যোগান সূচি ও যোগান রেখার মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখান।

যোগান সূচি
কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে
যোগান সূচি বলে। এই বিধিতে দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান। নি¤েœ একটি কাল্পনিক যোগান
সূচির উদাহরণ দেওয়া হলো:
ছক ৬.২.১: যোগান সূচি
দ্রব্যের দাম (টাকায়) যোগানের পরিমাণ (প্রতি একক)
১০ ১৫
২০ ২০
৪০ ৩০
৫০ ৩৫
সূচিতে দেখা যায়, দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন- দ্রব্যের দাম প্রতি একক যখন ১০
টাকা তখন দ্রব্যের যোগানের পরিমাণ ১৫ একক, দাম বৃদ্ধি পেয়ে ২০ টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে ২০ একক হয়। এভাবে
দাম বৃদ্ধি পেয়ে ৫০ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৫ একক হয়। অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে
যোগানের পরিমাণও বৃদ্ধি পায়। অর্থাৎ দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান।
ভোক্তার যোগান রেখা
যোগান সূচির জ্যামিতিক প্রকাশই হলো যোগান রেখা। অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে তার বিভিন্ন
পরিমাণ যোগান যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান রেখার বিভিন্ন বিন্দু বিভিন্ন দামে
যোগানের বিভিন্ন পরিমাণ নির্দেশ করে। উপরোক্ত যোগান সূচির মানগুলোকে চিত্রে উপস্থাপন করে যোগান রেখা অংকন
করা হলো:
চিত্র ৬.২.১: যোগান রেখা
চিত্র ৬.২.১ এ ঢ- অক্ষে যোগানের পরিমাণ এবং ণ- অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়। দ্রব্যের দাম যখন ১০ টাকা
দ্রব্যের পরিমাণ তখন ১৫ একক এবং প্রাপ্ত বিন্দু হলো ধ। দাম বৃদ্ধি পেয়ে ২০ টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০
একক এবং প্রাপ্ত বিন্দু হলো ন। এভাবে প, ফ, ব বিন্দুতেও দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে
যথাμমে ২৫ একক, ৩০ একক এবং ৩৫ একক হয়। এই ধ, ন, প, ফ, ও ব বিন্দুগুলো যোগ করলে ঝঝ যোগান রেখা পাওয়া
যায়। ঝঝ যোগান রেখাটি উর্ধ্বগামী। দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান।
বাজার যোগান রেখা অংকন (উবৎরাধঃরড়হ ড়ভ গধৎশবঃ ঝঁঢ়ঢ়ষু ঈঁৎাব)
একটি যোগান রেখা বিভিন্ন মূল্যে কোন দ্রব্যের কি পরিমাণ যোগান দিতে উৎপাদক রাজী থাকে তা প্রকাশ করে।
অন্য কথায় দ্রব্যের প্রতিটি মূল্যে বিভিন্ন বিμেতা যে পরিমাণ দ্রব্য সরবরাহ করে সেগুলো যোগ করলে দ্রব্যের
বাজার যোগান রেখা পাওয়ায যায়।
(র) (রর) (ররর)
চিত্র ৬.১.৩: বাজার যোগান রেখা অঙ্কন
মনে করি বাজারে ঢ দ্রব্যের হ সংখ্যক বিμেতা আছে। আলোচনার সুবিধার্থে ধরি বাজারে মাত্র দুইজন বিμেতা
আছে। চিত্র ৬.১.৩ এর (র) ও (রর) এ ঝ১ এবং ঝ২ যোগান রেখা দ্বারা প্রথম ও দ্বিতীয় বিμেতার যোগান প্রকাশ
করে। চিত্র (র) ও (রর) এ দেখা যায়, চ১ দামে ১ম ও ২য় বিμেতার যোগানের পরিমাণ যথাμমে ১ ছ১ এবং ২ ছ১ ।
এক্ষেত্রে চিত্র (ররর) এ বাজার যোগানের পরিামান হবে ছ২
বাজার যোগান রেখা ঝ
গ অংকন করা যায়।
যোগান রেখা ডানদিকে উর্ধ্বগামী হওয়ার কারণ (ঝঁঢ়ঢ়ষু ঈঁৎাব মড়বং টঢ়ধিৎফ ভৎড়স খবভঃ ঃড় জরমযঃ)
যোগান বিধিতে বলা হয় ”অন্যান্য অবস্থা অপরিবর্তিত” থাকলে দ্রব্যের দামের সাথে দ্রব্যের যোগানের সরাসরি বা প্রত্যক্ষ
সম্পর্ক বিদ্যমান। আর এই দ্রব্যের দামের সাথে দ্রব্যের যোগানের প্রত্যক্ষ সম্পর্কের কারণেই যোগান রেখা সাধারণত: বাম
দিক থেকে ডান দিকে উধর্বগামী হয়। এছাড়াও আরো কয়েকটি কারণ দায়ী। সেগুলো নি¤েœ ব্যাখ্যা করা হলোঃ
চিত্র ৬.২.২: যোগান রেখা
১। মুনাফা অর্জন: সাধারণত: কোন উৎপাদিত দ্রব্যের উৎপাদন ব্যয় স্থির থেকে বিμয় দাম বাড়লে বিμেতার মুনাফা
বাড়ে। এজন্য ঐ দ্রবের যোগান বৃদ্ধি পায়। আবার দ্রব্যের বাজার দাম কমলে দ্রব্যের উৎপাদন তথা যোগান হ্রাস পায়।
এই কারণে যোগান রেখা উর্ধ্বগামী হয়।
২। বিμেতার সংখ্যা হ্রাস -বৃদ্ধি: সাধারণত: কোন উৎপাদিত দ্রব্যের বাজার দাম বৃদ্ধি পেলে বাজারে অনেক বিμেতা
প্রবেশ করে। ফলে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। আবার দ্রব্যের দাম কমলে দ্রব্যের যোগানের পরিমাণ হ্রাস পায়। এ
কারণে যোগান রেখা উর্ধ্বগামী হয়।
যোগান রেখার ব্যতিμম (ঊীপবঢ়ঃরড়হ ড়ভ ঝঁঢ়ঢ়ষু ঈঁৎাব)
যোগান বিধিতে দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক প্রকাশ করে। তবে নি¤œবর্ণিত ক্ষেত্রগুলোতে এর ব্যতিμম
দেখা যায়।
(১) ভবিষ্যতে ব্যাপক দাম বৃদ্ধির সম্ভাবনা:
ভবিষ্যতে দাম বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা থাকলে বর্তমানে ঐ দ্রব্যের দাম সামান্য বাড়লেও ঐ দ্রব্যের যোগান বাড়বে
না। কারণ বিμেতা ভবিষ্যতে আরো দাম বৃদ্ধির আশায় বর্তমানে যোগান কমিয়ে দিবে।
৬.২.৩ চিত্রে ঢ অক্ষে যোগানের পরিমাণ এবং ণ অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। চিত্রানুযায়ী প্রাথমিক
পর্যায়ে দ্রব্যের দাম যখন চ১ তখন দ্রব্যের যোগান ঙছ১। এখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে চ১ থেকে চ২ হলো।
কিন্তুু বিμেতা যদি বুঝতে পারে ভবিষ্যতে দাম আরো বৃদ্ধি পেয়ে চ৩ হবে। তখন উৎপাদক অধিক মুনাফার
আশায় বর্তমানে দাম বৃদ্ধি পাওয়া সত্তে¡ও যোগান বৃদ্ধি না করে বরং যোগান হ্রাস করবে থেকে ।
রেখার অংশ যোগান বিধির ব্যতিμম নির্দেশ করে। ভবিষ্যতে দাম চ৩ হলে উৎপাদক যোগান বৃদ্ধি করে
ঙছ২ থেকে ঙছ১ পরিমাণ।
হয়। কিন্তুু মজুরী আরো বৃদ্ধি পেয়ে ড৩ হলে শ্রমের যোগান ঙখ১ থেকে হ্রাস পেয়ে ঙখ০ হয়। তাই মজুরী
বৃদ্ধি পেলেও শ্রমের যোগান নাও বৃদ্ধি পেতে পারে। শ্রমের যোগান রেখা এর বিন্দু থেকে বাম দিকে
উর্ধ্বগামী অংশ যোগান বিধির ব্যতিμম প্রকাশ করে।
(৪) মৌসুমী দ্রব্য: মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে যোগান বিধিটি কার্যকর হয় না। নির্দিষ্ট মৌসুমে কোন দ্রব্যের দাম কমলেও
সংশ্লিষ্ট মৌসুমী দ্রব্যের যোগান কমে না। আবার মৌসুম শেষে দাম বাড়লেও যোগান বৃদ্ধি করা সম্ভব নয়।
(৫) উৎপাদনের উপকরণের অভাব: উৎপাদনের উপকরণের সীমবদ্ধতার কারণে উৎপাদন ব্যাহত হলে, ঐ দ্রব্যের
দাম বৃদ্ধি পেলেও যোগান বৃদ্ধি করা সম্ভব নয়।
(৬) প্রাকৃতিক বিপর্যয়: প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দ্রব্যের উৎপাদন ব্যাহত হলে দাম বাড়লেও ঐ দ্রব্যের যোগান
বাড়ানো সম্ভব হয় না। যেমন- প্রচন্ড খরা বা বন্যার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে কৃষিজাত দ্রব্যের দাম বৃদ্ধি
পেলেও এসব দ্রব্যের যোগান বাড়ানো সম্ভব হয় না।
যোগানের পরিমাণ <
(৭) অর্থনৈতিক দূরাবস্থা: অর্থনৈতিক দূরাবস্থা বা মন্দার কারণে অনেক সময় উৎপাদক কম দামে বেশি দ্রব্য বিμয়
করে। যেমন- আমাদের দেশের কৃষক আর্থিক সংকটের কারণে কৃষিজাত পণ্য কম দামে বেশি বিμি করে আর্থিক
সংকট উত্তরণের চেষ্টা করে।
(৮) পরিবহন সমস্যা: পরিবহন সমস্যার কারণে যোগান ব্যাহত হলে ঐ দ্রব্যের দাম বাড়লেও যোগান বৃদ্ধি করা সম্ভব
হয় না। সুতরাং উপরিউক্ত কারণগুলোর ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হয় না।
শিক্ষার্থীর কাজ
১) যোগান সূচি ও যোগান রেখার মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখান।
২) যোগান বিধির ব্যতিμম উল্লেখ করুন।
সারসংক্ষেপ
 কোন দ্রব্যের যোগানের পরিমাণের সাথে ঐ দ্রব্যের দামের মধ্যে সম্পর্ক যে সূচির মাধ্যমে প্রকাশ করা হয়
তাকে যোগান সূচি এবং যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলা হয়। যোগান সূচি ও
বিধিতে দ্রব্যের যোগানের সাথে দামের সম্পর্ক সমমুখী। আর দ্রব্যের যোগানের সাথে দামের সমমুখী সম্পর্ক
হওয়ার কারণে যোগান রেখা উর্ধ্বমূখী হয়।
 যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও যোগান রেখা অংকন করা যায়।
পাঠোত্তর মূল্যায়ন-৬.২
বহুনির্বাচনি প্রশ্ন
১। যোগান রেখার আকৃতি কি রূপ?
(ক) বাম দিকে থেকে ডান দিকে উর্ধ্বগামী (খ) বাম দিক থেকে ডান দিকে নি¤œগামী
(গ) লম্ব অক্ষের সমান্তরাল (গ) ভ‚মি অক্ষের সমান্তরাল
নিচের সূচিটি লক্ষ্য করুন এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দিন।
২। উদ্দীপকটিতে
র. দাম বাড়লে যোগান স্থির থাকে
রর. দাম বাড়লে যোগান বাড়ে
ররর. সীমাবদ্ধ দ্রব্যের যোগানকে প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩। উদ্দীপকটি হতে অংকিত যোগান রেখা কিরূপ হবে?
(ক) বাম দিক হতে ডানদিকে উর্ধ্বগামী (খ) বামদিক হতে ডানদিকে নি¤œগামী
(গ) ভ‚মি অক্ষের সমান্তরাল (ঘ) লম্ব অক্ষের সমান্তরাল <

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]