বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি

অর্থনৈতিক ব্যবস্থাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। কারণ এখানে সরকারি ও বেসরকারি
উভয় খাতের সুসমন্বয় বিদ্যমান। নিচে বাংলাদেশের অর্থনীতিতে যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান তা আলোচনা করা হলÑ
১. সম্পদের মালিকানা: বাংলাদেশের অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন ব্যবস্থা, ব্যবসায়-বাণিজ্য প্রত্যেক খাতে
সরকারি ও ব্যক্তি মালিকানার উপস্থিতি বিদ্যমান। গুরুত্বপূর্ণ কিছু সম্পদ ব্যক্তি মালিকানায় রেখে বাকি সম্পদ
সরকারকে বাৎসরিক করের বিনিময়ে ব্যক্তি মালিকানার হাতে থাকে।
২. সরকারি বিনিয়োগ: সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ খাতসহ রাষ্ট্রীয় নিরাপত্তা খাতসমূহে সরকারি
উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়।
৩. বেসরকারি বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির অধিকাংশই বেসরকারি বিনিয়োগের উপর নির্ভরশীল। তবে বেসরকারি
বিনিয়োগের উপর সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে।
৪. অর্থনৈতিক পরিকল্পনা: সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যৌথভাবে অর্থনেতিক পরিকল্পনা
গ্রহণ করা হয়। অর্থনৈতিক খাতসমূহ সরকারি ও বেসরকারি উভয় খাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
৫. স্বয়ংμিয় দাম ব্যবস্থা: বাংলাদেশের অর্থনীতিতে বাজার ব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয়। অথাৎ বাজারে চাহিদা ও
যোগানের পারস্পরিক μিয়া প্রতিμিয়ার মাধ্যমে স্বয়ংμিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। তবে ক্ষেত্র বিশেষে
প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে।
৬. অসম বণ্টন: বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত থাকায় যে খাতে মুনাফা বেশি সে খাতে বিনিয়োগ
বেশি হয়। উৎপাদনের সকল উপকরণ এর মালিকগণ তাদের উপকরণের ন্যায্য মূল্য বা দাম পায় না। এক্ষেত্রে
সংগঠনের মালিকগণ অন্যান্য উপকরণের মূল্য কম দিয়ে সর্বদা বেশি মুনাফা লাভের চেষ্টায় লিপ্ত থাকে। এতে আয়
কিংবা সম্পদের অসম বণ্টন দেখা যায়।
৭. সামাজিক কল্যাণ: যে সকল ব্যক্তি বাজার ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে না বা অংশগ্রহণের সুযোগ থাকে না বাজার
অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতিতে তাদের কল্যাণ সাধিত হয় না। এ ক্ষেত্রে সরকার বিভিন্ন কর্মসূচী, যেমন- শিক্ষার
জন্য খাদ্য, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, কাজের বিনিময়ে খাদ্য, দরিদ্র বয়োজেষ্ঠদের জন্য বয়স্ক ভাতা, দুস্থ মহিলা
ভাতা, আশ্রয়ণ আবাসন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহায়ন ও আত্মকর্মসংস্থান ইত্যাদির মাধ্যমে তাদের
কল্যাণ নিশ্চিত করে।
সারসংক্ষেপ
 বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত।
 এদেশে অর্থনীতির সকল খাতে সরকারি ও ব্যক্তিগত খাতের ভূমিকাকে গুরুত্ব দেয়া হয়েছে।
বহুনির্বাচনি প্রশ্ন
১। বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি, কারণ এ অর্থ ব্যবস্থায়র. ইসলামী শরীয়াহ্ অনুযায়ী অর্থনৈতিক কার্যμম সম্পূর্ণভাবে পরিচালিত হয়
রর. সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যৌথভাবে অর্থনৈতিক কার্যμম পরিচালিত হয়
ররর. সম্পদের ব্যক্তিমালিকানা থাকায় মুনাফা অর্জনের সুযোগ বিদ্যমান।
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
২। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের অসম বণ্টন দূর করার জন্য যে বিধান রাখা হয় তা হচ্ছের. যাকাত
রর. ফিতরা
ররর. মুনাফা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন।
মি. শফিক তার কর্মস্থল ব্যাংক থেকে বাইরের একটি দেশে প্রশিক্ষণ নিতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন দেশটিতে
রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি বেসরকারি অনেক ব্যাংক রয়েছে। তাছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরকারি
নিয়ন্ত্রণ বিদ্যমান।
৩। কোন ধরনের অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানায় পরিচালিত উৎপাদন ও ব্যবসায় প্রতিষ্ঠানে প্রয়োজনে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়-
(ক) ইসলামী (খ) সমাজতন্ত্রাতিক (গ) মিশ্র (ঘ) ধনতান্ত্রিক
৪। মিশ্র অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছের. বেসরকারি উদ্যোগ ও প্রচেষ্টা
রর. শোষণহীন সমাজব্যবস্থা
ররর. সরকারি নিয়ন্ত্রণ ও উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন
১। সোহেল ‘ঢ’ দেশের নাগরিক। তিনি শিক্ষা বৃত্তি নিয়ে ‘ত’ দেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পান। ‘ত’
দেশটিতে অর্থনৈতিক ব্যবস্থার যে বিষয়টি তাঁর দৃষ্টি আকর্ষণ করল সেটি হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবতীয় অর্থনৈতিক
কার্যμমের পরিচালনা। সেখানে ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান নেই। তখন সোহেল তার নিজ দেশের
অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে চিন্তা করলেন যেখানে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেয়া হয়।
(ক) ‘ঢ’ দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত?
খ. ‘ঢ’ দেশের অর্থব্যবস্থার প্রধান দু’টি বৈশিষ্ট্য লিখুন।
(গ) ‘ত’ দেশের অর্থব্যবস্থার বিবরণ দিন।
(ঘ) ‘ঢ’ ও ‘ত’ দু’টি দেশের অর্থব্যবস্থার মধ্যে আপনার নিকট কোনটি বেশি গ্রহণযোগ্য। উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।
২। ‘এ’ একটি উন্নত দেশ। সেখানে উৎপাদন ব্যবস্থা, সম্পদের মালিকানাসহ অর্থনীতির সকল খাতে রাষ্ট্রীয় পরিচালনা ও
নিয়ন্ত্রণ বিদ্যমান। ফলে দেশটিতে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়।
(ক) অর্থব্যবস্থা বলতে কি বোঝায়?
(খ) ‘এ’ দেশটিতে উৎপাদন ও বণ্টন ব্যবস্থা কিভাবে নির্ধারিত হয়।
(গ) ‘এ’ দেশটির অর্থব্যবস্থার চিত্র তুলে ধরুন।
(ঘ) দেশটিতে স্বয়ংμিয় দাম ব্যবস্থার গুরুত্ব আছে নাকি নেই? যদি না থাকে তাহলে তার কারণ ব্যাখ্যা করুন।
৩। বাংলাদেশ থেকে আরিফুর রহমান দেশের বাইরে একটি দেশের দূতাবাসের একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন।
যেখানে তিনি দেখতে পেলেন দেশটিতে ইসলামী শরীয়াহ অনুযায়ী রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত
হয়। অথচ তার দেশে রাষ্ট্রের সকল খাতে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান বিদ্যমান।
(ক) সাধারণত কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত?
(খ) আরিফুর রহমান যে দেশটিতে গেলেন সেখানে মুনাফা কিভাবে অর্জিত হয়?
(গ) বাংলাদেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কেন?
(ঘ) দুই দেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে কি? যুক্তিসহ মতামত লিখুন।
৪। ইমন ও জোসেফ দুই বন্ধু। তারা তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ইমন বলল,
‘আমাদের দেশে উৎপাদন কার্যকলাপ রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয় এবং এখানে শ্রম শোষণ নেই।’ জোসেফ
বলল “আমাদের দেশে উৎপাদন, বিনিয়োগ ও ভোগসহ সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত
হয়। এখানে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্য সামগ্রী উৎপাদন এবং μয়-বিμয় করে।”
(ক) ইমন ও জোসেফ দুই বন্ধুর দেশ দুটির অর্থব্যবস্থা কিরূপ?
(খ) ্ইমনের দেশটিতে শ্রমিকদের স্বার্থ কিভাবে দেখা হয়?
(গ) জোসেফের দেশটিতে দাম ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় বর্ণনা দিন।
(ঘ) আপনি কি ভোক্তার পূর্ণ স্বাধীনতা সমর্থন করেন? উত্তরের সপক্ষে যুক্তি দিন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]