বাংলাদেশের পোশাক শিল্প পোশাক শিল্পের গুরুত্ব

বাংলাদেশ অন্যান্য শিল্পে অগ্রসর হলেও স্বল্পতম সময়ে পোশাক শিল্পে বেশ উন্নতি লাভ করেছে। এদেশের অর্থনীতিতে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ বর্তমানে এ শিল্প হতে দেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জিত হচ্ছে। তাছাড়া সমাজের অনগ্রসর মহিলাদের ব্যাপক কর্মসংস্থানের প্রধান ক্ষেত্রও হচ্ছে পোশাকা শিল্প। এ শিল্পে কর্মরত শ্রমিক-কর্মীদের প্রায় ৯০% ভাগই হচ্ছে মহিলা ।
১৯৭৭ সালে সর্বপ্রথম বেসরকারি খাতে সীমিত আকারে পোশাক শিল্প প্রতিষ্ঠিত হয় । অতঃপর অত্যন্ত দ্রুত এ শিল্পের প্রসার ঘটে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছোটবড় প্রায় ২৯৬৩টি পোশাক শিল্প গড়ে উঠেছে। সরকার বর্তমানে এ বিষয় সম্পর্কিত একটি মন্ত্রণালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে ।
প্রধানত ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা এলাকায় পোশাক তৈরি শিল্প কেন্দ্রীভূত । তবে বর্তমানে দেশের অন্যান্য অঞ্চলেও পোশাক শিল্প গড়ে উঠেছে। আশা করা হচ্ছে অচিরেই শ্রম ঘন শিল্প হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে এ শিল্পের প্রসার ঘটবে । ফলে আঞ্চলিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ব্যাপকভাবে ।
কর্মসংস্থান ঃ পোশাক শিল্প বাংলাদেশে কর্মসংস্থানের এক নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন করেছে । দেশের অনগ্রসর মহিলাদের কর্মসংস্থানে এই শিল্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে অসহায় ও নির্যাতিত বহু মহিলার কর্মসংস্থানের একমাত্র উৎস হচ্ছে পোশাক শিল্প। এ শিল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়ে বহু নারী ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ১৫ লক্ষ দক্ষ ও অদক্ষ শ্রমিক এই শিল্পে জড়িত রয়েছে।
উৎপাদন ও উৎপাদিত সামগ্রী : বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। ২০১৩-১৪ অর্থবছরে এ শিল্প থেকে রপ্তানি আয় হয় প্রায় ৮,২২৮ মিলিয়ন মার্কিন ডলার । একই অর্থবছরে এ দেশে তৈরি পোশাক উৎপাদনের পরিমাণ ছিল ১০৭.১২ মিলিয়ন ডজন ।
বাংলাদেশে তৈরি পোশাকগুলোর মধ্যে শার্ট, পায়জামা, গেঞ্জি, জিন্স প্যান্ট, কোট, জ্যাকেট, ট্রাকস্যুট, ব্লেজার, ব্লাউজ, ট্রাউজার, গ্লাভস, সোয়েটার, গ্রীষ্ম ও শীতকালীন পোশাক এবং ক্রীড়া পোশাক উল্লেখযোগ্য ।
আমদানিকারক দেশসমূহ : মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান তৈরি পোশাক আমদানিকারক দেশ। এ ছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, পূর্ব ইউরোপের দেশসমূহ ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ বাংলাদেশ থেকে প্রচুর কাপড় আমদানি হয় ।
পোশাক শিল্পের গুরুত্ব
Importance of Garment Industries to the Economy of Bangladesh

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সর্ববৃহৎ খাত হলো তৈরি পোশাক শিল্প । এ প্রেক্ষিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম । নিম্নে পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা করা হলো ।
১। জাতীয় আয় বৃদ্ধি ঃ বর্তমানে বাংলাদেশে রপ্তানির দিক দিয়ে পোশাক শিল্প প্রথম স্থানে রয়েছে । রপ্তানি আয়ের প্রায় ৭৫ শতাংশ আসে পোশাক শিল্প থেকে ।
২। কর্মসংস্থান বৃদ্ধি ঃ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিক থেকেও শিল্পের গুরুত্ব অনেক। বর্তমানে বাংলাদেশে সরাসরি প্রায় ১.৮ মিলিয়ন লোক এ শিল্পে জড়িত এবং পরোক্ষভাবে প্রায় ১০ মিলিয়ন লোক এ শিল্প দ্বারা জীবিকা নির্বাহ করে ।
৩। উদ্যোক্তা সৃষ্টি ঃ পোশাক শিল্পের দ্বারা দেশে উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হচ্ছে। পোশাক শিল্প ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে। ফলে ছোট ছোট দক্ষ উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে। এভাবে জাতীয় উন্নয়নে উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
৪। নারী নেতৃত্ব ঃ পোশাক শিলের কারণে আমাদের দেশে নারীরা স্বাবলম্বী হচ্ছে, যা জাতীয় নেতৃত্বে নারীর অধিকার নিশ্চিত করছে।
৫। বস্ত্র শিল্পের উন্নয়ন ও পোশাক শিল্পের কারণে আমাদের নিজস্ব বঙ্গ শিল্পের উন্নতি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পের যে পরিমাণ কাপড়ের চাহিদা সৃষ্টি হয় তার বেশির ভাগই অভ্যন্তরীণ বস্ত্র শিল্প থেকে আসে।
৬। আত্মনির্ভরশীল পরিবার : পোশাক শিল্পে কর্মরত প্রায় ১.৮ মিলিয়ন শ্রমিকের বেশির ভাগই মহিলা । পোশাক শিল্পে কাজ করে এসব দরিদ্র শ্রমিকরা তাদের পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলে।
৭। ব্যাকওয়ার্ড শিল্পের বিকাশ ঃ বাংলাদেশে তৈরি পোশাকের জন্য লেবেল, কার্টুন, পলিব্যাগ ও প্যাকিং প্রভৃতি পণ্যের কারখানার দ্রুত বিকাশ ঘটে। ফলে ব্যাকওয়ার্ড (backward) শিল্পের উন্নতি হয়।
৮। অন্যান্য খাতের উন্নতি ও পোশাক শিল্পের কারণে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, হোটেল, রেস্তোঁরা ও বন্দর পরিবহণ ইত্যাদির যথেষ্ট উন্নতি হয়। এর ফলে জাতীয় অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জিত হয় ।
৯। ব্যাংক ও বীমা ব্যবসার প্রসার : বাংলাদেশের পোশাক শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংক ও বীমা ব্যবসায়ের প্রসার হচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নতিতে ধনাত্মক ভূমিকা রাখে ।
১০। অর্থনৈতিক উন্নতি ঃ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]