এ্যালারিড® Alarid®
উপাদান : কিটোটিফেন। ১ মি.গ্রা. ট্যাবলেট এবং ১
মি.গ্রা./৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : ব্রংকিয়াল এ্যাজ্মার প্রতিরোধক চিকিৎসায়
এবং এলার্জিক রাইনাইটিস ও কনজাংকটিভাইটিসের
উপসর্গ প্রশমনে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : পূর্ণবয়স্ক : সাধারণভাবে
১ মি.গ্রা. করে দিনে ২ বার খাবারের সাথে খেতে
হবে। বিশেষ ক্ষেত্রে এক সাথে ২ মি.গ্রা. দিনে ২ বার
খাওয়া যাবে। ৩ বছরের অধিক বয়স্ক : ১ মি.গ্রা.
করে দিনে ২ বার আহারের সাথে সেব্য। খুব বেশি
ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম ক’দিন রাতের বেলা
খাবারের সাথে ০.৫ থেকে ১ মি.গ্রা. এ্যালারিড অথবা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। ৬ মাস-৩
বছরের শিশু : প্রতি কেজি ওজনের জন্য, ০.০৫ মি.গ্রা.
(০.২৫ মি.গ্রা. সিরাপ) করে দিনে দুইবার (সকালে
এবং বিকালে একবার) সেব্য। বার্ধক্য : পূর্ণবয়স্কদের
অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : মুখে
খাওয়ার এন্টিডায়াবেটিক এজেন্টের সাথে সেবনে
রক্তে অনুচক্রিকার মাত্রা হ্রাস পেতে পারে। গর্ভাবস্থায়
ও স্তন্যদানকালে গ্রহণ অনুমোদিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া : তন্দ্রাচ্ছন্নতা, মুখে শুষ্কতা এবং মৃদু
মাথা ঝিম্ ঝিম্ ভাব দেখা দিতে পারে।
সরবরাহ : এ্যালারিড® ট্যাবলেট : ১০ ী ১০টি।
এ্যালারিড® সিরাপ : ১০০ মি.লি.।
এ্যালারিড® চোখের ড্রপস্
উপাদান : কিটোটিফেন ০.০২৫% চোখের ড্রপস্।
নির্দেশনা : সিজোনাল অ্যালার্জিক কন্জাংটিভাইটিস
জনিত লক্ষণ ও উপসর্গের চিকিৎসা ও প্রতিরোধে
ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্ক এবং তিন বছরের
অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে: আক্রান্ত চোখের
কন্জাংটিভাল স্যাকে ১ ফোঁটা ওষুধ দিনে ২ বার
অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে দিতে হবে।
তিন বছরের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এ্যালারিড০.০২৫% চোখের ড্রপে বেনজালকোনিয়াম
ক্লোরাইড আছে, যা নমনীয় কন্ট্যাক্ট লেন্সে জমতে
পারে। তাই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের এ্যালারিড
চোখের ড্রপস্ দেওয়া উচিত নয়। ব্যবহারের পূর্বে
লেন্স খুলে ফেলতে হবে এবং ১৫ মিনিটের মধ্যে
পুনরায় দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : স্থানীয় পার্শ্বপ্রতিক্রিয়া এবং
অতিসংবেদনশীলতা যেমন চোখের জ্বালাপোড়া,
চোখের শুষ্কতা, চোখের পাতার অস্বাভাবিকতা,
আলোর প্রতি অসহনীয়তা, কর্ণিয়ার প্রদাহ, চোখ দিয়ে
পানি পড়া ইত্যাদি।
প্রতিনির্দেশনা : কিটোটিফেন অথবা এর যেকোন
উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের
ক্ষেত্রে এই ওষুধটি প্রতি নির্দেশিত।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : যদি অন্য চোখের
ওষুধের সাথে ব্যবহার করতে হয় তবে দুটি ওষুধ
ব্যবহারে কমপক্ষে ৫ মিনিটের ব্যবধান অবশ্যই
রাখতে হবে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী মায়েদের
উপর এ্যালারিড চোখের ড্রপের কোন সুনির্দিষ্ট ও
সুনিয়িন্ত্রিত গবেষনা নাই। তাই গর্ভবতী মায়েদের
ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মানুষের ক্ষেত্রে
স্থানীয় ব্যবহারে নির্ণয়যোগ্য মাত্রা মাতৃদুগ্ধে পাওয়া
যায় নাই।
সরবরাহ : এ্যালারিড® চোখের ড্রপস্ : ৫ মি.লি.।
এ্যালাট্রোল® Alatrol®
উপাদান : সেটিরিজিন হাইড্রোক্লোরাইড। ১০ মি.গ্রা.
ট্যাবলেট, ৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ এবং ২.৫
মি.গ্রা./ মি.লি. পেডিয়াট্রিক ড্রপস্।
নির্দেশনা : সিজনাল এলার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল
এলার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক
আর্টিকেরিয়ায় নির্দেশিত। এটি এ্যালার্জেন-এর ফলে
সৃষ্ট এ্যাজমাকে দূর করে।
মাত্রা ও ব্যবহার বিধি : ৬ বছর বা এর বেশী বয়সের
শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে: ট্যাবলেট: দৈনিক
১টি ট্যাবলেট। সিরাপ: ২ চা চামচ প্রতিদিন একবার
অথবা ১ চা চামচ প্রতিদিন দুই বার। ২-৬ বৎসরের
বাচ্চাদের : সিরাপ: এক চা চামচ প্রতিদিন। অথবা
১/২ চা চামচ প্রতিদিন দুই বার। ৬ মাস-২ বছরের
নীচে বাচ্চাদের : সিরাপ: ১/২ চা চামচ প্রতিদিন।
১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা ১/২ চা
চামচ করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে পারে।
পেডিয়াট্রিক ড্রপস্: ১ মি.লি. করে দিনে
একবার। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ
মাত্রা ১ মি.লি. করে প্রতি ১২ ঘন্টা অন্তর দেয়া যেতে
পারে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : গাড়ী
ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করা উচিত। সেটিরিজিন গ্রহন এর পর অতিরিক্ত
অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ
গ্রহন থেকে বিরত থাকা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : সামান্য পরিমাণ ঘুম ঘুম ভাব
পরিলক্ষিত হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবতী
মহিলাদের ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তা না থাকলে
সেটিরিজিন গ্রহণ করা উচিত নয়। সেটিরিজিন মায়ের
দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকারী মায়েদের
ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়।
সরবরাহ : এ্যালাট্রোল® ট্যাবলেট : ১০ ী ১০ টি।
এ্যালাট্রোল® সিরাপ : ৬০ মি.লি.। এ্যালাট্রোল®
পেডিয়াট্রিক ড্রপস্ : ১৫ মি.লি.।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ