যোগান ও যোগানের নির্ধারকসমূহ

μেতার মত বিμেতাও অর্থনীতির একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। বাজারে μেতার কাছ থেকে যেমন চাহিদা আসে তেমনি
বিμেতার কাছ থেকে যোগান আসে। সাধারণ কথায় কোন দ্রব্যের বিμয়যোগ্য পরিমাণকে ঐ দ্রব্যের যোগান বলে। কিন্তুু
অর্থনীতিতে কোন নির্দিষ্ট সময়ে কোন বিμেতা একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিμয় করতে থাকে তাকে যোগান
বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন চাল বিμেতা প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিμি করার জন্য বাজারে ২০০
কেজি চাল আনল। এই ২০০ কেজি চাল হলো যোগান। এখন যদি ঐ চাল বিμেতা বাজারে এসে দেখে চালের দাম প্রতি
কেজি ২৫ টাকা এবং সে যদি ঐ দামে চাল বিμি করতে রাজি না থাকে তবে তা যোগান বলে গণ্য হবে না। এ অধ্যায়ে
যোগানের ধারণা, যোগান বিধি, যোগান সূচি, যোগান রেখা ও যোগানের বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকাতা নিয়ে আলোচনা করা হলো। - যোগনের ধারণা
সাধারণ অর্থে যোগান বলতে কোন দ্রব্যের সরবরাহকে নির্দেশ করে। কিন্তুু অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট পণ্যে বিμেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বাজারে বিμয় করতে রাজি থাকে তাকে যোগান বলে। কোন দ্রব্যের
যোগান সাধারণত: উৎপাদনের উপর নির্ভরশীল। দ্রব্যের যোগান দাম ও সময় দ্বারা প্রভাবিত হয়। তাই চাহিদার ন্যায়
যোগানের ক্ষেত্রেও অন্যান্য বিষয়কে স্থির বিবেচনা করে যোগানকে শুধুমাত্র দামের সাথে একটি μিয়া বা অপেক্ষক বিবেচনা
করা হয়। সুতরাং, কোন বিμেতা বা উৎপাদন প্রতিষ্ঠান কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে তাদের উৎপাদিত পণ্যের যে
পরিমাণ বিμয় করতে প্রস্তুুত থাকে তাকে অর্থনীতিতে যোগান (ঝঁঢ়ঢ়ষু) বলে।
যোগানের নির্ধারকসমূহ (উবঃবৎসরহধহঃং ড়ভ ঝঁঢ়ঢ়ষু)
আমরা জানি, কোন দ্রব্যের যোগান কতকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। যে সব বিষয়ের উপর কোন দ্রব্যের যোগান
নির্ভরশীল ঐসব বিষয়কে যোগানের নির্ধারক বলে। যোগানের নির্ধারকগুলো যোগানের অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা
যায়। যেমন-
যোগানের নির্ধারকসমূহ (উবঃবৎসরহধহঃং ড়ভ ঝঁঢ়ঢ়ষু)
১। দ্রব্যের নিজস্ব দাম: ”অন্যান্য অবস্থা অপরিবর্তিত” থাকলে কোন দ্রব্যের যোগান প্রধানত: ঐ দ্রব্যের দামের উপর
নির্ভরশীল। দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে যোগানের পরিমাণ হ্রাস পায়।
চিত্র ৬.১.১ এ ঢ- অক্ষে দ্রব্যের যোগানের পরিমাণ এবং ণ- অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্রানুযায়ী,
দ্রব্যের দাম চঙ থেকে বৃদ্ধি পেয়ে ঙচ১ হলে দ্রব্যের যোগান বৃদ্ধি পেয়ে ঙছ০ থেকে ঙছ১ হয়।
চিত্র ৬.১.১: যোগান রেখা।
২। উৎপাদন বিধি : μমহ্রাসমান উৎপাদন বিধির অধীনে যে সব দ্রব্য (বিশেষত: কৃষিজাত দ্রব্য) উৎপাদিত হয়, সে সব
দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লেও বর্তমান সময়ে দ্রব্যের যোগান তেমন বৃদ্ধি পায় না। কিন্তুুμমবর্ধমান উৎপাদন বিধির
অধীনে যে সব দ্রব্য (বিশেষত: শিল্পজাত দ্রব্য) উৎপাদিত হয়, সে সব ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের যোগান বৃদ্ধি
পায়।
৩। উপকরণের দাম: উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। সে ক্ষেত্রে পূর্বের দামে একই
পরিমাণ যোগান দেয়া সম্ভব নয়।
৪। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন: বাজারে বিভিন্ন ধরনের বিকল্প দ্রব্য থাকে। এমতাবস্থায় কোন দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম
কমলে সে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। কারন উৎপাদক দাম কমে যাওয়া বিকল্প দ্রব্যের উৎপাদন বন্ধ করে এই দ্রব্যের
উৎপাদন বৃদ্ধি করে। ধান ও গম বিকল্প দ্রব্য। যদি গমের দাম কমে যায় তবে উৎপাদনকারীগণ ধানের উৎপাদন বৃদ্ধি
করবে। ফলে ধানের যোগান বৃদ্ধি পাবে।
৫। সময়: স্বল্পকালে উৎপাদক দ্রব্যের দামের পরিবর্তন হলেও সাথে সাথে যোগান বৃদ্ধির পরিমাণ কম হয়। কিন্তুু দীর্ঘকালে
যোগানের পরিবর্তন অনেক বেশি হয়।
৬। আবহাওয়ার প্রভাব: আবহাওয়ার ওপর কৃষিজাত দ্রব্যের যোগান নির্ভরশীল। আবহাওয়া অনুকূল থাকলে কৃষিজাত
দ্রব্যের যোগান বৃদ্ধি পায় এবং প্রতিকূল প্রভাব থাকলে কৃষিজাত দ্রব্যের যোগান হ্রাস পায়।
৭। কর ও ভর্তুকি: কর ও ভর্তুকির উপর কোন কোন দ্রব্যের যোগান নির্ভর করে। সাধারণত: কোন দ্রব্যের ওপর কর
আরোপ করলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। ফলে দ্রব্যের চাহিদা হ্রাস পাওয়ার কারণে যোগানও হ্রাস পায়। পক্ষান্তরে,
কোন দ্রব্যের উপর ভর্তুকি প্রদান করা হলে দ্রব্যের দাম হ্রাস পাওয়ায় চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্যের যোগানও বৃদ্ধি
পায়।
৮। যুক্ত যোগান: যে সব দ্রব্য যুক্তভাবে উৎপাদিত হয় সে সব দ্রব্যের ক্ষেত্রে একটির যোগান বাড়লে অন্য দ্রব্যের দাম বৃদ্ধি
না পেলেও যোগান বৃদ্ধি পায়। যেমন- ভেড়ার মাংস ও উল। ভেড়ার উৎপাদন বৃদ্ধি পেলে উলের যোগানও বৃদ্ধি পায়।
৯। উৎপাদকের সংখ্যা: বাজারে কোন দ্রব্যের যোগানের পরিমাণ সাধারণত: উৎপাদকের সংখ্যার উপর নির্ভরশীল।
উৎপাদক বেশী হলে উৎপাদন বেশী হবে। ফলে যোগান বৃদ্ধি পাবে।
১০। নতুন দ্রব্য উৎপাদন: নতুন দ্রব্য উৎপাদনের সুযোগ সৃষ্টি হলে উৎপাদক পুরাতন দ্রব্যের উৎপাদন কমায়। ফলে দ্রব্যের
দাম অপরিবর্তিত থাকা সত্তে¡ও তার যোগান হ্রাস পায়।
যোগান বিধি (খধি ড়ভ ঝঁঢ়ঢ়ষু)
দ্রব্যের দামের সাথে যোগানের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সাধারণত: দ্রব্যের যোগানের সাথে দামের সমমূখী সম্পর্ক
বিদ্যমান। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দ্রব্যের দাম কমলে দ্রব্যের যোগান কমে। যে বিধির
যোগানের পরিমাণ
দ্রব্যের দাম
সাহয্যে দ্রব্যের দামের সাথে যোগানের μিয়াগত ও নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায় তাকে যোগান বিধি (খধি ড়ভ
ঝঁঢ়ঢ়ষু) বলা যায়। অর্থাৎ ”অন্যান্য বিষয় অপরিবর্তিত” থাকা অবস্থায় কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের দাম
বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এখানে ”অন্যান্য বিষয়” বলতে উৎপাদনে ব্যবহৃত
উপকরণসমূহ, উৎপাদন কৌশল, প্রাকৃতিক অবস্থা, সম্পর্কিত দ্রব্যের দাম, সময়, উৎপাদকের সংখ্যা, ভূর্তুকি
ইত্যাদি বুঝায়।
সারসংক্ষেপ
 অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে বিμেতাগণ কোন দ্রব্যের যে পরিমাণ বাজারে বিμয় করতে
রাজি থাকে তাকে যোগান বলে। কোন দ্রব্যের যোগান সাধারণত: উৎপাদনের উপর নির্ভরশীল।
 “অন্যান্য অবস্থা অপরিবর্তিত” থাকলে যোগান বিধিতে দ্রব্যের যোগানের পরিমাণের সাথে ঐ দ্রব্যের দামের
ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে।
 যোগানের র্নিধারকসমূহ হলো - দ্রব্যের নিজস্ব দাম, উপকরণের দাম, সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তন, সময়,
আবহাওয়ার প্রভাব, কর ও ভর্তুকি, উৎপাদকের সংখ্যা ও নতুন দ্রব্য উৎপাদনের পরিমাণ।
পাঠোত্তর মূল্যায়ন- ৬.১
বহুনির্বাচনি প্রশ্ন
১। কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোন বিμেতা যে পরিমাণ বিμি করতে রাজি থাকে তাকে কি বলে?
(ক) মজুদ (খ) যোগান (গ) উৎপাদন (ঘ) চাহিদা
২। যোগান বিধিতে দামের সাথে যোগানের সম্পর্ক কিরূপ।
(ক) ধনাত্মক (খ) ঋনাত্মক (গ) স্থির (ঘ) কোন সম্পর্ক নাই
৩। যোগানের দ্বারা কি নির্দেশ করে।
(ক) দাম (খ) সময় (গ) আবহাওয়া (ঘ) সম্পর্কিত দ্রব্যের দাম
৪। যোগানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো
র. দ্রব্যের দাম
রর. উৎপাদনের উপকরণ দাম
ররর. কর ও ভর্তুকি
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৫। যোগান বিধিতে প্রকাশ পায়
র. দাম ও যোগানের মধ্যে ঋনাত্মক সম্পর্ক
রর. দাম ও যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক
ররর. দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর
৬। যোগান বিধির ব্যতিμমের ক্ষেত্রে যোগান রেখার আকৃতি হতে পারে
(ক) বাম দিকে থেকে ডান দিকে উর্ধ্বগামী (খ) ডান দিক থেকে বাম দিকে পশ্চাৎগামী
(গ) লম্ব তথা দাম অক্ষের সাথে সমান্তরাল (ঘ) ডান দিকে উর্ধ্বগামী হয়ে পরে বাম দিকে পশ্চাৎগামী
৭। যোগান বিধি অনুযায়ী “অন্যান্য বিষয় অপরিবর্তিত” থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে; দাম কমলে যোগান
কমে। উক্ত অপরিবর্তিত “অন্যান্য বিষয়” হতে পারে
র. দ্রব্যটির দাম
রর. দ্রব্যটির উৎপাদনে ব্যবহৃত উপকরণের দাম
ররর. দ্রব্যটির উৎপাদন কৌশল
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়–ন এবং ৮নং ৯নং প্রশ্নের উত্তর দেন?
গনি মিয়া একজন দক্ষ কৃষক। সে ধান উৎপাদনের কলা-কৌশল সম্পর্কে সচেতন এবং ধানের বাজার দাম সম্পর্কেও
প্রতিনিয়ত খোঁজ খবর রাখেন। বাজারে ধানের মন যখন ৬০০ টাকা তখন সে ১০০ মন ধান বাজারে যোগান দেন।
পরে ধানের দাম বৃদ্ধি পেয়ে মনপ্রতি ৬৫০ টাকা হলো এবং পরের বছর গনি মিয়া ১৫০ মন ধান বাজারে যোগান
দেন।
৮। উপরে বর্ণিত তথ্য কোন বিধি প্রকাশ করে
(ক) চাহিদা বিধি (খ) উৎপাদন বিধি (গ) যোগান বিধি (ঘ) উপযোগ বিধি
৯। দাম ও যোগানের মধ্যে সম্পর্ক হলো
র. সমমূখী
রর. বিপরীতমূখী
ররর. ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]