ যথা: বমি, বমি বমি ভাব, ডায়রিয়া,
কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, হাত ও পা অবশ হয়ে
যাওয়া, হৃদস্পন্দন কমে যাওয়া, হার্ট ফেইলিউর এর
অবনতি, ঘুমে ব্যাঘাত, হতাশা, অ্যাজমা অথবা ক্রণিক
অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে বায়ুনালী
সংকোচনজনিত শ্বাসকষ্ট।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায়:
বিসোপ্রলল শুধুমাত্র অতি প্রয়োজনীয়তা ছাড়া গর্ভাবস্থায়
ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় ব্যবহারের সময়
অবশ্যই ইউটেরো-প−াসেন্টাল রক্ত প্রবাহ ও ভ্র“ণের
বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে। গর্ভাবস্থায় ভ্র“ণের কোন
ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে অন্য ওষুধ ব্যবহার করতে
হবে। সদ্য ভূমিষ্ট শিশুকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে
হবে। জন্মের তিন দিনের মধ্যে হাইপোগ−াইসেমিয়া
এবং ব্রাডিকার্ডিয়া দেখা দিতে পারে।
স্তন্যদানকালে:
ইহার মাতৃদুগ্ধে নিঃসরণ এর কোন তথ্য জানা নেই।
অতএব, ইহা ব্যবহারের সময় দুগ্ধদান থেকে বিরত থাকতে হবে।
সরবরাহ:
বিসোকর®
২.৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৩০ টি
ট্যাবলেট । বিসোকর® ৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে
আছে ৩০ টি ট্যাবলেট । বিসোকর® ১০ ট্যাবলেট:
প্রতিটি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট।
বিসোকর Biscor Plus
উপাদান: (বিসোপ্রলল ফিউমারেট ইউএসপি ২.৫ মি.গ্রা.
এবং হাইড্রোক্লোরোথায়াজাইড বিপি ৬.২৫ মি.গ্রা.)
ফিল্ম কোটেড ট্যাবলেট এবং (বিসোপ্রলল ফিউমারেট
ইউএসপি ৫ মি.গ্রা. এবং হাইড্রোক্লোরোথায়াজাইড
বিপি ৬.২৫ মি.গ্রা.) ফিল্ম কোটেড ট্যাবলেট।
নির্দেশনা: উচ্চ রক্তচাপ।
মাত্রা ও সেবনবিধি: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর
মাত্রা হলো বিসোপ্রলল এর ২.৫-৪০ মি.গ্রা. দিনে ১
বার এবং হাইড্রোক্লোরোথায়াজাইড এর ১২.৫-৫০
মি.গ্রা. দিনে ১ বার। বিসোপ্রলল ফিউমারেট এবং
হাইড্রোক্লোরোথায়াজাইড কম্বিনেশন এর ক্লিনিক্যাল
ট্রায়ালে দেখা গেছে এর যে কোন উপাদানের মাত্রা
বৃদ্ধিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যকারিতা বৃদ্ধি পায়।
প্রারম্ভিক চিকিৎসায় মাত্রা: বিসোকর® প−াস (২.৫/৬.২৫
মি.গ্রা.) ১টি ট্যাবলেট দিনে ১ বার দিয়ে চিকিৎসা শুরু
করতে হবে। রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য ২ সপ্তাহ
অন্তর মাত্রা বৃদ্ধি করা যেতে পারে (সর্বোচ্চ মাত্রা হলো
বিসোপ্রলল ফিউমারেট/হাইড্রোক্লোরোথায়াজাইড
২০/১২.৫ মি.গ্রা. দিনে ১ বার)।
পরিবর্তিত চিকিৎসায় মাত্রা: বিসোকর® প−াস ওষুধ
বিসোপ্রলল বা হাইড্রোক্লোরোথায়াজাইড এর একক
ব্যবহারের পরিবর্তে কম্বিনেশন হিসাবে ব্যবহার করা যাবে।
ক্লিনিক্যাল কার্যকারিতা প্রভাবিত মাত্রা: যাদের
রক্তচাপ দৈনিক ২.৫-২০ মি.গ্রা. বিসোপ্রলল দ্বারা
যথাযথ নিয়ন্ত্রণ হচ্ছে না, তাদেরকে বিসোকর® প−াস
দেয়া যেতে পারে। যাদের রক্তচাপ দৈনিক ৫০ মি.গ্রা.
হাইড্রোক্লোরোথায়াজাইড দ্বারা যথাযথ নিয়ন্ত্রণ হচ্ছে
কিন্তু পটাশিয়াম ঘাটতি দেখা দেয়, তাদের ক্ষেত্রে
বিসোকর® প−াস দ্বারা চিকিৎসায় ইলেকট্রোলাইটের
অসমতা ছাড়াই সমপরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণ
কার্যকারিতা পাওয়া যায়।
প্রতিনির্দেশনা: কার্ডিওজেনিক শক্, ওভার্ট কার্ডিয়াক
ফেইলিওর, ২য় বা ৩য় ডিগ্রীর এ-ভি বক, সাইনাস
ব্র্যাডিকার্ডিয়া, অ্যানুরিয়া এবং এই ওষুধের যে কোন
উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে
এই কম্বিনেশন ওষুধটি প্রতিনির্দেশিত।
পূর্ব সতর্কতা: থায়াজাইড সেবনকারী কিছু কিছু
রোগীদের হাইপারইউরিসেমিয়া বা বাত হতে পারে।
ফ্লুইড বা ইলেকট্রোলাইট অসমতার উপসর্গগুলো
হলোঃ মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা, দুর্বলতা, অবসাদ,
ঝিঁমুনী, বিশ্রামহীনতা, মাংসপেশীর ব্যথা ও দুর্বলতা,
নিম্ন রক্তচাপ, অলিগুরিয়া, ট্যাকিকার্ডিয়া, বমি বমি
ভাব, বমি ইত্যাদি। হাইপোক্যালেমিয়া হতে পারে।
এই ওষুধ দিয়ে চিকিৎসা প্রত্যাহার করতে হলে ধীরে
ধীরে ২ সপ্তাহের বেশী সময় ধরে ওষুধের মাত্রা কমাতে
হবে এবং রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণতঃ সুসহনীয়। বেশীরভাগ
পার্শ্ব প্রতিক্রিয়াই মৃদু ও কদাচিৎ। কিছু সাধারণ
পার্শ্ব প্রতিক্রিয়া হলোঃ অবসাদ, ঝিঁমুনী, মাথা ব্যথা,
ব্র্যাডিকার্ডিয়া, অ্যারিদমিয়া, পেরিফেরাল ইস্কিমিয়া,
বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, ঠাণ্ডার ভাব, কডিকেশন,
অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য,
বমি বমি ভাব, ডিসপেপসিয়া, রাইনাইটিস,
ফেরিনজাইটিস ইত্যাদি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার: গর্ভাবস্থায়:
প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। গর্ভাবস্থায় মা ও শিশুর উপর
বিসোপ্রলল ফিউমারেট এবং হাইড্রোক্লোরোথায়াজাইড
এর প্রয়োজনীয়তা পর্যালোচনা করে এই কম্বিনেশন ওষুধ ব্যবহার করা উচিত।
স্তন্যদানকালে: একক বা কম্বিনেশন হিসাবে
বিসোপ্রলল স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে পরীক্ষিত
নয়। থায়াজাইড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: এই কম্বিনেশন ওষুধটি
অন্যান্য উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের কার্যকারিতা
বৃদ্ধি করতে পারে। এটি অন্যান্য বিটা বকারের
সাথে ব্যবহার করা উচিত নয়। যে সকল রোগী
ক্যাটেকোলামিন ডিপিটিং ওষুধ, যেমন Ñ রিসারপিন
বা গুয়ানেথিডিন গ্রহণ করছেন, তাদেরকে পর্যবেক্ষণে
রাখতে হবে। যে সকল রোগী এই কম্বিনেশন ওষুধের
সাথে কোনিডিন গ্রহণ করছেন এবং চিকিৎসা প্রত্যাহার
করা প্রয়োজন, তাদের ক্ষেত্রে কোনিডিন প্রত্যাহারের
বেশ কয়েক দিন পূর্বেই এই কম্বিনেশন ওষুধটি প্রত্যাহার করতে হবে।
সরবরাহ: বিসোকর® প−াস ২.৫/৬.২৫ ট্যাবলেটঃ
প্রতিটি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট। বিসোকর®
প−াস ৫/৬.২৫ ট্যাবলেটঃ প্রতিটি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]