সিগি−টা™ Siglita মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

সিগি−টা™ Siglita
উপাদান:সিগি−টা™৫০ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিটাগি−পটিন ৫০ মি.গ্রা., সিটাগি− পটিন ফসফেট মনোহাইড্রেট আইএনএন হিসেবে। সিগি−টা™ ১০০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিটাগি−পটিন ১০০ মি.গ্রা., সিটাগি− পটিন ফসফেট মনোহাইড্রেট আইএনএন হিসেবে। ফার্মাকোলজি
সিটাগি−পটিন, ডাইপেপটাইডিল পেপটাইডেজ-৪ (ডিপিপি-৪) কে বাধা প্রদান করে যা ইনক্রেটিন হরমোনকে অকার্যকর করার মাধ্যমে কাজ করে। ইনক্রেটিন হরমোন যেমন- গ−ুকাগন লাইক পেপটাইড-১ (জিএলপি-১) এবং গ−ুকোজ-ডিপেনডেন্ট ইনসুিলনোট্রোপিক পলিপেপটাইড (জিআইপি) অন্ত্র হতে সারা দিন ধরে নিঃসৃত হতে থাকে এবং যার পরিমাণ খাদ্য গ্রহণের পর বৃদ্ধি পায়। এ হরমোনগুলো ডিপিপি-৪ দ্বারা দ্রুত অকার্যকর হয়ে যায়। ইক্রেটিন হল অভ্যন্তরীন ব্যবস্থার একটি অংশ যা গ−ুকোজের ভারসাম্যের শরীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। রক্তে গ−ুকোজের ঘণত্ব যখন স্বাভাবিক থাকে বা বেড়ে যায় তখন জিএলপি-১ এবং জিআইপি ইনসুলিনের সংশেষণ ও অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিনের নিঃসরণ ঘটায় যা সাইক্লিক এএমপি সংশিষ্ট আন্ত ঃকোষীয় সংকেতের মাধ্যমে হয়ে থাকে। জিএলপি-১ অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ−ুকাগন নিঃসরণও কমায়, যা লিভার থেকে গ−ুকোজ উৎপাদন কমাতে সাহায্য করে। সিটাগি−পটিন কার্যকরী ইনক্রেটিন হরমোনের কার্যকারিতা দীর্ঘায়িত এবং এর পরিমাণ বাড়ানোর মাধ্যমে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ−ুকাগনের পরিমাণ কমায়।
নির্দেশনা ও ব্যবহার
সিগি−টা™ টাইপ-২ ডায়াবেটিস রোগীর গ−ুকোজ নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের সাথে নির্দেশিত। সিগি−টা™ এককভাবে চিকিৎসার ক্ষেত্রে নির্দেশিত এবং সংযুক্তভাবে মেটফরমিন, সালফোনাইল ইউরিয়া অথবা থায়াজোলিডিনডায়োনস এর সাথেও নির্দেশিত যখন খাদ্য ও ব্যায়ামের সাথে এই ওষুধ গুলো এককভাবে পর্যাপ্ত গ−ুকোজ নিয়ন্ত্রণ করতে পারে না।
মাত্রা এবং ব্যবহারবিধি
সিগি−টা™ ১০০ মি.গ্রা. করে দিনে একবার সেব্য। এটি খাদ্যের সাথে বা খাদ্য ছাড়া সেবন করা যায়। যে সকল রোগীর মৃদু কিডনির অসম কার্যকারিতা (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৫০ মি.লি./মিনিট এর বেশি অথবা সমান) রয়েছে তাদের ক্ষেত্রে সিগি−টা™ সেবন মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই। যে সকল রোগীর মধ্যম ধরনের কিডনির অকার্যকারিতা (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি. থেকে ৫০ মি.লি./মিনিট) তাদের ক্ষেত্রে সিগি−টা™ এর মাত্রা ৫০ মি.গ্রা. দিনে একবার। যে সকল রোগীর তীব্র কিডনির অকার্যকারিতা (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি./মিনিট) কিংবা এন্ড-স্টেজ রেনাল ডিজিজ (ইএসআরডি) এবং যাদের হেমোডায়ালাইসি প্রয়োজন তাদের ক্ষেত্রে সিগি−টা™ এর সেবন মাত্রা ২৫ মি.গ্রা. দিনে একবার। পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়া যেমন- উচ্চ শ্বাসনালীর সংক্রমণ, ন্যাসোফ্যারিনজাইটিস এবং মাথাব্যথা হতে পারে। সিটাগি−পটিন ও সালফোনাইল ইউরিয়ার কম্বিনেশন অথবা ইনসুলিনের সাথে সহযোগী হিসেবে সিটাগি− পটিন ব্যবহারে হাইপোগ−াইসেমিয়ার ঝুঁকি থেকে যায়। সতর্কতা
মধ্যম বা তীব্র কিডনির অকার্যকরী রোগী এবং এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে এমন রোগীদের ক্ষেত্রে সেবন মাত্রা পরিবর্তন করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে: গর্ভাবস্থা: প্রেগনেন্সি ক্যাটাগরি বি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সিটাগি−পটিন এর ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। ভ্র“ণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে।
স্তন্যদানকালে: সিটাগি−পটিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ওষুধই মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় তাই এটি স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার
১৮ বছর বয়সের নিচে সিটাগি−পটিন এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
সরবরাহ সিগি−টা™ ৫০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ১০ টি ট্যাবলেট বি−স্টার প্যাকে।
সিগি−টা™ ১০০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ১০ টি ট্যাবলেট বি−স্টার প্যাকে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]