অবাধ বাণিজ্য কাকে বলে?

প্রশ্ন ১ ঃ বাংলাদেশ এ পর্যন্ত মোট কয়টি 'আঞ্চলিক বাণিজ্য এলাকা চুক্তি' স্বাক্ষর করেছে? উত্তর ঃ বাংলাদেশ এ পর্যন্ত মোট পাঁচটি 'আঞ্চলিক বাণিজ্য এলাকা চুক্তি' স্বাক্ষর করেছে ।
প্রশ্ন ২ : ডি-৮ (D-8) এর সদস্য দেশগুলো কারা ?
উত্তর ঃ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। প্রশ্ন ৩ ঃ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন্ দেশে?
উত্তর ঃ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ।
প্রশ্ন ৪ : বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন্ দেশ থেকে?
উত্তর : চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ।
প্রশ্ন ৫ : সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন্ দেশ?
উত্তর ঃ সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার হচ্ছে ভারত ।
প্রশ্ন ৬ : WTO কোন্ সময়ে প্রতিষ্ঠত হয়?
উত্তর : ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO প্রতিষ্ঠা লাভ করে ।
প্রশ্ন ৭ : TPS – OIC কি?
উত্তর ঃ Trade Preferential System among OIC Countries |
প্রশ্ন ৮ : BIMSTEC এর পূর্ণরূপ কি ?
উত্তর ঃ The Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Co-
operation
প্রশ্ন ৯ : APTA এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ Asia Pacific Trade Agreement i
প্রশ্ন ১০ : SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ South Asian Free Trade Area is it to washabanti
প্রশ্ন ১১ : WTO এর পূর্ণরূপ কী? নিে
উত্তর : World Trade Organisation
প্রশ্ন 121 SAPTA চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর ঃ ১৯৯৫ সালে ।
প্রশ্ন ১৩ ঃ TCB এর পূর্ণরূপ কি?
উত্তর : Trading Corporation of Bangladesh i
প্রশ্ন ১৪ ৪ বাংলদেশ সরকার কোন্ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণ করে? উত্তর ঃ টিসিবি (TCB) এর মাধ্যমে।
প্রশ্ন ১৫ ৪ বাংলাদেশের প্রধান পাঁচটি রপ্তানি পণ্যের নাম লিখ ।
উত্তর ও পাট, চা, চামড়া, তৈরি পোশাক, হোসিয়ারি।
প্রশ্ন ১৬ ৪ বাংলাদেশের প্রধান পাঁচটি আমদানি পণের নাম লিখ ।
উত্তর ঃ চাল, ভোজ্য তেল, জ্বালানী তেল, সুতা, মূলধনী দ্রব্য ।
প্রশ্ন ১৭ ঃ SAPTA -এর সুদূর প্রসারী লক্ষ্য কি?
উত্তর : মুক্ত বাণিজ্য এলাকা গঠন ।
প্রশ্ন ১৮ : অবাধ বাণিজ্য কাকে বলে?
উত্তর ঃ যখন আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারি বা রাষ্ট্রীয় কোন প্রকার নিয়ন্ত্রণ বা বাধা নিষেধ থাকে না, তখন তাকে অবাধ বাণিজ্য বলা হয় ।
প্রশ্ন ১৯ : বাংলাদেশের অপ্রচলিত পাঁচটি রপ্তানি পণ্যের নাম লিখ ।
উত্তর : তৈরি পোশাক, হোসিয়ারী দ্রব্য, হিমায়িত খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, শাকশব্জি ও ফলমূল ইত্যাদি । প্রশ্ন ২০ : বাংলাদেশ যে সকল দেশের সাথে আমদানি বাণিজ্য পরিচালনা করে সেগুলোর নাম লিখ । উত্তর : চীন, ভারত, মালেয়শিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, নিউজিল্যান্ড ইত্যাদি । প্রশ্ন ২১ : MFNP এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : Multi Favoured Nations Principle
প্রশ্ন ২২ : GSP এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : Generalised System of Preference ।
প্রশ্ন ২৩ ঃ TRIM এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : Trade Related Investment Measures
প্রশ্ন ২৪ : TRIPS কি?
উত্তর ঃ Trade Related Intellectual Property Rights
প্রশ্ন ২৫ : সংরক্ষিত বাণিজ্য বা সংরক্ষণ নীতি কি?
hi evit butto bott
680
উত্তর ঃ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ, আমদানি কোটা নির্ধারণ ও ভর্তুকি প্রদানের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্প রক্ষা করার নীতিকে সংরক্ষিত বাণিজ্য বা সংরক্ষণ নীতি বলা হয় ।
প্রশ্ন ২৬ ঃ বাংলাদেশের রপ্তানি পণ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি কি?
উত্তর ঃ বাংলাদেশের রপ্তানি পণ্যকে দু'ভাগে ভাগ করা হয় । যথাঃ
jefe
(ক) প্রচলিত রপ্তানি পণ্য এবং (খ) অপ্রচলিত রপ্তানি পণ্য । mb to m

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]