যোগানের হ্রাস-বৃদ্ধি , যোগানের সংকোচন-প্রসারণ বর্ণনা

যোগানের পরিমাণের পরিবর্তন ও যোগানের পরিবর্তন(
”অন্যান্য অবস্থা অপরিবর্তিত” থেকে যদি কোন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হয় তবে
তাকে যোগানের পরিমাণের পরিবর্তন বুঝায়। অর্থাৎ আমরা বলতে পারি, যোগানের পরিমাণের পরিবর্তন বলতে একই
যোগান রেখা বরাবর অবস্থানগত পরিবর্তনকে বুঝায়। অন্যদিকে যোগানের পরিবর্তন বলতে যোগান রেখার স্থানান্তর বা
যোগানের হ্র্াস বা বৃদ্ধি বুঝায়। এ ক্ষেত্রে দ্রব্যের নিজস্ব দাম স্থির থাকে এবং যোগানের অন্যান্য নির্ধারকসমূহ দ্রব্যের
যোগানকে প্রভাবিত করে।
যোগান রেখার সংকোচন-প্রসারণ
যোগান রেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে বিμেতার অবস্থানের পরিবর্তনকে ”যোগান রেখা বরাবর সঞ্চালন” বলা
হয়। ”যোগানের পরিমাণের পরিবর্তন” যোগানের সংকোচন-প্রসারণ ধারনার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্যান্য অবস্থা
অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে যদি তার যোগানের পরিমাণ বাড়ে, তাকে যোগানের প্রসারণ বলে।
অপরদিকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম কমলে যদি দ্রব্যের যোগানের পরিমাণ হ্রাস পায়, একে
যোগানের সংকোচন বলে। নি¤েœ একটি যোগান রেখা দ্বারা যোগানের প্রসারণ ও সংকোচন ব্যাখ্যা করা হলোঃ
থেকে ঙঢ১ হয়। এভাবে দ্রব্যের দাম হ্রাসের কারনে যোগানের হ্রাসকে যোগানের সংকোচন বলে। যা (রর) চিত্রে ঝঝ রেখা
বরাবর ন বিন্দু থেকে ধ বিন্দুতে যোগানের গমন দ্বারা নির্দেশিত।
যোগান রেখার স্থানান্তর বা যোগানের হ্রাস-বৃদ্ধি (ঝযরভঃ রহ ঝঁঢ়ঢ়ষু ঈঁৎাব ড়ৎ ওহপৎবধংব ধহফ উবপৎবধংব রহ ঝঁঢ়ঢ়ষু)
কোন কোন দ্রব্যের দামের পরিবর্তন না ঘটা সত্তে¡ও অন্যান্য নির্ধারকসমূহের পরিবর্তনের কারণে তার যোগানের পরিবর্তন
ঘটতে পারে। অর্থাৎ একটি দ্রব্যের নিজস্ব দাম স্থির থেকে যোগানের অন্যান্য নির্ধারকের মধ্যে কোন একটির পরিবর্তন
ঘটলে যোগান রেখা স্থান পরিবর্তন করে। যোগান রেখা ডানদিকে স্থান পরিবর্তন করলে যোগান বৃদ্ধি এবং বামদিকে স্থান
পরিবর্তন করলে যোগান হ্রাস পায়। অর্থাৎ নির্দিষ্ট দামে বিμেতা পূর্বের তুলনায় অধিক পরিমাণে দ্রব্য বিμয করতে প্রস্তুুত
হলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, এ অবস্থাকে যোগানের বৃদ্ধি বলা হয়। অপরদিকে, নির্দিষ্টি দামে বিμেতা
পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য বিμয় করতে চাইলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। এই অবস্থাকে যোগানের
হ্রাস বলা হয়। যোগানের হ্রাস-বৃদ্ধি দ্বারা যোগানের পরিবর্তন বুঝানো হয়।
চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যায়।
চিত্র ৬.৪.২ এ ঢ- অক্ষ যোগানের পরিমাণ এবং ণ- অক্ষ দ্রব্যের দাম নির্দেশ করে। চিত্রে ঝঝ হলো কোন দ্রব্যের মূল
যোগান রেখা। এখানে মূল দাম হলো চ০ এবং যোগানের পরিমাণ হলো ঙঢ০। এখন দ্রব্যের দাম চ০ তে স্থির থাকা
অবস্থায় অন্যান্য একটি কারণ উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে ঙঢ০ থেকে ঙঢ১
হয় যা বাম দিকে স্থানান্তরিত যোগান রেখা ঝ১ঝ১ এর ন বিন্দু দ্বারা নির্দেশিত [চিত্র(র)]। দাম স্থির থেকে এভাবে যোগান
কমে যাওয়াকে যোগানের হ্রাস বলে।
অপরদিকে, দাম চ০ তে স্থির থেকে উৎপাদনের উপকরণের দাম কমে যাওয়ার কারণে উৎপাদিত দ্রব্যের যোগান বৃদ্ধি পেয়ে
ঙঢ১ হয় যা ডান দিকে স্থানান্তরিত যোগান রেখা ঝ১ঝ১ এর ন বিন্দু দ্বারা নির্দেশিত [চিত্র(রর)]। দাম স্থির থেকে যোগানের
এভাবে বৃদ্ধিকে যোগানের বৃদ্ধি বলে। সাধারণত: যোগান রেখা মূল যোগান রেখা থেকে ডানদিকে স্থানান্তরিত হলে
যোগানের বৃদ্ধি এবং বামদিকে স্থানান্তরিত হলে যোগানের হ্রাস বলে।
যোগানের বৃদ্ধির কারণসমূহ
(১) কলাকৌশলের উন্নতি
(২) বিকল্প দ্রব্যের দাম হ্রাস
(৩) উৎপাদনের উপকরণের দাম হ্রাস
(৪) উৎপাদকের উদ্দেশ্যের অনুকূল পরিবর্তন
যোগানের পরিমাণ যোগানের পরিমাণ দাম
দাম
যোগানের হ্রাসের কারণসমূহ
(১) প্রাযুক্তিক দূর্ঘটনা
(২) বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধি
(৩) উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি
(৪) উৎপাদকের উদ্দেশ্যের প্রতিকূল পরিবর্তন
 যোগানের পরিমাণের পরিবর্তন বলতে একই যোগান রেখা বরাবর অবস্থানগত পরিবর্তনকে বুঝায়। এক্ষেত্রে
”অন্যান্য অবস্থা অপরিবর্তিত” থেকে দ্রব্যের দামের পরিবর্তন হলে যোগানের পরিমাণ পরিবর্তিত হয়।
 অন্যদিকে, যোগানের পরিবর্তন বলতে যোগান রেখার স্থানান্তর বা যোগানের হ্রাস-বৃদ্ধি বুঝায়। এক্ষেত্রে দ্রব্যের
নিজস্ব দাম স্থির থেকে যোগানের অন্যান্য র্নিধারকসমূহ দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।
পাঠোত্তর মূল্যায়ন-৬.৪
বহুনির্বাচনি প্রশ্ন
১। কোন দ্রব্যের দাম স্থির থেকে যদি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পায় যখন যোগান রেখা কোন দিকে স্থানান্তরিত হয়?
(ক) বাম দিকে (খ) ডান দিকে (গ) ভ‚মি অক্ষ বরাবর (ঘ) লম্ব অক্ষ বরাবর
২। দ্রব্যের যোগানের পরিমাণের পরিবর্তন বলতে
(ক) যোগান রেখার স্থানান্তর বুঝায় (খ) একই যোগান রেখা বরাবর পরিবর্তন বুঝায়
(গ) কোন পরিবর্তন বুঝায় না (ঘ) যোগান রেখার নি¤œমুখী স্থানান্তর বুঝায়
চূড়ান্ত মূল্যায়ন
সৃজনশীল প্রশ্ন
১। নি¤েœ দ্রব্যের ১টি কাল্পনিক যোগান সূচি দেয়া হলো:
দাম প্রতি একক (টাকা) যোগানের পরিমাণ
২ ২০০ একক
৪ ৪০০ একক
৬ ৬০০ একক
৮ ৮০০ একক
(ক) যোগান বিধি বলতে কি বুঝেন?
(খ) উদ্দীপকে বর্ণিত যোগান সূচি থেকে যোগান রেখা অংকন করুন।
(গ) উদ্দীপকে বর্ণিত যোগান সূচি থেকে যোগান অপেক্ষক তৈরী করুন।
(ঘ) যদি বাজারে হঠাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে ৮ টাকা থেকে ১৬ টাকা হলে কৃষিজাত দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব
হয় না কেন। ব্যাখ্যা করুন।
২। আফতাব মিয়া এক ব্যবসায়। তিনি এ বছর আলুর কেজি যখন ৮ টাকা তখন ২০ কেজি বিμি করেন। আলুর দাম
বৃদ্ধি পেয়ে ১০ টাকা, ১২ টাকা এবং ১৫ টাকা হলে তিনি যথাμমে ৩০ কেজি, ৪০ কেজি ও ৫০ কেজি আলু বিμি
করেন।
(ক) যোগান অপেক্ষকটি ব্যাখ্যা করুন।
(খ) উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে একটি যোগান সূচি তৈরী করে একটি যোগান রেখা অংকন করুন।
(গ) আলুর বিকল্প দ্রব্যের দাম কমে গেলে আফতাব সাহেবের আচরনের কি পরিবর্তন হবে? আপনার যুক্তি উপস্থাপন
করুন।
(ঘ) আলুর দাম বর্তমান বছরে μমান্বয়ে কমতে থাকে তাহলে আলুর যোগান পরবর্তী বছরে কেমন হবে ব্যাখ্যা
করুন।
৩। রফিক মিয়া একজন আধুনিক কৃষক এবং কৃষিপণ্যের উৎপাদন, কারিগরী কৌশল, বাজার দাম সম্পর্কে ভালোই খোঁজ
খবর রাখেন। গত মৌসুমে আলুর দাম ছিল ১০ টাকা। এই মৌসুমে তিনি ১০০ মন আলু উৎপাদন করে তা বাজারে
সরবরাহ করেছেন। তিনি তার অভিজ্ঞালদ্ধ জ্ঞান দ্বারা উপলব্ধি করেছেন আগামী বছরে আলুর দাম বৃদ্ধি পাবে। তার
জন্য তিনি উৎপাদনের আধুনিক কলা কৌশল ব্যবহার করে আরো বেশী পরিমাণ জমিতে আলু চাষ করে ৫০০ মন
আলু উৎপাদন করে বাজারে সরবরাহ করার পরিকল্পনা নিয়েছেন।
(ক) উদ্দীপকে বর্ণিত তথ্যের উপর ভিত্তি করে যোগানের পরিমাণের পরিবর্তন ধারনাটি ব্যাখ্যা করুন।
(খ) যোগানের পরিবর্তন ধারনাটি ব্যাখ্যা করুন।
(গ) যোগান অপেক্ষকটি ব্যাখ্যা করুন।
(ঘ) যোগান অপেক্ষক থেকে যোগান সূচি তৈরী করুন এবং তা থেকে যোগান রেখা অংকন করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]