চাহিদা সূচি ও চাহিদা রেখা

অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন ভোক্তা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ μয় করে তার
সংখ্যাতœক প্রকাশ বা তালিকাকে চাহিদা সূচি (উবসধহফ ঝপযবফঁষব) বলে। ভোক্তা সাধারণত: কম দামে একটি দ্রব্য বেশী
পরিমাণে এবং বেশী দামে ঐ দ্রব্যটি কম পরিমাণে μয় করে। অন্য কথায় আমরা বলতে পারি, চাহিদা সূচি হলো চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। কমে যখন ২৮ টাকা হয়, তখন চাহিদা বৃদ্ধি পেয়ে ২০ কেজি হয়েছে। চালের দাম আরো কমে যখন ২৬ টাকা হয় তখন
চাহিদার পরিমাণ হলো ২৫ কেজি এবং দাম যখন কমে ২৪ টাকা হয় তখন চাহিদার পরিমাণ হলো ৩০ কেজি।
এভাবে কোন ভোক্তা বা μেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ μয় করে তার তালিকাকে চাহিদা সূচি বলে।
শফিক সাহেব ১০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি বাড়ী থেকে মনস্থির করেছিলেন যে আলুর দাম যদি প্রতি
কেজি ১০ টাকা হয় তবে তিনি ৫ কেজি আলু কিনবেন। কিন্তুু বাজারে গিয়ে দেখলেন আলুর দাম প্রতি কেজি
১১ টাকা। এমতাবস্থায় তিনি আলু না কিনে বাড়ীতে ফিরে এলেন। উপরোক্ত উদ্দীপকটি কি চাহিদা বিধিকে
ভোক্তার চাহিদা রেখা
কোন ভোক্তা কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোন একটি দ্রব্যের যে পরিমাণ μয় করে তা যখন রেখাচিত্রের সাহায্যে
প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা রেখা হলো চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ। চাহিদা রেখার
প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের চাহিদা নির্দেশ করে।
বর্ণিত বিভিন্ন দামে চালের চাহিদার যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় তার প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দুগুলো অ, ই, ঈ, ও উ সংযুক্ত
করে চাহিদা রেখা পাওয়া যায়। যেমন- অ বিন্দুতে চালের দাম যখন ৩০ টাকা, তখন চালের চাহিদার পরিমাণ ১৫ কেজি,
তেমনি উ বিন্দুতে চালের দাম কমে যখন ২৪ টাকা হয় তখন চালের চাহিদার পরিমাণ বেড়ে ৩০ কেজি হয়। সুতরাং অ,
ই, ঈ, ও উ বিন্দুসমূহের সমন্বয়ে প্রাপ্ত রেখাই হলো চাহিদা রেখা। এখানে একটি বিষয় লক্ষ্যণীয় যে, উউ' চাহিদা রেখাটি
বামদিক থেকে ডানদিকে নি¤œগামী। দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্কের কারণেই উউ' চাহিদা রেখাটি ডানদিকে
নি¤œগামী হয়েছে। সুতরাং চাহিদা সূচি থেকে আমরা সহজেই চাহিদা রেখা আঁকতে পারি।
ভোক্তার চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অংকন
বিভিন্ন ভোক্তার চাহিদা যোগ করে বাজার চাহিদা পাওয়া যায়। অন্য কথায়, দ্রব্যের প্রতিটি মূল্যে বিভিন্ন ভোক্তা যে
পরিমান μয় করে সেগুলো যোগ করলে দ্রব্যের বাজার চাহিদা পাওয়া যায়।
মনে করি বাজারে ঢ দ্রব্যের হ সংখ্যক ভোক্তা আছে। আলোচনার সুবিধার্থে ধরি বাজারে মাত্র দুইজন ভোক্তা
আছে। চিত্র ৫.২.২ এ উ১ এবং উ২ চাহিদা রেখা দ্বারা প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদা প্রকাশ করে। চিত্রে দেখা
যায়, চ০ দামে ১ম ও ২য় ভোক্তার চাহিদার পরিমান যথাμমে ১ ছ০ এবং ২ ছ০ । এক্ষেত্রে বাজার চাহিদার পরিামান
হবে ছ২

১ ছ০  ছ০  গ । আবার দ্রব্যের মূল্য চ০ থেকে কমে চ১ হলে ১ম ও ২য় ভোক্তার চাহিদার পরিমান
যথাμমে ১ ছ১ এ এবং ২ ছ১ হয়। এক্ষেত্রে বাজার চাহিদার পরিমান হবে ছ২

১ ছ১  ছ১  গ । এভাবে বিভিন্ন মূল্যে
এই দুইজন ভোক্তার চাহিদার পরিমান যোগ করে বাজার চাহিদা রেখা উগ অংকন করা যায়।
চাহিদা রেখা বাম থেকে ডানে নি¤œগামী হওয়ার কারণ (ঈধঁংবং ড়ভ ধ উবসধহফ ঈঁৎাব ঃড় নব উড়হিধিৎফ)
চাহিদা রেখা নি¤œগামী হওয়ার প্রধান কারণ হলো দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী বা ঋনাতœক
সম্পর্ক। চাহিদা রেখার ডান দিকে নি¤œগামী হওয়ার কারণগুলো নি¤œরূপঃ
(১) μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (খধি ড়ভ ফরসরহরংযরহম গধৎমরহধষ টঃরষরঃু)
চাহিদা রেখার ডানদিকে নি¤œগামীতার পিছনে μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে। সাধারণত: দ্রব্যের ভোগ
μমাগত বাড়লে দ্রব্যের প্রান্তিক একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগ কমে। দাম ও প্রান্তিক উপযোগ যখন সমান হয়,
তখন ভোক্তার উপযোগ সর্বাধিক হয়। কোন দ্রব্যের দাম কমলে প্রান্তিক উপযোগ দামের তুলনায় বেশি হয়ে পড়ে।
তখন দ্রব্যটি অধিক পরিমাণ μয় করলে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে তা আবার দামের সমান হয়। এভাবে
μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে বলা যায়, দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বেশি এবং দাম বেশী হলে
চাহিদার পরিমাণ কম হয়। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয়।
(২) প্রকৃত আয় পরিবর্তনের প্রভাব (ঊভভবপঃং ড়ভ জবধষ রহপড়সব পযধহমবং)
কোন দ্রব্যের দাম কমলে সাধারণত: ভোক্তার প্রকৃত আয় (জবধষ রহপড়সব) বা μয়ক্ষমতা বাড়ে। অর্থাৎ কোন দ্রব্যের
দাম কমলে কম পরিমাণ অর্থে μেতা একই পরিমাণ দ্রব্য μয় করতে পারে। এক্ষেত্রে একই পরিমাণ অর্থ দিয়ে μেতা
আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব্য μয় করতে পারবে। ফলে দাম কমার কারণে চাহিদা বাড়ে। আবার দ্রব্যের দাম
বাড়লে ভোক্তার প্রকৃত আয় কমে যায়। এমতাবস্থায় μেতা তার অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য μয় করতে পারে বলে
চাহিদা কমে যায়। সুতরাং প্রকৃত আয় প্রভাবের দরুন চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয়।
(৩) পরিবর্তক প্রভাব
সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকলে একটি দ্রব্যের দাম কমলে সম্পর্কিত অন্য দ্রব্যের ভোগ কমিয়ে ভোক্তা সেই পরিমাণ
দ্রব্য বেশী পরিমাণ μয় করে। যেমন - চিনি ও গুড়। চিনির দাম স্থির থাকা অবস্থায় যদি গুড়ের দাম কমে যায় তবে
ভোক্তা চিনির ব্যবহার কমিয়ে গুড়ের ব্যবহার বেশী করবে। অর্থাৎ গুড়ের দাম কমায় গুড়ের চাহিদা বৃদ্ধি পাবে।
এভাবে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ফলে চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয়।
১) চাল ও ডায়মন্ডের সম্ভাব্য চাহিদা রেখা কেমন হতে পারে তা অঙ্কন করে ব্যাখ্যা করুন।
২) চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করুন।
৩) কাল্পনিক চাহিদা রেখা অংকন করুন।
(ক) চায়ের দাম ও কফির চাহিদার ক্ষেত্রে
(খ) কালির দাম ও কলমের চাহিদার ক্ষেত্রে
 “অন্যান্য অবস্থা অপরিবর্তিত” বিবেচনা করে দ্রব্যের চাহিদার পরিমাণের সাথে ঐ দ্রব্যের দামের সম্পর্ক যে সূচির
মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি এবং যে রেখার সাহয্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা রেখা বলে।
 চাহিদার পরিমাণের পরিবর্তন বলতে একই চাহিদা রেখা বরাবর অবস্থানগত পরিবর্তন বুঝায় এক্ষেত্রে দ্রব্যের
চাহিদা শুধুমাত্র দাম দ্বারা প্রভাবিত হয়। অপরপক্ষে, চাহিদার পরিবর্তন বলতে চাহিদা রেখার স্থানান্তর বা চাহিদার
হ্রাস বা বৃদ্ধি বুঝায়। এক্ষেত্রে দ্রব্যের নিজস্ব দাম ছাড়া অন্যান্য নির্ধারকসমূহ যেমন ভোক্তার আয় সম্পর্কিত
দ্রব্যের দাম, ভবিষ্যৎ দ্রব্যমূল্য, μেতার সংখ্যা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়।
 সাধারণত: দ্রব্যের চাহিদার পরিমাণের সাথে ঐ দ্রব্যের দামের বিপরীত সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখা
নি¤œগামী হয়।
বহুনির্বাচনি প্রশ্ন
১। চাহিদা রেখার আকৃতি কি রূপ?
(ক) বাম দিক থেকে ডান দিকে নি¤œগামী
(খ) বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বগামী
(গ) ভ‚মি অক্ষের সমান্তরাল
(ঘ) লম্ব অক্ষের সমান্তরাল
২। চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নি¤œগামী কারণÑ
র. পরিপূরক দ্রব্যের প্রভাব
রর. μমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
ররর. পরিবর্তক প্রভাব
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]