লুমাস্ট Lumast লুমারটেম® Lumartem মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

লুমাস্ট LumastT
উপাদান:প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে রফ্লুমিলাস্ট আইএনএন ৫০০ মাইক্রোগ্রাম। নির্দেশনা: শ্বাসনালীর প্রসারকের সাথে সহযোগী ওষুধ হিসেবে।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: দীর্ঘদিন যাবৎ ফুসফুসের তীব্র প্রতিবন্ধককারী রোগ এবং এর সাথে ফুসফুসের প্রদাহ থাকলে মেনট্যানেন্স থেরাপী হিসেবে কার্যকরী। মাত্রা ও সেবনবিধি: দৈনিক ১টি ট্যাবলেট (৫০০ মাইক্রোগ্রাম); খাবারের সাথে কিংবা আগে বা পরে সেবন করা যেতে পারে।
যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: রফ্লুমিলাস্ট বা ওষুধটির অন্যকোন উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল হলে। মাঝারী থেকে তীব্র যকৃতের সমস্যা থাকলে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : রফ্লুমিলাস্টের মেটাবলিবজমের ধরনের জন্য এর সাথে শক্তিশালী ঈণচ৪৫০ এর প্রভাবকারী ওষুধ (রিফামপিসিন, ফেনোবারবিটল, কারবামাজিপাইন, ফিনাইটইন) নির্দেশিত নয়।
রফ্লুমিলাস্ট ঈণচ৩অ৪ প্রতিরোধী কিংবা ঈণচ৩অ৪ এবং ঈণচ১অ২ প্রতিরোধী ওষুধের সাথে (ইরাইথ্রোমাইসিন, কিটোকোনাজল, ফ্রুভক্সামিন, এনক্সাসিন,সিমেথিডিন) একই সময়ে ব্যবহার করলে ইহার সিস্টেমিক মাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
রফ্লুমিলাস্ট জন্মনিয়ন্ত্রণকারী ওষুধের সাথে (যার মধ্যে জেসটুভেন এবং ইথিনাইল এস্ট্র্াডিওল রয়েছে) ব্যবহার করলে অধিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া:
সাধারণ: অবষাদ।
বিপাক ও পুষ্টিগত সমস্যা: ক্ষুধামন্দা, ওজন কমা। পেশী কঙ্কাল ও যোজক কলার সমস্যা: পিঠে ব্যথা, পেশীর সংকোচন। স্নায়ুতন্ত্রের সমস্যা: মাথাঘোরা, মাথা ব্যথা ও কাঁপুনি।
মানসিক সমস্যা: উদ্বিগ্নতা, বিষন্নতা, নিদ্রাহীনতা। মাত্রা ভুলে গেলে: কোন মাত্রা ভুলে গেলে যত দ্রুত সম্ভব পরবর্তী মাত্রা গ্রহণ করতে হবে। অন্যথায় পরবর্তী মাত্রা সেবন করতে হবে। কোন অবস্থাতেই একই সময়ে দুটি ট্যাবলেট সেবন নির্দেশিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: প্রেগন্যান্সী ক্যটাগরী-সি।
সরবরাহ: লুমাস্ট ট্যাবলেট: প্রতি বাক্সে রয়েছে ৩০টি ট্যাবলেট। লুমারটেম® Lumartem
উপাদান : আরটিমিথার আইএনএন ২০ মি.গ্রা. এবং লুমেফেনট্রিন আইএনএন ১২০ মি.গ্রা. ট্যাবলেট। নির্দেশনা : প−াজমোডিয়াম ফ্যালসিপেরাম জনিত ম্যালেরিয়া বা বিভিন্ন ধরনের মিশ্র ম্যালেরিয়া যেখানে প−াজমোডিয়াম ফ্যালসিপেরামও দায়ী সে ধরনের ক্ষেত্রে এবং ক্ষেত্রে বিশেষে জরুরী ভিত্তিতে ম্যালেরিয়া চিকিৎসায় লুমারটেম®
নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি :
ম্যালেরিয়া রোগীদের সাধারণত খাদ্য গ্রহনে অনীহা দেখা যায়। তাই লুমারটেম এর সাথে সাথে রোগীদের চর্বিজাত বা তরল (যেমন-দুধ) খাবার খাওয়ানো উচিত। ওষুধ খাবার এক ঘন্টার মধ্যে বমি হলে ওষুধটি আবার খাওয়াতে হবে।
লুমারটেম এর কাঙ্খিত ফল পেতে হলে তিনদিনে মোট ৬ বার খেতে হবে।
৩৫ কেজির উর্ধ্বে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য: প্রাথমিক রোগ নির্ণয়ের সময় ৪টি ট্যাবলেট তারপর আট ঘন্টা পর আরও ৪টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ৪টি করে ট্যাবলেট খাওয়াতে হবে। (মোট ২৪টি ট্যাবলেট)
৫-১৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক রোগ নির্ণয়ের সময় ১টি ট্যাবলেট তারপর আট ঘন্টা পর আরও ১টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১টি করে ট্যাবলেট খাওয়াতে হবে। (মোট ৬টি ট্যাবলেট)
১৫-২৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে প্রাথমিক রোগ নির্ণয়ের সময় ২টি ট্যাবলেট তারপর আটঘন্টা পর আরও ২টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ২টি করে ট্যাবলেট খাওয়াতে হবে। (মোট ১২টি ট্যাবলেট) ২৫-৩৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক রোগ র্নিয়ের সময় ৩টি ট্যাবলেট তারপর আটঘন্টা পর আরও তিনটি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনটি করে ট্যাবলেট খাওয়াতে হবে। (মোট ১৮টি ট্যাবলেট) সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : সংবেদনশীলতার ক্ষেত্রে; তীব্র ম্যালেরিয়ায় যাদের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা যায়। পার্শ্ব প্রতিক্রিয়া : লুমারটেম® সুসহনীয় এবং পার্শ্ব
প্রতিক্রিয়ার মাত্রা সাধরণত স্বল্প থেকে মাঝারী ধরনের হতে পারে।
বিশেষ সতর্কতা : লুমারটেম® ম্যালেরিয়া প্রতিরোধক হিসাবে ব্যবহার করা যাবে না। তাছাড়া সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভবস্থায় প্রথম ৩ মাসে এটি নির্দেশিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। তবে কেবল মাত্র যদি সুফল ঝুঁকির তুলনায় বেশী হয় তখনই ওষুধ গ্রহণের ২৮ দিনের মধ্যে স্তন্যদান করা যাবে। সরবরাহ :
লুমারটেম® ট্যাবলেট : ৬ ী ৪ টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]