ব্রোফেক্স Brofex ব্রোমোল্যাক Bromolac বুফোকর্ট Bufocort বিউটেফিন® Butefin মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

ব্রোমোল্যাক Bromolac
উপাদান:ব্রোমোল্যাকঞগ ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে
আছে ব্রোমোক্রিপটিন ২.৫ মি.গ্রা. মিসাইলেট
হিসেবে।
নির্দেশনা: হাইপার প্রোল্যাকটিনেমিয়া এবং এ সংক্রান্ত
সমস্যায়: এমোনোরিয়া সহ কিন্তু গ্যালাকটোরিয়া সহ
বা ছাড়া, বন্ধ্যাত্ব বা হাইপোগোনাডিজ্ম। প্রোল্যাকটিন
নিঃসরণকারী এডেনোমাস: যখন এডেনেকটোমি করা
হয় তখন ব্রোমোক্রিপটিন মিসাইলেট থেরাপি দেয়া
হয়। ব্রোমোক্রিপটিন শল্য চিকিৎসার আগে টিউমারের
ওজনহ্রাস করার কাজে ব্যবহার করা হয়।
এক্রোমেগালি
পারকিনসন্স রোগী: ইডিওপ্যাথিক অথবা পোস্ট
এনসেফালাইটিক পারকিনসনস রোগে: লিভোডোপার
সাথে একত্রে (পেরিফেরাল ডিকার্বোক্সিলেজ সহ বা ছাড়া)।
মাত্রা ও ব্যবহারবিধি: সাধারণ: ব্রোমোক্রিপটিন
খাবারের সাথে গ্রহণ করা উচিত। শরীরের থে
রাপিউটিক সাড়া দেওয়ার মত সর্ব নিম্ন মাত্রা নির্ধারণ
করতে রোগীকে মাত্রা বাড়ানোর সময় নিয়মিত
পর্যবেক্ষণ করা উচিত।
হাইপারপ্রোল্যাকটিনেমিক নির্দেশনা সমূহে: প্রাথমিক
মাত্রা ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা.। ওষুধের
আশাব্যাঞ্জক সাড়া পেতে অতিরিক্ত ২.৫ মি.গ্রা. প্রতি
২-৭ দিনে চিকিৎসায় আন্তর্ভূক্ত করা যেতে পারে যদি
রোগীর শরীরে সহনীয় হয়।
১১-১৫ বছরের ক্ষেত্রে খুব কম উপাত্ত রয়েছে তবে
তাদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা দৈনিক ০.৫ মি.গ্রা.
থেকে ২.৫ মি.গ্রা.। ওষুধের আশাব্যাঞ্জক সাড়া পেতে
মাত্রা বাড়ানো যেতে পারে। প্রোল্যাকটিন নিঃসরণকারী
পিটুইটারী এডেনোমাসের শিশু রোগীদের ক্ষেত্রে মাত্রা
২.৫ মি.গ্রা. থেকে ১০ মি.গ্রা.।
এক্রোমেগালি: প্রাথমিক অনুসরণীয় মাত্রা ০.৫ মি.গ্রা.
থেকে ২.৫ মি.গ্রা. যা ৩ দিন খাবারের সাথে খেতে
হবে। অতিরিক্ত ০.৫ মি.গ্রা. থেকে ২.৫ মি.গ্রা. প্রতি
৩ থেকে ৭ দিন পর পর যোগ করা যেতে পারে
যতক্ষণ পর্যন্ত রোগী পর্যাপ্ত এবং সর্বোচ্চ থেরাপিউটিক
উপকারিতা পাচ্ছে। রোগীদের প্রতি মাসে পরীক্ষা
করতে হবে এবং গ্রোথ হরমোনের নিম্নগামীতা ও
ক্লিনিক্যাল রেসপন্সের প্রেক্ষিতে মাত্রা পরিবর্তন করতে
হবে। বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ব্রোমোক্রিপটিন
মিসাইলেটের পর্যাপ্ত থেরাপিউটিক মাত্রা সাধারণত
দৈনিক ২০-৩০ মি.গ্রা. এর মধ্যে সীমাবদ্ধ। সর্বোচ্চ
মাত্রা দৈনিক ১০০ মি.গ্রা. এর বেশি অতিক্রম করতে পারবে না।
পারকিনসন্স ডিজিজ মিসাইলেট থেরাপির প্রাথমিক
মূলমন্ত্র হচ্ছে কম মাত্রা দিয়ে চিকিৎসা শুরু করা এবং
প্রতি রোগীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দৈনিক মাত্রা
ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে যতদিন না পর্যন্ত সর্বোচ্চ
থেরাপিউটিক রেসপন্স পরিলক্ষিত হচ্ছে। এ থেরাপির
শুরুর সময় সম্ভব হলে লিভোডোপার মাত্রা পর্যবেক্ষণে
রাখতে হবে। ব্রোমোক্রিপটিন মিসাইলেটের প্রাথমিক
মাত্রা ২.৫ মি.গ্রা.। দুই সপ্তাহ অন্তর অন্তর মাত্রা সমন্বয়
করা উচিত। প্রতি ১৪-২৮ দিন অন্তর দৈনিক ২.৫
মি.গ্রা. মাত্রা বাড়ানো যেতে পারে। দৈনিক সর্বোচ্চ
১০০ মি.গ্রা. এর বেশি মাত্রার নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া:পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবণতা একটু বেশি।
তবে এগুলো সাধারণত মাঝারি মাত্রার হয়ে থাকে।
এগুলো হচ্ছে (নিম্নগামী প্রবণতার ক্রমানুসারে): বমি
বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরানো, মাথা হালকা
হয়ে যাওয়া, বমি, পেট মোচড়ানো, নাক বন্ধ হয়ে
যাওয়া, ডায়রিয়া এবং ঝিমুনি। পার্শ্ব প্রতিক্রিয়ার
প্রবণতা অস্থায়ীভাবে কমানো সম্ভব যদি মাত্রা ০.৫
মি.গ্রা. নির্ধারণ করা সম্ভব হয়।
পরীক্ষাগারে পরীক্ষা করলে রক্তে ইউরিয়া, নাইট্রোজেন,
এস জি ও টি, এস জি ও টি, জি জি পি টি সি পিকে,
অ্যালকালাইন ফসফেটেজ এবং ইউরিক এসিডের
বাড়তি অস্তিত্ব পাওয়া যায়। তবে এগুলো সাধারণত
সুপ্ত অবস্থায় থাকে যার ক্লিনিক্যাল গুরুত্ব নেই বললেই চলে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায়
ক্যাটাগরি-বি। প্রসব পরবর্তী সময়ে ব্রোমোক্রিপটিন
মিসাইলেট ব্যবহার করা উচিত নয়।
শিশুদের ক্ষেত্রে ব্যবহারবিধি: ১৬ বছর থেকে প্রাপ্ত
বয়স্ক পর্যন্ত প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারী
এডেনোমাস এর চিকিৎসার জন্য ব্রোমোক্রিপটিন এর
নিরাপদ ব্যবহার ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়েছে। ৮
বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্রোমোক্রিপটিন এর
ব্যবহার সংক্রান্ত কোন উপাত্ত এখনো পাওয়া যায়নি।
প্রতি নির্দেশনা: অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং
“আরগট অ্যালকালয়েডস” -এর প্রতি সংবেদনশীলতা
থাকলে, যেসব রোগী হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এর
জন্য চিকিৎসারত তাদের গর্ভধারণ নিশ্চিত হলে
ব্রোমোক্রিপটিন ব্যবহার বন্ধ করে দিতে হবে।
প্রসব পরবর্তী সময় যাদের করোনারী আর্টারী ডিজিজ
এবং অন্যান্য মাত্রাতিরিক্ত হৃদরোগজনিত জটিলতার ইতিহাস আছে।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ডোপামিন
এন্টাগোনিস্ট, বিউটাইরোফেনোন্স এবং অন্য
কিছু উপাদান: ফিনোথায়াজিন, হ্যালোপেরিডল,
মেটোক্লোপ্রামাইড, পিমোজাইড ব্রোমোক্রিপটিন এর
কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ব্রোমোক্রিপটিন
এবং “আরগট অ্যালকালয়েডস” এক সাথে ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ: ব্রোমোল্যাকঞগ ট্যাবলেট: প্রতি বাক্সে আছে
৩০টি ট্যাবলেট বি−স্টার প্যাকে।
ব্রোফেক্স Brofex
উপাদান : ডেক্সট্রোমেথরফ্যান ১০ মি.গ্রা./৫ মি.লি.
সিরাপ।
নির্দেশনা : শুকনো কাশি, এবং তীব্র কাশি যা স্বাভাবিক
কার্যাবলী অথবা ঘুমের বিঘœ ঘটায়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: দিনে
১৫-৩০ মি.গ্রা. ৩ থেকে ৪ বার। ৬-১২ বছরের
শিশুদের ক্ষেত্রে : ৬.৭৫ মি.গ্রা. দিনে ৪ বার পর্যন্ত। ৬
বছরের নিচের শিশুদের ক্ষেত্রে: ২.৫-৫ মি.গ্রা. দিনে
৪ বার পর্যন্ত।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর-এর সাথে
ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : কদাচিৎ দেখা যায়। কিন্তু মাঝে
মাঝে বমি বমি ভাব এবং মাথা ঝিম ঝিম করতে
পারে। মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে উত্তেজনা,
বিভ্রান্তি এবং শ্বাসতন্ত্রের কার্যকারিতার অবনমন দেখা
দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ফিন্যালজিন এবং
ডেক্সট্রোমেথরফ্যান একই সঙ্গে গ্রহণকারীদের মারাতœক
প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন প্রথম
তিন মাস এ ওষুধ ব্যবহার করা অনুচিত। স্তন্যদানকারী
মায়েদের এ ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেয়া
যেতে পারে।
সরবরাহ :
ব্রোফেক্স সিরাপ : ১০০ মি.লি.।
বুফোকর্ট Bufocort
উপাদান: বুডেসোনাইড বিপি + ফরমোটেরল
ফিউমারেট ডাইহাইড্রেট বিপি। (১০০ মাইক্রোগ্রাম +
৬ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ , (২০০ মাইক্রোগ্রাম +
৬ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ এবং (৪০০ মাইক্রোগ্রাম
+ ১২ মাইক্রোগ্রাম) কোজিক্যাপ।
নির্দেশনা: বুফোকর্ট কোজিক্যাপ অ্যাজমার নিয়মিত
চিকিৎসায় নির্দেশিত যেখানে দীর্ঘক্ষণ কার্যকরী
বিটা-২ এগোনিস্ট এবং কর্টিকোস্টেরয়েড এর মিশ্রণ
যথাযথ বলে বিবেচিত হয়। এটি দীর্ঘক্ষণ কার্যকরী
ব্রঙ্কোডাইলেটর এর নিয়মিত চিকিৎসা সত্তে¡ও পুনরায়
মাত্রা বেড়ে গেলে এটি তীব্র ক্রণিক অবস্ট্রাক্টিভ
পালমোনারি ডিজিজ (সিওপিডি) এর সিস্টেমেটিক
ট্রিটমেন্টে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধি:
অ্যাজমা:
মাত্রা প্রত্যেকের জন্য আলাদা এবং রোগের তীব্রতার
উপর নির্ভর করে ঠিক করা উচিত। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত
হলে সর্বনিম্ন কার্যকরী মাত্রায় টাইট্রেশন করা উচিত।
বুফোকর্টঞগ - এর দুই ধরণের চিকিৎসা প্রস্তাব করা
হয়।
ক) মেইনটেনেন্স চিকিৎসা : রোগীদের সর্বক্ষন আলাদা
শ্বাসনালীর প্রসারক রাখা সুপারিশকৃত।
পূর্ণবয়ষ্ক (১৮ বছর এবং তদুর্ধ্ব)
বুফোকর্টঞগ ১০০/২০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ,
দিনে দুইবার।
বুফোকর্টঞগ ৪০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ,
দিনে দুইবার। সর্বোচ্চ মাত্রা ২ কোজিক্যাপ, দিনে
দুইবার।
কিশোর (১২-১৭ বছর)
বুফোকর্টঞগ ১০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ,
দিনে দুইবার।
বুফোকর্টঞগ ২০০ কোজিক্যাপ : ১-২ কোজিক্যাপ,
দিনে দুইবার।
বুফোকর্টঞগ ৪০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ, দিনে
দুইবার।
শিশু (৬-১১ বছর) :
বুফোকর্টঞগ ২০০ কোজিক্যাপ : ১ কোজিক্যাপ, দিনে
দুইবার।
খ) একক মেইনটেনেন্স এবং রক্ষাকারী চিকিৎসা
(শুধুমাত্র বুফোকর্টঞগ ১০০ এবং ২০০ কোজিক্যাপ)
রোগীরা প্রতিদিন বুফোকর্টঞগ মেইনটেনেন্স মাত্রা
হিসেবে গ্রহণ করবে এবং উপসর্গ দেখা দিলে এর
সাথে বুফোকর্টঞগ গ্রহণ করবে। রোগীদের সব সময়
ব্যবহারের জন্য বুফোকর্টঞগ কাছে রাখতে হবে।
পূর্ণবয়স্ক (১৮ বছর এবং তদুর্ধ্ব) : রক্ষাকারী চিকিৎসা
হিসেবে সুপারিশকৃত মাত্রা হল দিনে ২ বার গ্রহণ
করতে হবে (হয় ১টি কোজিক্যাপ দিনে দুইবার
অথবা ২টি কোজিক্যাপ সকালে বা রাতে)। একবারে
৬টির বেশী কোজিক্যাপ গ্রহণ করা উচিত নয়। দিনে
স্বাভাবিকভাবে ৮টি কোজিক্যাপ এর বেশি মাত্রার
প্রয়োজন নেই, একটি নির্দিষ্ট সমযের জন্য ১২টি পর্যন্ত
কোজিক্যাপ ব্যবহার করা যেতে পারে।
সিওপিডি (ক্রণিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ):
বুফোকর্টঞগ ২০০ কোজিক্যাপ : ২ কোজিক্যাপ, দিনে
দুইবার।
পার্শ্ব প্রতিক্রিয়া: খিঁচুনি, হৃদ স্পন্দনে অস্বাভাবিকতা
দেখা যায়। কার্ডিয়াক এরিথমিয়াস, মাসল, ক্রামস্
এবং অতি সংবেদনশীল প্রতিক্রিয়া যেমন- র‌্যাশ,
ওইডিমা এবং এনজিওইডিমা কোন কোন রোগীর
হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভবতী ও স্তন্যদানকারী
মহিলাদের বুফোকর্টঞগ দেয়া যেতে পারে, যদি ভ্র“ণের
ঝুঁকির চেয়ে মায়ের উপকার বেশি হয়।
সরবরাহ: বুফোকর্টঞগ ১০০ : প্রতি প্যাকে ৩০টি
ক্যাপসুল আছে। বুফোকর্টঞগ ২০০ : প্রতি প্যাকে
৩০টি ক্যাপসুল আছে। বুফোকর্টঞগ ৪০০ : প্রতি
প্যাকে ৩০টি ক্যাপসুল আছে।
বার্ণা® Burna
উপাদান: প্রতি গ্রাম ক্রীমে আছে সিলভার
সালফাডায়াজিন ইউএসপি ১০ মি.গ্রা.।
নির্দেশনা: ১। পোড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার সংক্রমণে
প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
২। পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষতে
যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী
হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহারবিধি: অগ্নিদগ্ধ ক্ষতটি ভালভাবে
পরিষ্কার করে দিনে এক থেকে দুবার প্রায় ১/১৬ ইঞ্চি
বা ১.৫ মি.মি. পুরুত্বের প্রলেপ দিতে হবে। ত্বকটিতে
সব সময় বার্ণা লাগিয়ে রাখতে হবে। যদি কোন
কারনে ক্ষত স্থান হতে ক্রীম সরে যায়, তবে সেখানে
পুনরায় বার্ণা প্রয়োগ করতে হবে। রোগী যদি ড্রেসিং
ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা
যাবে। ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা
যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত বার্ণা প্রয়োগ করতে হবে।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: যারা
সিলভার সালফাডায়াজিন বা বার্ণায় ব্যবহৃত কোন
উপাদানের প্রতি অতি সংবেদণশীল তাদের ক্ষেত্রে
বার্ণা নির্দেশিত নয়।
গর্ভবতী মা (যারা বিশেষ করে সন্তান প্রসবের সময়ে
পৌঁছেছে), অকালিক ভূমিষ্ট শিশু, সদ্য ভূমিষ্ট শিশু
যাদের বয়স ২ মাসের নীচে তাদের ক্ষেত্রে বার্ণা নির্দেশিত নয়।
১। সাধারন - যকৃৎ ও বৃক্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত
হলে ওষুধটির নিষ্কাষন কমে যায, ফলে দেহে এর
সঞ্চয়ন বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিকিৎসায় সুফল বিবেচনা
করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে। ত্বকীয় আমিষ
বিশেষক এন্জাইমের সাথে ব্যবহার করলে, বার্ণা
এন্জাইমের কার্যকারিতা নষ্ট করতে পারে।
২। ল্যাবরেটরী পরীক্ষা - শরীরের অনেক অংশ পুড়ে
গেলে সেক্ষেত্রে বার্ণা ব্যবহার করলে প্রাপ্ত বয়ষ্কদের
ক্ষেত্রে সিরাম সালফা মাত্রা থেরাপিউটিক লেভেল ৪
মি.গ্রা.% হতে ১২ মি.গ্রা. % পৌঁছে। এ সময় রোগীর
সিরাম সালফা মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে।
তাছাড়া রেনাল কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষন এবং
মূত্রে সালফা ক্রিষ্টাল আছে কিনা দেখতে হবে।
পার্শ্ব প্রতিক্রয়া: কিছু কিছু রোগীর ক্ষেত্রে ক্ষনস্থায়ী
লিউকোপেনিয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। এছাড়া
কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস, ইরাইথিমা
মাল্টিফর্ম, ত্বকের অবর্ননীয়তা, জ্বলার অনুভূতি, র‌্যাশ্
এবং আন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: সিলভার
সালফাডায়াজিনের সাথে এনজাইম্যাটিক ডেব্রিডিং
এজেন্ট, ওরাল হাইপোগ−াইসেমিক ওষুধ, ফেনিটোইন
এবং সিমিটিডিনের পারষ্পরিক ক্রিয়া পাওয়া যায়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: সিলভার
সালফাডায়াজিন-এর প্রেগ্ন্যান্সি ক্যাটাগরী হচ্ছে বি।
গর্ভাবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবল
মাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে।
সিলভার সালফাডায়াজিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা
তা জানা যায় নাই। তবুও যেহেতু সালফোনামাইড
সমূহ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় সেহেতু স্তন্যদানকালীন
সময়ে ওষুধটি বিশেষ প্রয়োজন বিবেচনায় ব্যবহার
করতে হবে।
সরবরাহ:
বার্ণা®
: ২৫ গ্রাম।
বিউটেফিন® Butefin
উপাদান: প্রতি গ্রাম ক্রীমে আছে বিউটেনাফিন
হাইড্রোক্লোরাইড আইএনএন ১০ মি.গ্রা.।
নির্দেশনা: বিউটেফিন® ক্রীম টিনিয়া পেডিস,
টিনিয়া করপোরিস, টিনিয়া ক্রুরিস-এ নির্দেশিত।
যা এপিডার্মোফাইটন ফ্লোক্কোসাম, ট্রাইকোফাইটন
রুবরাম, ম্যালাসেজিয়া ফারফার, ট্রাইকোফাইটন
টনসুরানস, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস এর
বিরুদ্ধে কাজ করে। ম্যালাসেজিয়া দ্বারা সংঘটিত
টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রেও নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি: টিনিয়া পেডিসের চিকিৎসায়
বিউটেফিন® ক্রীম আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার
করে সাত দিন অথবা দিনে এক বার করে চার সপ্তাহ
ব্যবহার করতে হবে।
টিনিয়া করপোরিস অথবা টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে
দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।
টিনিয়া ভার্সিকালারের ক্ষেত্রে দিনে একবার করে দুই
সপ্তাহ ব্যবহার করতে হবে।
যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না: বিউটেনাফিনের
প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে ব্যবহার
করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া: কনটাক্ট ডার্মাটাইটিস, চুলকানি,
জ্বলুনি, প্রদাহ কদাচিৎ দেখা যায়।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: বিউটেনাফিনের সাথে
অন্য ওষুধের প্রতিক্রিয়া নিরৃপিত হয়নি।
গর্ভকালীন সময় ব্যবহার: প্রেগনেন্সি ক্যাটাগরি সি
যেহেতু এ বিষয়ে বিরূপ কোন প্রতিক্রিয়া এখনো দেখা
যায়নি। তাই প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
স্তন্যদানকালীন সময়: বিউটেনাফিন মাতৃদুগ্ধে নিঃসৃত
হয় কিনা এখনো জানা যায়নি। তবে বিউটেনাফিন
ক্রীম ব্যবহারে সতর্ক থাকা উচিত।
শিশুদের ক্ষেত্রে
১২ বছরের নীচের বাচ্চাদের ক্ষেত্রে বিউটেনাফিন
ক্রীমের কার্যকারিতা এখনো সুস্পষ্ট নয়।
সরবরাহ:
বিউটেফিন® ক্রীম: ১০ গ্রাম।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]