এনরিল Anril Spray এ্যানসুলিন Ansulin মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

এনরিল Anril TM Spray
উপাদান : নাইট্রোগি−সারিন ইউএসপি ৪০০
মাইক্রোগ্রাম/মিটার্ড ডোজ সাবলিঙ্গুয়েল স্প্রে ।
নির্দেশনা : তীব্র এনজাইনা পেকটোরিস এর চিকিৎসা
এবং এনজিনাল আক্রমণ প্রতিরোধে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : ১ অথবা ২ স্প্রে জিহŸার
নীচে প্রয়োগ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী ব্যবহার্য।
প্রতি নির্দেশনা : নাইট্রেট এর প্রতি অতিসংবেদনশীলতা,
তীব্র নিম্ন রক্তচাপ, হাইপোভোলেমিয়া, ন্যারো
অ্যাংগেল গ−ুকোমা, তীব্র রক্তশূন্যতা, অন্তঃমস্তিষ্কে
রক্তরণ, মস্তিষ্কে আঘাত, মাইট্রাল স্টেনোসিস,
হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিজনিত
এনজাইনা। ইরেকটাইল ডিসফাংশনে ব্যবহৃত
ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর এর সঙ্গে একসাথে
ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ব্যথা, মুখের রক্তিমভাব, মাথা
ঝিম্ঝিম্ করা, বমি বমি ভাব, বমি, দুর্বলতা অনুভব,
অবস্থানজনিত নিম্ন রক্তচাপ, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : শুধুমাত্র একান্ত
প্রয়োজনীয়তার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে।
সরবরাহ : এনরিলঞগ স্প্রে : ২০০টি মিটার্ড ডোজ
স্প্রে।
এনরিল ইঞ্জেকশন
Anril injection
উপাদান: নাইট্রোগি−সারিন ইউএসপি ৫ মি.গ্রা./মি.লি.
ইঞ্জেকশন।
নির্দেশনা: চবৎর-ড়ঢ়বৎধঃরাব উচ্চ রক্তচাপ এর
চিকিৎসায়, একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন
সেটিং এ কনজেসটিভ হার্ট ফেইলিউর নিয়ন্ত্রণে, যে
সকল এনজিনা রোগী সাবলিঙ্গুয়েল নাইট্রোগি−সারিন
ও বিটা-ব−কার দ্বারা চিকিৎসায় সুফল পায়নি, ওহঃৎধড়ঢ়বৎধঃরাব নিম্ন রক্তচাপ সৃষ্টি করতে।
মাত্রা ও ব্যবহারবিধি: সরাসরি ওহঃৎধাবহড়ঁং
প্রয়োগের জন্য নয়।
নাইট্রোগি−সারিন ইঞ্জেকশন প্রয়োগের পূর্বে ডেক্সট্রোজ
(৫%) অথবা সোডিয়াম ক্লোরাইড (০.৯%)
ইঞ্জেকশনে দ্রবীভূত করতে হবে। নাইট্রোগি−সারিন
ইঞ্জেকশন অন্যান্য ওষুধের সাথে মিশানো যাবে না।
প্রাথমিক লঘুকরণ
নাইট্রোগি−সারিন এ্যাম্পুলের সম্পূর্ণ ওষুধ (যেখানে ৫০
মি.গ্রা. নাইট্রোগি−সারিন আছে) একটি ৫০০ মি.লি.
কাঁচের বোতলে ডেক্সট্রোজ (৫%) অথবা সোডিয়াম
ক্লোরাইড (০.৯%) ইঞ্জেকশনে দ্রবীভূত করতে হবে।
এতে ১০০ মাইক্রোগ্রাম/মি.লি. ঘনত্বের দ্রবণ পাওয়া
যাবে। তারপর প্রয়োগ করতে হবে।
মেইনটেনেন্স লঘুকরণ
ডোজ টাইট্রেশন এর মাধ্যমে দ্রবণের ঘনত্ব বাড়ানো
যেতে পারে। এতে রোগীর প্রয়োগকৃত তরলের
পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে। নাইট্রোগি−সারিন এর
ঘনত্ব ৪০০ মাইক্রোগ্রাম/মি.লি. এর বেশি হওয়া
উচিত নয়।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
নাইট্রোগি−সারিন এর প্রতি এ্যালার্জিক রোগী, যে
সকল রোগীর ঢ়বৎরপধৎফরধষ ঃধসঢ়ড়হধফব,
ৎবংঃৎরপঃরাব পধৎফরড়সুড়ঢ়ধঃযু অথবা
পড়হংঃৎরপঃরাব ঢ়বৎরপধৎফরঃরং আছে।
পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, মাথা হালকা হয়ে যাওয়া
অনুভূতি, নিম্ন রক্তচাপ, সিনকোপ, ঈৎবংপবহফড়
এনজিনা, গবঃযবসড়মষড়নরহবসরধ হতে পারে,
তবে খুবই কম।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: নাইট্রোগি−সারিন
এর ডেক্সট্রোজ (৫%) অথবা সোডিয়াম ক্লোরাইড
(০.৯%) দ্রবণ অন্য কোন ওষুধের সঙ্গেই মিশানো
যাবে না।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: প্রেগনেন্সী
ক্যাটাগরী সি।
নাইট্রোগি−সারিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা
যায়নি। স্তন্যদানকারী মায়েদের নাইট্রোগি−সারিন
ইঞ্জেকশন প্রয়োগ করার সময় সতর্কতা অবলম্বন
করতে হবে কারন মাতৃদুগ্ধের সাথে অনেক ওষুধই
নিঃসৃত হয়।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: নিরাপত্তা ও কার্যকারিতা
এখনো প্রতিষ্ঠিত হয়নি।
সরবরাহ: এনরিল ইঞ্জেকশন : প্রতি বাক্সে আছে ৪
টি এম্পুল বি−স্টার প্যাকে।
এ্যানসুলিনঞগ পেন কার্ট্রিজ
অহংঁষরহঞগ চবহ ঈধৎঃৎরফমব
উপাদান:এ্যানসুলিনঞগ আর পেন কার্ট্রিজ: প্রতি মি.লি.
সলিউশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ)
ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. সমতুল্য)
সলিউবল ইনসুলিন হিউম্যান (রেগুলার) হিসেবে।
এ্যানসুলিনঞগ এন পেন কার্ট্রিজ.: প্রতি মি.লি.
সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ)
ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. সমতুল্য)
আইসোফেন ইনসুলিন হিউম্যান হিসেবে।
এ্যানসুলিনঞগ ৩০/৭০ পেন কার্ট্রিজ: প্রতি মি.লি.
সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ)
ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. সমতুল্য)
৩০% সলিউবল ইনসুলিন হিউম্যান (রেগুলার) এবং
৭০% আইসোফেন ইনসুলিন হিউম্যান হিসেবে।
এ্যানসুলিনঞগ ৫০/৫০ পেন কার্ট্রিজ: প্রতি মি.লি.
সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান (আরডিএনএ)
ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭ মি.গ্রা. সমতুল্য)
৫০% সলিউবল ইনসুলিন হিউম্যান (রেগুলার) এবং
৫০% আইসোফেন ইনসুলিন হিউম্যান হিসেবে।
নির্দেশনা:টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস।
ব্যবহার
১. এ্যানসুলিনঞগ পেন কার্ট্রিজ খাবার গ্রহণের ১৫ মিনিট
থেকে ১ ঘণ্টা পূর্বে সাবকিউটেনিয়াস পথে ব্যবহার করা
উচিত। প্রত্যেক রোগীর ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শে
ইনসুলিন গ্রহণের সঠিক সময় নির্ধারণ করা উচিত।
২. ডাক্তারের নির্দেশনা অনুযায়ী কার্ট্রিজটি সঠিক কিনা
তা পরীক্ষা করে নিন।প্রয়োগকারী যন্ত্র এ্যানসুপেনঞগ
এর সাহায্যে কার্ট্রিজ ব্যবহার করতে হবে। এজন্য
প্রয়োগকারী যন্ত্রের সাাথে সরবরাহকৃত পূর্নাঙ্গ
নিয়মাবলী অনুসরণ করুন।
৩.ব্যবহারের পূর্বে করণীয়
এ্যানসুপেনঞগ এর ব্যবহারের নিয়মাবলী অনুযায়ী
এ্যানসুলিনঞগ কার্ট্রজিটি সঠিকভাবে পেনে প্রবেশ
করিয়ে নিড্লটি সংযুক্ত করুন। এ্যানসুলিনঞগ এন
পেন কার্ট্রিজ এন অথবা এ্যানসুলিনঞগ পেন কার্ট্রিজ
৩০/৭০ অথবা এ্যানসুলিনঞগ পেন কার্ট্রিজ এর ক্ষেত্রে
কার্ট্রেিজর সাসপেনশন সমভাবে মিশ্রণের জন্য ৮-১০
বার উপর থেকে নিচে মৃদু গতিতে ঝাঁকিয়ে নিন।
সঠিক মাত্রা নির্ধারণে ডোজেজ বাটনটি ঘুরিয়ে নিন।
নিড্লের সুরক্ষা ক্যাপ সরিয়ে এবং কার্ট্রেিজর ভিতরের
বুদবুদ বের করে দিয়ে পেনটিকে প্রয়োগের জন্য প্রস্তুত
করে নিন। বহুবিধ দূষণ প্রতিরোধে পেন প্রস্তুতকালে
নিড্লটি কোন কিছুর সংস্পর্শে আনবেন না।
৪. ইঞ্জেকশন প্রয়োগের স্থান
ইঞ্জেকশন প্রয়োগের জন্য বাহুর উপরিভাগ, উরু,
নিতম্ব বা উদর বেছে নেয়া উচিত। কোষ যাতে
ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য পূর্ববর্তী স্থান হতে ১ সে.মি.
দূরে ইঞ্জেকশন প্রয়োগ করা উচিত।
৫. ইঞ্জেকশন প্রয়োগবিধি
ইঞ্জেকশন প্রয়োগের স্থান পরিস্কার ও জীবাণুমুক্ত
করুন। একহাত দিয়ে প্রয়োগের স্থান টেনে ধরুন এবং
সূচটি কোনকুনিভাবে প্রবেশ করিয়ে দিন। ইনসুলিন
প্রয়োগ করুন এবং সূঁচটি বের করে প্রয়োগের স্থান না
ঘষে আলতোভাবে চাপ দিয়ে ধরুন।
প্রয়োগমাত্রা:প্রত্যেক রোগীর ক্ষেত্রেই ইনসুলিনের
ধরন, মাত্রা এবং প্রয়োগের সময় ভিন্ন হতে পারে।
এছাড়াও খাদ্যতালিকা, কাজের ধরন এবং ব্যায়ামের
তীব্রতার উপর ইনসুলিনের মাত্রা ভিন্ন হতে পারে।
এ কারণে ডাক্তারের নির্দেশে ইনসুলিন ব্যবহার করা
উচিত। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদী
চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিনের দৈনিক গড়মাত্রা ০.৫
থেকে ১ আই ইউ/কেজি। বয়ঃসন্ধি পূর্ববর্তী শিশুদের
ক্ষেত্রে এই মাত্রা ০.৭ হতে ১ আই ইউ/কেজি হতে
পারে। বয়ঃসন্ধিকাল বা অতিরিক্ত ওজনজনিত
ইনসুলিন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দৈনিক ইনসুলিনের
চাহিদা অনেক বৃদ্ধি পায়। টাইপ-২ ডায়াবেটিস
রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হিসেবে দৈনিক ০.৩
থেকে ০.৬ আই ইউ/কেজি দেয়া উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: ইনসুলিন দ্বারা চিকিৎসার ক্ষেত্রে
যেকোন সময় হাইপোগ−াইসেমিয়া দেখা দিতে পারে
এবং এটি একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে
এলার্জি দেখা দিতে পারে যেমন- চুলকানি, লাল ও
ফুলে যাওয়া। এগুলো সাধারণত কিছুদিনের মধ্যেই
ভালো হয়ে যায়। ইনসুলিন ছাড়া অন্যান্য কারণ যেমন-
দূর্বল ইঞ্জেকশন প্রয়োগ পদ্ধতি এবং জীবাণুনাশক
দ্রবণ এর ফলেও এলার্জি দেখা দিতে পারে।
প্রতিনির্দেশনা:হাইপোগ−াইসেমিয়া অথবা ইনসুলিন বা
এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সতর্কতা
টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের ব্যবহার
বন্ধ বা অপর্যাপ্ত মাত্রার কারণে হাইপারগ−াইসেমিয়া
হতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায়
ইনসুলিন গ্রহণের ফলে হাইপোগ−াইসেমিয়া দেখা দিতে
পারে। খাবার পরিহার বা অপরিকল্পিত ব্যায়ামের ফলে
হাইপোগ−াইসেমিয়া হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: ইনসুলিন পাসেন্টাল
ব্যারিয়ার অতিক্রম করে না বলে গর্ভাবস্থায়
ডায়াবেটিস চিকিৎসায় এর ব্যবহারে কোন বাধা নেই।
স্তন্যদানকালীন মায়েদের চিকিৎসায় ইনসুলিন শিশুদের
কোন ক্ষতি করে না।
অন্য ওষুধের সাথে বিক্রিয়া
জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ, এড্রিনাল কর্টিক্যাল হরমোন,
থাইরয়েড হরমোন ইত্যাদি ওষুধগুলো রক্তে গ−ুকোজর
মাত্রা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে ইনসুলিনের মাত্রা
বাড়াতে হবে। অন্যদিকে, গ−ুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধ,
স্যালিসাইলেট, সালফানিলামাইড এবং এন্টিডিপ্রেস্যান্ট
ওষুধগুলো রক্তে গ−ুকোজের পরিমাণ কমায়। এক্ষেত্রে
ইনসুলিনের মাত্রা কমানো উচিত।
সংরক্ষণ:রেফ্রিজারেটরে ২০ সে.- ৮০
সে. তাপমাত্রায়
সংরক্ষণ করুন। হিমায়িত করবেন না। ব্যবহৃত হচ্ছে
এমন কার্ট্রজি রেফ্রিজারেটরের পরিবর্তে ঠাণ্ডা স্থানে,
আলো ও তাপ থেকে দূরে সংরক্ষণ করুন। ব্যবহৃত
ইনসুলিন স্বাভাবিক তাপমাত্রায় একমাস সংরক্ষণ করা
যায়।
সরবরাহ:এ্যানসুলিন আর পেন কার্ট্রিজ: প্রতিটি
কার্ট্রেিজ আছে ৩ মি.লি. (৩০০ আই ইউ)
সলিউশন।
এ্যানসুলিনঞগ পেন কার্ট্রিজ: প্রতিটি কার্ট্রেিজ আছে ৩
মি.লি. (৩০০ আই ইউ) সাসপেনশন।
এ্যানসুলিনঞগ ৩০/৭০ পেন কার্ট্রিজ: প্রতিটি কার্ট্রেিজ
আছে ৩ মি.লি. (৩০০ আই ইউ) সাসপেনশন।
এ্যানসুলিনঞগ ৫০/৫০ পেন কার্ট্রিজ: প্রতিটি কার্ট্রেিজ
আছে ৩ মি.লি. (৩০০ আই ইউ) সাসপেনশন।
এ্যানসুলিন Ansulin
উপাদান: এ্যানসুলিন
জ ইঞ্জেকশন ৪০ আই ইউ/
মি.লি.: প্রতি মি.লি. সলিউশনে রয়েছে ইনসুলিন
হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ৪০ আই ইউ
(১.৩৮৮ মি.গ্রা. সমতুল্য) সলিউবল ইনসুলিন
হিউম্যান (রেগুলার) হিসেবে।
এ্যানসুলিনঞগ জ ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি.:
প্রতি মি.লি. সলিউশনে রয়েছে ইনসুলিন হিউম্যান
(আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭
মি.গ্রা. সমতুল্য) সলিউবল ইনসুলিন হিউম্যান
(রেগুলার) হিসেবে।
এ্যানসুলিন
ঘ ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি.:
প্রতি মি.লি. সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান
(আরডিএনএ) ইউএসপি ৪০ আই ইউ (১.৩৮৮
মি.গ্রা. সমতুল্য) আইসোফেন ইনসুলিন হিউম্যান
হিসেবে।
এ্যানসুলিন
ঘ ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি.:

২০
প্রতি মি.লি. সাসপেনশনে রয়েছে ইনসুলিন হিউম্যান
(আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ (৩.৪৭
মি.গ্রা. সমতুল্য) আইসোফেন ইনসুলিন হিউম্যান
হিসেবে।
এ্যানসুলিনঞগ ৩০/৭০ ইঞ্জেকশন ৪০ আই ইউ/
মি.লি.: প্রতি মি.লি. সাসপেনশনে রয়েছে ইনসুলিন
হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ৪০ আই ইউ
(১.৩৮৮ মি.গ্রা. সমতুল্য) ৩০% সলিউবল ইনসুলিন
হিউম্যান (রেগুলার) এবং ৭০% আইসোফেন
ইনসুলিন হিউম্যান হিসেবে।
এ্যানসুলিনঞগ ৩০/৭০ ইঞ্জেকশন ১০০ আই ইউ/
মি.লি.: প্রতি মি.লি. সাসপেনশনে রয়েছে ইনসুলিন
হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ
(৩.৪৭ মি.গ্রা. সমতুল্য) ৩০% সলিউবল ইনসুলিন
হিউম্যান (রেগুলার) এবং ৭০% আইসোফেন
ইনসুলিন হিউম্যান হিসেবে।
এ্যানসুলিনঞগ ৫০/৫০ ইঞ্জেকশন ১০০ আই ইউ/
মি.লি.: প্রতি মি.লি. সাসপেনশনে রয়েছে ইনসুলিন
হিউম্যান (আরডিএনএ) ইউএসপি ১০০ আই ইউ
(৩.৪৭ মি.গ্রা. সমতুল্য) ৫০% সলিউবল ইনসুলিন
হিউম্যান (রেগুলার) এবং ৫০% আইসোফেন
ইনসুলিন হিউম্যান হিসেবে।
নির্দেশনা: টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস
মেলিটাস।
ব্যবহার
১. এ্যানসুলিনঞগ খাবার গ্রহণের ১৫ মিনিট থেকে ১
ঘণ্টা পূর্বে সাবকিউটেনিয়াস পথে ব্যবহার করা উচিত।
প্রত্যেক রোগীর ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শে ইনসুলিন
গ্রহণের সঠিক সময় নির্ধারণ করা উচিত।
২. ব্যবহারের পূর্বে করণীয়
সমভাবে মিশ্রনের জন্য ইনসুলিন ভায়ালটি পরিস্কার
হাতে আলতোভাবে ঝাঁকিয়ে নিন এবং এটি স্বাভাবিক
অবস্থায় আছে কিনা লক্ষ্য করুন। নতুন বোতলের
ক্ষেত্রে প−াস্টিক ক্যাপ সরিয়ে রাবার স্টপার জীবাণুমুক্ত করে নিন।
প্রয়োজনীয় ইনসুলিনের সমপরিমাণ বাতাস সিরিঞ্জে
টেনে নিন এবং ভায়ালে টেনে নেয়া বাতাস প্রয়োগ
করুন। সিরিঞ্জসহ ভায়ালটি উপর করে ধরুন এবং
সিরিঞ্জে সঠিকমাত্রার ইনসুলিন টেনে নিন। সিরিঞ্জে
বাতাস আছে কিনা তা লক্ষ্য করুন এবং থাকলে তা
বের করে নিন।
৩. ইঞ্জেকশন প্রয়োগের স্থান
ইঞ্জেকশন প্রয়োগের জন্য বাহুর উপরিভাগ, উরু,
নিতম্ব বা উদর বেছে নেয়া উচিত। কোষ যাতে
ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য পূর্ববর্তী স্থান হতে ১ সে.মি.
দূরে ইঞ্জেকশন প্রয়োগ করা উচিত।
৪. ইঞ্জেকশন প্রয়োগবিধি
ইঞ্জেকশন প্রয়োগের স্থান পরিস্কার ও জীবাণুমুক্ত
করুন। একহাত দিয়ে প্রয়োগের স্থান টেনে ধরুন এবং
সূচটি কোনকুনিভাবে প্রবেশ করিয়ে দিন। ইনসুলিন
প্রয়োগ করুন এবং সূঁচটি বের করে প্রয়োগের স্থান না
ঘষে আলতোভাবে চাপ দিয়ে ধরুন।
প্রয়োগমাত্রা: প্রত্যেক রোগীর ক্ষেত্রেই ইনসুলিনের
ধরন, মাত্রা এবং প্রয়োগের সময় ভিন্ন হতে পারে।
এছাড়াও খাদ্যতালিকা, কাজের ধরন এবং ব্যায়ামের
তীব্রতার উপর ইনসুলিনের মাত্রা ভিন্ন হতে পারে।
এ কারণে ডাক্তারের নির্দেশে ইনসুলিন ব্যবহার করা
উচিত। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদী
চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিনের দৈনিক গড়মাত্রা ০.৫
থেকে ১ আই ইউ/কেজি। বয়ঃসন্ধি পূর্ববর্তী শিশুদের
ক্ষেত্রে এই মাত্রা ০.৭ হতে ১ আই ইউ/কেজি হতে
পারে। বয়ঃসন্ধিকাল বা অতিরিক্ত ওজনজনিত
ইনসুলিন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দৈনিক ইনসুলিনের
চাহিদা অনেক বৃদ্ধি পায়। টাইপ-২ ডায়াবেটিস
রোগীদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হিসেবে দৈনিক ০.৩
থেকে ০.৬ আই ইউ/কেজি দেয়া উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: ইনসুলিন দ্বারা চিকিৎসার ক্ষেত্রে যেকোন
সময় হাইপোগ−াইসেমিয়া দেখা দিতে পারে এবং এটি
একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে এলার্জি
দেখা দিতে পারে যেমন- চুলকানি, লাল ও ফুলে যাওয়া।
এগুলো সাধারণত কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যায়।
ইনসুলিন ছাড়া অন্যান্য কারণ যেমন- দূর্বল ইঞ্জেকশন
প্রয়োগ পদ্ধতি এবং জীবাণুনাশক দ্রবণ এর ফলেও এলার্জি
দেখা দিতে পারে।
প্রতিনির্দেশনা: হাইপোগ−াইসেমিয়া অথবা ইনসুলিন বা এর
কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সতর্কতা: টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের
ব্যবহার বন্ধ বা অপর্যাপ্ত মাত্রার কারণে হাইপারগ−াইসেমিয়া
হতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায়
ইনসুলিন গ্রহণের ফলে হাইপোগ−াইসেমিয়া দেখা দিতে
পারে। খাবার পরিহার বা অপরিকল্পিত ব্যায়ামের ফলে
হাইপোগ−াইসেমিয়া হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: ইনসুলিন পাসেন্টাল
ব্যারিয়ার অতিক্রম করে না বলে গর্ভাবস্থায়
ডায়াবেটিস চিকিৎসায় এর ব্যবহারে কোন বাধা নেই।
স্তন্যদানকালীন মায়েদের চিকিৎসায় ইনসুলিন শিশুদের
কোন ক্ষতি করে না।
অন্য ওষুধের সাথে বিক্রিয়া: জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ,
এড্রিনাল কর্টিক্যাল হরমোন, থাইরয়েড হরমোন
ইত্যাদি ওষুধগুলো রক্তে গ−ুকোজর মাত্রা বাড়িয়ে
দেয়। এক্ষেত্রে ইনসুলিনের মাত্রা বাড়াতে হবে।
অন্যদিকে, গ−ুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধ, স্যালিসাইলেট,
সালফানিলামাইড এবং এন্টিডিপ্রেস্যান্ট ওষুধগুলো
রক্তে গ−ুকোজের পরিমাণ কমায়। এক্ষেত্রে ইনসুলিনের
মাত্রা কমানো উচিত। সরবরাহ:
এ্যানসুলিন
জ ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি.:
প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি. সলিউশন।
এ্যানসুলিনঞগ
জ ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি.:
প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি. সলিউশন।
এ্যানসুলিনঞগ ঘ ইঞ্জেকশন ৪০ আই ইউ/মি.লি.:
প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি. সাসপেনশন।
এ্যানসুলিন
ঘ ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি.:
প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি. সাসপেনশন।
এ্যানসুলিনঞগ ৩০/৭০ ইঞ্জেকশন ৪০ আই ইউ/
মি.লি.: প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি.
সাসপেনশন। এ্যানসুলিনঞগ ৩০/৭০ ইঞ্জেকশন
১০০ আই ইউ/মি.লি.: প্রতিটি গাস ভায়ালে রয়েছে
১০ মি.লি. সাসপেনশন। এ্যানসুলিনঞগ ৫০/৫০
ইঞ্জেকশন ১০০ আই ইউ/মি.লি.: প্রতিটি গাস ভায়ালে রয়েছে ১০ মি.লি. সাসপেনশন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]