এপিট্রা® Epitra এরিয়ান® Erian এরমক্স® Ermox এরোমাইসিন® Eromycin মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

এপিট্রা® Epitra
উপাদান:
এপিট্রা®
০.৫ মি.গ্রা. : প্রতি ট্যাবলেটে আছে
ক্লোনাজিপাম ০.৫ মি.গ্রা. ইউ এস পি।
এপিট্রা®
১ মি.গ্রা. : প্রতি ট্যাবলেটে আছে ক্লোনাজিপাম
১ মি.গ্রা. ইউ এস পি।
এপিট্রা®
২ মি.গ্রা. : প্রতি ট্যাবলেটে আছে ক্লোনাজিপাম
২ মি.গ্রা. ইউ এস পি।
এপিট্রা®
ওরাল ড্রপস্ : প্রতি ৫ মি.লি. ড্রপে আছে
ক্লোনাজিপাম ইউ এস পি ১২.৫ মি.গ্রা.।
নির্দেশনা:
● মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ততা, এগোরাফোবিয়া
অথবা
● মৃগীরোগ বা অন্যান্য খিঁচুনিরোগ
● মায়োক্লোনিক এবং অ্যাকাইনোনেটিক সীজারসমূহ
এবং পেটিট ম্যাল ভেরিয়েন্ট (লেনক্স-গ্যাসটউট
সিনড্রোম) এর একক বা সংযুক্ত চিকিৎসায়।
অ্যাবসেন্স স্পেল (পেটিট ম্যাল) সহ রোগী যাদের
ক্ষেত্রেসাকসিনামাইড অকার্যকর, তাদের ক্ষেত্রেও
ব্যবহার করা যেতে পারে।
সেবনবিধি ও মাত্রা : প্রত্যেক রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া
ও সহনশীলতা অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে।
অপ্রাপ্ত বয়স্ক :
শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা (দশ
বৎসর বয়স পর্যন্ত অথবা ৩০ কেজি ওজন পর্যন্ত)
০.০১ এবং ০.০৩ মি.গ্রা./কেজি প্রতিদিন এর মধ্যে
হওয়া বাঞ্চনীয় এবং ০.০৫ মি.গ্রা./কেজি প্রতিদিন এর
উর্দ্ধে হওয়া বাঞ্চনীয় নয়, যখন দিনে দুই বা তিনটি
বিভক্ত মাত্রায় দেয়া হয়।
ওষুধের মাত্রা ০.১ থেকে ০.২ মি.গ্রা. / কেজি না
পৌঁছা পর্যন্ত প্রতি তিন দিন অন্তর ওষুধের মাত্রা ০.২৫
থেকে ০.৫০ মি.গ্রা. এর উর্ধ্বে বাড়ানো উচিত নয়,
যদি খিঁচুনি নিয়ন্ত্রণ না হয় অথবা পার্শ্ব প্রতিক্রিয়া
আরো বৃদ্ধি পায়।
দৈনিক ওষুধ তিনটি সমান বিভক্ত মাত্রায় দেয়া উচিত।
যদি ওষুধ তিনটি সমান মাত্রায় বিভক্ত না হয়, তবে
বৃহত্তর মাত্রাটি সর্বশেষে দিতে হবে।
প্রাপ্ত বয়স্ক :
প্রাপ্ত বয়স্কদের প্রারম্ভিক মাত্রা দৈনিক ১.৫ মি.গ্রা.
এর উর্ধ্বে হওয়া উচিত নয়। যা তিনটি সমান বিভক্ত
মাত্রায় দিতে হবে। খিঁচুনি পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ না
হওয়া পর্যন্ত ওষুধের মাত্রা প্রতি তিন দিন অন্তর ০.৫
থেকে ১ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে।
অব্যাহত সাধারণ চিকিৎসার মাত্রা প্রত্যেক রোগীর
ক্ষেত্রে প্রতিক্রিয়া অনুযায়ী নির্ধারণ করতে হবে।
প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত অব্যাহত সাধারণ
চিকিৎসার মাত্রা ৮ থেকে ১০ মি.গ্রা. প্রতি দিন, তিনটি
সমান বিভক্ত মাত্রায়। ২০ মি.গ্রা. প্রতিদিন এর অধিক
মাত্রায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। একাধিক
খিঁচুনিরোধী ওষুধের ব্যবহার হতাশাগ্রস্থতা বৃদ্ধি করতে
পারে। পূর্ব হতে চলমান কোন খিঁচুনিরোধী ওষুধের
সাথে যখনই ক্লোনাজিপাম যোগ করা হবে তখন
এরকম মনে হবে।
প্রতি নির্দেশনা: যকৃতের কোন বিশেষ অসুখ, ন্যারো
অ্যাঙ্গেল গ−ুকোমা, বেনজোডায়াজেপিন সমূহের প্রতি
অতি সংবেদনশীলতা।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন
ক্যাটাগরি- ’সি’। গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারের
ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্র“টি দেখা দিতে পারে।
স্তন্যদানকালে
যে সব মা ক্লোনাজিপাম গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে
বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া: ক্লোনাজিপামের ক্ষেত্রে সব চাইতে
বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয়
স্নায়ুতন্ত্রের অবনমনের সাথে সম্পর্কিত। প্রায় ৫০%
রোগীর ক্ষেত্রে ঝিমুনিভাব ও ৩০% রোগীর ক্ষেত্রে
এটাক্সিয়া হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই প্রতিক্রিয়া
সময়ের সাথে কমে যেতে পারে। প্রায় ২৫% ক্ষেত্রে
রোগীর আচরণগত সমস্যা পাওয়া গিয়েছিল এবং ৭%
রোগীর লালা নিঃসরণ বৃদ্ধি পেয়েছিল।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ক্লোনাজিপাম এক
বা একাধিক খিঁচুনিরোধী ওষুধের সাথে যুগপৎভাবে
ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটি ওষুধের
মাত্রা পরিমিত ফলাফল পাবার জন্য নিয়ন্ত্রণ করা
আবশ্যক। বেনজোডায়াজেপিন ও খিঁচুনিরোধী
ওষুধের সেরাম ঘনত্বের পরিবর্তন সহ প্রতিক্রিয়া
লক্ষ্য করা গেছে। বেনজোডায়াজেপিন ও খিঁচুনি
ওষুধ যুগপৎভাবে ব্যবহৃত হলে ওষুধের পরিবর্তিত
প্রতিক্রিয়ার জন্য রোগীকে পর্যবেক্ষণ এবং অন্যান্য
খিঁচুনিরোধী ওষুধসমূহের সেরাম ঘনত্বের মাত্রা
নিয়মিত নির্ণয়ের পরামর্শ দেয়া হয়।
সরবরাহ:
এপিট্রা®
০.৫ মি.গ্রা. : প্রতি বাক্সে আছে ১০০টি
ট্যাবলেট, বিস্টার প্যাকে।
এপিট্রা® ১ মি.গ্রা. : প্রতি বাক্সে আছে ৬০ টি ট্যাবলেট, বিস্টার প্যাকে।
এপিট্রা® ২ মি.গ্রা. : প্রতি বাক্সে আছে ৬০ টি ট্যাবলেট,
বিস্টার প্যাকে।
এপিট্রা®
ওরাল ড্রপস্ : প্রতিটি এইচডিপিই বোতলে
আছে ১০ মি.লি. ওরাল ড্রপস্।
ইকিউরা® ঊয়ঁৎধ®
উপাদান : ইউরিয়া ১০০ মি.গ্রা./গ্রাম ক্রীম।
নির্দেশনা : ইকথায়োসিস এবং শুষ্ক ত্বকীয় অবস্থা,
এক্জিমা এবং সোরিয়াসিস।
মাত্রা ও ব্যবহার বিধি : দিনে ২ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
স্থানীয় জ¦ালা-পোড়া এবং ইডিমা সৃষ্টি করতে পারে।
যদি অবস্থা আরও খারাপ হয় অথবা কোন উন্নতি না
ঘটে, তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া : কিছুকিছু ক্ষেত্রে পোড়া, ভাঙা অথবা
ত্বকীয় ততে প্রয়োগ করা হলে জ্বালা-পোড়া সৃষ্টি হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং
স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা যেতে পারে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার : সকল বয়সে ব্যবহার
উপযোগী।
সরবরাহ :
ইকিউরা®
ক্রীম : ১৫ গ্রাম।
এরিয়ান® Erian
উপাদান : প্রতি গ্রাম এরিয়ান অয়েন্টমেন্টে আছে
সিনকোকেইন ৫ মি.গ্রা. + হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা.
+ ফ্রেমাইসেটিন ১০ মি.গ্রা. + এসকুলিন ১০ মি.গ্রা.
এবং প্রতিটি সাপোজিটরিতে আছে সিনকোকেইন ৫
মি.গ্রা. + হাইড্রোকর্টিসন ৫ মি.গ্রা. + ফ্রেমাইসেটিন
১০ মি.গ্রা. + এসকুলিন ১০ মি.গ্রা.।
নির্দেশনা : মলদ্বারের ভিতর ও বাহিরের হেমরয়েড
চিকিৎসায়। প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে
পারে তার চিকিৎসায়। এনাল প্র“রাইটিস, পেরিএনাল
একজিমা, এনাল ফিসার এবং প্রোকটাইটিস
চিকিৎসায়। হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও
অস্বস্তি দূর করে।
মাত্রা ও ব্যবহার বিধি : অয়েন্টমেন্ট : অল্প পরিমাণ
অয়েন্টমেন্ট সকালে ও সন্ধ্যায় এবং প্রতিবার
মলত্যাগের পর আঙ্গুলের সাহায্যে ব্যথাযুক্ত বা
চুলকানির জায়গায় প্রয়োগ করতে হবে। মলদ্বারের
গভীরে ওষুধ প্রবেশ করানোর জন্য টিউবের অগ্রভাগে
এপিকেটর (সরবরাহকৃত) যুক্ত করে এপিকেটরটি
মলদ্বারের গভীরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে এবং
ধীরে ধীরে টিউবের পশ্চাৎ ভাগে চাপ প্রয়োগ করে
বের করে আনতে হবে।
সাপোজিটরি : প্রতি দিন সকালে ও বিকালে এবং
মলত্যাগের পর পায়ুপথে ব্যবহার করতে হবে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এরিয়ানের চারটি উপাদান বা যে কোন একটির
প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে
না। হারপিস সিমপেক্স, ভেক্সিনিয়া বা ভেরিসেলা
এবং মলদ্বারের টিউবারকিউলাস রোগের ক্ষেত্রে
কর্টিকস্টেরয়েড ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার
করা উচিত নয়, কারন এর ফলে ত্বক পাতলা হয়ে
যেতে পারে, ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে
পারে, সুপারফিসিয়াল রক্তনালী সমূহ সম্প্রসারিত
হতে পারে, টেলানজিয়াকটাসিয়া এবং ইকাইমোসিস
হতে পারে। ব্যাপক জায়গা জুড়ে বা প্রচুর পরিমাণে
এরিয়ান ওয়েন্টমেন্ট ব্যবহারের ফলে সাধারণত এই
সমস্যাগুলি হয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায়
ব্যবহার করা যাবে না।
সরবরাহ :
এরিয়ান®
অয়েন্টমেন্ট : ১৫ গ্রাম। এরিয়ান®
সাপোজিটরি : ২ ী ৫টি।
এরমক্স® Ermox
উপাদান : মেবেনডাজল। ১০০ মি.গ্রা. ট্যাবলেট এবং
১০০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন।
নির্দেশনা : সূঁচ কৃমি, বক্র কৃমি, কেঁচো কৃমি, ফিতা কৃমি,
চাবুক কৃমি এবং সুতা কৃমি সংক্রমণে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : সূচ কৃমির জন্য : ১ টি ট্যাবলেট
অথবা ১ চা চামচ সাসপেনশন একবার। কেঁচো কৃমি,
চাবুক কৃমি এবং চক্র কৃমির জন্য : ১ টি করে ট্যাবলেট
দিনে ২ বার অথবা ১ চা চামচ সাস্পেনশন সকাল ও
সন্ধ্যায় পর পর তিন দিন সেব্য।
ফিতা কৃমি ও সুতাকৃমির জন্য : শিশুদের জন্য ১
টি করে ট্যাবলেট বা ১ চামচ সাসপেনশন সকাল ও
সন্ধ্যায় পর পর ৩ দিন সেব্য। প্রাপ্ত বয়ষ্কদের জন্য
২ টি করে ট্যাবলেট দিনে দুইবার হিসাবে পর পর
তিনদিন সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : কদাচিৎ তলপেটে সামান্য ব্যথা ও
ডায়রিয়া দেখা দিতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মায়েদের
ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ :
এরমক্স®
১০০ ট্যাবলেট : ২৫ ী ৬ টি। এরমক্স®
সাসপেনশন : ৩০ মি.লি.।
এরোমাইসিন® Eromycin
উপাদান : এরিথ্রোমাইসিন ২৫০ মি.গ্রা. ট্যাবলেট,
৫০০ মি.গ্রা. ডিএস ট্যাবলেট, ১২৫ মি.গ্রা./৫ মি.লি.
পাউডার ফর সাসপেনশন এবং ২০০ মি.গ্রা./৫ মি.লি.
পেডিয়াট্রিক ড্রপস্।
নির্দেশনা : পেনিসিলিনের বিকল্প হিসাবে পেনিসিলিনের
সংবেদনশীলতায়, পেনিসিলিনে রেসিস্ট্যান্ট
ষ্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনে, মাইকোপ−াজমা
নিউমোনির টেট্রাসাইক্লিনের বিকল্প, পারটুসিস ডিপথে
রিয়ায় বিশেষ করে জীবাণু বহনকারী সময়ে (ক্যারিয়ার
স্টেট), বাত জ্বরের প্রতিরোধে, ক্রনিক ব্রংকাইটিস,
অটাইটিস মিডিয়া অথবা ক্রনিক প্রস্টেটাইটিসের
চিকিৎসায়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্ত বয়স্ক : ১-২ গ্রাম
প্রতিদিন বিভাজিত মাত্রায় সেব্য। শিশু : ৩০-৫০
মি.গ্রা./কেজি/দিন।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীলতায় ব্যবহার নিষিদ্ধ। লিভার ফাংশন
খারাপ থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া : বমি বমি ভাব, গ্যাষ্ট্রোইনটেসটাইনাল
সমস্যা অথবা এলার্জি হতে পারে (০.৫-৫%)।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : থিওফাইলিন,
কার্বামাজেপিন, ডিগক্সিন, ওয়ারফেরিন এবং
আরগোটামিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় এরিথ্রোমাইসিন গ্রহণের কোন পার্শ্ব
প্রতিক্রিয়ার উদাহরণ নাই যদিও এটি প−াসেন্টার
বেরিয়ার অতিক্রম করে।
সরবরাহ :
এরোমাইসিন®
ট্যাবলেট : ৫ ী ১০ টি। এরোমাইসিন®
ডিএস ট্যাবলেট : ৫ ী ৬ টি । এরোমাইসিন®
পাউডার ফর সাসপেনশন : ১০০ মি.লি. সিরাপ
প্রস্তুতের জন্য প্রয়োজনীয় পরিমাণ শুষ্ক পাউডার।
এরোমাইসিন®
পেডিয়াট্রিক ড্রপস্ : ৬০ মি.লি. কনসেনট্রেটেড সাসপেনশন ড্রপার সহ।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]