ট্যাজোসিল Tazocil
উপাদান: ট্যাজোসিল ৪.৫ আইভি ইনফিউশন:
প্রতিটি ভায়ালে আছে জীবাণুমুক্ত লায়োফিলাইজড
পাইপেরাসিলিন এবং ট্যাজোব্যাকটাম ফর
ইঞ্জেকশন ইউএসপি যা পাইপেরাসিলিন ৪.০
গ্রাম (পাইপেরাসিলিন সোডিয়াম হিসেবে) এবং
ট্যাজোব্যাকটাম ০.৫ গ্রাম (ট্যাজোব্যাকটাম সোডিয়াম
হিসেবে) এর সমতুল্য।
নির্দেশনা: ট্যাজোসিল ৪.৫ আইভি ইনফিউশন নিম্নোক্ত
সিস্টেমিক এবং/অথবা লোকাল ব্যাক্টেরিয়াজনিত
সংক্রমনের চিকিৎসায় নির্দেশিত:
১. নসোকমিয়াল নিউমোনিয়া (মাঝারি থেকে তীব্র)
২. কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া (মাঝারি)
৩. সেলুলাইটিস, ত্বকের ফোঁড়া, ইস্কেমিক/ডায়াবেটিক
রোগীর পায়ের সংক্রমণ সহ সাধারণ এবং জটিল চর্ম
ও চর্মকলার সংক্রমণ
৪. প্রসব পরবর্তী এন্ডোমেট্রাইটিস বা শ্রোণী প্রদাহী
সংক্রমণ
৫. অ্যাপেন্ডিসাইটিস এবং পেরিটোনাইটিস
ট্যাজোসিল ৪.৫ আইভি ইনফিউশন ব্যাক্টেরিয়াল
সংক্রমণযুক্ত জ্বরসহ নিউট্রোপেনিক রোগীর (বয়স্ক,
কিশোর ও শিশু) ব্যবস্থাপনায় ব্যবহার করা যেতে
পারে।
মাত্রা ও ব্যবহার বিধি:ট্যাজোসিল ৪.৫ আইভি
ইনফিউশন ধীর গতিতে ইন্ট্রাভেনাস ইনফিউশন
হিসেবে (৩০ মিনিটের বেশী সময় ধরে) দেওয়া যেতে
পারে।
বয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে
স্বাভাবিক মাত্রা হচ্ছে ট্যাজোসিল ৪.৫ আইভি
ইনফিউশন প্রতি ৮ ঘন্টা অন্তর। দৈনিক সর্বমোট মাত্রা
সংক্রমণের তীব্রতা এবং অবস্থানের উপর নির্ভরশীল
এবং ইহা ২.২৫ থেকে ৮.৫০ গ্রা. পর্যন্ত- দৈনিক ৬
থেকে ৮ ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে।
নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচ্ছে
অ্যামাইনোগ−াইকোসাইড সহ ট্যাজোসিল ৪.৫ আইভি
ইনফিউশন দৈনিক ৬ ঘন্টা অন্তর।
বয়স্ক ও শিশু (৪০ কেজির বেশী) যাদের বৃক্কীয়
সমস্যা বিদ্যমান:
হেমোডায়ালাইসিস রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ দৈনিক মাত্রা
হল ৯ গ্রাম। এয়াড়াও যেহেতু হেমোডায়ালাইসিসের
কারণে ৩০-৫০% পাইপেরাসিলিন ৪ ঘন্টায় নিঃসৃত
হয়ে যায়, সেহেতু প্রতি ডায়ালাইসিসের পর অতিরিক্ত
২.২৫ গ্রাম মাত্রা প্রদান করতে হবে।
৪০ কেজির কম ওজনের শিশুদের ক্ষেত্রে মাত্রা ৯০
মি.গ্রা./কেজি প্রতি ৬ ঘন্টা অন্তর, অ্যামাইনোগ−াইকোসাইডের
সাথে, সর্বোচ্চ ৪.৫ গ্রা. মাত্রায় দিতে হবে।
২-১২ বছরের শিশু (বা ৪০ কেজির কম ওজন) যাদের
বৃক্কীয় সমস্যা বিদ্যমান:
৫০ কেজির কম ওজনের হেমোডায়ালাইসিস শিশুদের
ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হচেছ ৪৫ মি.গ্রা./কেজি প্রতি ৮
ঘন্টা অন্তর। প্রত্যেক রোগীর ক্ষেত্রে ওষুধের বিষক্রিয়া
মনিটর করতে হবে। তদানুযায়ী মাত্রা ও সময় ব্যবধান
নির্ধারণ করতে হবে।
২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে
অপ্রাপ্ত তথ্যের কারনে পাইপেরাসিলিন/ট্যাজোব্যাক্টাম
২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
হেপাটিক ত্র“টির ক্ষেত্রে
মাত্রা সংশোধনের প্রয়োজন নেই।
চিকিৎসার সময়কাল
সংক্রমণের তীব্রতা এবং ক্লিনিক্যাল ও
ব্যাক্টেরিওলোজিক্যাল অগ্রগতির উপর চিকিৎসার
সময়কাল নির্ভরশীল। তীব্র সংক্রমণে রোগের উপসর্গ
বা জ্বর পাইপেরাসিলিন/ট্যাজোব্যাক্টাম এর চিকিৎসা
৪৮ ঘন্টা পর্যন্ত চলা উচিত।
ব্যবহারবিধি
কার্টুনের গায়ে দেখুন।
প্রতিনির্দেশনা: যারা পাইপেরাসিলিন বা অন্য কোন
বিটা-ল্যাকটাম এন্টিবায়োটিক অথবা ট্যাজোব্যাকটাম
বা অন্য কোন বিটা-ল্যাকটামেজ ইনহিবিটর এর প্রতি
সংবেদনশীল।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: পরিস্কারভাবে
নির্দেশিত হলেই কেবল পাইপেরাসিলিন/ট্যাজোব্যাক্টাম
গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত।
পাইপেরাসিলিন অল্প মাত্রায় মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত
হয়। মাতৃদুগ্ধের ট্যাজোব্যাক্টাম এর মাত্রা জানা যায়নি।
পরিস্কারভাবে নির্দেশিত হলেই কেবল স্তন্যদানকালে
ইহা ব্যবহার করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া:বমি বমিভাব, বমি, ডায়রিয়া (মাঝে
মাঝে); স্টোমাটিক্স ডিসপেপসিয়া, কোষ্টকাঠিন্য,
জন্ডিস, হাইপোটেনশন, মাথাব্যথা, অনিদ্রা এবং
ইঞ্জেকশনসাইট বিক্রিয়া (কদাচিৎ); পেটে ব্যথা,
হেপাটাইটিস, এডিমা, ফ্যাটিগ এবং এসিনোফিলিয়া (খুবই
কদাচিৎ); হাইপোগ−াইসেমিয়া, হাইপোক্যালাসিমিয়া,
প্যানসাইটোপেনিয়া, স্টিভেনস জনসন সিন্ড্রোম এবং
টক্সিক এপিডার্মাল নেক্সোলাইসিস।
সরবরাহ: ট্যাজোসিল ৪.৫ আইভি ইনফিউশন: প্রতিটি
কম্বিপ্যাকে আছে ট্যাজোসিল ৪.৫ আইভি ইফিউশনের
একটি ভায়াল; ১ ব্যাগ ১০০ মি.লি. নরমাল স্যালাইন
( সোলো); ১টি ডিসপোজাবল সিরিঞ্জ (২০ মি.লি.);
১টি ইনফিউশন সেট; ১টি অ্যালকোহল প্রিপ. প্যাড
এবং একটি ফার্স্ট এইড ব্যান্ড।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ