টোরেল Torel মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

টোরেল Torel
উপাদান: টোরেল মাস্ল রাব: প্রতি গ্রাম মাস্ল রাবে আছে এল - মেন্থল ২৫.৪০ মি.গ্রা., ডি - ক্যামফর ১৪.৩০ মি.গ্রা., মিথাইল স্যালিসাইলেট ৪.২০ মি.গ্রা ও অলিওরেসিন ক্যাপসিকাম ০.০৫ মি.গ্রা.। বিবরন: বিভিন্ন প্রজাতির কাঁচা এবং শুকনো
ক্যাপসিকাম (লংকা) ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। উদ্বায়ী জলীয় দ্রাবকের মধ্যে ক্যাপসিকাম পাউডার চালনা করে ক্যাপসিকাম অলিওরেসিন তৈরী করা হয়। ক্যাপসিকাম থেকে প্রস্তুতকৃত অলিওরেসিন ও ক্যাপসিসিন ব্যথা নাশক হিসেবে বাহ্যিক ব্যবহারের জন্য প্রেসক্রিপশনের বাইরেও বিক্রয় হয়ে থাকে। এটি মেক্সিকো এবং কেন্দ্রিয় আমেরিকার স্বদেশজাত ভেষজ। মিথাইল স্যালিসাইলেট, মেন্থল এবং ক্যাম্ফর সবই নানা রকম গাছ থেকে সংগ্রহ করা হয়। মিথাইল স্যালিসাইলেট সংগ্রহ করা হয় উইন্টারগ্রিন এর তেল থেকে, মেন্থল সংগ্রহ করা হয় মিন্ট থেকে এবং ক্যাম্ফর সংগ্রহ করা হয় পিপারমিন্ট, ইউক্যালিপ্টাস এবং সিডার জাতীয় গাছ থেকে। ফার্মাকোলজি:
ক্যাপসিকাম প্রজাতির উদ্ভিদ স্থানীয় শক্তিশালী উত্তেজক হিসেবে পরিচিত। এটি থ্রোম্বোক্সন বিও২ তৈরী ও লোহিত রক্ত কনিকা ভাঙ্গার হার কমায়ে দেয় যা কোষাবরণীর দৃঢ়তা রক্ষা করে এবং ফসফোলিপেস বিও২ কে সক্রিয় হতে বাধাঁ দেয়। ক্যাপসিকাম নসিসেপ্টর তন্তু সমূহকে কার্যকর করে এক ধরণের উত্তেজনা সৃষ্টি করে। যা এটিকে তার নির্দিষ্ট ভ্যানিলয়েড রিসেপ্টরে আবদ্ধ হয়ে এর কার্যকারিতা প্রদর্শনে সাহায্য করে থাকে। ক্যাপসিকাম সি টাইপ নার্ভ ফাইবার থেকে সাব্স্টেন্স পি উৎপন্ন করে নিউরণের মধ্যে এর চলাচলে বাঁধার সৃষ্টি করে। পরিণামস্বরুপ সাব্স্টেন্স পি এর পরিমাণ হ্রাস পেতে থাকে যা বেদনার অনুভূতিকেও ধীরে ধীরে শূন্য করে দেয়। মিথাইল স্যালিসাইলিক এসিড এস্পিরিনের ন্যায় কাজ করে। মেন্থল পেইন রিসেপ্টর নিউরণের ভোল্টেজ অপারেটেড সোডিয়াম চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে ব্যথা নিবারণ করে থাকে। মেন্থল অনু ঞজচগ-৮ রিসেপ্টর প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে ক্ষতস্থানে একটি শীতল আরামদায়ক অনুভূতির সৃষ্টি করে।ক্যাম্ফর ঋউঅ অনুমোদিত একটি স্থানীয় বেদনা নাশক। এটি প্রান্তীয় নার্ভকে শীথিল করে বেদনার অনুভূতি প্রেরনে বাধাঁ দেয়। নির্দেশনা এবং ব্যবহার:
মাংস পেশীর ব্যথা, মাথা ব্যাথা, ফাব্রোসাইটিস, ¯েপ্রন, স্ট্রেণ, নিউরালজিয়া, অষ্টিও আর্থ্রাইটিস, খেলাধুলা ও হারপিস যসটার জনিত ব্যথায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি:
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে:
ক্ষত স্থান পরিস্কার করে নিতে হবে হাতের আঙ্গুলের অগ্রভাগে অল্প পরিমাণ ক্রীম নিয়ে দৈনিক ৩ - ৪ বার ব্যথাযুক্ত স্থানে প্রয়োগ করতে হবে ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে: প্রযোজ্য নয়। পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে অতিসংবেদনশীলতা লক্ষ্য করা যায়। নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাস নালীর সংকোচন দেখা দিতে পারে।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: এসপিরিনের প্রতি এলার্জি, এলাজি জনিত ত্বক প্রদাহ, একজিমা ও চোখের কাছাকাছি ব্যবহার করা যাবে না।
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহারের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞার তথ্য জানা নেই।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: জানা যায়নি। সাবধানতা: আহত ত্বক ও কোষ ঝিল্লিতে ব্যবহার করা যাবে না। ব্যবহার করার পর সাথে সাথে হাত ধুয়ে নিতে হবে। শক্ত ব্যান্ডেজের নিচে ব্যবহার করা উচিত নয়। ব্যবহারের পর চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিতে হবে।
সরবরাহ:টোরেল : মাস্ল রাব: প্রতিটি টিউবে আছে ২০ গ্রাম মাস্ল রাব।
১৯৫৮ ১৯৭৪ ১৯৮৭ ১৯৮৫ ১৯৯৫ ১৯৯৭ ২০০১ ২০০২ ইউনিসেফ এর আর্ন্তজাতিক সরবরাহকারী হিসেবে তালিকাভূক্ত হয়। ২০০৭ স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের কালিয়াকৈর, ঢাকা ইউনিট টক গঐজঅ এর অনুমোদন পায়। ২০১২ ২০১৩ স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ঢাকা এবং স্কয়ার সেফালোসপরিন লিমিটেড, ঢাকা টক ঞএঅ, অঁংঃৎধষরধ এর অনুমোদন লাভ করে। ২০০৫ ২০০৯ টঝ ঋউঅ এবং টক গঐজঅ মানসম্পন্ন ইনসুলিন প্রস্তুত করা শুরু করে। শুধুমাত্র হরমোন
এবং স্টেরয়েড প্রস্তুত করার জন্য একটি আলাদা ফ্যাক্টরী ইউনিট তার যাত্রা শুরু করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস্রে যাত্রা শুরু ।
জেনেসিন ফার্মাসিউটিক্যালস, বেলজিয়াম (জনসন এন্ড জনসন ইন্টারন্যাশনাল, ইউএসএ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) এর সাথে প্রযুক্তিগত সহযোগিতাস্বরূপ পথচলা শুরু হয়। বাংলাদেশের ওষুধ শিল্পের শীর্ষে আরোহণ করে। কেমিক্যাল ডিভিশন এ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল কাঁচামাল প্রস্তুত করা শুরু করে। জাতীয় রপ্তানী ট্রফী জয় করে। এবং
টঝ ঋউঅ/টক গঐজঅ এমসিএ মানসম্পন্ন নতুন ফ্যাক্টরী তার যাত্রা শুরু করে। ওষুধ রপ্তানী শুরু করে।
আর্ন্তজাতিক মানসম্পন্ন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (স্যামসন এইচ চৌধুরী সেন্টার অফ এক্সিলেন্স, কালিয়াকৈর, গাজীপুর) এর উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হয়। স্কয়ার সেফালোস্পরিন তার যাত্রা শুরু করে। : অগ্রযাত্রা ও মাইল ফলক

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]