স্ট্রনেল® Stronel® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

স্ট্রনেল® Stronel®
উপাদান: প্রতিটি স্যাশেতে আছে ২ গ্রাম স্ট্রনসিয়াম র‌্যানেলেট আইএনএন। সেবনবিধি: স্ট্রনেল®
মুখে খাওয়ার জন্য এর ডোজ হচ্ছে- দিনে ২ গ্রামের একটি স্যাসে, শোয়ার আগে সাধারণত এটি সেবন করতে বলা হয়। যদি আপনি ইচ্ছে করেন তবে স্ট্রনেল সেবনের সাথে সাথেই ঘুমাতে যেতে পারেন।
স্যাশে থেকে দানাগুলো একগ−াস পানিতে নিয়ে সাসপেনশন তৈরী করতে হবে। (নিম্নে নির্দেশিত)। স্ট্রনেল®
দুধ কিংবা দুগ্ধজাতীয় খাবারের সাথে মিশে প্রতিক্রিয়া করতে পারে। তাই এটি গুরুত্বপূর্ণ যে, ঠিকভাবে কাজ করার জন্য স্ট্রনেলকে শুধু মাত্র পানিতে মেশাতে হবে। স্যাশে থেকে দানাগুলো খালি গ−াসে ঢালুন। পানি যোগ করুন।
যতক্ষন পর্যন্ত দানাগুলো সমানভাবে মিশে না যায় ততক্ষন নাড়াতে থাকুন। তৈরীর পর সরাসরি পান করুন। যদি তৈরীকৃত পুরো ওষুধটি সরাসরি পান করতে না পারেন, তবে পরবর্তীতে পান করার পূর্বে মিশ্রনটি ভালভাবে নাড়িয়ে নিবেন। ২৪ ঘন্টার বেশী পান না করে রেখে দিবেন না। আপনার চিকিৎসক আপনাকে স্ট্রনেল এর সাথে সাথে সরাসরি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহন করতে বলতে পারেন। সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপিমেন্ট কখনোই স্ট্রনেল এর সাথে একসাথে শোবার পূর্বে সেবন করবেন না।
গর্ভাবতী মায়েদের ক্ষেত্রে: স্ট্রনেল® শুধুমাত্র পোস্ট
মেনোপোজাল মহিলাদের জন্য প্রযোজ্য। তারপরেও গর্ভাবস্থায় স্ট্রনেল®
সেবন উচিত নয়। যদি ভুলক্রমে সেবন করা হয় তবে তৎক্ষনাত তা বন্ধ করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত। স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে: স্ট্রনেল® শুধুমাত্র পোস্ট
মেনোপোজাল মহিলাদের জন্য প্রযোজ্য। তারপরেও স্তন্যদায়ী মায়েদের স্ট্রনেল সেবন উচিত নয়। যদি ভুলক্রমে সেবন করা হয় তবে তৎক্ষনাত তা বন্ধ করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত।
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া: সকল ওষুধের মত স্ট্রনেল® ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হতে পারে। যদিও সকলের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। তবে সবচেয়ে সাধারণ যে প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বমি বমি ভাব, ডায়রিয়া, মাথাব্যথা এবং চামড়ায় জ্বলুনী, এইসব প্রতিক্রিয়াগুলো মৃদু এবং এগুলোর কারণে রোগীকে চিকিৎসা বন্ধ করতে হয় না।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: যদি আপনি কোন ওষুধ সেবনরত আছেন অথবা স¤প্রতি সেবন করছেন (প্রেসক্রিপশনবিহীন ওষুধ এর মধ্যে অন্তর্ভূক্ত) তবে অনুগ্রহপূর্বক আপনার চিকিৎসককে তা অবহিত করুন।
যদি আপনি ক্যালসিয়াম জাতীয় ওষুধ নিয়ে থাকেন তবে অবশ্যই তা স্ট্রনেল®
সেবনের কমপক্ষে ২ ঘন্টা পরে সেবন করবেন।
যদি আপনি এন্টাসিড জাতীয় ওষুধ নিয়ে থাকেন তবে অবশ্যই তা স্ট্রনেল®
সেবনের ২ ঘন্টা পরে সেবন করবেন। যদি এটি সম্ভব না হয়, তবে একই সাথে দুটো ওষুধ নেয়া যাবে।
যদি আপনি টেট্রাসাইক্লিন অথবা কুইনোলন জাতীয় ওষুধ গ্রহণ করেন তবে অবশ্যই স্ট্রনেল® সেবন বন্ধ
রাখতে হবে। আপনি এই জাতীয় এন্টিবায়োটিক শেষ করার পরে আবার স্ট্রনেল® সেবন করতে পারবেন।
সরবরাহ স্ট্রনেল® ওরাল সাসপেনশনের গ্রানিউলস: প্রতি বাক্সে আছে ৭টি স্যাশে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]