এফান® AFun এড্রিল® Adril® এফান® ভিটি Afun® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা


এড্রিল® Adril®
উপাদান : ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ১০
মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : নাকে প্রদাহ, নাক-চোখে সর্দি ঝরা, চোখ
লাল হয়ে প্রদাহ সৃষ্টি প্রভৃতিতে কার্যকরী। কোন কিছু
খাওয়া বা ছোঁয়া লাগায় আর্টিকেরিয়া দেখা দিলে
সফলতার সঙ্গে ব্যবহার করা হয়। বমি বমি ভাব,
ভ্রমণজনিত পীড়া, ঠান্ডা কাশিতে এটা ব্যবহার করা যায়।
মাত্রা ও ব্যবহার বিধি : বয়স্ক ও ১২ বসরের বেশী
বয়সের শিশুদের জন্য: ২-৩ চা চামচ (১২.৫-২৫
মি.লি.) দিনে ৩-৪ বার। ৬ থেকে ১২ বছর বয়সের
শিশুদের জন্য: ১-২ চা চামচ দিনে ৩ থেকে ৪ বার।
১ থেকে ৬ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে: ১/২-১ চা
চামচ দিনে ৩ থেকে ৪ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : গাড়ী
ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করা উচিত। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড
এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে
তাদের ক্ষেত্রে নির্দেশিত নয়। নবজাতকের ক্ষেত্রে
নির্দেশিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া : কারও কারও ক্ষেত্রে মাথা ঝিমঝিম
করা, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মায়েদের
ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা থাকলে গ্রহন করা যেতে
পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
সরবরাহ : এড্রিল® সিরাপ : ১০০ মি.লি.।
এ্যালাকট Alacot TM DS Eye Drops
উপাদান:এ্যালাকটঞগ ডিএস চোখের ড্রপস্: প্রতি
মি.লি. এ আছে ওলোপ্যাটাডিন ২ মি.গ্রা. এর সমতুল্য
ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি।
নির্দেশনা:এলার্জিক কনজাংটিভাইটিস এর লক্ষণ
উপশমে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি: এ্যালাকটঞগ ডিএস চোখের
ড্রপস্: আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে ১ বার
প্রয়োগ করতে হবে।
যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:ওলোপ্যাটাডিন
হাইড্রোক্লোরাইড এর প্রতি অত্যন্ত সংবেদনশীল
রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।
সতর্কতা: কন্টাক্ট লেন্সের কারণে সৃষ্ট জ্বালাপোড়ায়
ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইড চোখের ড্রপস্ ব্যবহার
করা উচিত নয়। যেসব রোগী কন্টাক্ট লেন্স ব্যবহার
করছে তাদের এই ওষুধ প্রয়োগের পর কমপক্ষে ১০
মিনিট পরে কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: এই ওষুধ গর্ভাবস্থায়
ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। প্রাণীদের
উপর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে সব সময়
মানুষের উপর প্রয়োগের ফলাফল বিবেচনা করা যায়
না। তাই ভ্র“ণের ঝুঁকি ও রোগীর উপকারের কথা
বিবেচনা করে এই ওষুধ প্রয়োগ করা উচিত।
চোখে এই ওষুধ প্রয়োগের পর মানুষের দুধে এই
ওষুধ পাওয়া যায় কিনা তা জানা যায়নি। তথাপি
স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
পার্শ্ব-প্রতিক্রিয়া:৭% ক্ষেত্রে মাথা ব্যথা হতে দেখা
গেছে। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া ৫% এর কম রোগীদের
ক্ষেত্রে দেখা গেছে সেগুলো হল-দুর্বলতা, চোখে
ঝাপসা দেখা, চোখে জ্বালাপোড়া, কোল্ড সিন্ড্রোম,
চোখের শুষ্কতা, বাহ্যিক বস্তুর প্রতি সংবেদনশীলতা,
হাইপারেমিয়া, অতিসংবেদনশীলতা, কেরাটাইটিস,
চোখের পাতায় ইডিমা, বমি বমি ভাব, ফ্যারিংস্ এর
প্রদাহ, চুলকানি, রাইনাইটিস, সাইনাস এর প্রদাহ এবং
মুখের স্বাদ নষ্ট হওয়া।
সরবরাহ: এ্যালাকটঞগ ডিএস চোখের ড্রপস্: ৫
মি.লি.।
এফান® AFun
উপাদান : প্রতি গ্রাম ক্রীমে আছে ক্লোট্রিমাজল ১০
মি.গ্রা.।
নির্দেশনা : ট্রাইকোফাইটন প্রজাতি দ্বারা সৃষ্ট সব
ডার্মাটোমাইকোসিস, মোল্ডস্ ও অন্যান্য ছত্রাক দ্বারা
সৃষ্ট ডার্মাটোমাইকোসিস এবং ত্বকের রোগসমূহ
যেগুলোতে ছত্রাকজনিত সংক্রমণ সমূহ দেখা যায়।
উপরে উলেখিত ডার্মাটোমাইকোসিসগুলোর মধ্যে
আছে ইন্টারডিজিটাল মাইকোসিস প্যারোনাইকিয়াস,
ক্যানডিডা ভালভাইটিস, ক্যানডিডা ব্যালানিটিস,
পিটাইরিয়াসিস ভারসিকালার।
মাত্রা ও ব্যবহার বিধি : দৈনিক ২ থেকে ৩ বার
আক্রান্ত স্থানে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
ক্লোট্রিমাজলের প্রতি অতিসংবেদনশীলতার ক্ষেত্রে ।
পার্শ্ব প্রতিক্রিয়া : খুবই কম ক্ষেত্রে প্রয়োগস্থানে
চুলকানি বা জ¦ালা পোড়া হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : চিকিৎসক
প্রয়োজন মনে করলে গর্ভকালীন সময়ে ব্যবহারের
জন্য নির্দেশনা দিতে পারেন।
সরবরাহ : এফান® ক্রীম : ১০ গ্রাম।
এফান® ভিটি Afun® VT
উপাদান: এফান® ভিটি ১০০: প্রতিটি ভ্যাজাইনাল
ট্যাবলেটে আছে ক্লোট্রিমাজল বিপি ১০০ মি.গ্রা.।
এফান® ভিটি ২০০: প্রতিটি ভ্যাজাইনাল ট্যাবলেটে
আছে ক্লোট্রিমাজল বিপি ২০০ মি.গ্রা.।
এফান® ভিটি ৫০০: প্রতিটি ভ্যাজাইনাল ট্যাবলেটে
আছে ক্লোট্রিমাজল বিপি ৫০০ মি.গ্রা.।
নির্দেশনা: ভ্যাজাইনাল চুলকানি, পূনঃসংক্রমণ মূলক
ভ্যাজাইনাল সংক্রমণ (মূলত ভ্যাজাইনাল ক্যানডিডা),
ছত্রাক দ্বারা ভ্যাজাইনাইটিস, ক্লোট্রিমাজল এর প্রতি
সংবেদনশীল এমন যেকোন ছত্রাক দ্বারা তৈরী
ভ্যাজাইনাল প্রদাহে এফান® ভিটি কার্যকর।
মাত্রা ও ব্যবহারবিধি: এফান® ভিটি ১০০ ও ২০০:
প্রথম সংক্রমণ: ক্যানডিডা ভ্যাজাইনিটিস-এর জন্য
সাধারণত তিন দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর তিন
রাতে ২টি করে এফান® ভিটি ১০০ অথবা ১টি করে
এফান® ভিটি ২০০ যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ
করতে হবে (এ্যাপি−কেটর ব্যবহারের জন্য নির্দেশাবলী
দেখুন)। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায়
সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়।
পুন:সংক্রমণ: সাধারণত ৬ দিনের চিকিৎসা যথে
ষ্ট। উপরে উলে−খিত জীবাণুগুলো দ্বারা সংঘটিত
সংক্রমণের ক্ষেত্রেও ৬ দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর
৬ রাতে একটি করে এফান ভিটি ১০০ যোনির যতটা
ভেতরে সম্ভব প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে ২টি
করে এফান ভিটি ১০০ (১টি সকালে এবং অপরটি
বিকালে) অথবা ১টি এফান ভিটি ২০০ ৬ থেকে ১২
দিনের জন্য ব্যবহার করা যেতে পারে।
এফান® ভিটি ৫০০: একক মাত্রা, সম্পূর্ণ চিকিৎসায়
একটি ভ্যাজাইনাল ট্যাবলেট। এফান ® ভ্যাজাইনাল
ট্যাবলেট যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ করতে
হবে। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায়
সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়। চিকিৎসার
সময় সীমা এমনভাবে করতে হবে যেন ঋতুচক্র
এড়িয়ে যাওয়া যায় এবং ঋতুচক্র শুরুর পূর্বে চিকিৎসা
শেষ করা যায়। পুনঃসংক্রমণ পরিহার করার জন্য,
সঙ্গীকেও এফান ® ক্রীম ব্যবহার করা উচিৎ।
এফান ® ভ্যাজাইনাল ট্যাবলেট বর্ণহীন যা অন্তর্বাসকে রঞ্জিত করে না।
যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: ক্লোট্রিমাজল
এর প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে।
পার্শ্ব প্রতিক্রিয়া: ভ্যাজাইনা দ্বারা ক্লোট্রিমাজল ট্যাবলেট
এর তেমন কোন শোষণ হয় না বলে সিস্টেমিক
কার্যকারিতা ঘটার সুযোগ কম। ক্লোট্রিমাজল
ভ্যাজাইনাল ট্যাবলেট স্থানীয়ভাবে খুব ভাল সহনশীল।
স্থানীয় চুলকানি বা জ্বালাপোড়া খুব কম ক্ষেত্রে দেখা
যায় কিন্তু এটি ক্ষতিকর বলে বিবেচিত হয় না।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:কোন তথ্য পাওয়া যায়নি।
প্রয়োগবিধি
১। না বেধে যাওয়া পর্যন্ত চাপদন্ড অ টানুন। অ্যাপি−
কেটর র মধ্যে ভ্যাজাইনাল ট্যাবলেটটি স্থাপন করুন
২। ট্যাবলেট সহ অ্যাপি−কেটরটি সাবধানে ভ্যাজাইনার
যত ভিতরে সম্ভব প্রবেশ করান
৩। না থেমে যাওয়া পর্যন্ত চাপদন্ড তে চাপ দিন যাতে
ট্যাবলেটটি ভ্যাজাইনার মধ্যে স্থাপিত হয়
৪। ব্যবহার শেষে অ্যাপি−কেটর থেকে চাপদন্ড কে
পুরোপুরি টেনে বের করুন। তারপর ইহা হালকা গরম এবং
সাবানযুক্ত পানিতে ভালভাবে ধূয়ে শুকিয়ে রাখুন
গর্ভকালীন সময়ে ব্যবহার: কেবল মাত্র ডাক্তার কর্তৃক
প্রয়োজনীয়তা নির্ধারিত হলেই ক্লোট্রিমাজল গর্ভকালীন সময়ে
ব্যবহার করা যাবে।
সরবরাহ:এফান® ভিটি ১০০: প্রতি বাক্সে আছে অ্যাপি−কেটরসহ
৬ টি ভ্যাজাইনাল ট্যাবলেট।
এফান® ভিটি ২০০: প্রতি বাক্সে আছে অ্যাপি−কেটরসহ ৩ টি
ভ্যাজাইনাল ট্যাবলেট।
এফান® ভিটি ৫০০: প্রতি বাক্সে আছে অ্যাপি−কেটরসহ ১ টি ভ্যাজাইনাল ট্যাবলেট।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]