শিল্প নীতি কাকে বলে? BEPZA এর পূর্ণরূপ কি?

: শিল্প নীতি কাকে বলে?
উত্তর ঃ কোন দেশের শিল্পের পরিচালনা ও ব্যবস্থাপনা সংস্কার ও সার্বিক শিল্পোন্নয়নের জন্য সরকার যে নীতিমালা প্রণয়ন করে তাকে বলা হয় শিল্প নীতি ।
প্রশ্ন ২৪ ক্ষুদ্র শিল্প কাকে বলে?
উত্তর ঃ যে শিল্পে জমির মূল্য ব্যতীত স্থায়ী মূলধনের পরিমাণ বা প্রতিস্থাপন ব্যয় অনধিক ১০ লক্ষ টাকা তারে বলা হয় ক্ষুদ্র শিল্প ।
প্রশ্ন ৩ : কুটির শিল্প কাকে বলে?
উত্তর : স্বল্প মূলধন এবং সহজলভ্য কাঁচামাল ও যন্ত্রপাতি দ্বারা ছোট কারখানায় পারিবারিক ভিত্তিতে পরিচালিত শিল্পকে বলা হয় কুটির শিল্প ।
প্রশ্ন ৪ : বাংলাদেশের কয়েকটি কুটির শিল্পের নাম লিখ ।
উত্তর ঃ বাঁশ, বেত, কাঁসা, বিড়ি, শঙ্খ ইত্যাদি ।
প্রশ্ন ৫ ঃ মাঝারি শিল্প কাকে বলে?
উত্তর ঃ বাংলাদেশের শিল্প আইন অনুসারে যে কারখানায় ২০ জনের বেশি কিন্তু ২৩০ জনের কম শ্রমিক নিয়োজিত থাকে তাকে বলা হয় মাঝারি শিল্প ।
প্রশ্ন ৬ : BEPZA এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ Bangladesh Export Processing Zone Authority
প্রশ্ন ৭ : EPZ এর পূর্ণরূপ কী?
উত্তর ঃ Export Processing Zone
প্রশ্ন ৮ : বাংলাদেশে কয়টি EPZ রয়েছে এবং কি কি?
উত্তর : বাংলাদেশে মোট ৮টি EPZ রয়েছে। যথাঃ ঢাকা, চট্টগ্রাম, মংলা, কুমিল্লা, আদমজী, কর্ণফুলী, উত্তরা ও ঈশ্বরদী ।
প্রশ্ন ৯ : শিল্প কাকে বলে ?
উত্তর ঃ যান্ত্রিক উপায়ে কল-কারখানায় প্রাথমিক কাঁচামাল থেকে মাধ্যমিক ও চূড়ান্ত পণ্যসামগ্রী উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প ।
প্রশ্ন ১০ : বৃহৎ শিল্প কাকে বলে?
উত্তর ঃ বাংলাদেশের শিল্প আইন অনুসারে যে শিল্প কারখানায় ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে তাকে বলা হয় বৃহৎ শিল্প ।
প্রশ্ন ১১ ৪ বাংলাদেশে সর্বপ্রথম কোন্ সালে শিল্প নীতি ঘোষণা করা হয়?
উত্তর ঃ স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সনে সর্বপ্রথম শিল্প নীতি ঘোষণা করা হয় । প্রশ্ন ১২ ৪ বাংলাদেশের শিল্প কাঠামোর পাঁচটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর ঃ ১। দ্বৈত মালিকানা
২। রাষ্ট্রায়ত্ত খাতের ব্যর্থতা ও বেসরকারি খাতের উন্নয়ন; ৩। শ্রম নির্ভর শিল্পের প্রাধান্য;
৪। জাতীয় আয়ে শিল্পের অবদান বৃদ্ধি;
৫। তৈরি পোশাক শিল্পের দ্রুত প্রসার।
প্রশ্ন ১৩ : বাংলাদেশের কয়েকটি বৃহৎ শিল্পের নাম লিখ ।
৪৮
উত্তর ঃ পাট শিল্প, বস্ত্র শিল্প, তৈরি পোশাক শিল্প, কাগজ শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, ঔষধ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি ।
প্রশ্ন ১৪ : বাংলাদেশের পাট শিল্পের পাঁচটি সমস্যা লিখ ।
উত্তর ঃ ১ । পাট উৎপাদনে কৃষকের অনীহা;
২। সিনথেটিক আবিষ্কার;
৩ । দুর্নীতি;
৪ । অদক্ষ পরিচালনা;
৫ । শ্রম অসন্তোষ ও ট্রেড ইউনিয়নের দৌরাত্ম ।
প্রশ্ন ১৫ : বাংলাদেশের পোশাক শিল্পের ৫টি সমস্যা চিহ্নিত কর । উত্তর : ১। কোটা আরোপ;
২। অন্যান্য দেশের প্রতিযোগিতা;
৩। শ্রম অসন্তোষ;
৪। শিপমেন্ট সমস্যা;
৫। রাজনৈতিক অস্থিরতা ।
প্রশ্ন ১৬ : আমদানি বিকল্প শিল্প (ISI) বলতে কি বুঝ ?
উত্তর ঃ বিদেশ থেকে যেসব পণ্যসামগ্রী আমদানি করা হয় সেসব পণ্যসামগ্রী নিজ দেশে উৎপাদনের লক্ষ্যে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প (ISI) বলে ।
প্রশ্ন ১৭ : রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশল কি?
উত্তর : রপ্তানিযোগ্য পণ্যের শিল্পকারখানা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর জন্য গৃহীত শিল্পনীতিকে রপ্তানি তাড়িত বা রপ্তানি ভিত্তিক শিল্পায়ন কৌশল (ELI) বলা হয় ।
প্রশ্ন ১৮ : বাংলাদেশের GDP-তে শিল্পখাতে অবদান কত শতাংশ?
উত্তর ঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের GDP-তে শিল্পখাতের অবদান ২৯.৫৫ শতাংশ ।
প্রশ্ন ১৯ : বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার জন্য দায়ী পাঁচটি কারণ লিখ । .
উত্তর ঃ ১। মূলধনের স্বল্পতা ;
২। দূর্বল আর্থ-সামাজিক অবকাঠামো;
৩। অদক্ষ ব্যবস্থাপনা;
৪ । শ্রম অসন্তোষ ;
৫। সুষ্ঠু পরিকল্পনার অভাব ।
প্রশ্ন ২০ : বাংলাদেশে বর্তমানে মোট কয়টি পাটকল রয়েছে?
উত্তর ঃ বাংলাদেশে বর্তমানে মোট ৭৭টি পাটকল রয়েছে।
প্রশ্ন ২১ ও বিসিক (BSCIC) কি?
উত্তর ঃ বাংলাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকে বলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (BSCIC) । .

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]