ক্যাডনিল Cadnyl ক্যালবো® ৫০০ Calbo মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

ক্যাডনিল Cadnyl
উপাদান: পেরিনডোপ্রিল আরবুমিন বিপি ৪ মি.গ্রা.
ট্যাবলেট।
নির্দেশনা: ক্যাডনিল® (পেরিনডোপ্রিল) একটি
এ্যানজিওটেনসিন কনভারটিং এনজাইম ইনহিবিটর
ওষুধ যা নিম্নবর্ণিত অবস্থায় নির্দেশিত:
● উচ্চ রক্তচাপ
● স্ট্যাবল করোনারী আর্টারি ডিজিজ
● কনজেসটিভ হার্ট ফেইলিওর
মাত্রা ও সেবনবিধি: উচ্চ রক্তচাপ: ১টি করে ক্যাডনিল
৪ ট্যাবলেট প্রতিদিন সকালে একবার খেতে হবে।
একমাস ব্যবহার করার পর যদি প্রয়োজন হয় মাত্রা
বাড়িয়ে ৮ মি.গ্রা. পর্যন্ত করা যেতে পারে। ক্যাডনিল
আহারের পূর্বে সেবন করতে হবে।
স্ট্যাবল করোনারি আর্টারি ডিজিজ: ক্যাডনিল শুরুতে
প্রতিদিন ৪ মি.গ্রা. মাত্রায় দুই সপ্তাহ সেবন করতে
হবে, তারপর বৃক্কের কার্যকারিতা এবং ৪ মি.গ্রা. মাত্রা
ভালভাবে সহ্যশক্তির উপর নির্ভর করে ৮ মি.গ্রা.
(প্রতিদিন) পর্যন্ত বাড়ানো যেতে পারে। কনজেসটিভ
হার্ট ফেইলিউর: ক্যাডনিল নিবিড় মেডিকেল পর্যবেণে
সকালে ২ মি.গ্রা. মাত্রায় শুরু করা উচিত। রোগীর
অবস্থানুযায়ী মাত্রা বাড়িয়ে ৪ মি.গ্রা. পর্যন্ত করা যেতে পারে।
প্রতিনির্দেশনা: পেরিনডোপ্রিল এর প্রতি
অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে
না। শিশুদের হাইপারটেনশন নিয়ন্ত্রনে, গর্ভাবস্থায়
এবং স্তন্যদানকালে এই ওষুধের প্রতিক্রিয়া আছে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার: পেরিনডোপ্রিল
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া: বিরল এবং মৃদু: সাধারণত চিকিৎসার
শুরুতে কফ, মোটা হয়ে যাওয়া, দুর্বলতা, মাথাব্যথা,
মেজাজ খারাপ থাকা এবং ঘুম।
খুবই কম ক্ষেত্রে: রুচিহীনতা, পরিপাকতন্ত্রীয় সমস্যা,
বমিভাব, আন্ত্রিক ব্যথা এবং র‌্যাশ হতে পারে। রক্তে
ইউরিয়া বেড়ে যেতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে
প্রোটিনইউরিয়া হতে পারে।
খুবই বিরল: এনজিওনিওরোটিক ইডিমা এবং লোহিত
কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা কমে যেতে পারে।
সরবরাহ: ক্যাডনিল® ৪ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি বাক্সে
আছে ৩০টি ট্যাবলেট।
ক্যালবো® ৫০০ Calbo ৫০০
উপাদান : ক্যালসিয়াম ৫০০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে ও
ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ৫০০-১৫০০ মি.গ্রা.
ক্যালসিয়াম প্রতিদিন। গর্ভাবস্থায় ও স্তন্যদাকালে
নির্দেশিত মাত্রা ১২০০-১৫০০ মি.গ্রা. ক্যালসিয়াম।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপারক্যালসেমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম
হাইপারক্যালসিইউরিয়া, নেফ্রলিথিয়াসিস, জলিনজারইলিসন সিনড্রম এবং ডিগোক্সিন চিকিৎসা (সেরাম
ক্যালসিয়ামের মাত্রা সাবধানতার সহিত পর্যবেক্ষণ
করা হয়।)
পার্শ্ব প্রতিক্রিয়া: কোষ্ঠকাঠিন্য, হাইপারক্যালসেমিয়া।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন, টেট্রাসাইক্লিন,
ফ্রুসেমাইড, পেন্টাগ্যাস্ট্রিন এমাইনোফাইলিন,
ইরাইথ্রোমাইসিন, নাইট্রোফিউরান্টইন, কন্জুগেটেড
ইস্ট্রোজেন, ক্লোরামফেনিকল, ভিটামিন-ডি,
অক্সিটোসিন, প্রোস্টাগান্ডিন, আয়রণ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ক্যালসিয়াম
পরিপূরক ও এন্টাসিড হিসাবে ক্যালসিয়াম সমন্বিত
ওষুধসমূহ গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট
ব্যবহার করা যাবে।
সরবরাহ :ক্যালবো® ৫০০ ট্যাবলেট : ১০ ী ১০
টি।
ক্যালবো-সি® Calbo C
উপাদান : ক্যালসিয়াম ল্যাকটেট গ−ুকোনেট ১০০০
মি.গ্রা., ক্যালসিয়াম কার্বনেট ৩২৭ মি.গ্রা. এবং
এস্করবিক এসিড (ভিটামিন-সি) ৫০০ মি.গ্রা./
এফারভেসেন্ট ট্যাবলেট।
নির্দেশনা : যে সমস্ত ক্ষেত্রে ক্যালসিয়াম ও
ভিটামিন-সি-এর চাহিদা বৃদ্ধি পায় যেমন- গর্ভাবস্থা,
স্তন্যদানকালীন সময়, দ্রুত বৃদ্ধির সময়, বৃদ্ধ বয়স,
সংক্রামক ব্যাধি এবং রোগমুক্তির পর ইত্যাদি। এ
ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন-সি-এর ঘাটতিজনিত
চিকিৎসায় ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্ক ও স্কলগামী শিশুদের
ক্ষেত্রে দিনে ১ টি এফারভেসেন্ট (বুদবুদ্বায়িত)
ট্যাবলেট , ৩-৭ বছর বয়সী শিশু: ১/২ ইফারভেসেন্ট
(বুদবুদ্বায়িত) ট্যাবলেট প্রতিদিন।একটি ট্যাবলেট
অর্ধেক গ−াস পানিতে গুলিয়ে পান করুন।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: হাইপারক্যালসেমিয়া, হাইপারক্যালসিইউরিয়া,
বৃক্কের তীব্র অকার্যকারিতা, হাইপারক্যালসিইউরিয়া,
গ−ুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজিনেজ ঘাটতি, আয়রণ
ওভারলোড, পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন,
টেট্রাসাইক্লিন, ফ্রুসেমাইড, পেন্টাগ্যাস্ট্রিন
এমাইনোফাইলিন, ইরাইথ্রোমাইসিন,
নাইট্রোফিউরান্টইন, কন্জুগেটেড ইস্ট্রোজেন,
ক্লোরামফেনিকল, ভিটামিন-ডি, অক্সিটোসিন, প্রোস্টাগ−
ান্ডিন, আয়রণ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : ভিটামিন-সি
গর্ভাবস্থায় ও স্তন্যদাকালে নিরাপদে গ্রহণ করা যায়।
সরবরাহ :
ক্যালবো-সি® এফারভেসেন্ট ট্যাবলেট : ১ ী ১০
টি।
ক্যালবো-ডি® Calbo D
উপাদান : ক্যালসিয়াম ৫০০ মি.গ্রা. এবং ভিটামিন
ডি৩ ২০০ আইইউ/ট্যাবলেট।
নির্দেশনা : অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায়,
দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও
স্তন্যদানকালীন সময়, বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম
ও ভিটামিন ডি ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ১টি ট্যাবলেট দিনে ২ বার।
সকালে এবং রাতে অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: অতিসংবেদনশীলতা, হাইপারক্যালসেমিয়া ও
হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসিইউরিয়া
এবং নেফ্রলিথিয়াসিস, মারাত্মক ধরনের বৃক্কের
অকার্যকারিতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : এলার্জিক রিএ্যাকশন, অনিয়মিত
হৃদস্পন্দন, বমি, বমি বমি ভাব,ক্ষুধামন্দা, ঝিমুনি ও
মুখ শুকিয়ে যাওয়া।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন, এন্টাসিড,
অন্যান্য ক্যালসিয়াম সালফেট, টেট্রাসাইক্লিন,
ডক্সিসাইক্লিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।
সরবরাহ : ক্যালবো-ডি® ট্যাবলেট : ১৫ টি।
ক্যালবো-ডি® ট্যাবলেট : ৩০ টি।
ক্যালবো® ফোর্ট Calbo Fort
উপাদান : ক্যালসিয়াম ল্যাকটেট গ−ুকোনেট ১০০০
মি.গ্রা., ক্যালসিয়াম কার্বনেট ৩২৭ মি.গ্রা., এসকরবিক
এসিড (ভিটামিন সি) ৫০০ মি.গ্রা. এবং ভিটামিন-ডি
(ভিটামিন-ডি৩ হিসেবে) ৪০০ আইইউ/এফারভেসেন্ট
ট্যাবলেট।
নির্দেশনা : অস্টিওপরোসিস এর সহযোগী চিকিৎসায়
ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং ভিটামিন-ডি এর
বর্ধিত চাহিদায়, যেমন- গর্ভাবস্থায়, স্তন্যদানকালে,
দ্রুত বর্ধনকালে (শিশুকালে, বয়োসন্ধিকালে) এবং
বৃদ্ধকালে অস্টিওমেলাসিয়ায় ভিটামিন-ডি এবং
ক্যালসিয়ামের ঘাটতিজনিত অবস্থায় বিশেষ করে গৃহে
ও হাসপাতালে অবস্থানরত বয়োবৃদ্ধ রোগীদের ক্ষেত্রে,
ঠাণ্ডা ও ইনফ্লুয়েঞ্জায় সহযোগী চিকিৎসা হিসেবে,
মাসিক বন্ধের পরের সমস্যাসমূহে
মাসিক-পূর্ব সমস্যাসমূহে
সেবন মাত্রা বিধি : প্রাপ্ত বয়স্ক ও স্কুলগামী শিশু :
প্রতিদিন ১টি এফারভিসেন্ট ট্যাবলেট। ৩ হতে ৭
বছরের শিশু : প্রতিদিন ১/২ এফারভিসেন্ট ট্যাবলেট।
নবজাতক : চিকিৎসকের পরামর্শ মতে। একটি
ট্যাবলেট অর্ধেক গ−াস পানিতে গুলিয়ে পান করুন।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপারক্যালসিমিয়া, তীব্র হাইপারক্যালসিইউরিয়া;
তীব্র রেনাল ফেইলিওর। উচ্চ ডোজ
গ্যাসট্রোইনটেস্টাইনাল আপসেট ঘটাতে পারে।
রেনাল ইমপেয়ারমেন্ট-এর ক্ষেত্রে সতর্কতার সঙ্গে
ব্যবহার করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : বিরল ক্ষেত্রে কোষ্ঠ্যকাঠিন্য, পেট
ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের ব্যথা এবং ডায়রিয়া
দেখা দিতে পারে। ভিটামিন ডি সাপি−মেন্ট এর ক্ষেত্রে
স্কিন র‌্যাশের তথ্য পাওয়া গেছে।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এটা বিবেচনায়
নিতে হবে যে, থায়াজাইড ধরনের ডাইইউরেটিক ওষুধ
ক্যালসিয়ামের বর্হিগমনের মাত্রা কমানোর মাধ্যমে
হাইপারক্যালসিমিয়ার ঝুঁকি বৃদ্ধি করে। ডিজিটালিস
ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে হাইপারক্যালসিমিয়া
অবশ্যই প্রতিরোধ করতে হবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ও
স্তন্যদানকালে ক্যালসিয়াম, ভিটামিন-সি ও ভিটামিনডি এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় অন্যান্য উৎস হতেও
এগুলোর প্রাপ্তি নিশ্চিত করা উচিত। গর্ভবতী প্রাণীর
উপর পরীক্ষায় ভিটামিন-ডি এর মাত্রাধিক্যজনিত
টেরাটোজনিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। ভিটামিনডি এবং এর মেটাবোলাইট মাতৃদুগ্ধে নিঃসৃত হয়।
সরবরাহ : ক্যালবো® ফোর্ট এফারভেসেন্ট ট্যাবলেট
: ১০ টি।
ক্যালবো® জুনিয়র Calbo Junior
উপাদান : ক্যালসিয়াম ২৫০ মি.গ্রা. চুষে খাওয়া
ট্যাবলেট।
নির্দেশনা : উচ্চমাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজন শিশু
কিশোরদের দ্রুত বৃদ্ধির সময়, অপুষ্টিকর খাদ্যজনিত
ক্যালসিয়াম গ্রহণের স্বল্পতা, অষ্টিওপরোসিস এর
প্রতিরোধ ও চিকিৎসায়, অষ্টিওজেনেসিস ও দন্ত্য সৃ
ষ্টির গোলযোগে (সুনির্দিষ্ট চিকিৎসার অধিকন্তু), সুপ্ত
টিটানিতে এবং গর্ভাবস্থা ও স্তন্যদানে।
মাত্রা ও ব্যবহার বিধি : শিশু : ১ টি ট্যাবলেট প্রতিদিন।
কিশোরও কিশোরী: ১-২ ট্যাবলেট প্রতিদিন। প্রাপ্ত
বয়স্ক : দিনে ২ টি ট্যাবলেট।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপারক্যালসেমিয়া, হাইপারপ্যারাথাইরয়ডিজম,
হাইপারক্যাল সিউরিয়া, নেফ্রোলিথিয়াসিস, এর যে
কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, বৃক্কের
তীব্র অপর্যাপ্ততা, সমসাময়িক ডিগোক্সিন চিকিৎসা।
পার্শ্ব প্রতিক্রিয়া : মুখে সেব্য ক্যালসিয়াম কার্বনেট
পরিপাকতন্ত্রের জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। এছাড়া
কোষ্ঠকাঠিন্য ও কদাচিৎ হাইপারক্যালসেমিয়া হতে
পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : টেট্রাসাইক্লিন, ফ্লুরাইড
প্রিপারেশন, ভিটামিন ডি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ক্যালসিয়াম
পরিপূরক ও এন্টাসিড হিসেবে ক্যালসিয়াম সমন্বিত
ওষুধসমূহ গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
স্তন্যদাকারী মায়েদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কার্বনেট
ব্যবহার করা যাবে।
সরবরাহ : ক্যালবো® জুনিয়র ট্যাবলেট : ৬ ী ১০ টি
চুষে খাওয়ার ট্যাবলেট।
ক্যালবোপে−ক্স® Calbo X
উপাদান : ক্যালসিয়াম ৬০০ মি.গ্রা. + ভিটামিন
ডি ২০০ আইইউ + ম্যাগনেসিয়াম ৪০ মি.গ্রা. +
ম্যাঙ্গানিজ ১.৮ মি.গ্রা. + কপার ১ মি.গ্রা. + বোরণ
২৫০ মাইক্রোগ্রাম + জিংক ৭.৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : সুষম মাত্রার মিশ্রণ মজবুত অস্থি, দাঁত,
হৃদপিন্ড, মাংসপেশী ও স্নায়ু গঠনের সহায়তায়
নির্দেশিত। এছাড়াও অস্থির বৃদ্ধি এবং গঠনে,
অস্টিওপোরোসিসের প্রতিরোধ ও চিকিৎসায়
নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : ১টি ট্যাবলেট দিনে ২ বার।
সকালে এবং সন্ধ্যায় অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: অতিসংবেদনশীলতা হাইপারক্যালসেমিয়া,
হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসিউরিয়া,
নেফ্রোলিথিয়াসিস, বৃক্কের অকার্যকারিতা।
পার্শ্ব প্রতিক্রিয়া : পরিপাকতন্ত্রের সমস্যা,
কোষ্ঠকাঠিন্য।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিগোক্সিন, এন্টাসিড,
অন্যান্য ক্যালসিয়াম পরিপূরক, ক্যালসিট্রায়োল
বা অন্যান্য ভিটামিন ডি পরিপূরক, টেট্রাসাইক্লিন,
ডক্সিসাইক্লিন, এমাইনোসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন
ইত্যদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী সেব্য।
সরবরাহ : ক্যালবোপেক্স® ট্যাবলেট : ৩০ টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]