আমাদের জীবন রক্ষার্থে ত্বকের প্রয়োজনীয়তা অপরিহার্য। ৩০% ত্বক নষ্ট হয়ে গেলে জীবন বিপন্ন হয়ে ওঠে। আমাদের দেহের বহিরাবরণ এবং পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ত্বকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পোড়াও এক ধরনের আঘাত। এতে ত্বকের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়। পোড়ার ফলে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটতে পারে। এর ফলে মানুষ অন্ধ ও বধির হয়ে যেতে পারে । সেজন্য পোড়া রোগীর চিকিৎসা অতিদ্রুত হওয়া উচিত।
আমাদের ত্বকের প্রধানত ২টি স্তর থাকে-
১। উপচর্ম ২। অন্তচর্য ।
উপচর্মের আবার ৪টি স্তর থাকে। ত্বকের বিভিন্ন কোষ, গ্রন্থি ও কলা থাকে ৷ তার মধ্যে প্রধানত হচ্ছে- ১। লোম, ২। লোমকূপ, ৩। ঘর্মগ্রন্থি, ৪। তৈলগ্রন্থি, ৫। রক্তনালী, ৬। লসিকানালী, ৭। স্নায়ু।
পোড়া ২ প্রকার
১। পোড়া ২। ঝলসে যাওয়া।
পোড়ার কারণ
১। আগুনের মধ্যে পড়ে গেলে ।
২। পরিধেয় বস্ত্রে আগুন লেগে গেলে ।
৩। কোনও রাসায়নিক দ্রব্য- এসিড বা ক্ষার থেকে ।
৪। ফুটন্ত্ত তরল পদার্থ থেকে যেমন- তেল, পানি বা বাষ্প, আলকাতরা,
পিচ প্ৰভৃতি ।
৫। বোমা বিস্ফোরণ হলে।
৬। ঘর বাড়ি কিংবা যানবাহনে অগ্নিকাণ্ডের ফলে।
৭। দ্রুত ঘূর্ণনশীল বস্তু কিংবা ঘর্ষণের ফলে।
৮। উত্তপ্ত ধাতব পদার্থ দ্বারা ।
৯। বৈদ্যুতিক দুর্ঘটনা জনিত কারণে।
প্রথমে দেহের চামড়া লাল হয়ে যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় পোড়ার পরিমাণ ও গভীরতা সহজে নির্ণয় করা যায় না।
দেহের পোড়া অংশকে ৩ ভাগে ভাগ করা যায়
১। ত্বকের বাহিরের অংশ পোড়া গেলে তাকে অগভীর পোড়া বলে । ২। ত্বকের সঙ্গে যদি মাংসপেশী পোড়া যায় তবে তাকে গভীর পোড়া বলে । ৩। দেহের ত্বকের আক্রান্ত অংশকে শতকরা হিসাবে ভাগ করা হয়। যেমন- শিশুদের ক্ষেত্রে ১০% পোড়া গেলেই গুরুতর পোড়া বলে। বয়স্কদের ক্ষেত্রে ১৫% পোড়া গেলে গুরুতর পোড়া বলে।
গভীর ও অগভীর পোড়ার লক্ষণ কিভাবে বুঝবেন
যে সকল রোগী খুব বেশি পরিমাণে পোড়ে এদের ত্বকে জ্বালা ও বেদনার সৃষ্ট হয় এবং ত্বকের বহিরাবরণ উঠে গিয়ে শ্বেতবর্ণ ধারণ করতে পারে। এই সময় শরীরের তরল পদার্থ ক্ষতস্থান দিয়ে বেরিয়ে পড়ে। ফলে রোগীর শক্ ও মৃত্যু হওয়াও বিচিত্র কিছু নয়।
অগভীর পোড়ায় ত্বক লালবর্ণ হয়ে ফোস্কা পড়তে পারে। সেই সাথে জ্বালা
ও ব্যথা হয়ে ফুলে যেতে পারে ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ