মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি

মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যা ভোক্তার আচরণ বিশ্লেষণ ও ব্যক্তির চাহিদা
রেখা নিরুপনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। জার্মান অর্থনীতিবিদ হ্যারমান হেনরিখ গোসেন (ঐবৎসধহহ ঐবরহৎরপয
এড়ংংবহ) সর্বপ্রথম এই বিধি উল্লেখ করলেও প্রখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল (অষভৎবফ গধৎংযধষষ, ১৮৯০) তাঁর
সুষ্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। μমহ্রাসমান উপযোগ বিধি কতকগুলি অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অনুমিত
শর্তগুলি নি¤œরূপ:
(১) উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব।
(২) ভোক্তার রুচি, আয় ও পছন্দ অপরিবর্তিত।
(৩) উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়।
(৪) অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে।
(৫) একটি নির্দিষ্ট সময় বিবেচ্য।
(৬) দ্রব্যের প্রতিটি একক সমজাতীয় ও পর্যাপ্ত।
(৭) দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হবে।
(৮) কোন দ্রব্যের উপযোগ অন্য দ্রব্যের উপযোগ হতে সম্পূর্ণ স্বাধীন।
(৯) ভোক্তার আচরণ যুক্তি সঙ্গত।
বিধিটির মূল বক্তব্য
সাধারণত: মানুষের অভাব অপরিসীম। কিন্তুু কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের অভাব সসীম। অভাবের এই বৈশিষ্ট্য থেকে
এ বিধির উদ্ভব। কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা যখন একই দ্রব্য μমাগতভাবে ভোগ করতে থাকে তখন তার কাছে ঐ
দ্রব্যের প্রান্তিক উপযোগ μমশ: হ্রাস পেতে থাকে। উপযোগের এ বিধিকে “μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি” বলা হয়।
অধ্যাপক মার্শালের মতে, “কোন বিশেষ দ্রব্যের মজুত বৃদ্ধির ফলে কোন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা ঐ
দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়।”
অর্থনীতিবিদ কে. ই. বোল্ডিং এর মতে, “অন্য সব দ্রব্যের ভোগ অপরিবর্তিত রেখে ভোক্তা যদি
বিশেষ কোন দ্রব্যের ভোগের পরিবর্তন করে, তবে পরিবর্তনীয় দ্রব্যটির প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে।”
সুতরাং আমরা বলতে পারি, কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা যদি কোন একটি দ্রব্য μমাগতভাবে অধিক ভোগ করতে
থাকে তখন ঐ দ্রব্যের অতিরিক্ত একক গুলো থেকে সে μমশ: কম উপযোগ লাভ করে এবং এর জন্য μমশ: কম মূল্য
দিতে প্রস্তুুত থাকে। ভোক্তার এই আচরণই অর্থনীতিতে μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত।
ছক ৪.১.২ থেকে দেখা যায়, ভোক্তা ১ম কমলালেবু থেকে ৬ একক উপযোগ, ২য় কমলালেবু থেকে ৫ একক উপযোগ, ৩য়
কমলালেবু থেকে ৪ একক উপযোগ, ৪র্থ কমলালেবু থেকে ৩ একক উপযোগ, ৫ম কমলালেবু থেকে ২ একক উপযোগ,
৬ষ্ঠ কমলালেবু থেকে ১ একক এবং ৭ম কমলালেবু থেকে শূণ্য (০) উপযোগ লাভ করে। অর্থাৎ সে ঐ সময়ে যত বেশী
কমলালেবু ভোগ করছে ততই এর প্রতি তার আসক্তি কমে যাচ্ছে। ফলে কমলালেবু থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ μমশ:
হ্রাস পায়। এক পর্যায়ে দেখা যায় যে, সে অতিরিক্ত কমলালেবু ভোগ করে কোন উপযোগ পায় না। এ ক্ষেত্রে ভোক্তার
প্রান্তিক উপযোগ শূণ্য হয়। এরপর ভোক্তা যদি কমলালেবু ভোগ অব্যাহত রাখে তবে অতিরিক্ত কমলালেবু থেকে ঋনাতœক
উপযোগ পায়। সূচিতে ৮ম কমলালেবু থেকে প্রাপ্ত উপযোগ ঋনাতœক হয়। একে অনুপযোগ ) বলে।
সুতরাং আমরা বলতে পারি, কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা একই দ্রব্য μমাগত অধিক ভোগ করতে থাকলে প্রান্তিক
উপযোগ μমশ: হ্রাস পেতে থাকে। ভোগের এক পর্যায়ে প্রান্তিক উপযোগ শূণ্য হয় এবং পরে তা ঋনাতœক হয়।
নি¤েœ রেখাচিত্রের মাধ্যমে μমহ্রাসমান উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলো:
চিত্র ৪.১.২: প্রান্তিক উপযোগ রেখা
চিত্রে ভ‚মি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। উপযোগ সূচি থেকে
দেখা যায়, ভোক্তা ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, কমলালেবু থেকে যথাμমে ৬, ৫, ৪, ৩, ২ এবং ১ প্রান্তিক উপযোগ লাভ
করে যা চিত্রে এবং বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এবং বিন্দুগুলো
যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই হলো μমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। ৭ম কমলালেবু ভোগ করলে
প্রান্তিক উপযোগ শূণ্যে নেমে আসে যা চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা ৮ম কমলালেবু ভোগ করলে
উপযোগের পরিবর্তে অনুপযোগ (উরংঁঃরষরঃু) বা ঋনাতœক উপযোগ লাভ করে যা গট রেখার ঐ′ দ্বারা নির্দেশ করে।
উপরের চিত্র অনুসারে,
(১ম) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (৬ একক)
(২য়) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (৫ একক)
(৩য়) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (৪একক)
(৪র্থ) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (৩ একক)
(৫ম) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (২ একক)
(৬ষ্ঠ) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (১ একক)
(৭ম) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ এ (শূণ্য একক)
(৮ম) কমলালেবু ভোগের প্রান্তিক উপযোগ (-১ একক)
এখানে ভোগের প্রতিটি একক সমান। অর্থাৎ ঙঅ = অই = ইঈ = ঈউ = উঊ = ঊঋ = ঋএ = এঐ
কিন্তুু প্রান্তিক উপযোগ μমাগতভাবে হ্রাস পাচ্ছে অর্থাৎ অঅ>ইই>ঈঈ>উউ>ঊঊ>ঊঋ>এ=০>ঐঐ
এভাবে দেখা যায়, কোন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে যখন একই দ্রব্য μমাগত ভোগ করতে থাকে তখন তার প্রান্তিক
উপযোগ μমাগত হ্রাস পেতে থাকে। ফলশ্রæতিতে গট রেখা বাম দিক থেকে ডান দিকে নি¤œগামী হয়।
শিক্ষার্থীর কাজ
নিচে একটি উপযোগ সারণি দেওয়া হলো।
ভোগের একক মোট উপযোগ
১ একক ৩
২ একক ৫
৩ একক ৬
৪ একক ৬
৫ একক ৫
(ক) মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখান।
(খ) মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ লেখচিত্রের মাধ্যমে বর্ণনা করুন।
বিধিটির ব্যতিμম/সীমাবদ্ধতা (খরসরঃধঃরড়হং ড়ভ ঃযব খধ)ি
যেহেতুμমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কতকগুলি অনুমিত শর্তের উপর নির্ভরশীল সেহেতু সর্বক্ষেত্রে এর প্রয়োগ
নাই। এই বিধিটির প্রধান প্রধান ব্যতিμমগুলো নি¤েœ ব্যাখ্যা করা হলো ঃ
(১) দ্রব্যের এককের পরিমাণ : দ্রব্যের একক যদি যথার্থ না হয় তবে এ বিধিটি কার্যকর হবে না। যেমন- তৃষ্ণার্থ
ব্যক্তিকে এক চা চামচ পানি দিলে তার তৃষ্ণা নিবারন না হয়ে আরো বৃদ্ধি পেতে পারে।
(২) ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন : ভোক্তার অভ্যাস রুচির পরিবর্তন হলে এ বিধিটি কার্যকর হয় না। কারণ
রুচি ও অভ্যাস পরিবর্তন হলে অতিরিক্ত এককের উপযোগ হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে। যেমন একজন
সঙ্গীত প্রেমী যত বেশী সঙ্গীত শ্রবণ করে তার আসক্তির মাত্রা ততবেশি বেড়ে যেতে পারে।
(৩) সময়ের ব্যবধান : বিধিটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ দ্রব্যের বিভিন্ন একক ভোগের মধ্যবর্তী
সময়ের ব্যবধান বেশী হলে বিধিটি কার্যকর নাও হতে পারে। যেমন- ভোক্তা প্রথম কমলালেবু খাওয়ার কয়েক
ঘন্টা পর দ্বিতীয় কমলালেবু খেলে তার প্রতি আসক্তি না কমে বাড়তেও পারে।
(৪) শখের দ্রব্য : শখের দ্রব্য সংগ্রহের ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না। যেমন- ডাকটিকিট পুরাতন মুদ্রা, কীর্তিময়
মূর্তি ইত্যাদি। এসব দ্রব্যের ক্ষেত্রে উপযোগ কখনো হ্রাস পায় না। এগুলো মানুষ যতই সংগ্রহ করে ততই তার
সংগ্রহের আকাঙ্খা বৃদ্ধি পায়।
(৫) বিকল্প ও পরিপূরক দ্রব্য : কোন দ্রব্যের উপযোগ শুধুমাত্র ঐ দ্রব্যের যোগানের উপর নির্ভর করে না। দ্রব্যটির
বিকল্প বা পরিপূরক দ্রব্যের উপরও নির্ভর করে। যেমন- কফির দাম কমে গেলে চায়ের উপযোগ বৃদ্ধি পেতে
পারে। আবার পেট্রোলের দাম অত্যধিক বৃদ্ধি পেলে গাড়ির উপযোগ কমে যেতে পারে।
(৬) ভোক্তার আয় বৃদ্ধি : ভোক্তার আয় বৃদ্ধি হলে এ বিধিটি কার্যকর নাও হতে পারে। কারণ আয় বৃদ্ধি পেলে
ভোক্তার অধিক পরিমাণ দ্রব্য μয় করার প্রবণতা বৃদ্ধি পায়।
(৭) দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে : দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকর হয় না। কারণ এসব দ্রব্যের জন্য মানুষের
আকাঙ্খা না কমে বরং বৃদ্ধি পায়।
(৮) দ্রব্যের গুণগত বিভিন্নতা : প্রাথমিক পর্যায়ে নি¤œমানের এবং পরবর্তীতে গুণগত ভাবে উন্নতমানের একই দ্রব্যের
বেলায় প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়।
(৯) ভোক্তার চরিত্র : ভোক্তার চরিত্র যুক্তিযুক্ত তথা স্বাভাবিক না হলে বিধিটি কার্যকর হবে না।
সারসংক্ষেপ
 কোন নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে মোট উপযোগ μমহ্রাসমান হারে
বাড়তে থাকে। দ্রব্য ভোগের পরিমাণ μমাগত বৃদ্ধি করতে থাকলে প্রান্তিক উপযোগ μমান্বয়ে কমতে থাকে।
যখন প্রান্তিক উপযোগ শূণ্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। প্রান্তিক উপযোগ আরো কমে যখন ঋনাতœক
হয় তখন মোট উপযোগ μমশ: হ্রাস পেতে থাকে।
 কোন ভোক্তা যখন একই দ্রব্য μমাগতভাবে ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ μমশ: হ্রাস
পেতে থাকে। উপযোগের এই বিধিকে ”μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি” বলে। আর এই μমহ্রাসমান
প্রান্তিক উপযোগ বিধির কারণে প্রান্তিক উপযোগ রেখা নি¤œগামী হয়।
পাঠোত্তর মূল্যায়ন- ৪.২
বহুনির্বাচনি প্রশ্ন
১। μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়-
(ক) আয় বৃদ্ধির ফলে (খ) সঞ্চয় বৃদ্ধির ফলে
(গ) লাভের একক বৃদ্ধির ফলে (ঘ) ভোগের একক বৃদ্ধির ফলে
২। μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত হলোর. দ্রব্যের বিভিন্ন এককের সমজাতীয়তা
রর. ভোক্তার আয়, রুচি ও অভ্যাসের স্থিরতা
ররর. ভোক্তার অযৌক্তিক ও সহজ মনোভাব
নিচের কোনটি সঠিক
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
অর্থনীতি ১ম পত্র
ইউনিট চার পৃষ্ঠা-৪৭
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩নং ও ৪নং প্রশ্নের উত্তর দেন।
জলিল মিয়া বাজার থেকে ৬টি কমলালেবুμয় করলো। সে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ কমলালেবু থেকে যথাμমে
১৫ একক, ১০ একক, ৭ একক, ৫ একক, ৩ একক এবং ১ একক প্রান্তিক উপযোগ পেলো।
৩। এক্ষেত্রে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে-
(ক) চাহিদা বিধি (খ) যোগান বিধি
(গ) μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (ঘ) μমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
৪। ৬ষ্ঠ কমলালেবুটি ভোগ করার ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ কত হবে?
(ক) ৭ একক (খ) ৫ একক (গ) ১ একক (ঘ) শূণ্য একক
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দিন।
ছাত্র রহিমের বিভিন্ন ধরনের ডাকটিকিট সংগ্রহের অনেক শখ। তাই প্রতিমাসেই কোন না কোন ডাকটিকিট সংগ্রহ করে
নিজ ডাকটিকিট অ্যালবামে পর্যায়μমে সাজিয়ে রাখে।
৫। রহিমের μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতার কোন দিকটিকে প্রতিফলিত করে?
(ক) অপরিবর্তনীয় (খ) শখের দ্রব্য সংগ্রহ (গ) প্রদর্শন প্রভাব (ঘ) পরিপূরক দ্রব্যের উপস্থিতি
৬। রহিমের μয়কৃত দ্রব্যের ক্ষেত্রে μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, কারণর. শখের দ্রব্যের চাহিদা কমে না
রর. মানুষের শখের কোন পরিতৃপ্তি হয় না
ররর. শখের দ্রব্যের মজুদ বছর ব্যাপী থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন
১। নিচের সূচিটি পর্যবেক্ষন করুন ও প্রশ্নগুলোর উত্তর দিন।
অর্পিতা বাজার থেকে ৮টি কমলালেবুμয় করেন। তাঁর উপযোগ সূচিটি নি¤œরূপঃ
কমলালেবুর সংখ্যা মোট উপযোগ একক প্রান্তিক উপযোগ এককক

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]