মৌলিক অর্থনৈতিক সমস্যা

মূলপাঠআমরা পূর্বের পাঠে দেখেছি, দু®প্রাপ্যতা মানুষের আকাক্সক্ষা এবং আকাক্সক্ষা পূরণের জন্য সামর্থ্য-এ দুয়ের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করে। ইহাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই পাঠে আমরা দেখব কিভাবে সুযোগ ব্যয় এবং
উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা নির্বাচন সমস্যাটি ব্যাখ্যা করা যায়।
সুযোগ ব্যয়
অর্থনীতিবিদরা সম্পদের দু®প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সমন্বয় করার জন্য সুযোগ ব্যয় ধারণাটি ব্যবহার করে।
সম্পদের দু®প্রাপ্যতার কারণে মানুষকে অবশ্যই নির্বাচন করতে হয়। যখন আমাদের অসীম অভাবের সবটুকু পূরণ হয় না
তখনই বিকল্প কিছু নির্বাচন করতে হয়। অসীম অভাবের ক্ষেত্রে একটি পেতে গেলে আরেকটি ত্যাগ করতে হয়। এই
ত্যাগকৃত সুযোগের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়।
অর্থনীতিবিদদের মতে, কোন জিনিসের সুযোগ ব্যয় সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন ত্যাগের ব্যয়। সাধারণভাবে বলা
যায়, একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন যা অবশ্যই ত্যাগ করতে হয়।
এই ত্যাগের পরিমাণ হল সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন শিক্ষার্থীকে তার প্রাত্যহিক পড়াশুনা শেষ করে
অবসর সময়ে সাইকেল চালানো এবং গল্পের বই পড়া- এ দুটির মধ্যে যেকোন একটিকে নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে
যদি সে সাইকেল চালানো নির্বাচন করে তখন সাইকেল চালানোর সুযোগ ব্যয় হচ্ছে গল্পের বই পড়া।
উৎপাদন সম্ভাবনা রেখা
আমরা পূর্বেই জেনেছি, মানুষের অসীম অভাবের সবটুকু সমাজ কর্তৃক পূরণ হয় না। কারণ, সমাজে সম্পদ সীমিত।
সমাজে প্রাপ্তব্য সম্পদ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমিত পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করতে পারে। ইহা উৎপাদন
সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখা একটি সীমানার মাধ্যমে দ্রব্য বা সেবার বিভিন্ন সংমিশ্রণ
দেখায় যা উৎপাদন করা যায়।
অধ্যাপক আর. জি. লিপসি বলেন, “উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা প্রাপ্তব্য
সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয়সমূহ দেখায় যা অর্জন করা সম্ভব।” একটি সমাজ শুধুমাত্র
দুটি দ্রব্য উৎপাদন করে এই অনুমিতির ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হয়। অন্যান্য দ্রব্য বা সেবার উৎপাদন
স্থির ধরা হয়। ধরি, কোন একটি দেশ দুটি দ্রব্য উৎপাদন করে যথা কৃষিজাত দ্রব্য (খাদ্যশস্য) এবং শিল্পজাত দ্রব্য (বস্ত্র)।
এ দুটি দ্রব্য উৎপাদনে বিদ্যমান সকল সম্পদের পূর্ণ ব্যবহার করা হয়। একটি কাল্পনিক সূচি ও চিত্রের মাধ্যমে উৎপাদন
১১০ একক খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে বস্ত্রের উৎপাদন শূন্য হবে। ইহাকে ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে।
আবার যদি সকল সম্পদ শুধুমাত্র বস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয় তাহলে ১১০ একক বস্ত্র এবং ০ একক খাদ্যশস্য উৎপাদন
করা যাবে। উৎপাদন সম্ভাবনা রেখার শেষ সীমানা বা প্রান্ত দ্রব্য দুটির চূড়ান্ত উৎপাদনকে নির্দেশ করে। এখানে ১১০ একক
খাদ্যশস্য উৎপাদনের জন্য ১১০ একক বস্ত্র উৎপাদন ত্যাগ করতে হয়। এক্ষেত্রে ১১০ একক খাদ্যশস্যের সুযোগ ব্যয় ১১০
একক বস্ত্র এবং একইভাবে ১১০ একক বস্ত্রের সুযোগ ব্যয় ১১০ একক খাদ্যশস্য। দেশটির সকল সম্পদ খাদ্যশস্য ও বস্ত্র
উৎপাদনে ব্যবহৃত হলে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ পাওয়া যায়। চিত্রে ঈ বিন্দুতে ৫০ একক খাদ্যশস্য ও ৯০ একক বস্ত্র
এবং উ বিন্দুতে ৭৫ একক খাদ্যশস্য ও ৭০ একক বস্ত্র উৎপাদিত হয় এবং ঊ বিন্দুতে ১০০ একক খাদ্যশস্য ও ৪০ একক
বস্ত্র উৎপাদিত হয়। ঈ থেকে উ বিন্দুতে অতিরিক্ত (৭৫-৫০) =২৫ একক খাদ্যশস্য উৎপাদনে (৯০-৭০) =২০ একক বস্ত্র
উৎপাদন ত্যাগ করতে হয় অর্থাৎ উ বিন্দুতে, ২৫ একক খাদ্যশস্য উৎপাদনের সুযোগ ব্যয় ২০ একক বস্ত্র উৎপাদন।
একইভাবে উ থেকে ঊ বিন্দুতে ২৫ একক অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সুযোগ ব্যয় ৩০ একক বস্ত্র উৎপাদন। এখন অ,
ঈ, উ, ঊ ও ই বিন্দুগুলো যোগ করে অই উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়।
অন্যদিকে, দেশটিতে বিদ্যমান সকল সম্পদ ব্যবহার করে ঋ বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়। কারণ ঋ বিন্দু অর্থনীতিতে
প্রাপ্তব্য সম্পদের সীমানার বাইরে। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে ঋ বিন্দু অ-অর্জনযোগ্য এলাকায় অবস্থিত।
আবার, উৎপাদন সম্ভাবনা রেখার নিচে এ বিন্দু অদক্ষ উৎপাদনকে নির্দেশ করে। কারণ এ বিন্দুতে অর্থনীতির সকল
সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না।
সীমিত সম্পদ ও অসীম অভাবের কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। কোন
দেশ বা সমাজের ক্ষেত্রে সীমিত সম্পদ দ্বারা সব অভাব বা চাওয়া পূরণ করা সম্ভব হয় না। আবার অসীম অভাবের মধ্যে
সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। এ কারণে গুরুত্ব অনুযায়ী কিছু অভাবকে নির্বাচন করতে হয়। দেশ বা সমাজভেদে অভাব
নির্বাচনের বিষয়টি ভিন্নতর হতে পারে। যেমন একটি দেশের কাছে অতিরিক্ত সম্পদের সংস্থান হলে নতুন নতুন প্রযুক্তি
উদ্ভাবন গুরুত্ব পাবে। আবার আরেকটি দেশের ক্ষেত্রে ভোগ্য দ্রব্য উৎপাদন গুরুত্ব পেতে পারে।
বস্ত্রের ১১০ একক উৎপাদন করে এ দুটি দ্রব্যের অভাব পূরণ করতে পারে। কিন্তু ঐ দেশের যদি দুটি দ্রব্যের প্রয়োজন
থাকে তাহলে সীমিত সম্পদের কারণে ঐ দেশের কোন দ্রব্যটি তার কাছে অধিক গুরুত্বপূর্ণ তা নির্বাচন করতে হবে। বস্ত্রের
চেয়ে খাদ্যশস্যের অভাব বা গুরুত্ব বেশি হলে চিত্রানুযায়ী ১০০ একক খাদ্যশস্য ও ৪০ একক বস্ত্র উৎপাদন করবে। অর্থাৎ
সে দেশ ঊ বিন্দু নির্বাচন করবে। বিপরীতμমে খাদ্যশস্যের চেয়ে বস্ত্রের অভাব বেশি হলে ঈ বিন্দুতে ৯০ একক বস্ত্র ও
৫০ একক খাদ্যশস্য উৎপাদন করবে। অর্থাৎ দেশটিকে দুটি দ্রব্যের তুলনামূলক গুরুত্ব বিচার করতে হবে। অভাবের
নির্বাচন সমস্যার সমাধান করতে হবে। এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সম্পদের দু®প্রাপ্যতা ও অসীম অভাব
মৌলিক অর্থনৈতিক সমস্যা
দু®প্রাপ্যতা এবং সুযোগ ব্যয় এ দুটি গুরুত্বপূর্ণ ধারনা একটি অর্থনীতি কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। সীমিত
সম্পদ ও অসীম অভাবের কারণে মানুষ গুরুত্বপূর্ণ অভাবগুলো নির্বাচন করে আগে পূরণের চেষ্টা করে। সুতরাং সীমাহীন
অভাব এবং সীমিত সম্পদের মধ্যে ভারসাম্যহীনতার কারণে মানব সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। যে
কারণে নিম্নোক্ত তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হয়-
(১) কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে? একটি উৎপাদনক্ষম অর্থনীতি সমাজে বসবাসরত সব
মানুষের জন্য সবকিছু উৎপাদন করতে পারে না। অর্থনীতিতে প্রাপ্তব্য সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে কি কি দ্রব্য বা
সেবা কি পরিমাণ উৎপাদিত হবে সমাজ কর্তৃক সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, অর্থনীতিতে শার্ট তৈরি হবে নাকি ধান
উৎপাদিত হবে? অথবা প্রাপ্তব্য সম্পদ ব্যবহরের মাধ্যমে দুটি দ্রব্যের সংমিশ্রণ কি উৎপাদিত হবে? যা উৎপাদন সম্ভাবনা
রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অথবা গুণগত মানের শার্ট নাকি সস্তা দামের বেশি শার্ট তৈরি হবে? ভোগ্য দ্রব্য (যেমনপাউরুটি) তৈরি হবে নাকি অল্প পরিমাণ ভোগ দ্রব্য এবং বেশি পরিমাণ শিল্পজাত দ্রব্য (যেমন- যন্ত্রপাতি) উৎপাদিত হবে?
সেজন্য অভাবের গুরুত্ব ও সমাজের প্রয়োজন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে স্থির করতে হয় কোন কোন দ্রব্য কি পরিমাণে
উৎপাদন করা দরকার।
(২) কিভাবে উৎপাদন করা হবে? অর্থনীতিতে কোন একটি লক্ষ্য বাস্তবায়নের জন্য একের অধিক বিকল্প উপায় থাকে।
এক্ষেত্রে সমাজকেই নির্ধারণ করতে হয় কি পরিমাণ সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন করবে এবং কি ধরনের প্রযুক্তি ব্যবহার
করা হবে। উদাহরণস্বরূপ কে ফার্মে উৎপাদন করবে অথবা কে শিক্ষা প্রসারের কাজে নিযুক্ত থাকবে? বিভিন্ন ধরনের দ্রব্য
বা সেবা ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদন করবে নাকি সরকার অথবা মুনাফা বিহীন প্রতিষ্ঠান উৎপাদন করবে? শিল্প কারখানার
কাজে বেশী শ্রম ও কম মূলধন ব্যবহৃত হবে নাকি কম শ্রম ও বেশী মূলধন ব্যবহৃত হবে? অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে
সমাজকেই সিদ্ধান্ত নিতে হয় কি উপায়ে উৎপাদন কাজ পরিচালিত হবে।
(৩) কার জন্য উৎপাদন করা হবে? অর্থনৈতিক কার্যকলাপের চূড়ান্ত ফল জনগণের কোন অংশ ভোগ করবে তা নির্ধারণ
করতে হবে। জাতীয় উৎপাদন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিভাবে বণ্টন করা হবে? সমাজের অধিকাংশ জনগণ ধনী না
গরিব? ধনী জনগোষ্ঠীর কাছে সম্পদের বেশিরভাগ কি চলে যায়? সম্পদ বন্টনের ক্ষেত্রে কি ধরনের নিয়ম অনুসরণ করা
হবে? সমাজকেই এ সকল সিদ্ধান্ত পরিচালনা করতে হয়। সুষম বণ্টন নির্ভর করে সম্পদের দক্ষ ব্যবহারের উপর।
সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করে সমাজের সর্বোচ্চ কল্যাণ করা সম্ভব।
 সম্পদের দু®প্রাপ্যতার কারণে একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ
অবশ্যই ত্যাগ করতে হয় তা হচ্ছে সুযোগ ব্যয়।
 অন্যান্য দ্রব্যের উৎপাদন অপরিবর্তিত রেখে অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ দেখানো হয়।
 সীমিত সম্পদ ও অসীম অভাবের কারণে তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। সেগুলো হচ্ছে (১) কি
উৎপাদন করা হবে? (২) কিভাবে উৎপাদন করা হবে? (৩) কার জন্য উৎপাদন করা হবে?
বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘কি’, ‘কিভাবে’ এবং ‘কার জন্য’ উৎপাদন করা হবে-এগুলো কোন ধরনের সমস্যা?
(ক) উৎপাদনগত সমস্যা (খ) মৌলিক অর্থনৈতিক সমস্যা
(গ) বিনিময়গত সমস্যা (ঘ) বণ্টনগত সমস্যা
২। সুযোগ ব্যয় হচ্ছের. অবসর সময়ে টিভি না দেখে গল্পের বই পড়া
রর. বিকেলে মাঠে খেলতে না গিয়ে বন্ধুর সাথে আড্ডা দেয়া
ররর. একই সঙ্গে স্কুলে যাওয়া এবং মাঠে সাইকেল চালানো
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৩। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা প্রকাশ পায়র. দুটি দ্রব্যের দামের অনুপাত
রর. নির্দিষ্ট সম্পদের মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ
ররর. প্রাপ্তব্য সম্পদের সীমানার বাইরে উৎপাদন সম্ভব নয়।
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দিন।
৪। চিত্রে অই রেখাটি হচ্ছে-
(ক) যোগান রেখা (খ) প্রান্তিক উপযোগ রেখা
(গ) বাজেট রেখা (ঘ) উৎপাদন সম্ভাবনা রেখা
৫। উদ্দীপকের ঐ বিন্দু কি নির্দেশ করে?
(ক) অপূর্ণ নিয়োগ ও অধিক উৎপাদন (খ) পূর্ণনিয়োগ ও অধিক উৎপাদন
(গ) সম্পদের সীমাবদ্ধতা ও অঅর্জনযোগ্য উৎপাদন (ঘ) অপূর্ণ নিয়োগ ও স্বল্প উৎপাদন
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দিন।
মানুষের জীবনে অভাব সীমাহীন এবং সম্পদ সীমিত। একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা
দেয়। সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বের μমানুসারে অভাব নির্বাচন করতে হয়। এ কারণে একটি দ্রব্যের
অতিরিক্ত একক পাওয়ার জন্য অপর একটি দ্রব্য ত্যাগ করতে হয়।
৬। অর্থনীতিতে নির্বাচন সমস্যার উদ্ভব হয় যখনর. অসীম অভাব ও সীমাহীন সম্পদ থাকে
রর. সীমিত সম্পদ ও অসীম অভাব থাকে
ররর. সম্পদের দু®প্রাপ্যতা থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
৭। সর্বোত্তম বিকল্প দ্রব্যটি ত্যাগের ব্যয় হচ্ছে-
(ক) প্রান্তিক ব্যয় (খ) মোট ব্যয় (গ) সুযোগ ব্যয় (ঘ) গড় ব্যয়

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]