টেকসই উন্নয়ন কি? বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সম্ভাব্য সুপারিশমালা কি হওয়া উচিত?

টেকসই উন্নয়ন ও বাংলাদেশ Sustainable Development and Bangladesh
টেকসই উন্নয়ন বলতে শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জন্য বর্তমান প্রজন্মের ভোগ করণকেই বোঝায় না; বরং একটি সংখ্যালঘিষ্টের অটেকসই ভোগের কারণে বর্তমান প্রজন্মের অবশিষ্ট জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের প্রক্রিয়া যেন বাধাগ্রস্থ না হয় সেটিও নিশ্চিত করে। অতএব, টেকসই উন্নয়নের আরেকটি মাত্রা হচ্ছে আন্তঃপ্রজন্ম সমতা। অন্যকথায়, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন এবং তা সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে সমবন্টিত । World Commission on Environment and Development (WCED) "Our Common Future” গ্রন্থে টেকসই উন্নয়নেরর কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যা নিম্নে উল্লেখ করা হলো।
১। মানুষের বাঁচার ন্যূনতম প্রয়োজন - খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানি, স্বাস্থ্য ও শিক্ষার প্রয়োজন মিটিয়ে জীবনযাত্রার মান বৃদ্ধি;
২। জনসংখ্যাকে একটি নির্দিষ্ট সীমায় ধরে রাখা;
৩ । জৈব সম্পদ এমনভাবে আহরণ করা, যা প্রকৃতি সেই সময়ে পুনর্নবায়ন করে;
৪ । খনিজ সম্পদের ক্ষেত্রে ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং রিসাইক্লিংয়ের উপর জোর দেয়া;
৫ । প্রাকৃতিক সম্পদকে নিয়ন্ত্রণে আনা;
৬। জল ও বায়ু দূষণকে নিয়ন্ত্রণে আনা;
৭ । আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেয়া;
৮ । গ্রাম উন্নয়নের উপর জোর দেয়া, যাতে গ্রামের মানুষ নিরন্তর শহরের দিকে না আসে;
৯ । সুষম ভূমি ব্যবহার এবং তা নিয়ন্ত্রণ ব্যবস্থায় আনা;
১০ । শক্তির ক্ষেত্রে পুনর্নবায়নযোগ্য উৎসের উপর নির্ভর করা ;
১১ । আয় বৃদ্ধির পাশাপাশি পুনর্বন্টনের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ।
১.২৮.১ বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের প্রতিবন্ধকতা
Obstacles to Sustainable Development in Bangladesh
তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের টেকসই উন্নয়ন গতি অত্যন্ত মন্থর ও অপরিকল্পিত । নানাবিধ অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক উপাদান এদেশের টেকসই উন্নয়নের পথে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে । টেকসই উন্নয়নের অধিকাংশ নির্ধারক আমাদের দেশে অনুপস্থিত। নিচে বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করা হলো ।
১। অত্যাধিক জনসংখ্যা;
২। নিম্ন মাথাপিছু আয়;
৩। বন উজারকরণ;
৪। অবকাঠামোগত দূর্বলতা;
৫। পরিবেশ দূষণ;
৬ । রাজনৈতিক অস্থিতিশীলতা;
৭। প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা;
৮ । অত্যাধিক বৈদেশিক সাহায্য নির্ভরতা; ৯। নিম্ন সঞ্চয় হার ও নিম্ন মূলধন গঠন; ১০ । কাঠামোগত বৈষম্য;
১১ । সম্পদের অসম বন্টন : ১২ । আমদানি নির্ভরতা ;
১৩ । প্রতিকূল আইন শৃংখলা পরিস্থিতি; ১৪ । দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র;
১৫ । সন্ত্রাস, স্বৈরতন্ত্র ও সামরিক শাসন;
১৬ । ঋণখেলাপির দৌরাত্ম;
১৭ । পুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতা ।
১.২৮.২ টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সম্ভাব্য সুপারিশমালা
Prospective Recommendations to Ensure Sustainable Development টেকসই উন্নয়নে এসব বিদ্যমান প্রতিকূলতা দূরীকরণের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য নিম্নোক্ত বিষয়গুলির প্রতি গুরুত্বারোপ করা উচিত ।
১ । প্রশাসনের সর্বস্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা;
২ । মুক্ত বাজার অর্থনীতি;
৩ । গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ;
৪ । অনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রোধ;
৫ । জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা;
৬ । সমাজ ব্যবস্থায় বিদ্যমান সকল প্রকার বৈষম্যের বিলোপ সাধন;
৭। প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ও যথাযথ ব্যবহার;
৮ । দুর্নীতির মুলোৎপাটন;
৯ । রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি শৃংখলা বিধান; ১০। নিরক্ষরতা, বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ ।

পরিশেষে বলা যায়, পরিবেশের কোনো ভৌগোলিক সীমারেখা নেই এবং কোন দেশই বিচ্ছিন্নভাবে নিজ পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে এককভাবে নিজের ভবিষ্যতকে শঙ্কামুক্ত করতে পারবে না । এজন্যই টেকসই উন্নয়নের জন্য অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের অংশীদারিত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এজন্য আমাদের ন্যায়বিচার, নৈতিকতা, সাম্য, সৌন্দৰ্য্যবোধ, দেশপ্রেম প্রভৃতি মূল্যবোধের বিষয়ে আলোচনা ও চর্চার উপর জোর দিতে হবে। কারণ এই মূল্যবোধসমূহ হারিয়ে যাবার কারণেই উন্নয়নের মানবিক অবয়ব আজ হারিয়ে গেছে। তাই বলা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতি পেতে পারে টেকসই উন্নয়নের স্থায়ী সুফল ও সমৃদ্ধি ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]