সুয়েভ ১০ Suev 10
উপাদান:সুয়েভ ১০ ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে
আছে এটোমোটক্সিন ১০ মি.গ্রা. (এটোমোটক্সিন
হাইড্রোক্লোরাইড
আইএনএন হিসেবে)।মুখে গ্রহণের পর এটোমোটক্সিন
খুব দ্রুত রক্তে যায়। ১ থেকে ২ ঘন্টার মধ্যেই এর
ঈসধী পাওয়া যায়। খাবারের পর এটোমোটক্সিন
গ্রহণ করা ভাল। এটা চ৪৫০ ২উ৬ সাইট্রোক্রোম
এনজাইমের মাধ্যমে পরিপাক হয়। এর হাফ লাইফ
৫ ঘন্টা।
নির্দেশনা: মনোযোগ ঘাটতি/অতিশয় উদ্দীপ্ত
মাত্রা
শিশু/অপ্রাপ্ত বয়স্ক (৭০ কেজি পর্যন্ত):
প্রাথমিক মাত্রা ০.৫ মি.গ্রা./কেজি যা ৩ দিন পর ১.২
মি.গ্রা./কেজি; সকালে একক বা সমবিভক্ত মাত্রায় দুই
বারে গ্রহণ করতে হয় (সকালে ও বিকালে); দিনে
১.৪ মি.গ্রা./কেজি বা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. গ্রহণ করা
যেতে পারে।
শিশু ও অপ্রাপ্ত বয়ষ্ক (৭০ কেজির ওপর):
প্রাথমিকভাবে দিনে ৪০ মি.গ্রা. যা ৩ দিন পর ৮০
মি.গ্রা. সকালে একক মাত্রায় বা সকালে ও বিকালে
বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হয়। ২ থেকে ৪ সপ্তাহ পর
মাত্রা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যায়।
মাত্রাধিক্যের সাথে কার্যকারিতা বাড়তে থাকার প্রমাণ
নেই।
দীর্ঘমেয়াদী মাত্রা:ঠিক কত সময়ের জন্য গ্রহণ করতে
হবে তা সঠিকভাবে নিরূপিত হয়নি। তবে এটা ঠিক
যে ইহা দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্য। তবে দীর্ঘমেয়াদী
সেবনের ক্ষেত্রে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে।
প্রতিনির্দেশনা ও সতর্কতা: এটোমোক্সেটিনের প্রতি
অতি সংবেদনশীলতা। মনো-এ্যামাইনো অক্সিডেজ
ইনহিবিটর, রক্তচাপ, হৃদস্পন্দন, অ্যালার্জী, যকৃতের
সমস্যা।
অন্য ওষুধের সাথে ক্রিয়া:অ্যালবিউটেরল, ঈণচ২উ৬
ইনহিবিটর, অ্যান্টিহাইপারটেনিসভ প্রভৃতির সাথে
সতর্কতার সাথে দিতে হয়।
সরবরাহ: প্রতি বাক্সে আছে ৩০ টি ক্যাপসুল বি−স্টার
প্যাকে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ