অফ্কফ® Ofkof®
উপাদান: (ডেক্সট্রোমেথরফ্যান ১০ মি.গ্রা.,
স্যুডোএফিড্রিন ৩০ মি.গ্রা. এবং ট্রাইপ্রোলিডিন ১.২৫
মি.গ্রা.)/৫ মি.লি. সিরাপ।
নির্দেশনা : শুষ্ক কফ সহ শ্বাসতন্ত্রের উপরের অংশের
ব্যধিতে নাসারন্দ্র পরিষ্কারক, হিস্টামিন এইচ১
রিসেপটররোধী ওষুধ ও কফ নিঃসারকের যৌথ সেবন
থেকে উপকার লাভ হয় এবং এইসব ক্ষেত্রে রোগের
লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের
উর্ধ্বে শিশুদের জন্য ২ চা-চামচ দিনে ৩ বার। ৬-১২
বছরের শিশু: ১ চা-চামচ দিনে ৩ বার, ২-৬ বছরের
শিশু: ১/২ চা-চামচ দিনে ৩ বার বা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : যে
সমস্ত রোগী ডেক্সট্রোমেথরফ্যান, স্যুডোএফিড্রিন অথবা
ট্রাইপ্রোলিডিন-এর প্রতি অতি সংবেদনশীল তাদেরকে
দেয়া যাবে না। মনোঅ্যামাইন অক্সিডেজ সেবনকারী
রোগীদের সেবন বন্ধের দিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত
অফ্কফ্®
সেবন করা যাবে না। তীব্র করোনারী ধমনীর
রোগ অথবা মারাত্মক উচ্চরক্তচাপ সম্পন্ন রোগীদের
ক্ষেত্রে দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : মাথা ঝিম্ ঝিম্ ভাব, পরিপাকতন্ত্রের
গোলমাল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা
উত্তেজনা, তন্দ্রাচ্ছন্নভাব, মুখ-নাক-গলার শুষ্কতা,
মূত্রত্যাগে অক্ষমতা ইত্যাদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায়
এগুলোর ব্যবহার সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য নাই।
সেজন্য গর্ভবতী মহিলাদের ভ্র“ণের বৃদ্ধির ক্ষতির
তুলনায় লাভের পরিমান যাচাই করে এ ওষুধ ব্যবহার
করা উচিত।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : ডিকন্জেসটেন্ট,
ট্রাইসাইক্লিক বিষন্নতারোধী ওষুধ, রুচিদমনকারক, এ্যামফেটামিন জাতীয় দেহ উত্তেজক অথবা
মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর।
সরবরাহ : অফ্কফ®
সিরাপ : ১০০ মি.লি.।
অফরান® Ofran
উপাদান:
প্রতিটি ট্যাবলেটে আছে অনডেনসেট্রন ৮ মি.গ্রা.
অনডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট
ইউএসপি হিসেবে। প্রতি ৫ মি.লি. সলিউশনে
রয়েছে অনডেনসেট্রন ৪ মি.গ্রা. অনডেনসেট্রন
হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট ইউএসপি হিসেবে।
প্রতি ৪ মি.লি. ইঞ্জেকশনে রয়েছে অনডেনসেট্রন ৮
মি.গ্রা. অনডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট
ইউএসপি হিসেবে।
নির্দেশনা: অফরান®
নির্দেশিতক্যান্সার কেমোথেরাপি দ্বারা সৃস্ট বমি বমি ভাব এবং
বমি প্রতিরোধে
রেডিওথেরাপি দ্বারা সংগঠিত বমি বমিভাব এবং বমি
প্রতিরোধে
অস্ত্রপচার পরিবর্তী বমি বমিভাব এবং বমি প্রতিরোধে
মাত্রা এবং প্রয়োগ: কেমোথেরাপি দ্বারা সৃষ্ট বমি বমি
ভাব এবং বমি প্রতিরোধ:
প্রাপ্ত বয়স্ক (ট্যাবলেট এবং ওরাল সলিউশন)- প্রচন্ড
বমি সৃষ্টিকারী ক্যান্সার কেমোথেরাপিতে ৮ মি.গ্রা.
ট্যাবলেট করে ২৪ মি.গ্রা. দিনে তিন বার। মাঝারি
ধরনের বমি সৃষ্টিকারী ক্যান্সার কেমোথেরাপিতে ৮
মি.গ্রা. অফরান®
ট্যাবলেট অথবা ১০ মি.লি. অফরান
সলিউশন দিনে দুইবার।
ইঞ্জেকশন- একটি ৩২ মি.গ্রা. আইভি অথবা তিনটি
০.১৫ মি.গ্রা./কেজি ডোজ। একটি ৩২ মি.গ্রা. ডোজ
ক্যান্সার কেমোথেরাপি শুরুর ৩০ মিনিট পূর্বে ১৫
মিনিট ০.১৫ মি.গ্রা. (কেজি ডোজের ক্ষেত্রে প্রথম
প্রয়োগের ৪ থেকে ৮ ঘন্টা পর দ্বিতীয় ডোজ প্রয়োগ
করতে হবে)।
শিশুদের ক্ষেত্রে- ট্যাবলেট এবং ওরাল সলিউশন ৪
থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে একটি ৪
মি.গ্রা. অফরান®
ট্যাবলেট অথবা ৫ মি.লি. অফরান®
সলিউশন দিনে তিনবার করে কেমোথেরাপি শেষ
হবার ১-২ দিন পর্যন্ত।
ইঞ্জেকশন- তিনটি ০.১৫/কেজি ডোজ রেডিওথেরাপি
দ্বারা সৃষ্ট বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে প্রাপ্ত
বয়স্ক - ট্যাবলেট এবং ওরাল সলিউশন- একটি ৪
মি.গ্রা. অফরান®
অথবা ১০ মি.লি. ওরাল সলিউশন
দিনে তিনবার।
অস্ত্রপচার পরবর্তী বমি বমি ভাব এবং বমি
প্রতিরোধে:
প্রাপ্ত বয়স্ক: ট্যাবলেট এবং ওরাল সলিউশন- দৈনিক ২
বার ৮ মি.গ্রা. অফরান®
ট্যাবলেট করে ২ বার অথবা
২০ মি.লি. ওরাল সলিউশন অবশিকরনের ১ ঘন্টা
পূর্বে।
ইঞ্জেকশন- ৪ মি.গ্রা. আইভি অলঘুকৃত অবস্থায় ২-৫
মিনিট এর বেশি সময় ধরে অবশিকরনের ঠিক পূর্বে
অথবা রোগী যদি অস্ত্রপচার পরবর্তী সময়ে বমি বমি
অনুভব অথবা বমি করে তখন প্রয়োগ করতে হবে
অথবা ৪ মি.গ্রা. অলযকৃত অবস্থায় আইএম হিসেবে
একটি ডোজে প্রয়োগ করা যেতে পারে। যেসব রোগী
একটি মাত্র আইভি ডোজে সন্তোষজনক ক্রিয়া দেখায়
না তাদের ক্ষেত্রে দ্বিতীয় বার ৪ মি.গ্রা. ডোজে কোন
অধিকতর কার্যকারিতা পরিলক্ষিত হয় না।
শিশুদের ক্ষেত্রে- ২ থেকে ১২ বছর বয়স্ক শিশুদের
একটি ০.১ মি.গ্রা./কেজি (৪০ কেজি অথবা অনুর্ধ
৪০ কেজি শিশুদের ক্ষেত্রে) অথবা একটি ৪ মি.গ্রা.
ডোজ (৪০ কেজি উর্ব্ধ শিশুদের ক্ষেত্রে) ইঞ্জেকশন
প্রয়োগের সময়কাল ২ থেকে ৫ মিনিটের চেয়ে বেশি
হওয়া উচিত (কোন ভাবেই ৩০ সেকেন্ডের কম নয়)।
২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া
যায় না।
যকৃতের অকার্যকরারিতায়
ট্যাবলেট এবং ওরাল সলিউশন- সর্বমোট দৈনিক মাত্রা
৮ মি.গ্রা. অতিক্রম করা উচিত নয়।
ইঞ্জেকশন- ৪ মি.গ্রা. এর একটি সর্বোচ্চ কেমোথে
রাপি শুর” করার ৩০ মিনিট পরে ১৫ মিনিট ধরে
প্রয়োগ করতে হবে।
প্রতিনির্দেশনা:অনডেনসেট্রন এর প্রতি অতি
প্রতিক্রিয়াশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: সবচেয়ে বেশি সংগঠিত পার্শ্ব
প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, কোষ্ট কাঠিন্য
এবং ডায়রিয়া। কেমোথেরাপি দ্বারা সংগঠিত বমি
বমিভাব এবং বমিতে অনডেনসেট্রন সেবনকৃত
রোগীদের মধ্যে ১% ক্ষেত্রে র্যাশ দেখা যেতে পারে।
দুর্লভ ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি, ডিপ্রেসনসহ অথবা বুকে
ব্যথা, কার্ডিয়াক এরিথমিয়া, নিম্নরক্তচাপ এবং ব্রাডি
কার্ডিয়া দেখা যায়।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: যেসব রোগী ঈণচ৩অ৪
উদ্দীপক (যেমন- ফিনাইটয়েন, কার্বামাজোপিক
অথবা রিফামপিসিন) গ্রহন করছেন তাদের ক্ষেত্রে
অনডেনসেট্রন এর নির্গমন বৃদ্ধি এবং রক্তে এর ঘণত্ব
হ্রাস পরিলক্ষিত হয়। অনডেনসেট্রন ট্রামাডোল এর
ব্যথা নিবারক ক্ষমতা হ্রাস করতে পারে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে:
গর্ভাবস্থায়: প্রেগনেন্সি ক্যাটাগরি-বি। স্তন্যদানকালে:
স্তন্যদানকারী প্রাণীদের দুগ্ধে অনডেনসেট্রন নির্গমণ
পরিলক্ষিত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে
অনডেনসেট্রন প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা
উচিত।
সরবরাহ:
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ