বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সরকারি পদক্ষেপ Government Steps to Increase Foreign Investment

বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিম্নে সংক্ষেপে তুলে ধরা হল ।
১। শুল্ক রেয়াত (Tax holiday) : জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক নির্ধারিত নীতি অনুযায়ি ঢাকা বিভাগে স্থাপিত শিল্পসমূহ ৫ বছর পর্যন্ত শুল্ক বেয়াত পায়। অন্যান্য অনুন্নত স্থানে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানসমূহ ৭ বছর পর্যন্ত এবং ইপিজেড-এ অবস্থিত প্রতিষ্ঠানসমূহ ১০ বছর পর্যন্ত শুল্ক বেয়াত পায় ।
২। স্বল্প আমদানি শুল্ক ঃ শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আমদানিকৃত Capital Machinary-এর ক্ষেত্রে আমদানি শুল্ক খুবই কম । উন্নত স্থানে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে আমদানি শুল্ক নিম্নরূপ ।
শিল্প প্রতিষ্ঠানসমূহ ১০০% রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান : উন্নত এলাকার শুল্ক হার
অনুন্নত এলাকার শুল্ক হার 0% 0%
৭০% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ৫.০০% 2.50%
৩ । আমদানিকৃত Capital Machinary-এর ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য নয় ।
৪ । প্রবাসী বাংলাদেশিরাও বিদেশীদের মত সুযোগ সুবিধা পেয়ে থাকে । পাঁচ বছর পর্যন্ত তারা
NFCD (Non-Resident Foreign Currency Deposit) একাউন্টে টাকা রাখতে পারে ।
৫। কোন দ্রব্যের উপর নির্ধারিত আমদানি শুল্ক ঐ দ্রব্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর
নির্ধারিত শুল্কের চেয়ে বেশি ।
৬। বিদেশি ঋণের সুদের উপর শুল্ক রেয়াত ।
৭ । রয়্যালটি, কারিগরি সহায়তা, কারিগরি জ্ঞানে দক্ষতা ইত্যাদির উপর শুল্ক মওকুফ।
৮ । দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা ।
৯ । ৩ বছর পর্যন্ত বিদেশী কারিগরদের আয় শুল্কমুক্ত ।
১০। বিদেশী নাগরিকদের মজুরির ৫০% বিদেশে প্রেরণের সুবিধা
১১ । শেয়ার স্থানান্তরের মাধ্যমে অর্জিত বাড়তি পুঁজির ক্ষেত্রে শুল্ক মওকুফ ।
১২। বিদেশীদের কার্য অনুমতি (ওয়ার্ক পারমিট) এর ক্ষেত্রে কোন বাধা-নিষেধ নেই । ১৩ । বিনিয়োগকৃত পুঁজি মুনাফাসহ দেশে ফেরৎ নেয়ার সুব্যবস্থা ।
১৪ । বিদেশী শেয়ারহোল্ডারদের দেশীয় মালিকদের কাছে শেয়ার হস্তান্তরের সুবিধা ।
১৫ । এক স্থানে সেবা ( One Stop Service) : বিনিয়োগের ক্ষেত্রে সরকারি সহায়তাকারী প্রতিষ্ঠান বোর্ড অব ইনভেস্টমেন্ট One stop service চালু করে। এ অফিস হতে বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধার অনুমোদন পাবে। আবেদনের ৩০ দিনের মধ্যে গ্যাস, টেলিফোন, বিদ্যুৎ, সরকারি অনুমোদন, ব্যাংক ঋণের অনুমোদন হয়ে যাবে । বিনিয়োগকারীদের আর বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]