অর্থনীতিতে উপযোগ, ভোক্তার আচরণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোক্তার আচরণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভোক্তা বাজার থেকে কিভাবে দ্রব্য সামগ্রী μয়
করে, কোন কোন বিষয় ভোক্তার চাহিদাকে প্রভাবিত করে এবং কোন একটি বিষয় পরিবর্তন হলে ভোক্তা যেভাবে
প্রতিμিয়া প্রকাশ করে তা ভোক্তার আচরণ দ্বারা প্রকাশিত হয়।
ভোক্তা তার অফুরন্ত অভাব পূরণের জন্য গুরুত্ব অনুসারে দ্রব্য বা সেবা ভোগ করে থাকে। দ্রব্য ও সেবার মধ্যে মানুষের
অভাব পূরণের যে ক্ষমতা রয়েছে তাকে উপযোগ বলে। ভোগের ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়ে μমাগত নির্দিষ্ট দ্রব্যের ভোগ
বাড়লে প্রান্তিক উপযোগ μমশ হ্রাস পায়। ভোক্তার উদ্দেশ্য হলো সর্বানি¤œ ব্যয়ের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ নিশ্চিত করা।
ভোক্তার আচরণ বিশ্লেষণ করার লক্ষ্যে এই অধ্যায়ে উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ ও
μমহ্রাসমান প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করা হলো।
ইউনিট সমাপ্তির সময় ইউনিট সমাপ্তির সর্বোচ্চ সময় ৪ দিন উপযোগের ধারণা (ঈড়হপবঢ়ঃ ড়ভ টঃরষরঃু)
সাধারণত: উপযোগ বলতে কোন দ্রব্যের উপকারিতাকে বুঝায়। কিন্তুু অর্থনীতিতে উপযোগ একটি বিশেষ অর্থে ব্যবহৃত
হয়। অর্থনীতিতে উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরনের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ
() বলে। যেমন- খাদ্যবস্তুু, ঘর-বাড়ি, বস্ত্র, শিক্ষা ইত্যাদির উপযোগ রয়েছে। কেননা খাদ্য মানুষের ক্ষুধার অভাব
পূরণ করে, বস্ত্র মানুষের লজ্জা নিবারন করে, এবং ঘর-বাড়ি মানুষের আশ্রয় দান করে থাকে।
অর্থনীতিবিদ মেয়ার্স এর মতে, “উপযোগ হলো কোন দ্রব্যের সে সব বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে
পারে।”
উপযোগের বৈশিষ্ট্যসমূহ
(১) উপযোগ একটি মনস্তাত্তি¡ক বিষয়। ভোক্তা কোন দ্রব্য বা সেবা থেকে কি পরিমাণ উপযোগ বা তৃপ্তি পাবে তা
মূলত: অনুভবের বিষয়। কারণ অর্থ বা অন্য কিছু দিয়ে তা সঠিকভাবে পরিমাপ করা যায় না।
(২) স্থান, কাল, পাত্রভেদে একই দ্রব্যের উপযোগের ব্যাপক তারতম্য ঘটে। যেমন- শীতকালে কোন গরম কাপড়ের
উপযোগ বেশী হলেও গ্রীষ্মকালে ঐ একই কাপড়ের উপযোগ তেমন একটা থাকে না।
(৩) উপযোগ মানুষের রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল। কোন ভোক্তার নিকট একটি দ্রব্যের উপযোগ তার
আয়, রুচি ও অভ্যাসের উপর নির্ভর করে। আবার যে ব্যক্তি ধূমপান করতে অভ্যস্ত তার নিকট ধূমপানের
উপযোগ থাকলেও যে ব্যক্তি ধূমপান করে না তার নিকট ধূমপানের কোন উপযোগ নাই বললেই চলে।
(৪) কোন দ্রব্যের প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পেলে অথবা অতিরিক্ত ভোগের ফলে ভোক্তার কাছে তার উপযোগ হ্রাস
পায়।
মোট ও প্রান্তিক উপযোগ
কোন দ্রব্য ভোগের উপর ভিত্তি করে উপযোগের ধারণাসমূহকে নি¤েœাক্ত তিন ভাগে ব্যাখ্যা করা যায়:
১। মোট উপযোগ
কোন নির্দিষ্ট সময়ে কোন একজন ভোক্তা কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তাদের সমষ্টিকে
মোট উপযোগ বলে। অন্যভাবে আমরা বলতে পারি, যখন কোন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে তখন সে ঐ
এককগুলো থেকে বিভিন্ন পরিমাণে উপযোগ লাভ করে। দ্রব্যটির বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিই হলো মোট
উপযোগ। যেমন- কোন নির্দিষ্ট সময়ে কোন একজন ভোক্তা বা μেতা বাজার থেকে ৪টি কমলালেবুμয় করে। সে ১ম, ২য়,
৩য় ও ৪র্থ কমলালেবু থেকে যথাμমে ১০ একক, ৭ একক, ৫ একক এবং ৪ একক উপযোগ লাভ করে। এক্ষেত্রে ঐ ভোক্তার
৪টি কমলালেবু থেকে মোট উপযোগ হবে (১০ একক + ৭ একক + ৫ একক + ৪ একক) ২৬ একক।
যদি কোন ভোক্তা কোন নির্দিষ্ট সময়ে দ্রব্যের , ........ দ্রব্য ভোগ করে .........
উপযোগ লাভ করে তবে মোট উপযোগ হবে-
.........+
অর্থাৎ
সাধারণত: কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্য ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বাড়ে তবে μমহ্রাসমান হারে।
২। প্রান্তিক উপযোগ
কোন নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ বাড়লে মোট ভোগের যে পরিবর্তন হয় তাকে
প্রান্তিক উপযোগ (গধৎমরহধষ টঃরষরঃু) বলে। অর্থাৎ কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে
প্রান্তিক উপযোগ বলে। অন্য কথায় বলা যায়, কোন দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনে ঐ দ্রব্যের মোট
উপযোগের যে পরিবর্তন হয় তকে প্রান্তিক উপযোগ বলে।
যেখানে, অতি ক্ষুদ্র পরিবর্তন
মনে করি, একজন ভোক্তা ৩টি কমলালেবু ভোগ করে ৮ একক মোট উপযোগ লাভ করে এবং ৪টি কমলালেবু ভোগ
করলে ১০ একক উপযোগ লাভ করে।
যেখানে দ্রব্য ভোগের পরিবর্তন, ছ ৪ - ৩ = ১ একক
মোট উপযোগের পরিবর্তন, ঞট ১০ - ৮ = ২ একক
উল্লেখ্য, কোন দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ μমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কিন্তুু প্রান্তিক
উপযোগ μমশ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ যখন শূণ্য হয় মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়।
অর্থনীতিতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা জানি, একটি নির্দিষ্ট সময়ে কোন
ভোগকৃত দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। এটাকে সাধারণত ঞট দ্বারা প্রকাশ
করা হয়। অন্যদিকে, নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে
পরিবর্তন হয় তকে প্রান্তিক উপযোগ বলে। এটাকে গট দ্বারা প্রকাশ করা হয়। একজন ভোক্তার উপযোগ সূচির মাধ্যমে
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেখানো হলো-
মোট উপযোগের পরিবর্তন
দ্রব্য ভোগের পরিমাণে পরিবর্তন
তবে তা μমহ্রাসমান হারে। মোট উপযোগ যখন μমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ μমান্বয়ে হ্রাস পায়।
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূণ্য হয়। মোট উপযোগ হ্রাস পেতে থাকলে প্রান্তিক উপযোগ
ঋনাতœক হয়।
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নি¤েœাক্ত চিত্রের মাধ্যমে দেখানো হলো:
চিত্র ৪.১.১: মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা
চিত্রে ভ‚মি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। হচ্ছে মোট
উপযোগ রেখা এবং গট হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। চিত্রে দেখা যায়, μমাগত প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকায়
দ্রব্যের ৪ একক পর্যন্ত মোট উপযোগ μমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। সুতরাং ৪ একক দ্রব্য ভোগ পর্যন্ত ঞট রেখা
μমহ্রাসমান হারে উপরের দিকে উঠে এবং গট রেখা নিচের দিকে নামতে থাকে। ঞট রেখা যখন সর্বোচ্চ স্তরে ৫ এককে
পৌছায় তখন গট রেখা ভ‚মি অক্ষের সাথে মিলিত হয়; অর্থাৎ প্রান্তিক উপযোগ শূণ্য হয়। এরপর ঞট রেখা যখন
নি¤œগামী হয় তখন গট রেখা ভ‚মি অক্ষকে ছেদ করে নিচে নেমে যায় অর্থাৎ গট ঋনাতœক হয়ে পড়ে।
সুতরাং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দাড়ায় নি¤œরূপ:
(১) মোট উপযোগ হলো ভোগকৃত সকল এককের উপযোগের সমষ্টি এবং প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একক
থেকে প্রাপ্ত উপযোগ। সুতরাং প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ।
(২) কোন দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ কি হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ প্রকাশ করে।
সুতরাং প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের পরিবর্তনের হার।
(৩) কোন দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ μমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তুু প্রান্তিক উপযোগ μমান্বয়ে হ্রাস পায়।
মোট উপযোগ/প্রান্তিক উপযোগ
(৪) প্রান্তিক উপযোগ শূণ্য হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগ বাড়তে থাকে।
(৫) প্রান্তিক উপযোগ যখন শূণ্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়।
(৬) প্রান্তিক উপযোগ শূণ্য হওয়ার পরও যদি দ্রব্যটির ভোগ অব্যাহত থাকে তাহলে মোট উপযোগ হ্রাস পায়। ফলে
এ অবস্থায় প্রান্তিক উপযোগ ঋনাতœক হয়।
সুতরাং সংক্ষেপে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে মোট উপযোগ
μমহ্রাসমান হারে বাড়তে থাকে। দ্রব্য ভোগের পরিমাণ μমান্বয়ে বৃদ্ধি করতে থাকলে প্রান্তিক উপযোগ μমান্বয়ে কমতে
থাকে। যখন প্রান্তিক উপযোগ শূণ্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ ঋনাতœক হলে মোট উপযোগ
হ্রাস পেতে থাকে।
সারসংক্ষেপ
 অর্থনীতিতে উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা তাকে বুঝায়। ইহা
একটি মনস্তাত্তি¡ক বিষয়। উপযোগ প্রধাণত: মানুষের রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল। একই দ্রব্যের
উপযোগ স্থান, কাল, পাত্রভেদে ভিন্ন হতে পারে।
 কোন নিদিষ্ট সময়ে কোন একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ
করে তাদের সমষ্টিকে মোট উপযোগ বলে। কোন দ্রব্যের একক প্রতি উপযোগকে গড় উপযোগ বলে। এবং
কোন একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
পাঠোত্তর মূল্যায়ন-৪.১
বহুনির্বাচনি প্রশ্ন
১। কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম, তাকে কি বলে?
(ক) সম্পদ (খ) উপযোগ (গ) অভাব (ঘ) চাহিদা
২। কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলে?
(ক) মোট উপযোগ (খ) গড় উপযোগ (গ) প্রান্তিক উপযোগ (ঘ) সম্পদ
৩। প্রান্তিক উপযোগ কখন শূণ্য হয়?
(ক) মোট উপযোগ বাড়তে থাকেলে (খ) মোট উপযোগ কমতে থাকলে
(গ) মোট উপযোগ সর্বোচ্চ হলে (ঘ) মোট উপযোগ সর্বনি¤œ হলে
৪। উপযোগ ধারণাটি কি ধরনের বিষয়?
(ক) বস্তুগত (খ) মনস্তাত্তি¡ক (গ) প্রাকৃতিক (ঘ) অবাস্তব
৫। মোট উপযোগ কিসের উপর নির্ভর করে?
(ক) পণ্যের চাহিদার উপর (খ) পণ্যের মানের উপর
(গ) পণ্যের পরিমাণের উপর (ঘ) পণ্যের যোগানের উপর
৬। কোন দ্রব্যের মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখনর. প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়
রর. প্রান্তিক উপযোগ শূণ্য হয়
ররর. প্রান্তিক উপযোগ রেখা ভ‚মি অক্ষকে ছেদ করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]