ডিলিপিড® Delipid® ডিপ্রেক্স® Deprex ডি-র‌্যাশ® De-Rash মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

ডিলিপিড® Delipid®
উপাদান : জেমফিব্রোজিল ৩০০ মি.গ্রা. ক্যাপসুল।
নির্দেশনা : খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে
সাথে লিপিড-এর পরিমাণ কমানোর জন্য
এবং ফ্রেডরিকসন টাইপ ওওধ, ওওন, ওওও, ওঠ এবং
হাইপারলাইপোপ্রোটিনেমিয়াতে এটি নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : দৈনিক ১.২ গ্রাম দু’টি বিভক্ত
মাত্রায় সেব্য। সেবন মাত্রা দৈনিক ০.৯ থেকে ১.৫
গ্রাম পর্যন্ত হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এলকোহলে
আসক্ত, যকৃতের অকার্যকারিতা, পিত্তথলিতে পাথর থাকলে,
গর্ভাবস্থায় এবং এই ওষুধের প্রতি অতিসংবেদনশীল
রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। স্তন্যদানকারী
মায়েদের ক্ষেত্রে ঝুঁকি ও উপকারের মাত্রা নির্ধারণ করেই
ব্যবহার করা ইচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : পেটে ব্যথা, এপিগ্যাস্ট্রিক ব্যথা অথ
বা বদহজমই প্রধান। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে
প্র“রিটাস, ত্বকে ফুসকুঁড়ি, মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম
করা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, হাত পায়ে ব্যথা
এবং কদাচিৎ পেশীতে ব্যথা অন্যতম।
সরবরাহ :
ডিলিপিড®
ক্যাপসুল : ৫ ী ৬ টি।
ডিপ্রেক্স® Deprex
উপাদান : ওলানজাপিন ৫ এবং ১০ মি.গ্রা.
ট্যাবলেট।
নির্দেশনা : সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক
সমস্যা (যেমন ভ্রান্তি, অলীক বিশ্বাস, এলোমেলো চিন্তা,
বিরোধিতা এবং সন্দেহপ্রবণতা) বা অস্পষ্ট মানসিক
সমস্যায় প্রারম্ভিক এবং রক্ষণ মাত্রায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রারম্ভিক মাত্রা দৈনিক ১০
মি.গ্রা. একক মাত্রায়। খাবারের সাথে ওষুধ সেবনের
কোন সম্পর্ক নেই।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, প্যারালাইটিক ইলিয়াস
এবং এ ধরণের সমস্যা, ন্যারো এ্যাংগেল গ−ুকোমা,
নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম (এনএমএস)-
এর কোনরূপ উপসর্গ ছাড়াই উচ্চ তাপমাত্রা থাকে
তবে অন্যান্য মানসিক রোগের ওষুধের মতই অবশ্যই
ওলানজাপিন সেবন বন্ধ করতে হবে। খিঁচুনী হয়েছে
এমন এবং খিঁচুনী সম্পর্কিত উপসর্গ রয়েছে এমন
রোগীদের ক্ষেত্রে ওলানজাপিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া : >১০% : তন্দ্রাচ্ছন্নতা এবং ওজন
বৃদ্ধি। ১-১০%: মাথা ঝিম ঝিম করা, এসথেনিয়া,
একাথেসিয়া, ক্ষুধা বৃদ্ধি, প্রান্তস্থ ইডিমা, অর্থোস্ট্যাটিক
নিম্ন রক্তচাপ এবং মৃদু ও অস্থায়ী এন্টিকোলিনার্জিক
প্রভাব; যেমন- কোষ্ঠকাঠিন্য ও মুখের শুষ্কতা হেপাটিক
ট্রান্সএমাইনেজ সমূহের লক্ষণহীন বৃদ্ধি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভস্থ শিশুর
ঝুঁকির মাত্রার উপর বিবেচনা করে গর্ভবতী মহিলাদের
ক্ষেত্রে অতীব জরুরী বিবেচিত হলেই ব্যবহার করা
উচিত। এই ওষুধ সেবনকালে রোগীর দুগ্ধদান করা
উচিত নয়।
সরবরাহ :
ডিপ্রেক্স®
৫ ট্যাবলেট : ১০ ী ১০ টি। ডিপ্রেক্স®
১০
ট্যাবলেট : ১০ ী ১০ টি।
ডি-র‌্যাশ® De-Rash
উপাদান : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে জিংক
অক্সাইড ৪০০ গ্রাম।
নির্দেশনা : শিশুদের ডায়পার ব্যবহার এর কারনে সৃষ্ট
ফুসকুড়ির চিকিৎসা ও প্রতিরোধের জন্য ডি-র‌্যাশ®
উপযোগী। এটি চামড়ায় চুলকানি বা জ্বালাপোড়ার
হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধক বেষ্টনি গড়ে
তোলে। ডি-র‌্যাশ®
খুব সহজে লাগানো ও মুছে ফেলা যায়
এবং শিশুদের ত্বকে কোন প্রকার ক্ষতি করে না।
মাত্রা ও ব্যবহার বিধি : ভেজা ও নোংরা ডায়পার দ্রুত
খুলে ফেলুন। শিশুকে পরিষ্কার করে ডায়পার পরানোর
জায়গা টুকু শুকিয়ে নিন। ডি- র‌্যাশ অয়েন্টমেন্ট যতবার
প্রয়োজন ব্যবহার করা যায়।
প্রতিকার ডায়পার পরিবর্তনের সময়, ঘুমানোর সময় এবং
লম্বা সময় ধরে ডায়পার ব্যবহার এর পূর্বে ডি-র‌্যাশ®
ব্যবহার করা ভাল।
পার্শ¦ প্রতিক্রিয়া : ডি-র‌্যাশ®
ব্যবহারের কোন পার্শ¦-
প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
সর্তকতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : ইহা
শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য চোখের সংস্পর্শে যেন
না আসে সে ব্যাপারে সতর্ক থাকুন। ৭ দিন ওষুধটি
ব্যবহারের পরও কোন উন্নতি না হলে চিকিৎসকের
পরামর্শ নিন কেননা এটি অন্য কোন রোগের লক্ষনও
হতে পারে।
শিশুদের নাগালের বাইরে রাখুন। কোন শিশু এটি
খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
সরবরাহ :
ডি-র‌্যাশ®
অয়েন্টমেন্ট : ২৫ গ্রাম।
ডার্মাসল® Dermasol
উপাদান : ক্লোবেটাসল প্রোপিওনেট। ০.০৫% ক্রীম
এবং অয়েন্টমেন্ট।
নির্দেশনা : এক্জিমা, সোরিয়াসিস, হাইপারট্রফিক
লাইকেন প−্যানাস, লোকালাইজড বুলাস ডিসঅর্ডারস,
কেলয়েড স্কারিং, ভিটিলিগো এবং ক্রায়োথেরাপির পর
রিঅ্যাকশন সাপ্রেসন।
মাত্রা ও ব্যবহারবিধি : দৈনিক একবার বা দুইবার
অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে।
চার সপ্তাহের বেশী ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
ইমপেটিগো, টিনিয়া করপোরিস, হার্পিস সিমপে−ক্স,
স্ক্যাবিস, একনি ভালগারিস, রোজাসিয়া এবং
গ্রাভিটেশনাল আলসারেসন।
পার্শ্ব প্রতিক্রিয়া : পিটুইটারী এড্রেনাল সাপ্রেশন,
দীর্ঘদিন বেশী মাত্রায় শক্তিশালী কর্টিকোস্টেরয়েড
দ্বারা চিকিৎসা করা হলে অ্যাট্রফিক পরিবর্তনসমূহ
যেমন সুপারফিসিয়াল রক্তনালীসমূহ পাতলা ও
প্রসারিত হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায়
ব্যবহার নিরাপদ নয়। স্তন্যদানকালীন সময়ে টপিকাল
স্টেরয়েড সর্তকতার সাথে ব্যবহার করা উচিত।
সরবরাহ :
ডার্মাসল®
ক্রীম : ১০ গ্রাম এবং ২০ গ্রাম টিউব-এ।
ডার্মাসল®
অয়েন্টমেন্ট : ১০ গ্রাম এবং ২০ গ্রাম
টিউব-এ।
ডার্মাসল-এস Dermasol S
উপাদান: প্রতি গ্রাম সলিউশনে আছে ক্লোবেটাসল
প্রোপিওনেট বিপি ০.৫ মি.গ্রা.।
নির্দেশনা: ডার্মাসলঞগ-এস স্ক্যাল্প সলিউশন
কর্টিকোস্টেরয়েড এর প্রতি সংবেদনশীল স্ক্যাল্প এর
দূরারোগ্য ত্বকীয় প্রদাহের জন্য নির্দেশিত। এছাড়াও
এটি স্ক্যাল্প এর দূরারোগ্য সোরিয়াসিস এবং সেবোরিক
ডার্মাটাইটিসের জন্য নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধি: মাথার ত্বকের আক্রান্ত স্থানে
প্রতিদিন এক হতে দুইবার ডার্মাসলঞগ-এস স্ক্যাল্প
সলিউশন প্রয়োগ করতে হবে এবং মৃদু মালিশ করতে
হবে। সপ্তাহে সর্বোচ্চ ৫০ মি.লি. পর্যন্ত এই সলিউশন
প্রয়োগ করা যেতে পারে।
যখনই ত্বকের প্রদাহ কমে যায় তখনই, অথবা যদি
এক সপ্তাহের মধ্যে কোন উপকার না হয়, তবে এর
ব্যবহার বন্ধ করতে হবে। ডার্মাসল®
-এস স্ক্যাল্প
সলিউশন সাধারণত স্বল্প সময়ের জন্য ব্যবহার করা
উচিত।
যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না: যে কোন
সংক্রমণের ক্ষেত্রে। এই সলিউশনের কোন উপাদানের
প্রতি অতি সংবেদনশীলতা। এক বছরের কম বয়সী
শিশুদের ক্ষেত্রে।
সতর্কতা: চোখে যেন সলিউশন না লাগে সে দিকে
নজর রাখতে হবে। দীর্ঘ দিন ধরে ক্লোবেটাসল
প্রোপিওনেট দিয়ে ত্বকের চিকিৎসা করা উচিত নয়।
বিশেষত ছোট শিশুদের ক্ষেত্রে, কারণ এর দ্বারা
এড্রিনাল গ−্যান্ড দমিত হতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া: অন্যান্য কর্টিকোস্টেরয়েড এর মতই
দীর্ঘকালীন ব্যবহার অথবা অধিক জায়গা জুড়ে ব্যবহার
এর ফলে প্রচুর পরিমান সিস্টেমিক শোষণ হতে পারে,
যা থেকে পরবর্তীতে হাইপারকর্টিসলিস্ম হতে পারে।
এটি শিশুদের, নবজাতকদের আরো বেশি হতে
পারে। দীর্ঘদিন ব্যবহারের পর স্থানীয় এট্রোপি হতে
পারে। খুবই বিরল ক্ষেত্রে, কর্টিকোস্টেরয়েড এর দ্বারা
সোরিয়াসিস এর চিকিৎসার ক্ষেত্রে (অথবা চিকিৎসা
বন্ধ করার পর) পুঁজে ভরা ফুঁসকুড়ি উঠতে পারে।
যদি এ ধরণের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে
তাঃক্ষণিক চিকিৎসা বন্ধ করতে হবে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: যদিও গর্ভকালীন
সময়ে মহিলাদের উপর এমন কোন তথ্য পাওয়া
যায়নি, তবুও ত্বকীয় কর্টিকোস্টেরয়েড ব্যাপকভাবে
গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় অর্থাৎ বেশি পরিমান,
দীর্ঘকালীন সময়ব্যাপী। স্তন্যদানকালে ক্লোবেটাসল
প্রোপিওনেট এর ব্যবহার নিরাপদ প্রমানিত হয়নি।
সরবরাহ: ডার্মাসলঞগ-এস: প্রতিটি কনটেইনারে আছে
২৫ মি.লি. স্ক্যাল্প সলিউশন।
ডার্মাসল®
উপাদান : (ক্লোবেটাসল প্রোপিওনেট ০.৫
মি.গ্রা., নিওমাইসিন সালফেট ৫ মি.গ্রা. এবং
নিস্ট্যাটিন ১,০০,০০০ ইউনিটস্)/ গ্রাম ক্রীম এবং
অয়েন্টমেন্টে।
নির্দেশনা : রিক্যালসিট্রান্ট একজিমার স্বল্প মেয়াদী
চিকিৎসায় নির্দেশিত। এছাড়া নিউরোডার্মাটোসিস,
সেকেন্ডারী ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সংক্রমণ
বিদ্যমান এমন সোরিয়াসিস এবং অন্যান্য প্রদাহ
যেখানে সক্রিয় স্টেরয়েড ব্যবহার করে আশানুরূপ
ফল পাওয়া যায়নি, এসব ক্ষেত্রে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : আক্রান্ত স্থানে দৈনিক একবার
বা দুইবার অবস্থার উন্নতি না হওয়াা পর্যন্ত ব্যবহার
করতে হবে। চার সপ্তাহের অধিক ব্যবহার করা উচিত নয়।
প্রতিনির্দেশনা : রোজাসিয়া, এক্নি ভালগারিস,
পেরিওরাল ডার্মাটাইটিস, ভাইরাল সংক্রমণ।
এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি
সংবেদনশীলতা।
পার্শ্ব-প্রতিক্রিয়া : হাইপারকর্টিসোলিজম,
সুপারফিসিয়াল রক্তনালীসমূহ পাতলা ও প্রসারিত হয়ে
যাওয়া, হাইপারট্রাইকোসিস ইত্যাদি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : নিউরোমাস্কিউলার
ব−কিং এজেন্টের সাথে নিওমাইসিনের প্রতিক্রিয়া হতে
পারে। ক্লোবেটাসল প্রোপিওনেট ও নিস্ট্যাটিন-এর
কোন ক্ষতিকর প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় ও
স্তন্যদানকালে ব্যবহার অনুমোদিত নয়।
সরবরাহ :
ডার্মাসল-এন®
ক্রীম : ১৫ গ্রাম। ডার্মাসল-এন®
অয়েন্টমেন্ট : ১৫ গ্রাম।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]