বাজার কাকে বলে? বাজার কি কি ভ‚মিকা পালন করে? বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতিকে আর কোন নামে অভিহিত করা যায়?


বাজার ও বাজার অর্থনীতি সম্পর্কে সাধারণ ধারণা
বাজার বলতে সাধারণত: আমরা একটি স্থান বুঝি যেখানে কিছুনা কিছুকেনাবেচা হয়। যেমন:
মালিবাগ বাজার, কারওয়ান বাজার। আবার কোন নির্দিষ্ট দ্রব্য কেনাবেচার অবস্থা সম্পর্কে বলতে গিয়ে
অনেক সময় বাজার শব্দটি ব্যবহার করা হয়। যেমন: পাটের বাজার খারাপ কিংবা বাড়ির বাজার ভাল
ইত্যাদি। বাজার বলতে তাহলে একটি বিষয় বোঝায় তা হল: কেনাবেচা। আর অর্থশাস্ত্রে বাজার
বলতে কেনাবেচার জায়গার চাইতেও কেনাবেচার প্রক্রিয়াটির উপরই গুরুত্ব দেয়া হয় বেশি।
স্যামুয়েলসন তাই বলছেন, "অ সধৎশবঃ রং ধ সবপযধহরংস নু যিরপয নুঁবৎং ধহফ ংবষষবৎং রহঃবৎধপঃ
ঃড় ফবঃবৎসরহব ঃযব ঢ়ৎরপব ধহফ য়ঁধহঃরঃু ড়ভ ধ মড়ড়ফ ড়ৎ ংবৎারপব"৩ অর্থাৎ বাজার বলতে এমন একটি
প্রক্রিয়াকে বোঝায় যার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট কোন দ্রব্য বা
সেবার পরিমাণ ও দাম নির্ধারিত হয়।
বাজার যদি আদর্শ মডেল অনুযায়ী বিরাজ করে তাহলে তার কাজ হিসেবে সাধারণত: পাঁচটি বিষয়কে
বিশেষভাবে নির্দেশ করা হয়। এগুলো হল:
১. বাজার কোন পণ্যের দাম নির্দিষ্টকরণের মাধ্যমে তার গুরুত্ব নির্ধারণ করে।
২. বাজার উৎপাদনকে প্রভাবিত করে।
৩. বাজার উৎপাদিত দ্রব্য বিতরণকে পরিচালনা করে।
৪. বাজার বর্তমান ও ভবিষ্যতের ভোগের মধ্যে সামঞ্জস্য বিধান করে।
৫. বাজার সঞ্চয় ও বিনিয়োগের প্রবণতা নির্ধারণ করে।
বাজার অর্থনীতি সাধারণত: এমন অর্থনীতিকে নির্দেশ করা হয় যেখানে এই প্রক্রিয়া প্রাধান্য বিস্তার
করে আছে। এই অর্থনীতি সম্পর্কে আরও বলা হয় যে, এখানে দাম একটি সংকেত হিসেবে কাজ
করে। অর্থাৎ দাম উঠানামার উপর ভোক্তা যেমন সে দ্রব্য আর কিনবেন কি কিনবেন না সে সিদ্ধান্ত
নেন তেমনি উৎপাদকও উৎপাদন আর অব্যাহত রাখবেন না অন্য কোন কিছুউৎপাদনে চলে যাবেন সে
সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এ সম্পর্কে আরও বলা হয়, বাজার অর্থনীতিতে দাম তথ্য যোগান দেয়,
দাম দিকনির্দেশনা দান করে।
বাজার অর্থনীতি সম্পর্কে আন্তর্জাতিক মানের প্রধান প্রধান পাঠ্যপুস্তকে যে কাঠামো নির্দেশ করা হয়
তার মূল কথা হল, স্যামুয়েলসনের ভাষায়, "ওহ ধ সধৎশবঃ বপড়হড়সু, হড় ংরহমষব রহফরারফঁধষ ড়ৎ
ড়ৎমধহরুধঃরড়হ রং ৎবংঢ়ড়হংরনষব ভড়ৎ ঢ়ৎড়ফঁপঃরড়হ, পড়হংঁসঢ়ঃরড়হ, ফরংঃৎরনঁঃরড়হ ধহফ ঢ়ৎরপরহম."৪
অর্থাৎ “বাজার অর্থনীতিতে উৎপাদন, ভোগ, বিতরণ এবং দাম নির্ধারণে কোন একক ব্যক্তি বা
সংগঠনের দায়-দায়িত্ব নেই।” স্যামুয়েলসন এরকম বাজার অর্থনীতিকেই বলছেন, ‘প্রতিযোগিতামূলক
পুঁজিবাদ' (পড়সঢ়বঃরঃরাব পধঢ়রঃধষরংস)। এই কাঠামোর বাজার কিভাবে ভোক্তা ও উৎপাদক এবং
বিভিন্ন বাজারের মধ্যে যোগসূত্র স্থাপন করে তা সহজে বোঝানোর জন্য নিচের সম্মিলিত প্রবাহের ছক
দেয়া হল।


চধঁষ অ, ঝধসঁবষংড়হ ধহফ ডরষষরধস উ. ঘড়ৎফযধঁং, ঊপড়হড়সরপং, ১৬ঃয বফরঃরড়হ, ঢ় ২৬.

ওনরফ, ২৭

চিত্র ১.২ : উৎপাদন উপকরণ ও পণ্যের সম্মিলিত প্রবাহের চিত্র
উপরের ছকে বাজার প্রক্রিয়ার মধ্যদিয়ে যেভাবে পণ্য ও উৎপাদন উপকরণের চাহিদা ও যোগান
নির্ধারিত হচ্ছে সেটাই দেখানো হয়েছে।
বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা
কিন্তু আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে ভিন্ন অবস্থাই প্রত্যক্ষ করি। কেননা সমস্যা দেখা দেয়
তখনই অর্থাৎ বাজার অর্থনীতিতে বাজার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় তখনই যখন পুঁজিবাদের উল্লেখিত
প্রতিযোগিতামূলক চরিত্র ক্ষয়প্রাপ্ত হতে থাকে। বাজার অর্থনীতি ঠিকমতো কাজ করতে গেলে বা
পুঁজিবাদের প্রতিযোগিতামূলক চরিত্র যথাযথভাবে বজায় রাখতে গেলে সেখানে প্রাথমিক শর্ত হচ্ছে
সম্পদ, পুঁজিসহ সকল ক্ষেত্রে সকল ভোক্তা ও উৎপাদকের সমান প্রবেশাধিকার থাকতে হবে। বর্তমান
বিশ্বে বাস্তবত: এরকম অর্থনীতি খুঁজে পাওয়া যাবে না যেখানে বাজার অর্থনীতির সবগুলো শর্ত
ঠিকভাবে কাজ করে। পুঁজিবাদী অর্থনীতিতে বাজার প্রক্রিয়া যখন কাজ করতে পারে না তখন বাজার
সম্পর্কিত প্রচলিত অর্থশাস্ত্রের অনেক সিদ্ধান্তই সেখানে অকার্যকর হয়ে পড়ে। এরকম একটি
পরিস্থিতিকে বলা হয় বাজারের ব্যর্থতা (গধৎশবঃ ঋধরষঁৎব)। এই ব্যর্থতা সৃষ্টি হবার পেছনে বেশ কিছু
কারণ কাজ করে কিংবা আরেকভাবে বলা যায় যে, বেশ কিছুঘটনা বা প্রক্রিয়া থেকে বোঝা যায় যে,
বাজার প্রক্রিয়া কাজ করছে না। এগুলো কি?
এগুলোর মধ্যে আছে :
১. যদি অর্থনীতিতে একচেটিয়া প্রতিষ্ঠানের উদ্ভব হয়।
একচেটিয়া প্রতিষ্ঠান নানা ধরনের হতে পারে, এ সম্পর্কে আমরা পরে আরও আলোচনা করবো।
এখন আমরা শুধুএটুকুবলতে পারি যে, একচেটিয়া প্রতিষ্ঠান হল এমন প্রতিষ্ঠান যা অন্যদের
তুলনায় আনুপাতিকভাবে অনেক বেশি সম্পদ, বাজারের উপর কর্তৃত্ব, উৎপাদনের পরিসীমা নিয়ে
কাজ করে। এরকম প্রতিষ্ঠানের উদ্ভব ঘটলে সেখানে অন্যদের পক্ষে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া
সম্ভব হয় না। ফলে দিনে দিনে একচেটিয়া প্রতিষ্ঠানের ক্ষমতার সীমা আরও বেশি বিস্তৃত হয় এবং
তাতে প্রতিযোগিতার সুযোগ আরও সংকুচিত হয়। এই অবস্থা বিশ্বের সব পুঁজিবাদী অর্থনীতিতেই
দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে, স্যামুয়েলসনের হিসাব অনুযায়ী প্রায় ১ কোটি ৮০ লাখ বাণিজ্য
পুঁজিবাদী অর্থনীতিতে
বাজার প্রক্রিয়া যখন কাজ
করতে পারে না তখন
বাজার সম্পর্কিত প্রচলিত
অর্থশাস্ত্রের অনেক
সিদ্ধান্তই সেখানে
অকার্যকর হয়ে পড়ে।

প্রতিষ্ঠান আছে কিন্তু সম্পদ ও বিক্রি, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা, ব্যাপ্তি ইত্যাদিতে মাত্র
কয়েকশ' বৃহৎ কর্পোরেশন পুরো মার্কিন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেছেন,
আইবিএম, জেনারেল মটরস্ কিংবা এক্সন-এর মতো বিশাল প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ
শেয়ারহোল্ডার আছেন, কাগজপত্রে মালিক হলেও যাদের সংস্থার উপর কোন নিয়ন্ত্রণ নেই, সংস্থা
পরিচালনা করে ম্যানেজারেরা।৫
২. যদি এমন বিনিয়োগ বৃদ্ধি পায় যাতে বিনিয়োগ খুব লাভজনক কিন্তু যার সামাজিক ব্যয় অত্যন্ত
বেশি।
সামাজিক ব্যয় মানে এমন সব স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ক্ষতি বা ব্যয় যা পুরো সমাজকেই বহন
করতে হয়। এর মধ্যে আছে সেসব কারখানা বা বিনিয়োগ যেগুলো পরিবেশ (বায়ু, পানি, মাটি
ইত্যাদি) দূষণ করে, সেসব বিনিয়োগ যেগুলো সমরাস্ত্র, মাদকদ্রব্য কিংবা অন্যান্য ক্ষতিকর দ্রব্যাদি
উৎপাদন করে। এসব ক্ষেত্রে বিনিয়োগ যেহেতুলাভজনক সেহেতুবাজার তাকে উৎসাহিত করে,
এর সামাজিক ব্যয় বা বহি:স্থ প্রতিক‚ল প্রভাব (হবমধঃরাব বীঃবৎহধষরঃু) বাজারের নিয়মে ধর্তব্য
নয়। কিন্তু এসব বিনিয়োগ শুধুযে সামাজিক দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ক্ষতির কারণ হয় তাই নয়,
এসব বিনিয়োগ অন্যান্য অনেক প্রয়োজনীয় বিনিয়োগ থেকে সম্পদ প্রত্যাহার করে। বিশ্বে সমরাস্ত্র
উৎপাদনে যে দেশ শীর্ষস্থানে আছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রেরই এক প্রেসিডেন্ট একবার বলেছিলেন,
“প্রতিটি বন্দুক, প্রতিটি যুদ্ধজাহাজ, প্রতিটি রকেট, প্রকৃতপক্ষে তাদের কাছ থেকে চুরি করে তৈরি
যারা ক্ষুধার্ত, যাদের খাবার নেই।”৬
৩. যদি সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়।
এটা হতে পারে লেনদেন-ভারসাম্যজনিত সমস্যা থেকে, হতে পারে মন্দা বা সমৃদ্ধির বাণিজ্য চক্র
থেকে, হতে পারে মুদ্রাস্ফীতি বা বেকারত্বের অবস্থা থেকে। অভিজ্ঞতায় সর্বত্রই দেখা গেছে যে,
বাজার নিজে নিজে এসব সমস্যার সমধান করতে পারে না বা এসব সমস্যা সৃষ্টির পথও বন্ধ
করতে পারে না।
বলে নেয়া দরকার যে, মার্কসীয় অর্থশাস্ত্র পুঁজিবাদী অর্থনীতির এসব অবস্থাকে বাজারের ব্যর্থতা বলে
অভিহিত করে না। এই ধারার মতে পুঁজিবাদী অর্থনীতিতে ক্রমান¦য়ে একচেটিয়ার উদ্ভব, বিপুল
সামাজিক ক্ষতি, ধ্বংসাত্মক খাতে বিনিয়োগ বৃদ্ধি, বেকারত্ব, বাণিজ্য চক্র ইত্যাদি অনিবার্যভাবেই
ঘটে।
বাজার বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার যোগাযোগের
মাধ্যমে নির্দিষ্ট কোন দ্রব্য বা সেবার পরিমাণ ও দাম নির্ধারিত হয়। আর বাজার অর্থনীতি
সাধারণত: এমন অর্থনীতিকে নির্দেশ করা হয় সেখানে উৎপাদন, ভোগ, বিতরণ এবং দাম
নির্ধারণে কোন একক ব্যক্তি বা সংগঠনের দায়-দায়িত্ব থাকে না। পুঁজিবাদী অর্থনীতিতে বাজার
প্রক্রিয়া যখন কাজ করতে পারে না তখন বাজার সম্পর্কিত প্রচলিত অর্থশাস্ত্রের অনেক সিদ্ধান্তই
সেখানে অকার্যকর হয়ে পড়ে, যা বাজারের ব্যর্থতা (গধৎশবঃ ভধরষঁৎব) নামে পরিচিত।


ঝধসঁবষংড়হ ধহফ ঘড়ৎফযধঁং, ঊপড়হড়সরপং, ১৫য বফরঃরড়হ, ঢ়ঢ় ১০১-২

“ঊাবৎু মঁহ ঃযধঃ রং সধফব, বাবৎু ধিৎংযরঢ় ষধঁহপযবফ, বাবৎু ৎড়পশবঃ ভরৎবফ ংরমহরভরবং, রহ ঃযব ভরহধষ ংবহংব, ধ ঃযবভঃ ভৎড়স যিড় যঁহমবৎ ধহফ ধৎব
হড়ঃ ভবফ” চৎবংরফবহঃ উরিমযঃ উ. ঊরংবহযড়বিৎ, উদ্ধৃত ওনরফ, ৯.
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১
কোটি ৮০ লাখ বাণিজ্য
প্রতিষ্ঠান আছে কিন্তু
সম্পদ ও বিক্রি,
রাজনৈতিক ও
অর্থনৈতিক ক্ষমতা,
ব্যাপ্তি ইত্যাদিতে মাত্র
কয়েকশ' বৃহৎ
কর্পোরেশন পুরো
মার্কিন অর্থনীতিকে
নিয়ন্ত্রণ করে।
“প্রতিটি বন্দুক, প্রতিটি
যুদ্ধজাহাজ, প্রতিটি
রকেট, প্রকৃতপক্ষে
তাদের কাছ থেকে চুরি
করে তৈরি যারা ক্ষুধার্ত,
যাদের খাবার নেই।
সারসংক্ষেপ
এসএসএইচএল

নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. অর্থশাস্ত্রে বাজার বলতে বোঝায়ক. এমন এক প্রক্রিয়া যা শুধুমাত্র ক্রেতার ভোগের পরিমাণ দ্বারা নির্ধারিত হয়।
খ. এমন এক প্রক্রিয়া যা শুধুমাত্র বিক্রেতার পণ্যের যোগানের পরিমাণ দ্বারা নির্ধারিত হয়।
গ. এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে ক্রেতা ও বিক্রেতার যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট কোন দ্রব্য
ও সেবার পরিমাণ ও দাম নির্ধারিত হয়।
ঘ. এমন এক প্রক্রিয়া যা ক্রেতার বর্তমান ও ভবিষ্যতের ভোগের পরিমাণ নির্ধারিত করে।
২. পুঁজিবাদী অর্থনীতিতে বাজারের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছেক. বিনিয়োগ বৃদ্ধি লাভজনক হলেও সামাজিক ব্যয় বেশি।
খ. সম্পদ ও পুঁজিতে ভোক্তা ও উৎপাদকের সমান প্রবেশাধিকার থাকে।
গ. সামাজিক ব্যয় অত্যন্ত কম।
ঘ. শেয়ার হোল্ডার যৌথভাবে সংস্থা পরিচালনা করে।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘প্রতিযোগিতামূলক পুঁজিবাদ' বলতে কি বোঝায়?
২. অর্থনীতিতে যদি এমন বিনিয়োগ বৃদ্ধি পায় যাতে বিনিয়োগ খুব লাভজনক কিন্তু যার সামাজিক
ব্যয় বেশি, তাহলে কি হতে পারে?
রচনামূলক প্রশ্ন
১. বাজার কাকে বলে? বাজার কি কি ভ‚মিকা পালন করে? বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতিকে
আর কোন নামে অভিহিত করা যায়?
২. বাজার অর্থনীতির ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? বাজার অর্থনীতি কি কি কারণে তার
“আদর্শ ভ‚মিকা” পালন করতে পারে না, আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]