Remittance কী? ECNEC এর পূর্ণ অভিব্যক্তি কি?


প্রশ্ন ৩১ : উন্নত দেশ কাকে বলে?
উত্তর : যেসব দেশের মানুষের আয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, তাদেরকে উন্নত দেশ বলে । প্রশ্ন ৩২ : পাঁচটি উন্নত দেশের নাম লিখ ।
উত্তর : জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইটালী ।
প্রশ্ন ৩৩ ঃ অনুন্নত দেশ কাকে বলে?
উত্তর : যেসব দেশের জনগণের মাথাপিছু আয় খুবই কম, জীবনযাত্রার মান খুবই নিচু এবং অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে অনুন্নত দেশ বলে ।
প্রশ্ন ৩৪ : উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝ?
উত্তর : উন্নত দেশের তুলনায় যেসব দেশের জনগণের প্রকৃত মাথাপিছু আয় কম এবং জীবনযাত্রার মান নিচু হলেও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইতোমধ্যে অনেক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে তাদেরকে উন্নয়নশীল/উন্নয়নকামী দেশ বলে ।
প্রশ্ন ৩৫ : পাঁচটি উন্নয়নশীল দেশের নাম লিখ ।
উত্তর ঃ ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও পাকিস্তান ।
প্রশ্ন ৩৬ $ 'প্রথম বিশ্ব' কাকে বলে?
উত্তর : উন্নত পুঁজিবাদী দেশগুলোকে 'প্রথম বিশ্ব' বলে ।
প্রশ্ন ৩৭ । 'তৃতীয় বিশ্ব' কাকে বলে?
উত্তর : উন্নয়নশীল দেশসমূহকে বলা হয় 'তৃতীয় বিশ্ব' ।
প্রশ্ন ৩৮ ঃ 'দ্বিতীয় বিশ্ব' কি?
উত্তর ঃ পূর্ব ইউরোপ, এশিয়া ও আমেরিকার সমাজতান্ত্রিক দেশগুলোকে দ্বিতীয় বিশ্ব' বলা হয় ।
প্রশ্ন ৩৯ ঃ রূপকল্প ২০২১ ( Vision 2021 ) কি?
-
-
উত্তর ঃ ২০২০-২১ সাল নাগাদ এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন যেখানে সম্ভাব্য উচ্চতম প্রবৃদ্ধি অর্জনে সক্ষম একটি দ্রুত বিকাশমান অর্থনীতি দারিদ্রের লজ্জা গুছিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করবে, নিশ্চিত হবে আইনের শাসন, মানবাধিকার, সুশাসন ও দূষণমুক্ত পরিবেশ, গড়ে উঠবে এক অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্র । তাকে বলা হয় 'রূপকল্প ২০২১'।
প্রশ্ন ৪০ ঃ ECNEC এর পূর্ণ অভিব্যক্তি কি?
-
উত্তর : ECNEC এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে - Executive Committee of National Economic Council। প্রশ্ন ৪১৪ একনেকের প্রধান কে?
উত্তর ঃ একনেকের প্রধান হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ।
প্রশ্ন ৪২ : Remittance কী?
উত্তর : ভবিষ্যৎ সুখ সমৃদ্ধি লাভের আশায় প্রবাসী ব্যক্তিবর্গ তাদের কষ্টার্জিত অর্থের যে উদ্বৃত্ত নিজ নিজ দেশে প্রেরণ করে, তাকে রেমিট্যান্স বলা হয় ।
প্রশ্ন ৪৩ : বাংলাদেশ কখন থেকে শ্রমশক্তি রপ্তানী শুরু করে?
উত্তর ঃ ১৯৭৫-৭৬ অর্থবছর থেকে বাংলাদেশ শ্রমশক্তি রপ্তানী শুরু করে ।
প্রশ্ন ৪৪ : RPP কি?
উত্তর : Remittance and Payment Partnership Project হচ্ছে RPP । প্রশ্ন ৪৫ : কোন্ দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে? উত্তর ঃ সৌদি আরব । প্রশ্ন ৪৬ : সবচেয়ে বেশি শ্রমিক কোন্ পেশায় নিয়োজিত ? উত্তর ঃ কৃষি

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]