মানুষকে আনন্দ বা তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাক্সক্ষাকে অভাব বলে। জন্মলগ্ন
<থেকেই মানুষকে সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা যায়।
মানুষের প্রয়োজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য বা সেবার অভাব অনুভূত হয়। সেটি পূরণ হবার
সাথে সাথেই বিলাস জাতীয় দ্রব্য বা সেবার অভাবের মুখোমুখি হতে হয়। এভাবে মানুষের নিরন্তর চাওয়া বা অভাবের শেষ
নেই। যেমন- কোন মানুষ যখন ভাড়া বাসায় থাকে পরবর্তীতে আরাম আয়েশ বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসায় থাকার
আকাক্সক্ষা অনুভব করে। সেটি পূরণ হলে মানুষের মনে উন্নতমানের গাড়ি, মূল্যবান অলংকার ও উন্নত সেবা ইত্যাদির
অভাব সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে যিনি দুবেলা দুমুঠো খেতে পারছেন পরবর্তীতে তিনি উন্নত খাবার ও বস্ত্র,
বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য ভোগ্যদ্রব্য যেমন- টেলিভিশন, রেফ্রিজারেটর, টেলিফোন ইত্যাদির অভাব অনুভব
করেন। এভাবেই অভাব বৃদ্ধি পেতে থাকে। এজন্যই বলা হয় অভাব অসীম।
দু®প্রাপ্যতা ও নির্বাচন (ঝপধৎপরঃু ধহফ ঈযড়রপব)
অভাব পূরণের জন্য প্রাপ্তব্য সম্পদের চেয়ে অভাব বেশী হওয়াটাই হচ্ছে দু®প্রাপ্যতা। অথবা, অভাবের চেয়ে সম্পদের
স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই দু®প্রাপ্যতা বলে। মানুষের জীবনে অভাব সীমাহীন হলেও অভাব পূরণের জন্য সম্পদ সীমিত।
এই দু®প্রাপ্যতা সর্বত্র। সমাজে ধনী-গরীব নির্বিশেষে সবাই এ সমস্যার সম্মুখীন। কোন কোন অর্থনীতিতে কোন কোন
সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে ভূমি, মধ্যপ্রাচ্যে তেল, দক্ষিণ আফ্রিকায় সোনার খনি
ইত্যাদি। তথাপি এসব দেশেও জনগণের সব অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। কারণ কেউই তার বর্তমান অবস্থা নিয়ে
সন্তুষ্ট থাকে না।
যেহেতু অর্থনীতিতে সম্পদ সীমিত অর্থাৎ মানুষের অভাব পূরণের উপকরণ অসীম নয় সেহেতু মানুষ তার চাওয়ার পুরোটাই
পায় না। তখনই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়। সাধারণত নির্বাচন বলতে বাছাই করাকে বুঝায়। মানুষের অভাব
পূরণে সম্পদের দু®প্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্য থেকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করে মানুষ তা
পূরণের চেষ্টা করে। অর্থনীতিতে ইহাকে নির্বাচন বলে। নির্বাচনের ক্ষেত্রে মানুষ কোন অভাব পূরণ করতে গিয়ে বিকল্প
সর্বোৎকৃষ্ট অভাব পূরণের আকাক্সক্ষা ত্যাগ করে। মানুষ তার সকল অভাব একসাথে পূরণ করতে পারে না।
উপরের আলোচনা থেকে বলা যায়, অসীম অভাব পূরণে সম্পদের দু®প্রাপ্যতা এবং বিভিন্ন অভাবের মধ্যে গুরুত্বের
μমানুসারে অভাব নির্বাচন করাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা।
)
‘অর্থনীতি’ শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘ঙরশড়হড়সরধ’ থেকে। যা দ্বারা গার্হস্থ্য ব্যবস্থাপনা বুঝায়। মূলত গার্হস্থ্য ব্যবস্থাপনা ও
অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রায় একই ধরনের।
একটি পরিবারকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। পরিবারই নির্ধারণ করে পরিবারের সদস্যরা কে কি কাজ করবে।
যেমন- কে রান্না করবে, কে অর্থের সংস্থান করবে, কে কাপড়-চোপড় ধৌত করবে, কে টিভি দেখবে ইত্যাদি। এসব
সিদ্ধান্ত নিতে গিয়ে পরিবারের সদস্যদের সামর্থ্য, প্রচেষ্টা ও ইচ্ছা অনুযায়ী পরিবারকে দু®প্রাপ্য সম্পদ এদের মধ্যে বন্টন
করতে হয়।
একইভাবে পরিবারের মত সমাজকেও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সমাজকে সিদ্ধান্ত নিতে হয় সমাজে কি কি কাজ
হবে, কে কোন ধরনের কাজ করবে ইত্যাদি। যেমন- কে খাদ্য উৎপাদন করবে, কে কাপড় তৈরি করবে, কে কম্পিউটার
সফ্টওয়্যারের কাজ করবে ইত্যাদি। এসব সিদ্ধান্তের পাশাপাশি সমাজকে সিদ্ধান্ত নিতে হয় অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদ
কিভাবে কাজে লাগাবে এবং উৎপাদিত দ্রব্য বা সেবা কাদের মধ্যে বণ্টন করা হবে।
অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এসব সম্পদ দু¯প্রাপ্য। আমরা আগেই জেনেছি
মানুষ যা চায় তার পুরোটাই এই সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয়। পরিবার যেমন তার প্রত্যেক
সদস্যদের সব আকাক্সক্ষা পূরণে সক্ষম নয়, ঠিক তেমনি সমাজও সব মানুষের চাওয়া অনুযায়ী সবচেয়ে উন্নত জীবনযাত্রার
মান প্রদান করতে পারে না।
অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ
দু®প্রাপ্য সম্পদের মাধ্যমে মানুষের বিকল্প অভাব পূরণের উপায়সমূহের আলোচনা করে অর্থনীতি।
খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক এল. রবিন্স এর সংজ্ঞানুযায়ী “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প
ব্যবহারযোগ্য দু®প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংμান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে।”
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণই অর্থনীতির বিষয়বস্তু।
মানুষের জীবনে অভাব সীমাহীন কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদ ও অসীম অভাব এই দুয়ের মধ্যে
সামঞ্জস্য বিধানের প্রচেষ্টাই অর্থনীতির আলোচ্য বিষয়।
দু®প্রাপ্যতা অর্থনীতির একটি মৌলিক সমস্যা। দু®প্রাপ্যতার জন্য নির্বাচনের প্রয়োজন দেখা যায়। এ কারণে
পরিবারের মত সমাজকেও প্রাপ্তব্য সম্পদ কাজে লাগিয়ে অভাবের গুরুত্বের μমানুসারে অভাব নির্বাচন করে তা
পূরণের প্রচেষ্টা করতে হয়।
বহুনির্বাচনি প্রশ্ন
১। মানুষের অভাবের ধরণ কি?
(ক) সীমিত (খ) বেশি (গ) খুবই কম (ঘ) অসীম
২। গ্রীক শব্দ ‘ঙরশড়হড়সরধ’ এর অর্থ কি?
(ক) অফিস ব্যবস্থাপনা (খ) গার্হস্থ্য ব্যবস্থাপনা
(গ) ব্যক্তি ব্যবস্থাপনা (ঘ) অর্থনৈতিক ব্যবস্থাপনা
৩। মানুষকে কেন নির্বাচন করতে হয়?
(ক) সম্পদের প্রাচুর্যতার কারণে (খ) সব সম্পদ ভালো লাগে এ কারণে
(গ) সম্পদের দু®প্রাপ্যতার কারণে (ঘ) মানুষের সীমিত অভাবের কারণে
৪। অর্থনীতিবিদ এল রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে যে মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়র. অসীম অভাব
রর. সীমিত সম্পদ
ররর. সীমিত সম্পদের বিকল্প ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৫। অর্থনীতি প্রধান আলোচ্য বিষয় হচ্ছের. সীমিত সম্পদ
রর. সম্পদের প্রাপ্তি ও ব্যবহার
ররর. সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত