দরিদ্র কাকে বলে?

প্রশ্ন ১ : BRAC এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Rural Advancement Committee |
প্রশ্ন ২৪ গ্রামীণ ব্যাংক কোন্ সাল থেকে কাজ শুরু করে?
উত্তর ঃ ১৯৮৩ সালে ।
প্রশ্ন ৩ : বাংলাদেশের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্য সীমার নীচে বসবাস করে?
উত্তর ঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী, ২০১৪ সালে ২৪.৪৭ শতাংশ ।
প্রশ্ন ৪ : চরম দারিদ্র্য বলতে কী বুঝায়?
উত্তর ঃ দৈনিক ১৮০৫ কিলো ক্যালরির কম খাদ্য গ্রহণকারীদের বলা হয় চরম দারিদ্র্য । প্রশ্ন ৫ : দারিদ্র্য কয় প্রকার ও কি কি?
উত্তর ঃ দারিদ্র্য দুই প্রকার। যথাঃ (ক) চরম দারিদ্র্য ও (খ) আপেক্ষিক দারিদ্র্য। প্রশ্ন ৬ঃ স্বনির্ভর বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৫ সালে ।

প্রশ্ন ৭ ৪ প্রশিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ৪ ১৯৭৬ সালে ।
প্রশ্ন ৮ : গ্রামীণ পূর্ত কর্মসূচি কি?
দারিদ্র্য বিমোচন
উত্তর ঃ খাদ্য শস্যের দ্বারা গ্রামের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য যে পূর্ত কার্যক্রম গ্রহণ করা হয় তাকে গ্রামীণ পূর্ত কর্মসূচি বলা হয় ।
প্রশ্ন ৯ ৪ দারিদ্র্যতা কাকে বলে?
উত্তর ঃ যে অবস্থায় বা পরিবেশে মানুষ জীবনধারনের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করতে পারে না তাকে দারিদ্রতা বলে ।
প্রশ্ন ১০ ৪ দরিদ্র কাকে বলে?
উত্তর ঃ শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ও সেবা ব্যয় যারা মিটাতে পারে না তারাই দরিদ্র ।
প্রশ্ন ১১ ঃ আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে?
উত্তর ঃ যারা দৈনিক খাদ্য থেকে ২১২২ কিলো ক্যালরি গ্রহণ করতে পারে না তাকে আপেক্ষিক দরিদ্র্য বলে । প্রশ্ন ১২ ঃ দারিদ্র্য বিমোচন কর্মসূচি বলতে কি বুঝ ?
উত্তর ঃ মানুষকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করার জন্য তথা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য গৃহীত প্রচেষ্টা ও কর্মসূচিকে দারিদ্র্য বিমোচন কর্মসূচি বলা হয় ।
প্রশ্ন ১৩ : দারিদ্র্য রেখা-১ কাকে বলে?
উত্তর ঃ ক্রয়ক্ষমতার অভাবে দৈনিক মাথাপিছু কমপক্ষে ২১২২ কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করাকে দারিদ্র্য রেখা-১ বলা হয় ।
প্রশ্ন ১৪ : দারিদ্র্য রেখা-২ কাকে বলে?
উত্তর ঃ ক্রয়ক্ষমতার অভাবে দৈনিক কমপক্ষে ১৮০৫ কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করাকে দারিদ্র্য রেখা-২ বলা হয় । প্রশ্ন ১৫ : দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি কে প্রদান করেন?
উত্তর ঃ অধ্যাপক Rugner Nurkse।
প্রশ্ন ১৬ : বাংলাদেশে দারিদ্র্যতার ৪টি কারণ লিখ ।
উত্তর ঃ ১। ঔপনিবেশিক শোষণ;
২। বেকারত্ব;
৩। দুর্নীতি ও অব্যবস্থাপনা;
৪ । রাজনৈতিক অস্থিতিশীলতা ।
প্রশ্ন ১৭ : বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ৪টি উপায় লিখ ।
উত্তর ঃ ১ । অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি;
২। আয় বণ্টনে বৈষম্য দূরীকরণ;
৩ । অবকাঠামোর উন্নয়ন;
৪। সুশাসন ।
প্রশ্ন ১৮৪ দারিদ্র্য বিমোচন কৌশল বলতে কী বুঝায় ?
উত্তর ঃ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বৃদ্ধি করে দারিদ্র্য সীমার উপরে তুলে আনার জন্য গৃহীত কর্মসূচিকে বলা হয় দারিদ্র্য বিমোচন কৌশল ।
প্রশ্ন ১৯ ৪ স্থানীয় সরকার কাকে বলে?
উত্তর ঃ জনগণ দ্বারা স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি কর্তৃক পরিচালিত সরকারকে স্থানীয় সরকার বলে ।
প্রশ্ন ২০ ৪ আয় বণ্টনে অসমতা বা আয় বৈষম্য কাকে বলে?
উত্তর ঃ সমাজের মুষ্টিমেয় লোকের হাতে সিংহভাগ সম্পদের মালিকানা থাকলে এবং এর বিপরীতে সিংহভাগ লোকের হাতে মুষ্টিমেয় সম্পদের মালিকানা থাকলে তাকে “আয় বণ্টনে অসমতা” বলা হয় ।
প্রশ্ন ২১ ৪ লরেঞ্জ রেখা কাকে বলে?
উত্তর ঃ সমাজের আয় বণ্টনের বৈষম্য পরিমাপের জন্য বিখ্যাত গণিতবিদ ড. ম্যাক্স লরেঞ্জ যে জ্যামিতিক
রেখা ব্যবহার করেন তাকে বলা হয় লরেঞ্জ রেখা ।
প্রশ্ন ২২ ঃ গিনি সহগ কি?
উত্তর ঃ ইতালির গাণিতবিদ C. Gini একটি সূত্রের সাহায্যে আয় বণ্টনে বৈষম্য ও সমতা পরিমাপের চেষ্টা করেছেন । তাঁর নামানুসারে এই সূত্রকে গিনি সহগ বলা হয় ।
প্রশ্ন ২৩ ঃ বাংলাদেশে আয় বৈষম্যের ৪টি কারণ লিখ ।
উত্তর ঃ ১। ভূমির অসম মালিকানা ;
২ । শিক্ষা ও প্রশিক্ষণের অসম সুযোগ;
৩ । দুর্নীতি;
৪ । অসম উন্নয়ন কৌশল ।
প্রশ্ন ২৪ : বাংলাদেশে আয় বৈষম্য কমানোর ৪টি উপায় লিখ ।
উত্তর ঃ ১। ভূমি সংস্কার;
২। কর্মসংস্থান বৃদ্ধি;
৩। শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা প্রদান;
৪ । দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন :

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]