ব্যাংক হার কাকে বলে? মুদ্রা বাজার কাকে বলে?

প্রশ্ন ১ বাংলাদেশের আর্থিক বাজার কাদের নিয়ে গঠিত?
উত্তর ঃ বাংলাদেশের আর্থিক বাজার মূলত ব্যাংক ও ব্যাংক বহির্ভূত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার নিয়ে গঠিত ।
প্রশ্ন ২ বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি?
উত্তর ঃ বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এর সংখ্যা ৫টি।
প্রশ্ন ৩ : বাংলাদেশের ব্যাংকিং খাতে কত ধরনের তফসিলী ব্যাংক অন্তর্ভূক্ত আছে? ধরনগুলো উল্লেখ কর । উত্তর ঃ বাংলাদেশে ব্যাংকিং খাতে চার ধরনের তফসিলী ব্যাংক অন্তর্ভূক্ত আছে। এই ধরনগুলো হল- (ক) রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক; (খ) বিশেষায়িত ব্যাংক; (গ) স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও (ঘ) বিদেশী বাণিজ্যিক ব্যাংক ।
প্রশ্ন ৪ : স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন কি?
উত্তর ঃ স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবস্থাপনা ও ট্রেডিং কার্যক্রম পৃথক করার প্রক্রিয়াকে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন (Demutualization of stock exchange) বলা হয় ।
প্রশ্ন ৫ : আর্থিক নীতি কাকে বলে?
উত্তর ঃ অর্থের যোগান ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের জন্য সরকার ও অর্থ কর্তৃপক্ষ (কেন্দ্রীয় ব্যাংক) যেসব নীতিমালা গ্রহণ করে সেগুলোকে বলা হয় আর্থিক নীতি ।
প্রশ্ন ৬ ঃ আর্থিক নীতির হাতিয়ারগুলো কি?
উত্তর ঃ (ক) ধাতব ও কাগজী মুদ্রার নোট নিয়ন্ত্রণ; (খ) খোলা বাজার নীতি; (গ) ব্যাংক হারের পরিবর্তন;
(ঘ) রিজার্ভ হার পরিবর্তন; (ঙ) গুণগত ঋণ নিয়ন্ত্রণ ।
প্রশ্ন ৭ ঃ আর্থিক নীতির মূল লক্ষ্য কি?
উত্তর ঃ আর্থিক নীতির মূল লক্ষ্য হল পূর্ণ নিয়োগ অর্জন ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা ।
প্রশ্ন ৮ : ব্যাংক হার কাকে বলে?
উত্তর ঃ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংকগুলোকে ধার প্রদান করে তাকে ব্যাংক হার বলে ।
প্রশ্ন ৯৪ মুদ্রা বাজার কাকে বলে?
উত্তর ঃ যে বাজারে স্বল্প মেয়াদী অর্থ ঋণ হিসেবে লেনদেন করা হয় তাকে মুদ্রা বাজার বলে ।
প্রশ্ন ১০ ৪ বাংলাদেশের মুদ্রা বাজারের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর ঃ বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন ১১৪ প্রাথমিক শেয়ার কোথায় পাওয়া যায় ?
উত্তর ঃ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ সংস্থা (আই.সি.বি) এর কাছে ।

মুদ্রা ব্যবস্থাপনা এবং আর্থিক বাজার উন্নয়ন
প্রশ্ন ১২ ৪ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারি সংস্থা কোনটি? উত্তর ঃ সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্রশ্ন ১৩ ঃ বাংলাদেশের পুঁজি বিনিয়োগ সংস্থা কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর ৪ ১৯৭৬ সালের ১ অক্টোবর। '
প্রশ্ন ১৪ ৪ সরকার কোন্ সালকে “বিনিয়োগ বর্ষ” ঘোষণা করেছিল?
উত্তর ঃ ১৯৯৭ সাল ।
প্রশ্ন ১৫ ঃ বীমা কয় প্রকার ও কি কি?
উত্তর ঃ বীমা সাধারণত দুই প্রকার । যথাঃ (ক) জীবন বীমা ও (খ) সাধারণ বীমা ।
প্রশ্ন ১৬ ঃ প্রবাসী কল্যাণ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ২০ এপ্রিল, ২০১১ সাল ।
প্রশ্ন ১৭ : মোবাইল ব্যাংকিং কি?
উত্তর ঃ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবার নামই হল মোবাইল ব্যাংকিং ।
প্রশ্ন ১৮ : বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কখন?
উত্তর ঃ ৩১ মার্চ, ২০১১ সাল ।
প্রশ্ন ১৯ : বাংলাদেশে গ্রামীণ ব্যাংক কবে যাত্রা শুরু করে?
উত্তর : ১৯৭৬ সালের আগষ্ট মাসে ।
প্রশ্ন ২০ : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ।
প্রশ্ন ২১ ঃ ড. মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পান কবে ? ....
উত্তর ঃ ২০০৬ সালে ।
প্রশ্ন ২২ ঃ বাংলাদেশে ঋণের উৎস কয় প্রকার ও কি কি?
উত্তর ঃ বাংলাদেশের ঋণের উৎস দুই প্রকার । যথাঃ
(ক) প্রাতিষ্ঠানিক উৎস ও (খ) অ-প্রাতিষ্ঠানিক উৎস ।
প্রশ্ন ২৩ : মূলধন বাজার কাকে বলে?
উত্তর ঃ যেসব উৎস থেকে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পুঁজি বা মূলধন পাওয়া যেতে পারে সেসব উৎসের সমন্বয়ে মূলধন বাজার গঠিত ।
প্রশ্ন ২৪ ঃ মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর ঃ মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় অর্থাৎ দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায় । প্রশ্ন ২৫ : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কয়টি ও কি কি?
উত্তর ঃ বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে । যথাঃ
(ক) ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং (খ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]