ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি


ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি
মূলপাঠঅর্থনীতি বিষয় বিভিন্ন শাখায় বিভক্ত। বিভিন্ন শাখা অর্থনীতি বিষয়ের ভিন্ন ভিন্ন দিক নিয়ে আলোচনা করে। অর্থনীতি
বিষয়ের প্রধান দুটি শাখা হলো: (১) ব্যষ্টিক অর্থনীতি (২) সমষ্টিক অর্থনীতি।
ব্যষ্টিক অর্থনীতি (গরপৎড়বপড়হড়সরপং)
গরপৎড় শব্দটির বাংলা হলো ব্যষ্টিক। গরপৎড় শব্দটি গ্রীক শব্দ গরশৎড়ং থেকে এসেছে। যার অর্থ হলো ক্ষুদ্র। ব্যষ্টিক
অর্থনীতির পরিধি ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় ব্যক্তি, পরিবার বা ফার্মের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয় এবং এসব
আচরণ বা সিদ্ধান্ত কিভাবে বাজারে মিথষ্ক্রিয়া ঘটায় তা দেখায়, সেই শাখাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি
বা ফার্মের উৎপাদন, ভোগ, দাম, মূল্য, মজুরি ইত্যাদি চলকসমূহ আলোচিত হয়। ব্যষ্টিক অর্থনীতি পরিবার বা ফার্মের
স্বতন্ত্র সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। যেমন- কোন ফার্ম বা ব্যক্তি কর্তৃক উৎপাদিত দ্রব্য বা সেবার দাম এবং ঐ ফার্মে নিয়োজিত
শ্রমিকদের মজুরি কিভাবে নির্ধারিত হবে তা ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে।
সমষ্টিক অর্থনীতি (গধপৎড়বপড়হড়সরপং)
সমষ্টিক বা ইংরেজি শব্দ গধপৎড় এর অর্থ বৃহৎ বা সামগ্রিক। যা গ্রীক শব্দ গধশৎড়ং থেকে এসেছে। সমষ্টিক অর্থনীতি সমগ্র
অর্থনীতি তথা জাতীয় ও বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করে। যেমন কিভাবে অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি উঠানামা করে
সমষ্টিক অর্থনীতি তা আলোচনা করে। সমষ্টিক অর্থনীতি অর্থনৈতিক চলকগুলোকে সার্বিক অর্থনীতির আলোকে বিশ্লেষণ
করে। সমষ্টিক অর্থনীতিতে জাতীয় আয়, ভোগস্তর, মূল্যস্তর, মজুরি স্তর, বেকারত্বের হার, মূল্যস্ফীতি, নিয়োগস্তর, বাজেট
ইত্যাদি চলকসমূহ আলোচিত হয়।
যেমন- সরকারি বাজেট বা কর জনগণের আয় কিংবা দামস্তরকে কিভাবে প্রভাবিত করে তা সমষ্টিক অর্থনীতিতে আলোচিত
হয়। অর্থাৎ সমষ্টিক অর্থনীতি সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে।
ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য
ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যসমূহ নিচে আলোচনা করা হলোপার্থক্যের বিষয় ব্যষ্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতি
সংজ্ঞা অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, পরিবার ও
ফার্মের আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি।
অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির (জাতীয় ও
আন্তর্জাতিক) আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে সমষ্টিক অর্থনীতি।
পরিধি অর্থনীতির এক একটি নির্দিষ্ট অংশ ব্যষ্টিক অর্থনীতির আওতার মধ্যে পড়ে।
সমগ্র অর্থনীতি সমষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। গুরুত্ব ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির চলকসমূহ নির্দিষ্ট বা সীমাবদ্ধ
পরিধির আলোকে বিশ্লেষণ করা হয় যথা: উৎপাদনের
উপকরণসমূহ (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) এর দাম, কোন
ব্যক্তি বা ফার্মের উৎপাদন ইত্যাদি।
সমষ্টিক অর্থনীতিতে সমগ্র অর্থনীতির আলোকে চলকসমহূ
ব্যাখ্যা করা হয়। যথা: নিয়োগস্তর, দামস্তর, দারিদ্র্যতা,
মূল্যস্ফীতি, সরকারের অর্থ সংμান্ত নীতি ইত্যাদি। অর্থনৈতিক অবস্থা
ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক
অবস্থা সম্পর্কে জানা যায় না।
সমষ্টিক অর্থনীতির দ্বারা একটি দেশের সামগ্রিক অর্থনীতির
অবস্থা জানা যায়।
নিচের বিষয়গুলো কোনটি ব্যষ্টিক অর্থনীতি এবং কোনটি সমষ্টিক অর্থনীতির আওতাভুক্ত লিখুন:
ক. অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সামগ্রিক সঞ্চয়ের প্রভাব।
খ. একটি কম্পিউটার ফার্ম তার প্রতিষ্ঠানে কতজন লোক নিয়োগ করবে সে সম্পর্কিত সিদ্ধান্ত।
গ. একটি পরিবার তার অর্জিত আয়ের কতটুকু ব্যয় করবে সে সম্পর্কিত সিদ্ধান্ত।
ঘ. একটি দেশের আমদানির উপর সরকারি করের প্রভাব।
সারসংক্ষেপ
 ব্যষ্টিক অর্থনীতির পরিধি ক্ষুদ্র এবং সমষ্টিক অর্থনীতির পরিধি সামগ্রিক।
 ব্যষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি, পরিবার, ফার্ম, বাজার ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয়। অন্যদিকে
সমষ্টিক অর্থনীতিতে সমগ্র অর্থনীতির (জাতীয় ও আন্তর্জাতিক) আচরণ বিশ্লেষণ করা হয়।
 ব্যক্তি, পরিবার বা ফার্মের উৎপাদন, ভোগ, দাম, মজুরি ইত্যাদি চলকসমূহ ব্যষ্টিক অর্থনীতিতে আলোচিত হয়।
অন্যদিকে জাতীয় উৎপাদন, দামস্তর, নিয়োগস্তর, বিনিয়োগ স্তর, সরকারি আয়-ব্যয়, ইত্যাদি চলকসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন
১। সমষ্টিক অর্থনীতিতে নিচের কোনটি গুরুত্ব দেয়া হয়?
(ক) সমগ্র অর্থনীতি (খ) ফার্ম
(গ) পরিবার (ঘ) শিল্প
২। ব্যষ্টিক অর্থনীতি নিম্নোক্ত প্রত্যয় নিয়ে কাজ করের. ফার্মের আয় ও নিয়োগ
রর. পরিবারের সঞ্চয় ও বিনিয়োগ সিদ্ধান্ত
ররর. দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন
১। অর্থনীতি একটি গতিশীল বিষয়। সভ্যতার জন্মলগ্ন থেকেই মানুষকে অসীম অভাব পূরণ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সীমত সম্পদের মাধ্যমে সীমাহীন অভাব পূরণ করতে গিয়ে মানুষকে নির্বাচন সমস্যার সমাধান করতে হয়। এই সীমাহীন অভাব এবং সম্পদের দু®প্রাপ্যতার মধ্যে ভারসাম্যহীনতার কারণে সমাজে মৌলিক
অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়।
(ক) সম্পদের দু®প্রাপ্যতা কি?
(খ) অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ সম্ভব নয় কেন?
(গ) নির্বাচন কেন প্রয়োজন?
(ঘ) অর্থনীতিতে কি, কিভাবে এবং কার জন্য এই প্রশ্ন তিনটির উদ্ভব কিভাবে ঘটে- ব্যাখ্যা করুন।
২। নির্দিষ্ট সম্পদের অধীনে একজন উৎপাদকের ‘ঢ’ ও ‘ণ’ দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিচের ছকে দেয়া হল:
(ক) উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?
(খ) উদ্দীপকের ভিত্তিতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করুন।
(গ) চিত্রে ই ও ঈ বিন্দুতে ঢ দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয় পরিমাপ করে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করুন।
(ঘ) (ঢ = ১০০, ণ = ৪০০) সংমিশ্রণটিতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করলে কি ঘটবে? আপনার মতামত লিখুন।
৩। সরকার প্রতিবছর জুন/জুলাই মাসে আগামী এক বছরের সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি বিবরণ জনগণের
সামনে তুলে ধরেন। ইহাতে পরবর্তী এক বছরের জন্য গৃহীত বা প্রস্তাবিত অর্থনৈতিক কর্মকান্ডের বিবরণ, কর্মকান্ড
বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের যোগানের উৎস এবং ব্যয়ের খাতসমূহের উল্লেখ থাকে।
(ক) অর্থনীতির কোন শাখায় সরকারি বাজেটের আলোচনা অন্তর্ভুক্ত হবে?
(খ) সমষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়?
(গ) ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি?
(ঘ) সরকারি বাজেট সামগ্রিক অর্থনীতিতে কি প্রভাব ফেলে নিজের ভাষায় লিখুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]