বাংলাদেশ বিমানের প্রতীক কি?

প্রশ্ন ১ ঃ বাংলাদেশ বিমান কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৭২ সালের জানুয়ারি মাসে ।
প্রশ্ন ২ : বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
উত্তর ঃ ৩টি ।
প্রশ্ন ৩ : বাংলাদেশে মোট বিমান বন্দরের সংখ্যা কত ?
উত্তর ঃ ১২টি ।
প্রশ্ন ৪ : বাংলাদেশ বিমানের প্রতীক কি?
উত্তর : বলাকা ।
প্রশ্ন ৫ ঃ সওজ এর পূর্ণ রূপ কি?
উত্তর : সড়ক ও জনপথ অধিদপ্তর ।
প্রশ্ন ৬ : BRTC এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Road Transport Corporation |
প্রশ্ন ৭ : বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোটি?
উত্তর : বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরের নাম চট্টগ্রাম ।
প্রশ্ন ৮ : বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি?
উত্তর ঃ যমুনা সেতু ।
প্রশ্ন ৯ : পরিবহণ বলতে কি বুঝায় ?
উত্তর : পরিবহণ বলতে একস্থান থেকে অন্যস্থানে, এক দেশ থেকে অন্যদেশে মালামাল বহন ও মানুষের চলাচল ও যাতায়াত ব্যবস্থাকে বোঝায় ।
প্রশ্ন ১০ : বাংলাদেশের পরিবহণ ব্যবস্থাকে কয়ভাগে ভাগ করা যায় এবং কি কি?
উত্তর : বংলাদেশে পরিবহণ ব্যবস্থাকে প্রধানত ৪টি ভাগে ভাগ করা যায় । যথাঃ
১। সড়ক পথ
২। রেলপথ
৩। নৌপথ এবং
৪। আকাশ পথ/বিমান পথ ।
প্রশ্ন ১১ : বাংলাদেশের ৪টি প্রধান সড়কের নাম লিখ ।
উত্তর ঃ ১। ঢাকা-চট্টগ্রাম
২। ঢাকা-সিলেট
৩ । ঢাকা-খুলনা
৪। ঢাকা-রাজশাহী
প্রশ্ন ১২ : বাংলাদেশের সড়ক পরিবহণের ৪টি সমস্যা লিখ ।
উত্তর ঃ ১ । অপ্রশস্ত সড়ক
২। ভয়াবহ যানজট
৩। সেতু ও কালভার্টের স্বল্পতা
৪ । অদক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা
প্রশ্ন ১৩ ঃ বাংলাদেশে সর্বপ্রথম রেলওয়ের যাত্রা শুরু হয় কখন?
উত্তর : ব্রিটিশ রেলওয়ে কোম্পানির মাধ্যমে সর্বপ্রথম ১৯৬২ সালে মাত্র ৫০কি.মি. পথ নিয়ে বাংলাদেশে
রেলপথের যাত্রা শুরু হয়।
প্রশ্ন ১৪ ঃ বাংলাদেশের ২টি প্রধান রেলপথের নাম লিখ ।
উত্তর ঃ ১। ঢাকা-চট্টগ্রাম রেলপথ
২। চট্টগ্রাম-সিলেট রেলপথ
প্রশ্ন ১৫ ঃ বাংলাদেশে রেল পরিবহনের ৪টি সমস্যা লিখ ।
উত্তর ঃ ১ । ইঞ্জিন ও বগির অভাব
২ । অদক্ষ ব্যবস্থাপনা
৩ । বিনাভাড়ায় ভ্রমণের প্রবণতা
৪ । লাইনের স্বল্পতা ।
4. প্রশ্ন ১৬ : BIWTA এর পূর্ণরূপ লিখ ।
উত্তর ঃ Bangladesh Inland Water Transport Authority | প্রশ্ন ১৭ ঃ BTCL-এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Tele Communications Limited |
প্রশ্ন ১৮ : যোগাযোগ ব্যবস্থা কাকে বলে?
উত্তর ঃ যে ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্যের আদান-প্রদান তথা
যোগাযোগ রক্ষা করা যায় তাকে যোগাযোগ ব্যবস্থা বলে ।
প্রশ্ন ১৯ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ৪টি প্রধান মাধ্যম লিখ ।
উত্তর ঃ ১। মোবাইল ফোন
২। কুরিয়ার সার্ভিস
৩ । টেলিভিশন
৪ । ইন্টারনেট
পরিবহণ ও যোগাযোগ
প্রশ্ন ২০ : বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ও ১৯৬১ সালে এক অধ্যাদেশ বলে বিআরটিসি প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন ২১ ও ডাক বিভাগের ২টি সেবার নাম লিখ ।
উত্তর ঃ ১ । পার্শেল (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক)
২। মানি অর্ডার সার্ভিস ।
প্রশ্ন ২২ ৪ বাংলাদেশের কয়েকটি স্থল বন্দরের নাম লিখ ।
৬২৭
উত্তর ঃ বেনাপোল, সোনা মসজিদ, হিলি, টেকনাফ, বিবির বাজার, বাংলাবান্ধা, বুড়িমারী, তামাবিল, আখাউড়া, দর্শনা, বিলোনিয়া, রামগড়, কড়ইতলী ইত্যাদি ।
প্রশ্ন ২৩ ঃ SOP-এর পূর্ণরূপ কি?
উত্তর : Standard Operating Procedure |
প্রশ্ন ২৪ ঃ BTRC এর পূর্ণরূপ লিখ ।
উত্তর ঃ Bangladesh Tele Communication Regulatory Commission।
প্রশ্ন ২৫ ৪ বাংলাদেশে মোট কয়টি ডাকঘর আছে?
উত্তর ঃ ৯,৮৮৬টি ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]