প্রাণিসম্পদ খাতে উন্নয়ন কার্যক্রমসমূহ

প্রাণি সম্পদ অধিদপ্তরকে IT Enable করার লক্ষ্যে “এনহ্যান্স দি ক্যাপাসিটি অফ ডিএলএস" প্রকল্পের মাধ্যমে DANIDA-র অর্থায়নে প্রাণি সম্পদ অধিদপ্তরে Management information system (MIS) স্থাপনের জন্য অধিদপ্তরে ৮০টি, ৬৪টি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ৬৪টি, ৭টি আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে ৭টি এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে ২২টিসহ মোট ৪৭০টি ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তরে Local Area Network (LAN) স্থাপন করা হয়েছে । এই LAN এর মাধ্যমে অধিদপ্তরের প্রতিটি কম্পিউটার একটি Network-এর আওতায় চলে এসেছে। অধিদপ্তরের ৮০টি কম্পিউটারে ইন্টানেট সংযোগ দেয়ার জন্য বাংলাদেশ টেলিফোন কোম্পানী লিমিটেড (BTCL) থেকে উচ্চগতি সম্পন্ন Mbps leased internet সংযোগ নেয়া হয়েছে। এছাড়া Web enable GIS (Geographical Infromation System) based MIS software development এর কাজ উপজেলা পর্যন্ত সম্পসারিত হচ্ছে ।
প্রাণিসম্পদ খাতে উন্নয়ন কার্যক্রমসমূহ Development Activities in Livestock Sector
প্রাণিসম্পদ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি
Annual Development Programme (ADP) for Livestock Sector প্রাণিসম্পদ খাতে প্রাণিসম্পদ অধিদপ্তর ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১৪১.৫১ কোটি টাকা (স্থানীয় সম্পদে ৫৫.২৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৮৬.২৬ কোটি টাকা) বরাদ্দ রয়েছে । তন্মধ্যে চলতি অর্থবছরের ফেব্রুয়ারী, ২০১৪ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৮০.২৩ কোটি টাকা যা বরাদ্দের প্রায় ৫৭ শতাংশ ।
রাজস্ব বাজেটের আওতায় প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি Livestock Development Programme under Revenue Budget
২০১০-১১ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন বাজেটের আওতায় ১২টি কর্মসূচির জন্য মোট ৩৭.৫০ কোটি টাকা বরাদ্দ ছিল । বরাদ্দকৃত অর্থের মধ্যে ১২টি কর্মসূচির অনুকূলে জুন, ২০১১ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৪,৬৪ কোটি টাকা, যা বরাদ্দকৃত অর্থের ৯৩.০২ শতাংশ ।
২০১১-১২ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন বাজেটের আওতায় ১১টি কর্মসূচির জন্য মোট ২৫.৮৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত অর্থের অনুকূলে ফেব্রুয়ারি, ২০১২ পর্যন্ত ব্যয় হয়েছে ৪.৬৩ কোটি টাকা, যা বরাদ্দকৃত অর্থের ১৭.৯০ শতাংশ ।
২০১৩-১৪ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন বাজেটের আওতায় ১টি কর্মসূচীর জন্য মোট ২.০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে । বরাদ্দকৃত অর্থের অনুকূলে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত কোন ব্যয় হয়নি ৷

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]