সামাজিক বনায়ন ও দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কার্যক্রম

বন অধিদপ্তরের কার্যক্রম Activities of Forest Department
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা বন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে মোট বনভূমির আয়তন ১.৬০ মিলিয়ন হেক্টর । প্রাকৃতিকভাবে সৃষ্ট ১.৪০ মিলিয়ন হেক্টর যা বন অধিদপ্তর দ্বারা নিয়ন্ত্রিত এবং অবিশিষ্ট প্রায় ০.২০ মিলিয়ন হেক্টর উপকূলীয় বনায়ন যা উপকূলীয় অঞ্চলে কৃত্রিমভাবে সৃষ্ট । এছাড়াও দেশের সর্বত্র প্রায় ০.৭৭ মিলিয়ন হেক্টর বসতবাড়ী এবং প্রান্তিক পতিত ভূমি বৃক্ষাচ্ছাদনে আবৃত। দেশের বনজ সম্পদের ঘাটতি পূরণ, কাঠভিত্তিক শিল্প কারখানার কাঁচামাল সরবরাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের চিত্তবিনোদনের ব্যবস্থা জোরদার তথা সার্বিক উন্নয়নের লক্ষ্যে বন অধিদপ্তর ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন, প্রশিক্ষণ প্রদান ও কৃষি উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করছে ।
২০১৩-১৪ আর্থিক সালে ১৩টি উন্নয়ন প্রকল্প (১২টি চলতি বিনিয়োগ প্রকল্প ও ১টি চলতি কারিগরি প্রকল্প) বন অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন আছে যার অনুকূলে এডিপি বরাদ্দ ২২০.১১ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পসমূহের অনুকূলে জুলাই ২০১৩ হতে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত ৬৮.৬৩ লক্ষ টাকা যা মোট বরাদ্দের ৩১ শতাংশ। ২০১৩-১৪ সালের ফেব্রুয়ারী ২০১৪ পর্যন্ত গৃহীত বনায়ন কার্যক্রমসমূহের (লক্ষ্যমাত্রাসহ) মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দীর্ঘমেয়াদী বাগান সৃজন (২০০ হেক্টর), স্বল্পমেয়াদি বাগান সৃজন (৮০০ হেক্টর), সড়ক-রেলপথ-বাঁধ সংযোগ সড়ক বনায়ন (৬৫২ কিঃমিঃ), বাঁশ বাগান সৃজন (৭৪০ হেক্টর), মূর্তার বাগান সৃজন (৫০ হেক্টর) বিক্রয় ও বিতরণের জন্য চারা উত্তোলন (৭.৫৫ লক্ষ), ইকো-পার্কের বিরল প্রজাতি পশুখাদ্যের বাগানসহ সৃজন (২৯৭ হেক্টর), ম্যানগ্রোভ বনায়ন (৪৮৬৮ হেক্টর), নন-ম্যানগ্রোভ বনায়ন (৪৫০ হেক্টর) ।
২০১৩-১৪ সালে ব্রন অধিদপ্তর যেসব সংস্কার ও সুশাসন সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করে তা নিম্নরূপ ।
১। ১৯২৭ সালের রন আইন সংশোধন প্রক্রিয়াধীন;
২। বৃক্ষ সংরক্ষণ আইন, ২০১১ প্রনয়ণ করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন; ৩। বনজদ্রব্য চলাচল বিধিমালা, ২০১১ (পার্বত্য অঞ্চল ব্যতিত) অনুমোদিত হয়েছে;
৪ । ১৯৭৩ সনে প্রণীত দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন রহিত করতঃ বন্যপ্রাণী সংরক্ষণ আইন
প্রণয়ন করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।
৫। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ ম্পদে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বন মহাপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ২০% ভূমি বনাচ্ছাদনের আওতায় আনায়নের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১১-১২ অর্থবছরে বন অধিদপ্তর কর্তৃক গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম নিম্নরূপঃ
১। কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় ১০০ কি.মি. সন্দ্বীপ দ্বীপ সংলগ্ন বাঁধ এলাকা এবং পটুয়াখালী জেলার নবসৃষ্ট রাঙ্গাবালি উপজেলায় সবুজবেষ্টনী সৃজনের কার্যক্রম চলছে;
২। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের ইকো-সিস্টেম এর উৎপাদনশীলতার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ১২৭.৯২ কোটি টাকা ব্যয়ে "সুন্দরবন এনভায়রনমেন্টাল এ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি (সীলস্)" প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে;
৩। আন্তঃদেশীয় সীমানায় অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধ এবং এবং বিভিন্ন সংরক্ষিত এলাকার জীববৈচিত্র সংরক্ষণ, উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ২৭৬.১৯৮ লক্ষ টাকা ব্যয়ে জুলাই ২০১১ হইতে জুন ২০১৫ সময়ে “স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রোটেকশন' প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে:
৪ । সামাজিক বনায়ন বিধিমালা, ২০০৪ সংশোধন (সংশোধিত ২০১০) করা হয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে সৃজিত সামাজিক বনায়ন হতে প্রাপ্ত লভ্যাংশ অংশীদারদের মধ্যে বিতরণ অব্যাহত আছে ।
সামাজিক বনায়ন ও দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কার্যক্রম Activities about Poverty Alleviation and Social Forestation
গ্রামীণ জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সামাজিক বনায়ন কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে । ১৯৮১ সাল হতে এ পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় মোট চারটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। চলতি অর্থবছরে বন অধিদপ্তরের বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের এবং কর্মসূচীর আওতায় ১০,১৮৯ হেক্টর ব্লক বাগান, ৬৫২ কি.মি. স্ট্রীপ বাগান এবং ২.৫৪ লক্ষ চারা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । দারিদ্র্য বিমোচনের জন্য বর্তমানে যে সকল প্রকল্প বাস্তবায়নাধীন আছে তা নিম্নরূপ
১ । আগর বাগান সৃজন (১ম পর্যায়) প্রকল্প;
২ । চট্টগ্রাম উত্তর বন বিভাগ এলাকায় ন্যাড়া পাহাড় বনায়ন (২য় পর্যায়) প্রকল্প;
৩। বৃহত্তর রাজশাহী ও কুষ্টিয়া জেলায় বনায়নের মাধ্যমে জীব বৈচিত্র্য সংরক্ষণ ও দারিদ্র্য নিরসন প্রকল্প;
৪ । বাঁশ, বেত ও মূর্তা বাগান (২য় পর্যায়) প্রকল্প ও
৫ । সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্প ।
৬। “বাংলাদেশ ক্লঠনমেট রেসিলিয়েন্ট পার্টিসিপেটরি এ্যাফরেস্টেশন এ্যান্ড রিফরেস্টেশন" ।
২০১৩-১৪ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ১,৯০৭ জন উপকারভোগীকে তাদের লভ্যাংশ বাবদ ২১ কোটি ৬৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সামাজিক বনায়ন কর্মসূচির সাথে ৫ (পাঁচ) লক্ষ এর বেশি উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে এবং ইতোমধ্যেই নগদ ২০৬.৬৮ কোটি টাকা ১,০৫,২৪২ জন দরিদ্র উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমটি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]