কৃষি ঋণ কাকে বলে? অপ্রাতিষ্ঠানিক ঋণ কাকে বলে?

প্রশ্ন ১ র প্রধান খাত কোনটি? উত্তর ঃ কৃষিখাত ।
প্রশ্ন ২ : বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে? কি কি?
উত্তর ঃ চারটি । যথাঃ (ক) শস্য উপখাত, (খ) মৎস্য উপখাত, (গ) হাঁস-মুরগি এবং (ঘ) বনায়ন উপখাত প্রশ্ন ৩ ঃ বাংলাদেশের দেশজ উৎপাদনে কৃষির সার্বিক অবদান কত ?
উত্তর ঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরে দেশজ উৎপাদনে কৃষির সার্বিক অবদান ১৬.৫০% ।
প্রশ্ন ৪ ঃ বাংলাদেশের পাঁচটি খাদ্যশস্যের নাম লিখ । উত্তর ঃ ধান, গম, ডাল, তৈলবীজ ও শাকসব্জি।
প্রশ্ন ৫ : অর্থকরী ফসল কাকে বলে?
উত্তর ঃ যে সকল ফসল কৃষক প্রধানত বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য উৎপাদন করে সেগুলোকে অর্থকরী ফসল বলা হয় ।
প্রশ্ন ৬ : বাংলাদেশের প্রধান পাঁচটি অর্থকরী ফসলের নাম লিখ । উত্তর : পাট, চা, তামাক, ইক্ষু, রবার ।
প্রশ্ন ৭ : বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? উত্তর ঃ ধান ।
প্রশ্ন ৮ ঃ পাটকে সোনালী আঁশ বলা হয় কেন?
উত্তর ঃ পাটের উজ্জ্বলতা এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বলে পাটকে সোনালী আঁশ বলা হয় ।
প্রশ্ন ৯ : কৃষি নীতি কি?
উত্তর ঃ একটি দেশের কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নীতিমালাকে কৃষি নীতি বলা হয় ।
প্রশ্ন ১০ : কৃষি ঋণ কাকে বলে?
উত্তর ঃ কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য গৃহীত ও বিতরণকৃত ঋণকে বলা হয় কৃষি ঋণ
প্রশ্ন ১১ : উৎসের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার ও কি কি ?
উত্তর ঃ ঋণের উৎসের উপর ভিত্তি করে কৃষি ঋণকে দু'ভাগে ভাগ করা যায় । যথাঃ
(ক) প্রাতিষ্ঠানিক ঋণ ও (খ) অপ্রাতিষ্ঠানিক ঋণ
প্রশ্ন ১২ঃ প্রাতিষ্ঠানিক ঋণ কাকে বলে?
উত্তর ঃ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- কৃষি ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসহ অন্যান ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে যে ঋণ পাওয়া যায় তাকে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বলা হয় ।
প্রশ্ন ১৩ : কৃষি ঋণের দু'টি প্রাতিষ্ঠানিক উৎসের নাম লিখ ।
উত্তর ঃ (ক) বাংলাদেশ কৃষি ব্যাংক, (খ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ।

প্রশ্ন ১৪ : অপ্রাতিষ্ঠানিক ঋণ কাকে বলে?
উত্তর : প্রতিষ্ঠানের বাইরে আত্মীয়-স্বজন, বন্ধু-ान, মহাজন ও ব্যবসায়ীর কাছ থেকে যে ঋণ পাওয়া যায় তাকে অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বলে ।
প্রশ্ন ১৫ ৪ কৃষি ঋণের ৩টি অপ্রাতিষ্ঠানিক উৎসের নাম লিখ ।
(ক) বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, (খ) গ্রাম্য মহাজন (দাদনদার), (গ) স্বর্ণকার।
এই ১৬ ৪ কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কি।
উত্তর ও কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের অধীনে 'আর্থিক প্রতিষ্ঠান' হিসেবে তালিকাভূক্ত নয়-এমন
কিছু প্রতিষ্ঠানও কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে। যেমন- গ্রামীণ ব্যাংক, ব্রাক, আশা, প্রশিকা ইত্যাদি । এগুলোকে কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস বলা হয় ।
প্রশ্ন ১৭৪ কৃষি কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় ভূমি কর্ষণ ও এর ব্যবহারের মাধ্যমে মানুষ খাদ্যশস্য, গাছপালা, পশু-পাখি, উৎপাদন ও সংগ্রহ করে তাকে কৃষি বলা হয় ।
প্রশ্ন ১৮ : খাদ্য নিরাপত্তা কাকে বলে?
উত্তর : খাদ্য নিরাপত্তা হল বর্তমান ও ভবিষ্যতের খাদ্য চাহিদা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় মজুদ, পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা ।
প্রশ্ন ১৯ : বাংলাদেশে পানি সেচের কয়েকটি প্রাচীন পদ্ধতির নাম লিখ ।
উত্তর : (ক) খাল, (খ) দোন, (গ) কূপ এবং (ঘ) হেঁইত বা মুড়ি ।
প্রশ্ন ২০ : বার্ড ফ্লু যে ভাইরাসের দ্বারা সংক্রামিত হয় তার বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : “টাইট অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা" বা H,H,
প্রশ্ন ২১ : সর্ব প্রথম কোন্ দেশে মানবদেহে বার্ড ফু পরিলক্ষিত হয়?
উত্তর ঃ ১৯৯৭ সালে হংকং এ মানবদেহে সর্বপ্রথম বার্ড ফ্লু পরিলক্ষিত হয় ।
প্রশ্ন ২২ ঃ বাংলাদেশ থেকে চিংড়ি ও মৎস্যজাত পণ্য রপ্তানী হয় প্রধানত কোন্ কোন্ দেশে? উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, হংকং, সিংগাপুর ও সৌদি আরব ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]