বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধের উপায় আলোচনা কর । Discuss the ways to prevent the child labour of Bangladesh.

বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধের উপায় Ways to Prevent Child Labour in Bangladesh
শিশুদের দিয়ে কাজ করানো, রোজগারে বাধ্য করা শুধু অমানবিকই নয় বরং অনৈতিক ও বেআইনীও বটে। তাই শিশু শ্রম বন্ধ হওয়া দরকার। শিশু শ্রম বন্ধ করার জন্য বিশ্বের উন্নত দেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশে শিশু শ্রম বিরোধী আইন রয়েছে । আইন প্রণয়নের পাশাপাশি সরকার নানামুখী পদক্ষেপও গ্রহণ করছে। কিন্তু তারপরেও উন্নত, অনুন্নত দেশসহ বাংলাদেশে প্রতিনিয়ত শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে। সরকারের আইন ও পদক্ষেপ যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে শিশু শ্রমও বাড়ছে। বাংলাদেশের মত দারিদ্র্যপীড়িত ও উন্নয়নশীল দেশে শিশু শ্রম সমস্যা সমাধানের জন্য বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি প্রতিরোধ ও প্রতিকারমূলক কর্মসূচি/পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে শিশু শ্রম আরও বাড়বে যা বাংরাদেশের অর্থনীতিকে আরও সংকটাপন্ন করে তুলবে। বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা নিম্নে উল্লেখ করা হল ।
১। শিশু কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ।
২ । আইনগত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন ।
৩ । পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন ৷
৪ । শ্রম ব্যবস্থাপনার উন্নয়ন ।
৫ । জাতিসংঘ শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়ন ।
উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করার পাশাপাশি নিম্নোক্ত কর্মসূচিগুলো গ্রহণ করলে বাংলাদেশে শিশু শ্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ।
১ । ব্যাপক গণসচেতনা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ ।
২। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ ।
৩ । প্রচলিত আইনের কার্যকর সংশোধন এবং প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন ।
৪ । আইনের প্রয়োগ ও বাস্তবায়ন ।
৫ । সকল শিশুকের নিবন্ধীকরণ করা ।
৬। দারিদ্র দূর করার জন্য দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধির জন্য উপযুক্ত প্রকল্প গ্রহণ ।
৭ । শিশু-কিশোরদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অর্ন্তভূক্তিকরণ ।
৮। নিয়োগ কর্তাদের শিশু আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]