এ্যালমেক্স® Almex® এমব্রোক্স® Ambrox এমিস্টার Amister মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

এ্যালমেক্স® Almex®
উপাদান : এ্যালবেনডাজল। ৪০০ মি.গ্রা. ট্যাবলেট
এবং ২০০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন।
নির্দেশনা : কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র
সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ১-২ বছর বয়সী শিশুদের
ক্ষেত্রে: অর্ধেক এ্যালমেক্স® ৪০০ ট্যাবলেট বা ১ চা
চামচ এ্যালমেক্স® সাসপেনশন একক মাত্রায় সেব্য।
প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা অধিক বয়সের শিশুদের
ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, বক্র কৃমি
সংক্রমণ, ট্রাইচুরিয়াসিস-এর চিকিৎসায় সাধারণ মাত্রা
৪০০ মি.গ্রা.। স্ট্রংগাইলইডিয়াসিস এবং টিনিয়াসিস
এর ক্ষেত্রে ৪০০ মি.গ্রা. করে পর পর তিনদিন।
বয়স্কদের ক্ষেত্রে হাইডাটিড রোগের চিকিৎসায় ৪০০
মি.গ্রা. দিনে দুই বার করে ২৮ দিন সেব্য। সুস্থ না
হলে ১৪ দিন ব্যবধানে পুনরায় ২৮ দিন সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া,
এলার্জিক প্রতিক্রিয়া, লিভার এনজাইমের বৃদ্ধি এবং লিউকোপেনিয়া।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় সেবন
করা উচিত নয়।
সরবরাহ : এ্যালমেক্স® ৪০০ ট্যাবলেট : ২৫ ী ২ টি।
এ্যালমেক্স® সাসপেনশন : ১০ মি.লি.।
এমব্রোক্স® Ambrox
উপাদান : এমব্রোক্সল হাইড্রোক্লোরাইড। ৬ মি.গ্রা./
মি.লি পেডিয়াট্রিক ড্রপস্, ১৫ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ
এবং ৭৫ মি.গ্রা. এসআর ক্যাপসুল।
নির্দেশনা : শে−ষ্মাযুক্ত কাশি, শ্বাসতন্ত্রের শে−ষ্মাযুক্ত
তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ, রাইনো ফেরিঞ্জিয়াল
ট্রাক্ট-এর শে−ষ্মাযুক্ত প্রদাহ (ল্যারিন্জাইটিস,
ফ্যারিন্জাইটিস, সাইনুসাইটিস এবং রাইনাইটিস),
শে−ষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা,
ব্রঙ্কিয়েক্টেসিস, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া।
মাত্রা ও ব্যবহার বিধি : দৈনিক সেবন মাত্রা (খাবার পর গ্রহণ করা উত্তম):
পেডিয়াট্রিক ড্রপস : ০-৬ মাস বয়স : ০.৫ মি.লি.
দিনে ২ বার। ৬-১২ মাস বয়স: ১.০ মি.লি. দিনে ২
বার। ১-২ বছর বয়স : ১.২৫ মি.লি. দিনে ২ বার।
সিরাপ : ২-৫ বছর বয়স : ২.৫ মি.লি. (১/২ চা চামচ)
দিনে ২-৩ বার। ৫-১০ বছর বয়স : ৫ মি.লি. (১ চা
চামচ) দিনে ২-৩ বার। ১০ বছরের বেশি বয়সের শিশু
ও বয়স্ক : ১০ মি.লি. (২ চা চামচ) দিনে ২-৩ বার।
ক্যাপসুল : ১২ বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক :
১টি ক্যাপসুল দিনে ১ বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীলতা থাকলে। গ্যাস্ট্রিক ও ডিওডেনাল
আলসারের রোগীদের এবং খিঁচুনীর রোগীদের
সাবধানতার সাথে দেয়া উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীর প্রদাহ,
ভার ভার ভাব দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এন্টিটাসিভ (যেমন
কোডেইন) এর সাথে গ্রহণ করা উচিত নয়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভকালীন সময়ে,
বিশেষ করে প্রথম ৩ মাস ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ :এমব্রোক্স® পেডিয়াট্রিক ড্রপস : ১৫ মি.লি.।
এমব্রোক্স® সিরাপ : ১০০ মি.লি.। এমব্রোক্স® ৭৫
এস আর ক্যাপসুল : ৩ ী ১০ টি।
এমিস্টার Amister
উপাদান: এমিস্টারঞগ ১০০ আইএম/আইভি
ইঞ্জেক্শন: প্রতিটি ২ মি.লি. এ্যাম্পুল-এ রয়েছে
এমিক্যাসিন ১০০ মি.গ্রা. এমিক্যাসিন সালফেট
ইউএসপি হিসাবে ।
এমিস্টারঞগ ৫০০ আইএম/আইভি ইঞ্জেক্শন: প্রতিটি
২ মি.লি. এ্যাম্পুল-এ রয়েছে এমিক্যাসিন ৫০০ মি.গ্রা.
এমিক্যাসিন সালফেট ইউএসপি হিসাবে ।
নির্দেশনা: এমিক্যাসিনের প্রতি সংবেদনশীল গ্রাম-
নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট তীব্র সংক্রমণের
চিকিৎসায় এমিক্যাসিন নির্দেশিত যেমন সেপ্টিসেমিয়া
(নবজাতকের সেপসিস সহ), শ্বসনতন্ত্রের তীব্র
সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, কেন্দ্রীয়
স্নায়ুতন্ত্রের সংক্রমণ, (মেনিনজাইটিস্ সহ), ত্বক ও
কোমল কলার সংক্রমণ, উদরের অভ্যন্তরীন সংক্রমণ
এবং আগুনে পোড়াজনিত বা পোস্ট-অপারেটিভ
সংক্রমণের (রক্তনালীর শল্যচিকিৎসা পরবর্তী
সংক্রমণসহ) চিকিৎসায়।
জেন্টামাইসিন বা টোবরামাইসিন রেজিসট্যান্ট গ্রাম-
নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন প্রোটিয়াস রিটগেরি,
প্রভিডেন্সিয়া স্টুয়ার্টি, সেরেসিয়া মারসিসেন্স এবং
সিউডোমোনাস এরোজিনোসা সৃষ্ট সংক্রমণেও
এমিক্যাসিন নির্দেশিত।
এছাড়াও এমিক্যাসিন স্ট্যাফাইলোকক্কি সংক্রমণেও
কার্যকর দেখা গিয়েছে। ইহা স্ট্যাফাইলোকক্কাল
রোগসমূহে অথবা গ্রাম-নেগটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট
সংক্রমণের প্রাথমিক চিকিৎসা হিসাবে বিবেচিত।
মাত্রা ও ব্যবহারবিধি: প্রাপ্ত বয়স্ক ও শিশুদের জন্য:
১৫ মি.গ্রা./কেজি/দিন হিসাবে ২ টি সমবিভক্ত মাত্রায়
(৫০০ মি.গ্রা. করে দিনে ২ বার এর সমতুল্য)।
শিশুদের ক্ষেত্রে সঠিক মাত্রার জন্য ১০০ মি.গ্রা./২
মি.লি. মাত্রাটি নির্দেশিত।
নবজাতক ও অপরিণত নবজাতকের জন্য: প্রথমে
১০ মি.গ্রা./কেজি/দিন হিসাবে লোডিং ডোজ দিয়ে
পরবর্তিতে ১৫ মি.গ্রা./কেজি/দিন হিসাবে ২ টি
সমবিভক্ত মাত্রায়।
বয়স্কদের জন্য: ক্ষতিগ্রস্ত রেচনক্রিয়াগত রোগীদের
ক্ষেত্রে মাত্রা সমন্বয় করা উচিত।
প্রাণঘাতী সংক্রমণ এবং/ অথবা সিউডোমোনাস
ব্যাকটেরিয়া সংক্রমণ:
প্রাপ্ত বয়স্কদের জন্য মাত্রা প্রতি ৮ ঘণ্টা পরপর ৫০০
মি.গ্রা. করে বৃদ্ধি করা যেতে পারে তবে দিনে ১.৫
গ্রাম এর অতিরিক্ত নয় এবং ১০ দিনের বেশী নয়।
পূর্ণমাত্রা সম্পন্ন করতে সর্বোচ্চ ১৫ গ্রাম এর বেশী
অতিক্রম করা যাবেনা।
মূত্রতন্ত্রের সংক্রমণ (সিউডোমোনাল ব্যতীত অন্য
সংক্রমণে):
৭.৫ মি.গ্রা./কেজি/দিন হিসাবে ২ টি সমবিভক্ত মাত্রায়
(২৫০ মি.গ্রা. করে দিনে ২ বার এর সমতুল্য)। ক্ষতিগ্রস্ত
রেচনক্রিয়া: ক্ষতিগ্রস্ত রেচনক্রিয়াগত রোগীদের ক্ষেত্রে
দৈনিক মাত্রা সমন্বয় করা উচিত এবং ২ টি মাত্রায়
মধ্যবর্তী সময়ের ব্যবধান বেশী হওয়া উচিত যাতে
ওষুধের জমে যাওয়া এড়ানো যায়।
প্রয়োগবিধি
বেশীরভাগ সংক্রমণের ক্ষেত্রে ইন্ট্রামাসকুলার পথে
প্রয়োগই নির্দেশিত তবে প্রাণঘাতী সংক্রমণে বা যে
সকল রোগী ইন্ট্রামাসকুলার পথে গ্রহণ করতে সক্ষম
নয় সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস পথে দেয়া যেতে পারে।
ইন্ট্রাপেরিটোনিয়াল ব্যবহার
চেতনানাশকের কার্যকারিতা থেকে পুনরুদ্ধার হওয়ার
পর এমিক্যাসিন ০.২৫% ইরিগেন্ট হিসাবে ব্যবহার
করা যেতে পারে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার
১৬ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এমিক্যাসিনের
নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া:এমিক্যাসিন ব্যবহারের ফলে যে
ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেগুলো হচ্ছেটিনিটাস, মাথা ঘোরা, বধির হওয়া, স্কিন র‌্যাশ, মাথা
ব্যথা, প্যারাসথেসিয়া, বমিভাব এবং বমি।
প্রতিনির্দেশনা:এমিক্যাসিন অথবা এ ওষুধের যে কোন
উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:এমিক্যাসিন অতি
দ্রুত প−াসেন্টা অতিক্রম করে ভ্র“ণের রক্তসংবহনতন্ত্র ও
এমনিওটিক ফ্লুইডে প্রবেশ করে ভ্র“ণের শ্রবণ শক্তির
মারাত্মক ক্ষতি করতে পারে। স্তন্যদানকালে ব্যবহার সুপ্রতিষ্ঠিত নয়।
সরবরাহ: এমিস্টারঞগ ১০০ আইএম/আইভি
ইঞ্জেক্শন: প্রতিটি বাক্সে আছে ১০ টি এ্যাম্পুল অ্যালুপিভিসি বি−স্টার প্যাক-এ।
এমিস্টারঞগ ৫০০ আইএম/আইভি ইঞ্জেক্শন: প্রতিটি
বাক্সে আছে ১০ টি এ্যাম্পুল অ্যালু-পিভিসি বি−স্টার প্যাক-এ

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]