কার্বিজল® Carbizol কার্ডিপ্রো® CardoPro মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

কার্বিজল® Carbizol
উপাদান : কার্বিমাজল ৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস
এবং থাইরয়েড অপারেশনের পূর্বে প্রস্তুতি হিসেবে।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রথমে ২০ মি.গ্রা. থেকে ৬০
মি.গ্রা. দিনে ২-৩টি বিভাজিত মাত্রায় শুরু করতে
হবে। পরবর্তীতে রোগীর প্রয়োজন অনুযায়ী ৫ মি.গ্রা.
থেকে ১৫ মি.গ্রা. দৈনিক হিসেবে মাত্রা সমন্বয় করতে
হবে। শিশুদের ক্ষেত্রে ২৫০ মাইক্রোগ্রাম/কেজি
প্রতিদিন বিভাজিত মাত্রায় সেব্য। চিকিৎসাকাল : ১৮- ২৪ মাস।
পার্শ্ব প্রতিক্রিয়া : ত্বকের চুলকানি, র‌্যাশ, পিগমেন্টেশন,
মাথাব্যথা, চুলপড়া ইত্যাদি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : আয়োডিন, অ্যান্টি
কোয়াগুলেন্ট ড্রাগ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রত্যাশিত সুফল
গর্ভস্থ ভ্রƒনের ওপর সম্ভাব্য আশংকার চেয়ে বেশী
বিবেচনায় ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে এর
নিঃসরণ হওয়ায় চিকিৎসকের বিবেচনায় ব্যবহার করা যেতে পারে।
সরবরাহ :
কার্বিজল® ট্যাবলেট : ৬ ী ১০ টি ট্যাবলেট বি−স্টার প্যাকে।
কার্ডিপ্রো® CardoPro
উপাদান : এটিনোলল। ৫০ ও ১০০ মি.গ্রা.
ট্যাবলেট।
নির্দেশনা : উচ্চ রক্তচাপ, এনজিনা পেকটোরিস,
কার্ডিয়াক এরিদমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
মাত্রা ও ব্যবহার বিধি : ৫০ মি.গ্রা. করে দিনে
একবার। এই মাত্রা ১০০-২০০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো
যেতে পারে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
সেকেন্ড এবং থার্ড ডিগ্রি হার্ট বক, হার্ট ফেইলিওর,
কার্ডিওজেনিক শক্।
পার্শ্ব প্রতিক্রিয়া : ঠান্ডা অনুভব, অবসাদ, প্রাণবন্ত স্বপ্ন
দেখা, অনিদ্রা, উদরাময়, কোষ্ঠকাঠিন্য, যৌন অক্ষমতা
এবং অবশতা।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ভেরাপ্যামিল, শ্রেণী-১
এরিদমিয়ারোধী ওষুধ (যেমন- ডাইসোপাইরামাইড),
কোনিডিন, ইনডোমিথাসিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন উচ্চ
রক্তচাপে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এটিনোলল
স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়। কিন্তু শিশুদের উপর এই
ওষুধের কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
সরবরাহ :
কার্ডিপ্রো® ৫০ ট্যাবলেট : ১০ ী ১০ টি। কার্ডিপ্রো®
১০০ ট্যাবলেট : ১০ ী ১০ টি।
কার্ডিপ্রো® প−াস কার্ডিপ্রো® CardoPro Plus
উপাদান : (এটিনোলল ৫০ মি.গ্রা. + ক্লোরথেলিডন
২৫ মি.গ্রা.)/ট্যাবলেট এবং (এটিনোলল ১০০ মি.গ্রা.
+ ক্লোরথেলিডন ২৫ মি.গ্রা.)/ট্যাবলেট।
নির্দেশনা : উক্ত রক্তচাপ।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রারম্ভিক মাত্রা একটি কার্ডিপ্রো
৫০ প−াস ট্যাবলেট (এটিনোলল ৫০ মি.গ্রা. +
কোরথেলিডন ২৫ মি.গ্রা.) দৈনিক একবার। ফলাফল
আশানুরূপ না হলে মাত্রা বাড়িয়ে একটি কার্ডিপ্রো(র)
১০০ প−াস ট্যাবলেট (এটিনোলল ১০০ মি.গ্রা. +
কোরথেলিডন ২৫ মি.গ্রা.) দৈনিক একবার।
প্রতি নির্দেশনা : সাইনাস ব্রাডিকার্ডিয়া, ফার্স্ট ডিগ্রীর
চেয়ে বেশী হার্ট বক, কার্ডিওজেনিক শক্, কার্ডিয়াক
ফেইলিওর, এনুরিয়া, এই ওষুধ অথবা সালফোনামাইড-
ডেরাইভড্ ওষুধের প্রতি অতিসংবেদনশীলতা।
পার্শ্ব-প্রতিক্রিয়া : মৃদু এবং ক্ষণস্থায়ী যা এটিনোলল ও
কোরথেলিডনে দেখা যায়।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্যান্য উচ্চ
রক্তচাপরোধী ওষুধসমূহ, রিসারপিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রেগন্যান্সি
ক্যাটাগরি ডি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারে
সতর্কতা অবলম্বন করা উচিত।
সরবরাহ :
কার্ডিপ্রো® ৫০ প−াস : ৩ ী ১০ টি। কার্ডিপ্রো® ১০০
প−াস : ৩ ী ১০ টি।
কারভা® ৭৫ Carva ৭৫
উপাদান : এ্যাসপিরিন ৭৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : এন্টিথ্রোম্বোটিক কার্যকারিতা রয়েছে,
যা অণুচক্রিকাকে সক্রিয় হতে বাধা প্রদান করার
মাধ্যমে কাজ করে। এটি মায়োকার্ডিয়াল ইনফার্কশন
এবং তৎপরবর্তীকালীন প্রতিরোধক হিসাবে ব্যবহৃত
হয়। এটি অস্থায়ী এনজিনা এবং সেরিব্রাল ক্ষণস্থায়ী
ইসকেমিক স্ট্রোকের প্রতিরোধক হিসেবেও ব্যবহৃত
হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ১৫০ মি.গ্রা. রোগ নির্ণয়ের
সময় এবং এর পরে প্রতিদিন ৭৫ মি.গ্রা. করে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতি
সংবেদনশীলতা, হাইপোপ্রোথ্রোম্বিনেমিয়া, হেমোফিলিয়া,
পেপটিক আলসার ও হাঁপানী।
পার্শ্ব প্রতিক্রিয়া : অতিসংবেদনশীলতা, হাঁপানী,
ইউরেট কিডনী স্টোন, দীর্ঘমেয়াদী পরিপাকতন্ত্রীয়
রক্তক্ষরণ, টিনিটাস, বমি বমি ভাব, বমি হওয়া।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এন্টিকোয়াগুলেন্টস,
হাইপোগ−াইসেমিকস, ফিনাইটয়েন, প্রোবেনেসিড,
সালফোনামাইড।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন শেষ
তিন মাস ও দুগ্ধদানকারীদের ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ :
কারভা® ৭৫ ট্যাবলেট : ২০ ী ১০ টি।
কাভির Cavir
উপাদান
কাভিরঞগ ০.৫ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে
আছে এন্টেকাভির আইএনএন ০.৫ মি.গ্রা.।
কাভিরঞগ ১ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে
আছে এন্টেকাভির আইএনএন ১ মি.গ্রা.।
নির্দেশনা:ভাইরাল রেপিকেশন এর প্রমাণ আছে এবং
সিরামে এমিনোট্রান্সফারেজ্ (এএলটি অথবা এএসটি)
এর μমাগত বৃদ্ধির প্রমাণ আছে অথবা হিস্টোলজিক্যাল
সক্রিয় রোগ আছে এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে
দীর্ঘমেয়াদী হেপাটাইটিস-বি এর চিকিৎসায় কাভির ঞগ
নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি: কাভির খালি পেটে গ্রহণ করা উচিত
(খাওয়ার কমপক্ষে দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে)।
কোন নিউক্লিওসাইড চিকিৎসা নেয়নি এমন রোগীদের
ক্ষেত্রে (≥১৬ বছর): ০.৫ মি.গ্রা. দৈনিক একবার।
ল্যামিভূডিন বা টেলবিভূডিন এর অকার্যকারিতায় (≥১৬
বছর): ১ মি.গ্রা. দৈনিক একবার।
যকৃতের অকার্যকারিতায়
১ মি.গ্রা. দৈনিক একবার।
বৃক্কের অকার্যকারিতায়
বৃক্কীয় অকার্যকরী রোগীদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স
৫০ মি.লি./মিনিট এর কম হলে এবং হিমোডায়ালাইসিস
অথবা সিএপিডি রোগীদের ক্ষেত্রে নিম্নোক্ত ভাবে
এন্টেকাভির এর মাত্রার সমন্বয় করতে হবে
বৃক্কীয় অকার্যকারী রোগীর ক্ষেত্রে এন্টেকাভির-এর মাত্রা
ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স (মিলি/ মিনিট)
≥৫০ ৩০থেকে <৫০
১০থেকে <৩০
<১০, হিমোডায়ালাইসিস অথবা সিএপিডি রোগীদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা প্রতি ২৪ ঘন্টায় ০.৫ মি.গ্রা. প্রতি ৪৮ ঘন্টায় ০.৫ মি.গ্রা. প্রতি ৭২ ঘন্টায় ০.৫ মি.গ্রা. প্রতি ৭ দিনে ০.৫ মি.গ্রা.
প্রতিনির্দেশনা: এন্টেকাভির অথবা এর কোন
উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে
এটি প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায়:
প্রেগন্যান্সী ক্যাটেগরি ’সি’। মা থেকে শিশুতে
হেপাটাইটিস-বি ভাইরাস ছড়িয়ে পড়ার উপর
এন্টেকাভির এর প্রভাব সম্বলিত কোন তথ্য পাওয়া
যায়নি। তাই গর্ভাবস্থায় সাবধানতার সাথে এন্টেকাভির দিতে হবে।
স্তন্যদানকালে: এন্টেকাভির মাতৃদুগ্ধে নিঃসৃত হয়
কিনা জানা যায় নি। মায়েরা যদি এন্টেকাভির গ্রহণ
করে থাকেন তাহলে তাদেরকে স্তন্যদান করানো থেকে
বিরত থাকা উচিত।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৬ বছরের কম বয়সী
শিশুদের ক্ষেত্রে এন্টেকাভির এর নিরাপত্তা ও
কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
বয়ষ্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার: ৬৫ অথবা এর
অধিক বয়সের রোগীদের উপর এন্টেকাভির নিয়ে
যথেষ্ট ক্লিনিক্যাল স্টাডি করা হয়নি বলে অপেক্ষাকৃত
কম বয়সীদের তুলনায় তাদের উপর এন্টেকাভির
এর কার্যকারিতার তুলনা করা যায়নি। তবে বয়স্ক
রোগীদের ক্ষেত্রে এন্টেকাভির এর মাত্রা নির্ধারণে
সাবধানতা অবলম্বন করা এবং বৃক্কের কার্যকারিতা
পর্যবেক্ষণ করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল
মাথা ব্যথা, দূর্বলতা, মাথা ঝিমঝিম করা এবং বমি বমি ভাব।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: যে সব ওষুধ বৃক্কের
কার্যকারিতায় প্রভাব ফেলে অথবা বৃক্ক দ্বারা অপসারিত
হয়, তাদের সাথে একত্রে ব্যবহার করা হলে
এন্টেকাভির অথবা সেই ওষুধের সেরাম ঘণমাত্রা বৃদ্ধি
পেতে পারে। ল্যামিভূডিন, এডেফোভির ডিপিভক্সিল
অথবা টেনোফোভির ডিসোপ্রোক্সিল ফিউমারেট এর
সাথে এন্টেকাভির এর তেমন কোন ওষুধ আন্তঃক্রিয়া নেই।
সরবরাহ: কাভির ০.৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে
৫ টি ট্যাবলেট অ্যালু-অ্যালু বি−স্টার প্যাক-এ।
কাভির ১ ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৫ টি ট্যাবলেট
অ্যালু-অ্যালু বি−স্টার প্যাক-এ।
সিভিট® Civit
উপাদান : সিভিট® - ভিটামিন সি ২৫০ মি.গ্রা.
ট্যাবলেট। সিভিট® ফোর্ট - ভিটামিন সি ১০০০
মি.গ্রা. এফারভেসেন্ট ট্যাবলেট।
নির্দেশনা : স্কার্ভি, গর্ভাবস্থা, স্তন্যদানকাল, ইনফেকশন,
মারাত্মক ক্ষত, পুড়ে যাওয়া, ঠাণ্ডা লাগা, অস্ত্রোপচারের
পর, জ্বর, প্রচন্ড স্নায়ুচাপ, পেপটিক আলসার, ক্যান্সার,
হেমাটুরিয়া, দাঁতের ক্ষত, মাড়ির সংক্রমণ, ব্রন,
বন্ধ্যাত্ব, হাড়ের ভঙ্গুরতা, পায়ের আলসার, হে ফিভার
এবং লেভোডোপা বিষাক্ততা প্রতিরোধ ও চিকিৎসায়
নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : সিভিট® : ১-৩ টি ট্যাবলেট
প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সিভিট® ফোর্ট : ১ টি ট্যাবলেট প্রতিদিন অথবা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপার অক্সালিউরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চমাত্রায়
গ্রহণ নির্দেশিত নয়। গ−ুকোজ, ইউরিক এসিড এবং
ক্রিয়েটিনিন পরীক্ষায় ভিটামিন সি ভুল পজিটিভ
রেজাল্ট দিতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া : অত্যধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া,
মাথা ব্যথা, লৌহ শোষন ক্ষমতার মাত্রাধিক্য হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এমাইনোফাইলিন,
নিওমাইসিন, ইরিথ্রোমাইসিন, কোরামফেনিকল,
কোরথায়াজাইড সোডিয়াম, হাইড্রোকর্টিসোন
সোডিয়াম ওষুধের সাথে ভিটামিন সি এর কিছু
ক্ষতিকারক প্রতিক্রিয়া আছে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : স্বাভাবিক মাত্রায়
সম্পুর্ণ নিরাপদ। তবে প্রতিদিন ৫ গ্রাম অথবা এর
বেশী মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে।
সরবরাহ :
সিভিট® ট্যাবলেট : ২০ ী ১০ টি। সিভিট® ফোর্ট
ইফারভেসেন্ট ট্যাবলেট : ১০ টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]