সেফ-৩® Cef-3 সেফোটিল Cefotil সিলোস্টা Celosta মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

সেফ-৩® Cef-3
উপাদান: সেফিক্সিম (সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউ
এসপি হিসেবে)। ২০০ মি.গ্রা. ক্যাপসুল, ৪০০
মি.গ্রা. ডিএস ক্যাপসুল, ২০০ মি.গ্রা. ফিল্ম কোটেড
ট্যাবলেট, ৪০০ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট, ১০০
মি.গ্রা./৫ মি.লি.সাসপেনশন এবং ২০০ মি.গ্রা./৫
মি.লি. ফোর্ট সাসপেনশন।
নির্দেশনা: উর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্র
নালীর সংক্রমণ, গনোকক্কাল ইউরেথ্রাইটিস, একিউট
ওটাইটিস মিডিয়া।
ব্যবহারবিধি ও মাত্রা: সেফ-৩® ক্যাপসুল/ট্যাবলেটঃ
২০০ মি. গ্রা. - ৪০০ মি. গ্রা., একক বা বিভক্ত মাত্রায়
৭-১৪ দিন পর্যন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য।
সেফ-৩® সাসপেনশন তৈরীর পাউডারঃ
শিশুদের মাত্রাঃ দৈনিক ৮ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক
ওজন হিসাবে একক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন
পর্যন্ত সেব্য অথবা
১/২-১ বছর পর্যন্ত ঃ ৭৫ মি.গ্রা.
১-৪ বছর পর্যন্ত ঃ ১০০ মি.গ্রা.
৫-১০ বছর পর্যন্ত ঃ ২০০ মি.গ্রা.
১১-১২ বছর পর্যন্ত ঃ ৩০০ মি.গ্রা.
১২ বছরের উর্দ্ধে ঃ পূর্ণ বয়স্ক মাত্রা
পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণতঃ সেফ-৩® সুসহনীয়। যে
সব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে
তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী।
পরিপাকতন্ত্রে (এওঞ) প্রতিক্রিয়াঃ ডায়রিয়া (যদি
মারাত্মক আকার ধারণ করে তবে সেফ-৩® সেবন
বন্ধ করা উচিত), পায়খানার রং পরিবর্তন, বমিবমি
ভাব, পেটে ব্যথা, অজীর্ণতা।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (ঈঘঝ) প্রতিক্রিয়াঃ মাথা ব্যথা,
ঝিমুনী হতে পারে।
অন্যান্য প্রতিক্রিয়াঃ অতি সংবেদনশীল
(ঐুঢ়বৎংবহংরঃরারঃু) প্রতিক্রিয়া যা চিকিৎসা বন্ধ
করা হলে প্রশমিত হয়। হেমাটোলজিক্যাল প্রতিক্রিয়া
যা খুবই বিরল এবং সিরামে অ্যামাইলেজ এর পরিমাণ
বৃদ্ধি পাওয়া।
অনুপযোগিতা: যাদের সেফালোস্পোরিন জাতীয়
ওষুধে অতিসংবেদনশীলতা আছে।
সাবধানতা: যাদের পরিপাকতন্ত্রে সমস্যা আছে বিশেষ
করে কোলাইটিস থাকলে সেফ-৩® সাবধানতার
সাথে ব্যবহার করা উচিত। যে সব রোগীর বৃক্কের
কার্যক্ষমতায় মারাত্মক সমস্যা আছে শুধুমাত্র তাদের
ক্ষেত্রেই মাত্রা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে: গর্ভকালীন অবস্থায়
এবং স্তন্যদানকালে সেফ-৩® গ্রহণে বিরত থাকাই
ভাল কেননা এক্ষেত্রে তেমন কোন ক্লিনিক্যাল তথ্য নেই।
বয়স্কদের ক্ষেত্রে: কোন বিশেষ সাবধানতার প্রয়োজন
নেই।
শিশুদের ক্ষেত্রে: ১২ বছরের কম অথবা ৫০ কেজির
চেয়ে কম ওজনের শিশুদের ক্ষেত্রে দৈনিক ৮ মি.গ্রা.
প্রতি কেজিতে হিসাবে সেব্য।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : কোন তথ্য নেই।
সরবরাহ
সেফ-৩® ক্যাপসুলঃ প্রতিটি বাক্সে আছে ১২ টি
ক্যাপসুল। সেফ-৩® ডিএস ক্যাপসুলঃ প্রতিটি বাক্সে
আছে ৬ টি ক্যাপসুল। সেফ-৩® ট্যাবলেট ঃ প্রতিটি
বাক্সে আছে ১০ টি ট্যাবলেট। সেফ-৩® ডিএস
ট্যাবলেট ঃ প্রতিটি বাক্সে আছে ৬ টি ট্যাবলেট।
সেফ-৩® সাসপেনশন তৈরীর পাউডার (৩০ মি.লি) ঃ
প্রতিটি বোতলে আছে ৩০ মি.লি. সাসপেনশন তৈরীর
পাউডার। সেফ-৩® সাসপেনশন তৈরীর পাউডার
(৪০ মি.লি) ঃ প্রতিটি বোতলে আছে ৪০ মি.লি.
সাসপেনশন তৈরীর পাউডার। সেফ-৩® সাসপেনশন
তৈরীর পাউডার (৫০ মি.লি) ঃ প্রতিটি বোতলে আছে
৫০ মি.লি. সাসপেনশন তৈরীর পাউডার। সেফ-৩®
ফোর্ট সাসপেনশন তৈরীর পাউডার (৫০ মি.লি) ঃ
প্রতিটি বোতলে আছে ৫০ মি.লি. সাসপেনশন তৈরীর
পাউডার।
সেফোটিল Cefotil
উপাদান : সেফিউরক্সিম। ১২৫, ২৫০ ও ৫০০
মি.গ্রা. ট্যাবলেট, ১২৫ মি.গ্রা./৫ মি.লি. পাউডার
ফর সাসপেনশন এবং ৭৫০ মি.গ্রা. ও ১.৫ গ্রাম
ইঞ্জেকশন।
নির্দেশনা : নাক, কান, গলার বিভিন্ন সংক্রমণ ও
প্রদাহে, ফুরানকিউলোসিস, পায়োডারমা, ইম্পেটিগো,
বৃক্ক, মুত্রনালি এবং মূত্রথলীর সংক্রমণ, গনোকক্কাল
ইউরেথ্রাইটিস, সারভিসাইটিস এবং লাইম ডিজিজ।
মাত্রা ও ব্যবহার বিধি : ২৫০-৫০০ মি.গ্রা. দিনে
২ বার ৭-১০ দিন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী
সেব্য। সেফালোস্পোরিন গ্র“পের এন্টিবায়োটিক এর
প্রতি সংবেদনশীল রোগীদের সেফিউরক্সিম দেয়া উচিত নয়।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
দীর্ঘদিন ব্যবহারে সেফিউরক্সিমের প্রতি সংবেদনশীল
নয় এমন জীবাণু সমূহের অতিমাত্রায় বৃদ্ধি ঘটতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া : খুব কম সংখ্যক রোগীদের ক্ষেত্রে
বমি ভাব এবং বমি হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : কোন ক্ষতিকর
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থার শেষ
ভাগে মূত্রনালী এবং অন্যান্য সংক্রমণে সেফিউরক্সিমের
নিরাপদ ব্যবহার রয়েছে। স্তন্যদানকালে সতর্কতার
সাথে ব্যবহার করা উচিত।
সরবরাহ :
সেফোটিলঞগ ১২৫ মি.গ্রা. ট্যাবলেট : ২০ টি।
সেফোটিলঞগ ২৫০ মি.গ্রা. ট্যাবলেট : ২০ টি।
সেফোটিলঞগ ৫০০ মি.গ্রা. ট্যাবলেট : ১২ টি।
সেফোটিলঞগ পাউডার ফর সাসপেনশন : ৭০ মি.লি.।
সেফোটিলঞগ ৭৫০ মি.গ্রা. আইএম/আইভি ইঞ্জেকশন
: একটি ভায়াল। সেফোটিলঞগ ১.৫ মি.গ্রা. আইভি
ইঞ্জেকশন : একটি ভায়াল।
সেফট্রোন® Ceftron
উপাদান : সেফট্রিয়াক্সোন ২৫০ মি.গ্রা. আইএম,
২৫০ মি.গ্রা. আইভি, ৫০০ মি.গ্রা. আইএম, ৫০০
মি.গ্রা. আইভি, ১ গ্রাম আইএম, ১ গ্রাম আইভি এবং
২ গ্রাম আইভি ইঞ্জেকশন।
নির্দেশনা : বৃক্ক ও মূত্রনালীর সংক্রমণে, শ্বাসনালীর
নিম্নাংশের সংক্রমণে, বিশেষত নিউমোনিয়া,
গনোকক্কাস সংক্রমণে, চর্ম ও নরম কলার সংক্রমণে,
অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণে, ব্যাকটেরিয়া ঘটিত
মেনিনজাইটিস, গুরুতর ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণে,
যেমন- সেপটিসেমিয়া, নাক, কান ও গলার সংক্রমণে,
ক্যান্সার আক্রান্ত রোগীদের সংক্রমণে, অপারেশন
পরবর্তী সংক্রমণ প্রতিরোধে, অপারেশন পূর্ব ও পরবর্তী
সংক্রমণে প্রতিরোধক হিসেবে এবং টাইফয়েড জ্বরে।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্কদের জন্য : একক
মাত্রায় ১-২ গ্রাম হচ্ছে সাধারণ মাত্রা (অথবা দৈনিক
দুইবার সমবিভক্ত মাত্রায়)। দৈনিক মাত্রা বাড়ানো
যেতে পারে, কিন্তু ৪ গ্রাম এর বেশী হওয়া উচিত নয়।
অপারেশন পূর্ববর্তী ব্যবহারের ক্ষেত্রে (সার্জিক্যাল
প্রোফাইলেক্সিস), সার্জারির ১/২-২ ঘণ্টা পূর্বে একক
মাত্রায় ১ গ্রাম নির্দেশিত। ১২ বছরের কম বয়সী
শিশুদের ক্ষেত্রে : দৈনিক একক মাত্রায় ৫০ থেকে ৭৫
মি.গ্রা./ কেজি দেহ ওজনে প্রযোজ্য (অথবা দৈনিক
দুইবার সমবিভক্ত মাত্রায়)।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অতি
সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণতঃ সুসহনীয়। কতিপয়
ক্ষেত্রে নিম্নের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায়ডায়রিয়া, বমি ভাব, চুলকানি, লাল চাকাকৃতি দাগ,
জন্ডিস, অস্থিরতা, ঝিঁমুনি, মানসিক দুর্বলতা।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এলকোহলের সাথে
ডিসাল্ফিরামের মত প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চরম নির্দেশনা
না থাকলে গর্ভাবস্থায় এটি ব্যবহারযোগ্য নয়।
স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে সাবধানতা ও সতর্কতার
সাথে ব্যবহা করা উচিৎ।
সরবরাহ :
সেফট্রোন® ২৫০ মি.গ্রা. আইএম ইঞ্জেকশন: প্রতি
ভায়ালে আছে ২৫০ মি.গ্রা. সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত
সেফট্রিয়াক্সোন সোডিয়াম ইউএসপি হিসাবে) এবং
প্রতিটি এম্পুলে আছে ২ মি.লি. ১% লিডোকেইন
ইউএসপি আইএম ব্যবহারের জন্য। সেফট্রোন® ২৫০
মি.গ্রা. আইভি ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে ২৫০
মি.গ্রা. সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত সেফট্রিয়াক্সোন
সোডিয়াম ইউএসপি হিসাবে) এবং প্রতিটি এম্পুলে
আছে ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি আইভি
ব্যবহারের জন্য। সেফট্রোন® ৫০০ মি.গ্রা. আইএম
ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে ৫০০ মি.গ্রা.
সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত সেফট্রিয়াক্সোন সোডিয়াম
ইউএসপি হিসাবে) এবং প্রতিটি এম্পুলে আছে ২ মি.লি.
১% লিডোকেইন ইউএসপি আইএম ব্যবহারের জন্য।
সেফট্রোন® ৫০০ মি.গ্রা. আইভি ইঞ্জেকশন: প্রতি
ভায়ালে আছে ৫০০ মি.গ্রা. সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত
সেফট্রিয়াক্সোন সোডিয়াম ইউএসপি হিসাবে)
এবং প্রতিটি এম্পুলে আছে ৫ মি.লি. ওয়াটার ফর
ইঞ্জেকশন বিপি আইভি ব্যবহারের জন্য। সেফট্রোন®
১ গ্রাম আইএম ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে ১ গ্রাম
সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত সেফট্রিয়াক্সোন সোডিয়াম
ইউএসপি হিসাবে) এর সমতুল্য শুষ্ক পাউডার এবং
প্রতিটি এম্পুলে আছে ৩.৫ মি.লি. ১% লিডোকেইন
ইউএসপি আইএম ব্যবহারের জন্য। সেফট্রোন® ১
গ্রাম আইভি ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে ১ গ্রাম
সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত সেফট্রিয়াক্সোন সোডিয়াম
ইউএসপি হিসাবে) এর সমতুল্য শুষ্ক পাউডার এবং
প্রতিটি এম্পুলে আছে ১০ মি.লি. ওয়াটার ফর
ইঞ্জেকশন বিপি আইভি ব্যবহারের জন্য। সেফট্রোন®
২ গ্রাম আইভি ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে ২ গ্রাম
সেফট্রিয়াক্সোন (জীবাণুমুক্ত সেফট্রিয়াক্সোন সোডিয়াম
ইউএসপি হিসাবে) এর সমতুল্য শুষ্ক পাউডার এবং
দুটি এম্পুলের প্রতিটিতে রয়েছে ১০ মি.লি. ওয়াটার
ফর ইঞ্জেকশন বিপি আইভি ব্যবহারের জন্য।
সেরেভাস® Cerevus
উপাদান : ভিনপোসিটিন ৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : রক্তসংবহনজনিত দুর্ঘটনা: সেরেব্রাল
থ্রম্বোসিসজনিত ইসকেমিক স্ট্রোক, সেরেব্রাল
এমবোলিজম, রক্তসংবহনজনিত তীব্র সমস্যা,
উচ্চরক্তচাপ জনিত সমস্যা, হৃৎপিন্ডের কঠিন
সমস্যা, স্নায়ু দূর্বলতা, পূর্ণ স্ট্রোক, ডিমেনসিয়া,
আর্টেরিওকেরোসিস, উচ্চ রক্তচাপের
এনসেফালোপ্যাথী, অ্যাপপলেকটিক অবস্থার পরে
যখন রক্তক্ষরণ হয় ইত্যাদি।
বার্ধক্য : নানা মানসিক সমস্যা, রক্তসংবহনের
সমস্যা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, চিন্তাশক্তি শ−থ
হওয়া, কোনো কাজে মনোযোগহীনতা, ঝিঁমুনী, মুড
সমস্যা, বাকহীনতা, অনিদ্রা ও রজঃনিবৃত্তির সময়
ভেসোভেজিটেটিভ লক্ষণ দূরীকরণে।
চক্ষুরোগ : আর্টেরিওস্কে¬রোসিসের কারণে চোখের
করয়েড ও রেটিনার রক্তসংবহনজনিত সমস্যা।
ভ্যাসোস্পাজম ম্যাকুলার উপশিরা চিন্তা ও ধমনীর
রক্ততঞ্চন ও এমবোলিজম ও গ−ুকোমা অথবা এ
জাতীয় সমস্যা।
কর্ণরোগ : সংবহনজনিত সৃষ্ট সমস্যায় কানে সমস্যা, যা
কিনা প্রেসবাইয়াকুসিস থেকে হতে পারে। মেনিয়ারস্
ডিজিজ, ককলিয়ার সমস্যা, কানে শোঁশোঁ শব্দ করা ও
মাথার ঝিঁমুনি।
মাত্রা ও ব্যবহার বিধি : ১-২ ট্যাবলেট দিনে তিনবার।
লক্ষণমাত্রায় ১টি করে ট্যাবলেট দিনে তিনবার ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
: স্নায়ুজনিত চোখের এবং কানের উপরোলেখিত
সমস্যার তীব্র অবস্থায় পেরেন্টেরাল চিকিৎসার পরে
মুখে খাবার ট্যাবলেট চলতে থাকবে। গর্ভাবস্থায় এ
ওষুধ খাওয়া নিষেধ।
পার্শ্ব প্রতিক্রিয়া : ক্ষণস্থায়ী রক্তচাপ হ্রাস ও দ্রুত
হৃদস্পন্দন হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অন্য কোন ওষুধের
সাথে এর কোন ইন্টার‌্যাকশন আছে বলে তথ্য নেই।
সরবরাহ :
সেরেভাস® ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ৫০ টি
ট্যাবলেট।
কোলিনর® Coalinor
উপাদান : ইজেটিমাইব ১০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা : প্রাইমারী হাইপারকোলেস্টেরোলেমিয়া :
হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল এবং নন-ফ্যামিলিয়াল
(মনোথেরাপি অথবা এইচ এম জি কোএ রিডাক্টেজ
ইনহিবিটর এর সাথে কম্বিনেশন হিসাবে)।
হোমোজাইগাস সিটোষ্টেরোলেমিয়া : খাদ্যের সাথে
সম্পূরক হিসাবে।
মাত্রা ও ব্যবহার বিধি : ১০ মি.গ্রা. দিনে এক বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এইচ এম জি কোএ রিডাক্টেজ ইনহিবিটরের সাথে
ব্যবহারের ক্ষেত্রে উক্ত ওষুধের নির্দেশনা তথ্য অনুযায়ী
দিতে হবে। অতিসংবেদনশীলতা। ইজেটিমাইব
ও এইচএমজি কোএ রিডাক্টেজ ইনহিবিটর এর
কম্বিনেশন একটিভ লিভার ডিজিজ অথবা অবিশেষ্য
বিদ্যমান সেরাম ট্রান্স এমাইনেজের বৃদ্ধি এর ক্ষেত্রে
প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : সাধারণত সহনশীল। পার্শ্ব-প্রতিক্রিয়া
পাসিবো এর মতই।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : প্রত্যাশিত সুফল
যদি ভ্র“নের উপর ঝুঁকির থেকে বেশী হয়, সেেেত্র
ব্যবহার করা যাবে। ইজেটিমাইব স্তন্যদানকালে
ব্যবহার করা উচিৎ নয়, তবে প্রত্যাশিত সুফল যদি
ঝুঁকির থেকে বেশী হয় সেেেত্র ব্যবহার করা যাবে।
সরবরাহ :
কোলিনর® ট্যাবলেট : ৩ ী ১০ টি।
সিলোস্টা Celosta
উপাদান: সিলোস্টাজোল আই এন এন ১০০ মি.গ্রা.
ট্যাবলেট।
নির্দেশনা: সিলোস্টা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এর
লক্ষণসমূহ কমানোর প্রতি নির্দেশিত, যা হাঁটার দূরত্ব
বৃদ্ধির মাধ্যমে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধি: সিলোস্টা ১০০ এর নির্দেশিত
মাত্রা হল ১০০ মি.গ্রা. দৈনিক দুইবার, যা সকালের
নাস্তা এবং রাতের খাবারের আধা-ঘন্টা আগে অথবা
২ ঘন্টা পরে গ্রহণ করতে হবে। কিটোকোনাজোল,
ইট্রাকোনাজোল, ইরাইথ্রোমাইসিন এবং ডিলটিয়াজেম
এর সাথে সেবনের ক্ষেত্রে দিনে দুইবার ৫০ মি.গ্রা.
মাত্রায় খেতে হবে।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
সিলোস্টাজোল যে কোন মাত্রার হার্ট ফেইলিউর
এর রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা
উচিত। সিলোস্টাজোল ও ক্লোপিডোগ্রেল এক সাথে
ব্যবহারের ক্ষেত্রে কার্যকারিতা অথবা নিরাপত্তা বিচারে
কোন তথ্য নেই।
সিলোস্টাজোল যেকোন পর্যায়ের কনজেসটিভ হার্ট
ফেইলিউর এর রোগীদের প্রতি প্রতিনির্দেশিত।
সিলোস্টাজোল অথবা এর যে কোন উপাদানের প্রতি
জ্ঞাত অথবা ধারণাগত অতিসংবেদনশীলতা এর ক্ষেত্রে
সিলোস্টাজোল প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল
মাথাব্যথা, ডায়রিয়া, বমি, পায়ে ক্রাম্প ইত্যাদি।
মাঝে মাঝে ক্ষুধামন্দা এবং ইডিমা হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ফার্মাকোকাইনেটিকস্
স্টাডিজ প্রতিপাদন করে যে ওমিপ্রাজোল এবং
ইরাইথ্রোমাইসিন, সিলোস্টাজোল এবং এর গুরুত্বপূর্ণ
বিপাকাবস্থার সিস্টেমিক এক্সপোজার উলে−খযোগ্যভাবে
বৃদ্ধি করে। পপুলেশন ফার্মাকোকাইনেটিকস্ তথ্য
অনুযায়ী, একইসাথে ডিলটিয়াজেম ব্যবহার করা
রোগীদের ক্ষেত্রে সিলোস্টাজোল এর প−াজমা ঘনত্ব বৃদ্ধি পায়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায়:
গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত ও ভালভাবে নিয়ন্ত্রিত
কোন গবেষণা নেই।
স্তন্যদানকালে: প্রাণী দেহে পরীক্ষায় দেখা গেছে
সিলোস্টাজোল মাতৃদুগ্ধে নিঃসরণ হয়, তাই দুগ্ধদান
বন্ধ অথবা সিলোস্টাজোল বন্ধের ব্যাপারে লাভ-ঝুঁকি
বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে সিলোস্টাজোল এর
নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।
সরবরাহ:
সিলোস্টাঞগ ১০০: প্রতি বাক্সে আছে ৩০ টি
ট্যাবলেট।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]