লিপিরেড Lipired
উপাদান : ফেনোফাইব্রেট ২০০ মি.গ্রা. ক্যাপসুল ও
১৬০ মি.গ্রা. ট্যাবলেট ।
নির্দেশনা : ফ্রেডরিকসন টাইপ ওওধ, ওওন, ওওও, ওঠ এবং
ঠ হাইপারলিপিডিমিয়া রোগীর চিকিৎসায় খাদ্য
নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োগ করা হয়।
মাত্রা ও ব্যবহার বিধি : ১টি ২০০ মি.গ্রা. ক্যাপসুল বা
১ টি ১৬০ মি.গ্রা. ট্যাবলেট দিনে একবার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
যকৃতের এবং বৃক্কের তীব্র অকার্যকারিতা, প্রাথমিক
বিলিয়ারী সিরোসিস এবং যেসব রোগীর লিভার ফাংশন
সর্বদা অজানা কারণে অস্বাভাবিক, আগে থেকে ছিল
এমন পিত্তথলির অসুখ এবং যারা ফেনোফাইব্রেটের
প্রতি অতিসংবেদনশীল।
পার্শ্ব প্রতিক্রিয়া : হেপাটাইটিস, পিত্তথলির পাথর,
পিত্তথলির প্রদাহ, যকৃতের বৃদ্ধি, মাংসপেশীর ব্যথা,
মাংসপেশীর দুর্বলতা, র্যাবডোমায়োলাইসিস, আলোক
সংবেদনশীলতা, একজিমা, পেরিফেরাল ইডিমা,
এনজিনা, বুক ধড়ফড়, নাড়ীর গতি বৃদ্ধি এবং
মাইগ্রেন।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ওরাল
এন্টিকোয়াগুলেন্ট এবং সাইকোস্পোরিন।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : যদি গর্ভস্থ সন্তানের
ঝুঁকির চেয়ে উপকার বেশী হয় তবে সতর্কতার সাথে
গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে। নার্সিং মায়ের
ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
সরবরাহ :
লিপিরেড ক্যাপসুল : ৩ ী ১০ টি।
লিপিরেড ট্যাবলেট : ৩ ী ১০ টি।
লিভ্ওয়েল® Livwel
উপাদান:প্রতি ৫ মি.লি (এক চা চামচ) সিরাপে আছে
লিভ্ওয়েল সিরাপ-এ আছেভিটামিন এ (রেটিনল পালমিটেট) ৪২৫ আই.
ইউ., ভিটামিন এ (বিটা কেরোটিন) ৪২৫ আই.
ইউ., ভিটামিন সি ৬৭.৫০ মি.গ্রা. , ভিটামিন ডি৩
১৩৭.৫০ আই. ইউ. ভিটামিন ই ১০ আই. ইউ.,
ভিটামিন বি১ ১ মি.গ্রা. রিবোফ্লাবিন মি.গ্রা., নিয়াসিন
৫ মি.গ্রা., ভিটামিন বি ৬ ২০ মি.গ্রা., ফলিক এসিড
৬৭.৫০ মাইক্রোগ্রাম, ভিটামিন১২ ৩ মাইক্রোগ্রাম,
বায়োটিন ৩২.৫০ মাইক্রোগ্রাম, প্যানটোথেনিক এসিড
৩.৫০ মি.গ্রা., ক্যালসিয়াম ২৭.৫০ মি.গ্রা., আয়োডিন
২৫ মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম ৭.৫ মি.গ্রা. , জিংক
২.৫০ মি.গ্রা., সেলেনিয়াম ১৭.৫০ মাইক্রোগ্রাম,
ম্যাঙ্গানিজ ০.৭৫ মি.গ্রা., ক্রোমিয়াম ৩.৫০
মাইক্রোগ্রাম, পটাসিয়াম ৭ মি.গ্রা., প্যারা-অ্যামিনো
বেনজয়িক এসিড ০.৫০ মি.গ্রা., ইনোসিটল ১০
মি.গ্রা., কোলিন ৪.১১৪ মি.গ্রা.
নির্দেশনা: লিভ্ওয়েল সিরাপ ভিটামিন ও মিনারেলের
ঘাটতিপূরণে নিম্নোক্তদের ক্ষেত্রে নির্দেশিত:-
প্রাপ্তবয়ষ্ক ব্যক্তি (যারা নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করেন
না বা ট্যাবলেট ও ক্যাপসুল গ্রহণ করতে পারে না বা
তাদের শরীরের জন্য সহনীয় নয়)।
সকল বয়সের শিশু।
সেবনবিধি ও মাত্রা:
বয়স্কদের জন্য : ৩-৪ চা চামচ প্রতিদিন
৪-১২ বছর বয়সের শিশুদের জন্য : ২-৩ চা-চামচ
প্রতিদিন
১-৪ বছর বয়সের শিশুদের জন্য : ১-২ চা-চামচ
প্রতিদিন
১ বছর বয়সের শিশুদের জন্য : ১ চা-চামচ প্রতিদিন
অথবা চিকিৎসকের পরামর্শমতে ব্যবহার্য।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
ডাক্তারের পরামর্শ ব্যতীত মাত্রাধিক অথবা দীর্ঘ দিন
এই ওষুধটি গ্রহণ করা উচিত নয়। এই ওষুধটির সক্রিয়
উপাদানগুলোর কোনটির প্রতি অতি সংবেদনশীল
রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ মাত্রায় সহনীয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: এই সম্পর্কিত
কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সরবরাহ: লিভ্ওয়েল®
সিরাপ ১০০ মি.লি. : প্রতিটি
বোতলে আছে ১০০ মি.লি. সিরাপ এবং সাথে একটি
পরিমাপক কাপ। লিভ্ওয়েল®
সিরাপ ২০০ মি.লি. :
প্রতিটি বোতলে আছে ২০০ মি.লি. সিরাপ এবং সাথে
একটি পরিমাপক কাপ।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ