মেলিক্সল® Melixol মেনোরাল® Menoral® মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

মেলিক্সল® Melixol
উপাদান : ফ্লুপেন্টিক্সল ০.৫ মি.গ্রা. এবং মেলিট্রাসিন ১০ মি.গ্রা./ ট্যাবলেট।
নির্দেশনা : উদ্বেগ এবং বিষন্নতায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : সাধারণতঃ ২ টি ট্যাবলেট প্রতিদিন, সকালে এবং মধ্যাহ্নে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : অর্গানিক সেরিব্রাল লিশন, খিঁচুনী, ইউরিনারি রিটেনশন, মায়াস্থেনিয়া, যকৃতের অকার্যকারিতা এবং কর্মক্ষমতায় রক্তসংবহন অসুখে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আক্রান্তদের ক্ষেত্রে এ ওষুধ গ্রহণে আত্মহত্যার প্রবণতা দেখা দিতে পারে, যতক্ষণ না বিষন্নতার উপসর্গের বেশ উন্নতি না হয়। চিকিৎসার সময় যে সব রোগীর আত্মহত্যার প্রবণতা আছে তাদের নাগালের মধ্যে বেশী পরিমাণ ওষুধ রাখা উচিত নয়। অন্য নার্ভ সিডেটিভের মত মারাত্মক নার্ভ সিডেটিভ সিনড্রোম সৃষ্টি করতে পারে। বিরল ক্ষেত্রে এক্সট্রাপাইরামিডাল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অতি সংবেদনশীলতায় ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডিপ্রেসনে (যেমন এ্যালকোহলের বিষক্রিয়ায়, বারবিচুরেট এবং আফিমের বিষক্রিয়ায়) সংজ্ঞাহীন অবস্থায়, ফিওক্রোমোসাইটোমা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরমুহুর্তে, কার্ডিয়াক ব−কে অথবা করোনারি ইনসাফিসিয়েন্সীতে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে মনো এমাইন অক্সিডেজ ইনহিবিটর ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া : নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই দেখা যায়। মাঝে মাঝে ক্ষনিকের জন্য অস্থিরতা এবং অনিদ্রা দেখা দিতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধদানকালে এ ওষুধ গ্রহণ না করাই ভাল। সরবরাহ : মেলিক্সল® ট্যাবলেট : ৫ ী ১০ টি।
মেনোরাল® Menoral®
উপাদান: প্রতিটি ট্যাবলেটে আছে নরইথিস্টেরন বিপি
৫ মি. গ্রা।
নির্দেশনা:
●ডিসফাংশনাল ইউটেরিন বি−ডিং
●প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম
●মাসিকের সময় নির্ধারন
●এন্ডোমেট্রিয়াম
●মেনোরেজিয়া
মাত্রা ও ব্যবহারবিধি:
১.ডিসফাংশনাল ইউটেরিন বি−ডিং:
১টি মেনোরাল®
ট্যাবলেট দিনে ৩ বার করে ১০ দিন। চিকিৎসা অবশ্যই ১০ দিন পূর্ন করতে হবে। ২.প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম:
মাসিকের লুটিয়াল সময়ে ১-৩ টি মেনোরাল ট্যাবলেট খেতে হবে।
৩.মাসিকের সময় নির্ধারন: মাসিকের সময় মেনোরাল® এর মাধ্যমে নির্ধারণ করা যায়। ১টি করে মেনোরাল® ট্যাবলেট দিনে ২-৩ বার। কাঙ্খিত মাসিক শুরু হবার ৩ দিন আগে মেনোরাল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ১০-১৪ দিন পযৃন্ত মেনোরাল®
খাওয়া যেতে পারে। কোনভাবেই
এর থেকে বেশি দিন খাওয়া যাবে না। মেনোরাল® বন্ধ করার ২-৩ দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে।
৪.এন্ডো মেট্রোয়সিস
স্বাভাবিক রজঃচক্রের ১ম থেকে ৫ম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে। প্রথম দিকে ১টি মেনোরাল®
ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে, যা পরবর্তীতে ২টি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে। এ চিকিৎসা ৪-৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না। কোনভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে।
৫.মেনোরেজিয়া
১-৩টি মেনোরাল ট্যাবলেট মাসিক চক্রের ৫ম থেকে ২৫ তম দিন পযৃন্ত খেতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া: নিম্নলিখিত ক্ষেত্রে মেনোরাল ব্যবহার করা যাবে না।
● গর্ভকালীন সময়ে
● দুগ্ধদানকালীন সময়ে
● থ্রম্বোএম্বোলিক সময়ে
● ডায়াবেটিক
● যকৃতের অকার্যকারীতা অথবা যকৃতের পূর্ববর্তী কোন রোগে ● যকৃতের টিউমার
● হরমোনজনিত ক্যান্সার
● অতিসংবেদনশীলতা
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:
প্রতিনির্দেশিত।
সরবরাহ: প্রতিটি বাক্সে রয়েছে ৩০টি মেনোরাল® ট্যাবলেট বি−স্টার প্যাকে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]